নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ঘুরে বেড়াই।

মোঃ রাফিদ

বই পড়তে আর গান শুনতে ভালোবাসি

মোঃ রাফিদ › বিস্তারিত পোস্টঃ

একাকিত্বকে জীবনসঙ্গী করে নিতে পারে তারা

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

হুমায়ূন আহমেদ স্যারের মতে, "মানুষ একা থাকতে পারে না; আর যারা একা থাকতে পারে, এটা তাদের দুর্বলতা নয় বরংচ এক প্রকার ক্ষমতা।"
সত্যিই তো কথা টা! সবার কি আর একা থাকতে পারার ক্ষমতা আছে ? যারা একা থাকে আমরা বলি তারা পাগল ধরণের মানুষ। অথচ আমরা কখনও বলি না, তার এই একাকিত্বকে জীবনসঙ্গী করে নেওয়ার পেছনে গল্পটা কি? সেও হয়তো চেয়েছিল সব্বাইকে সঙ্গে নিয়ে সুখে একটা জীবন গড়ে তুলবে। কিন্তু কেন তার জীবনটা এরকম হয়ে গেল? গল্পগুলো কিন্তু আমাদের অজানা থেকে যায়। সেই একাকিত্বকে বরণ করে নেওয়া মানুষগুলো নিজেকে ঢেকে রাখে অজানা কুয়াশার অন্তরালে। চায় না সকলের সামনে নিজের কষ্টগুলো তুলে ধরতে। কি লাভ দুঃখের কথা জানিয়ে অন্যদের? হায় হুতাশ ছাড়া এর বেশি কিছু তো করতে পারবে না শ্রোতারা। আর সে চায়ও না তাকে নিয়ে কেও হায় হুতাশ করুক। কারও তো আর ক্ষমতা নেই, তার হারিয়ে যাওয়া গল্পের পাতা গুলো কুড়িয়ে এনে দিতে। জীবন গল্পের বইটা বড্ড কঠিন ভাষায় সাজানো, সবার তো আর সেটা বুঝার ক্ষমতা নেই। একাকিত্বের মানুষগুলোর নিঃসঙ্গতাকে আপন করে নেওয়ার এক দৈব ক্ষমতা থাকে, যা সবার থাকে না।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

মহা সমন্বয় বলেছেন: আসাধারণ লাগল কথাগুলো :)
একাকিত্ব নিয়ে এই লেখাটাও ভাল। :) view this link

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৭

মোঃ রাফিদ বলেছেন: জ্বী ধন্যবাদ আপনাকে , আমার লেখা টা কষ্ট করে পড়ে দেখার জন্য ☺

২| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: সারাবেলা থাকি একেলা
সাথে থাকে অনেক অনেক ভাবনা
সুযোগ পেলে মেলে তারা পাখনা
মন বলে যাক উড়ে যাকনা
কি হবে নিয়ে থেকে ভাবনা ।
শুভেচ্ছা রইল ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৮

মোঃ রাফিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৮

ফেরদৌসা রুহী বলেছেন: হুম, কার মনে কি আছে সেই জানে। বাহির থেকে আমরা আর কতটুকু অন্যের মনের খরব বুঝতে পারি।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৯

মোঃ রাফিদ বলেছেন: জ্বী, ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.