নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

লেবার পেইন

২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৭

গত সপ্তাহে আমার পোলা’র ছোট ভাই পৃথিবীতে এল (চাঞ্চে খবরটা দিয়ে দিলাম; মিষ্টি খাওয়াতে পারবনা কইলাম ;) )।
তো, তাকে রিসিভ করার জন্য আমরা হস্পিটালে এগিয়ে গেলাম। পোলার মা, আগে থেকেই ডাক্তারকে রাজি করিয়ে রেখেছে, নো-পেইন ডেলিভারির ব্যাপারে। তাই তাকে কয়েকদিন আগেই হসপিটালে ভর্তি করা হল; অপরাশেন এর জন্য ডেটও পড়ল। কিন্তু পোলা আর বেশিক্ষণ বদ্ধ ঘরে থাকতে চাইলেন না; উনি অতি শিঘ্র-ই বের হবেন বলে জানান দিলেন। পেইন উঠাতে পোলার মা ভয়ে অস্থির; ডাক্তাররা একটু সময় নিচ্ছিলেন নরমাল হয় কি না। কিন্তু অবস্থা ক্রমাগত খারাপ হওয়ায়, বিশেষ করে আমাদের প্রবল ঈচ্ছার কারণে এমারজেন্সী অপারেশনের সিদ্ধান্ত নিলেন। কিন্তু সমস্যা দেখা দিল, এমারজেন্সী অপারেসন থিয়েটারের সিডিউল পাওয়া নিয়ে। একটা পর একটা জীবন-মরন কেইস আসছে, ডাক্তাররা সেগুলোকে আগে সামাল দিচ্ছেন। এভাবে কেটে গেল ২০ ঘন্টা; বিদেশের হস্পিটাল বাইরের কাওকে থাকতে দেই না; আমি-ই একা অধিকংশ সময় আমার স্ত্রীর হাত ধরে বসে থাকলাম। এই প্রথম খুব কাছ থেকে আমার লেবার পেইন দেখা; প্রথমটা ছিল নো-পেইন ডেলিভারি। ২/৩ মিনিট পরপর ব্যাথাটা আসছিল ... ... কেমন ব্যাথা সেটা এখানে আমার বর্ণনা করাটা শোভন হবে না; শুধু এটুকু বলব... সেই ২০ ঘন্টায় আমার একটি উপলব্ধি হয়েছে, “সংসারে মেয়েদের হাজারটা যন্ত্রনা সয্য করা যায় শুধু মাত্র এই একটি কারণে যে তাদের লেবার পেইন সয্য করতে হয়”।

যাই হোক, এবার শিরোনামে আসি; নাতি হওয়া উপলক্ষে তার দাদা-দাদি দেশ থেকে বেড়াতে এসেছেন। একদিন হস্পিটাল থেকে মা আর আমি ফিরছি; হঠাত কি মনে করে মা’কে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি কি নরমাল হয়েছিলাম নাকি সিজারিয়ান? শুনেছিলাম মনে হয়, ছোট বেলায়... ভুলে গেছি। মা বললেন, তখন কি আর এত সিজার ছিল! উনার লেবার পেইন ছিল ৩ দিন; উনি বাড়িতেই ছিলেন; গ্রামের প্রশিক্ষিত (?) দাই নানা ভাবে চেষ্টা করছিলেন, কিন্তু বাচ্চার পজিশন ছিল উল্টা; আমার নানা হুজুর-কবিরাজের কাছে দৌড়াচ্ছিলেন পানিপড়া আনার জন্য। মা’র কিশোরী শরীর আর পেরে দিচ্ছিল না; আমাকে দুনিয়ায় আনতে গিয়ে নিজেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার অবস্থা। এই সময়, আমার এক খালা (ঐ সময় ভার্সিটিতে পড়তেন) একপ্রকার জোর করে মুরব্বীদের সাথে বেয়াদবী (!) করে মা’কে রিকশায় করে ৩ কিমি দুরের হসপিটালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তারদের চেষ্টায় আমি দুনিয়াতে আসলাম; ডাক্তার নাকি বলেছিল, আর ঘন্টা খানিক দেরী হলেই আমাদের দুজনের কারোর-ই দুনিয়ার আলো দেখা লাগত না।

এত দিন পরে মার মুখে ঘটনা টা শুনে খুব লজ্জা লাগছিল! নিজেকে মা-ভক্ত ছেলে হিসাবে জাহির করি, তাদের খুশি রাখার জন্য যথাসম্ভব চেষ্টাও করি; অথচ এই ভাইটাল কথাটা জানতে আমার এত দিন লেগে গেল !!!

আপনি কি কখনো আপনার মায়ের কাছে তার লেবার পেইন এর কষ্টটার কথা শুনেছেন?? না শুনলে শীঘ্রই একদিন কথা প্রসঙ্গে জেনে নিবেন; নইলে আপনাকেও আমার মত লজ্জায় পড়তে হবে।

পৃথিবীর সকল মা’কে কৃতজ্ঞতা!!!

