নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ঘুরে বেড়াই।

মোঃ রাফিদ

বই পড়তে আর গান শুনতে ভালোবাসি

মোঃ রাফিদ › বিস্তারিত পোস্টঃ

হিমুর মধ্যরাত্রি

১৩ ই জুন, ২০১৬ রাত ৩:২৩

খালি পা, পরনে হলুদ ময়লা পাঞ্জাবিটা। দীর্ঘদিনের না ধোয়ায় রং টা নষ্ট হওয়ার পথে। ঘুমন্ত নগরীর পিচ ঢালা রাস্তা ধরে হেটে চলেছে। ক্লান্তিময় দিন শেষে ঘরের বাতিগুলো পর্যন্ত ঘুমিয়ে । জেগে রয়েছে কেবল বড় রাস্তার ধারের সোডিয়াম আলোগুলো। আর কিছু নিশাচর মানুষ। ফুটপাতের ধারে কুকুরের পেটে মাথা গুজে ঘুমিয়ে আছে এক কিশোর, অল্প বয়সেই যে কিনা বুঝে গেছে পৃথিবীর নিষ্ঠুরতা। কেন জানি না, মেঘগুলোর সাথে তারা'দের কেন এত শত্রুতা। আর তাই আজকের রাতের আকাশটা ঘুটঘুটে কালো। দূরে, অনেক দূরে কোন এক পরিত্যক্ত রাজবাড়ির বুড়ো হয়ে যাওয়া বটগাছ থেকে ঘুমহীন চোখে কেঁদে উঠে কোন এক মা পাখি, তার হারিয়ে যাওয়া বাচ্চার উদ্দেশ্যে। আর হিমু নামের অদ্ভুত এই মানুষটা হেঁটে চলেছে নিস্তব্ধতার মাঝখান দিয়ে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৫৪

রঙ্গীন ঘুড়ি বলেছেন: আরো একটু বড় করতেন। পড়ে ভালই লাগছিল। অন্যরকম।একটা ফিল পাচ্ছিলাম। যাই হোক শুভ কামনা এবং ভাল লাগা রেখে গেলাম। :)

২| ১৫ ই জুন, ২০১৬ রাত ১:২৯

মোঃ রাফিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। এর পরের বার আপনার জন্য আরও বড় করে সাজাবো কাহিনী টা।

৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ১:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: ফালতু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.