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

খেলাঘর বলেছেন:


ভালো উপলদ্ধি

২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

হাসান মাহবুব বলেছেন: পড়তে গিয়ে বুকটা ভার হয়ে আসছিলো। গভীর উপলদ্ধি। ভালো থাকুন।

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ হা মা

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪২

ইয়ার শরীফ বলেছেন: পৃথিবীর সকল মা’কে কৃতজ্ঞতা!
apnar babu o tar mayer jonno suvo kamona

২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ শরীফ

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

মামুন রশিদ বলেছেন: খুব ভালো একটা কথা মনে করিয়ে দিলেন ।



অভিনন্দন ।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৪

আহসানের ব্লগ বলেছেন: + :(

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

তোমোদাচি বলেছেন: ;)

৬| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

আবু শাকিল বলেছেন: নিম্ম মধ্যবিত্ত জড়তা থেকে অনেক কিছুই জিজ্ঞেস করা হয় না।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

তোমোদাচি বলেছেন: ঠিক বলেছেন

৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


মিষ্টি খাওয়াতে হবে না........ অভিনন্দন :)

আপনার মা'কে নতশিরে শ্রদ্ধা জানাই....

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

তোমোদাচি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মইনুল ভাই

৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৩

সুমন কর বলেছেন: পৃথিবীর সকল মা’কে কৃতজ্ঞতা!!!

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

কলমের কালি শেষ বলেছেন: গভীর উপলব্দি ।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫১

তোমোদাচি বলেছেন: কলমের কালির আর দরকার নাই, কি বোর্ড ঠিক থাকলেই হবে ;)

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:৪১

প্রবাসী পাঠক বলেছেন: পৃথিবীর সকল মা’কে কৃতজ্ঞতা!!!

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ

১১| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাইরে এজন্যতো পুলা পাইনের লাইগ্গা মায়ের এতো টান। আপনি আমার চোখে পানি আনাইয়া পালাইলেন। পৃথিবীতে একমাত্র মা ছাড়া কেউই আপন না। মা শত কষ্ট আর দু:খে ও আপনাকে আগলে রাখবে। মায়ের ক্রেডিট শোধ করা যায় না।

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫২

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ

১২| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৯

আমিনুর রহমান বলেছেন:



আপনার পোলার ছোট ভাইয়ের জন্য আদর আর তার মাকে অভিনন্দন। আপনে মিষ্টি খাওয়াইতে পারবেন যেদিন সেদিন আপনাকে অভিনন্দন জানামু। এখন পারতাম না :/

২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩

তোমোদাচি বলেছেন: :| :|| :-0 :-0

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৭

জানা বলেছেন:

অনেক অনেক মঙ্গল কামনা ও অভিনন্দন ছোট্ট বাবুটাসহ আপনাদের সবার জন্য।

আপনার উপলব্ধি মন ছুঁয়ে গেল। আমরা ক'জনই বা মায়ের কষ্টের কথা মনে রাখি! ক'জনই বা কৃতজ্ঞতা জানাই মায়ের প্রতি! মায়ের চেয়ে সহনশীল আর কে আছে পৃথিবীতে? কারো একটু কম, কারোর বেশী তবে, সব মা'কেই এক ভয়াবহ যন্ত্রনা ভোগ করে একটি শিশুর মুখ দেখতে হয়। এত কষ্টের পরপরই সেই ছোট্ট তুলতুলে মায়াময় মুখটি দেখে মা সব কষ্ট ভুলে যান। প্রাণের সবটুকু ঢেলে দিয়ে শিশুটিকে বড় করে তোলেন। দুর্ভাগ্যবশঃত (!!) সন্তানের কাছ থেকে পাওয়া অবজ্ঞা, অবহেলা, দায়িত্বহীনতা এবং আরও হাজারও কষ্টেও 'মা' কখনও সন্তানকে দূরে ঠেলে দেন না।

একটি প্রশ্ন না করে পারছি না প্রিয় তোমোদাচি। তা হলো, কেন আপনারা দু'বারই শিশুর জন্মের আগেই সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন রেখেছেন? নিতান্তই জরুরী অব্স্থা না হলে কেন তা করতে হবে? বরং একটি মায়ের প্রসব প্রস্তুতি নেয়ার জন্য, সাহস যোগানোর জন্য এবং নিজের ও শিশুর যাবতীয় 'ভালো'র জন্য এখন হাজারো পথ খোলা আছে যা আগেকার মায়েরা পাননি। এখন অসাধরণ সব বই-পত্র পাওয়া যায়, বিদেশে সন্তান সম্ভবাদের স্কুলিং/কাউন্সেলিং হয়, গোড়া থেকে প্রয়োজনীয়/উপযোগী শরীর চর্চার ও সুযোগ রয়েছে যা প্রসবকালীন জটিলতা দূর করতেও সাহায্য করে। একন আমরা সবাই জানি, মা এবং শিশু কারোর জন্যই সিজারিয়ান সেকশন মঙ্গলজনক নয়। পাশাপাশি যন্ত্রনা বিহীন মাতৃত্ব চেয়ে সাময়িকভাবে 'লেবার পেইন' এড়িয়ে গেলেও তার পরবর্তি নানান সমস্যা রয়েছে যা মা এবং শিশু উভয়ের পক্ষেই আজীবনের জন্য ক্ষতিকর। শিশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যম্ভাবীভাবেই কমে যায়।

শুভ কামনা।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ জানা'পা।
অনেকদিন পরে পেলাম আপনাকে আমার ব্লগে।
আসলে সবার মা'ই তার সন্তানের কাছে সবচেয়ে আপন।

আপনার মুখে আপনার মায়ের কথা শুনে সেদিন মুগ্ধ হয়েছিলাম!!


ভাল থাকবেন!!

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৯

আমি ইহতিব বলেছেন: আমরা তিন ভাই বোন, তিন জনই বাসায় হয়েছি একজন নার্সের হাতে। আমার মাকে উনি নিজের মেয়ের মত ভালোবাসতেন। আমার ছোট বোন যখন হয় তখন আমার বয়স ১০ বছর। আমি আর ভাইয়া বাসাতেই ছিলাম। আব্বু আমার বোনটা পৃথিবীতে আসার সময়ে আমাদেরকে ছাদে পাঠিয়ে দেন। একটু পরে আমাদেরকে ডেকে বলেন বাসায় আসো, মেহমান এসেছে। আমার স্পষ্ট মনে আছে আমার মাকে দেখে ক্লান্ত আর পরিশ্রান্ত লাগছিলো ঠিকই তবে তার মুখের অতুলনীয় হাসিটি তেমনই ছিলো আমাদের আনন্দ দেখে।

সব মায়েদের জন্য শ্রদ্ধা। আর অভিনন্দন আপনাকে আর ভাবিকে। নতুন বড় ভাই হওয়া বাবুটার জন্যও শুভেচ্ছা।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৭

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার ছট বেলার কথা শুনে ভাল লাগল।
ভাল থাকবেন

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪১

জেরিফ বলেছেন: পৃথিবীর সকল মা’কে কৃতজ্ঞতা!!


আমি জন্মের সময় ৫ দিন পেইন ছিলো মায়ের তিন দিন আমার কোন নড়াচড়া ছিলো না , এক পর্যায়ে ডাক্তার আমাকে মৃত ঘোষণা করেছিলেন । অথচ আল্লাহর অশেষ রহমতে আজ আমি বেঁচে আছি ।
সবাই আজো বলে এটা মিরাকেল ছিলো ,হয়ত তাই । শুধু আজ "মা" নেই :(

২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২

তোমোদাচি বলেছেন: আল্লাহ আপনার মা কে শান্তিতে রাখুন!!!

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৩

মুহিব বলেছেন: এহহে, আমিও তো কখনও জিগাই নাই।

২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

তোমোদাচি বলেছেন: :-&

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: পড়তে পড়তে শেষাংশে এসে কেন যেন চোখে জল উঁকিঝুঁকি দেয়ার চেষ্টা করে গেল। :(

০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১০

তোমোদাচি বলেছেন: বোকা মানুষ তো তাই হয়ত... মনটাও নরম!!!

১৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

অপ্‌সরা বলেছেন: মা আর বাবু আর তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভাইয়া।

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

তোমোদাচি বলেছেন: অনেক ধন্যবাদ অপ্সরা

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মায়ের একধার দুধের দাম
কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলে ঋণের শোধ হবেনা
এমন দরদী ভবে কেউ হবেনা আমার মা গো...........

মায়ের ঋণ শোধিবার নয়!

=============

ভাল বলেছেন-

“সংসারে মেয়েদের হাজারটা যন্ত্রনা (হাসিমূখে ) সয্য করা যায় শুধু মাত্র এই একটি কারণে যে তাদের লেবার পেইন সয্য করতে হয়”

সযুক্তিঃ হাসিমূখে ;)


++++++

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৫

তোমোদাচি বলেছেন: ;)

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

ইমতিয়াজ ১৩ বলেছেন: পোষ্টে ধারাবাহিকতায় ভাল লাগা দুটি লাইন


১. “সংসারে মেয়েদের হাজারটা যন্ত্রনা সয্য করা যায় শুধু মাত্র এই একটি কারণে যে তাদের লেবার পেইন সয্য করতে হয়”।




২. পৃথিবীর সকল মা’কে কৃতজ্ঞতা!!!





আপনার পিচ্চি দুইটা আছে কেমন। ?

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩০

নতুন বলেছেন: চোখে জল এলো মায়ের ঘটনায়... সব মা ই এমন কস্ট করে সন্তানের জন্য... আমরা তাদের সব কস্টের কথা জানি না..

মায়ের ঋণ শোধিবার নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.