নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন থেকে শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে ঘুরে বেড়াই।

মোঃ রাফিদ

বই পড়তে আর গান শুনতে ভালোবাসি

মোঃ রাফিদ › বিস্তারিত পোস্টঃ

নারীর রূপ

১১ ই জুন, ২০১৯ দুপুর ১:৫৭

কিছু কিছু নারীরূপ এতটাই মুগ্ধকর; যেমন হেমন্তের দিনে কিরণদেব পূবদিগন্তে উদয়কালে গঙ্গায় অবগাহন করলে মনে যে পবিত্রতা এসে ভর করে, তেমনি সে নারী-সৌন্দর্য্যে মন পবিত্র হয়ে যায়। ভরা জ্যোঁৎস্না যেমন মনকে বিচলিত করে উন্মক্ত করে তুলে, তেমনি সে সৌন্দর্য্যে উন্মাদ না হয়ে উপায় থাকে না। বৃষ্টির বারিধারা যেমন সঙ্গীকে উদাস করে সঙ্গীনীক কাছে পাওয়ার তপ্ত অনুভূতি জাগ্রত করে, তেমনি সে নারীর রূপ বুকের ভেতরে এক অচেনা কামনার আলোড়ন সৃষ্টি করে যায়। পৌষের শিশির কণা যেমন আলতো করে পত্রবক্ষ ছুঁইয়ে রোদের আলোয় না বলে চলে যায় কষ্ট দিয়ে, সেই নারী সৌন্দর্য্যও দ্যোদুল্যমান মনে একটুকুখানি ভালবাসতে চাওয়ার আঁচড় টেনে যায়। কুসুমকণ্ট যেমন কোন কিছুকে স্পর্শ করার অধিকার দেয় না, কেবল দূর থেকে দেখে যাওয়ার বাসনাটুকু মেটায়, তেমনে সে নারীকে দূর থেকে দেখে যাওয়ার মাঝেই যেন একপ্রকার হতাশাকর-রোমাঞ্চ কাজ করে যায়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১১ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

মোঃ রাফিদ বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: নারী রুপে মজে গেলে সমস্যা।

১১ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০০

মোঃ রাফিদ বলেছেন: জ্বী না ভাই, মজি নাই

৩| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪৭

কানিজ রিনা বলেছেন: হে আল্লাহ্ তোমার সৃষ্টির নারী আমার
চোখে দেখা মনমূগ্ধকর সৌন্দর্য শুধু
তোমারই প্রশংসা। বলতে পারবেন?
মুসলিম যুবক ছেলেরা এমনই বলতে
হয়।

৪| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৬

মেঘ প্রিয় বালক বলেছেন: লিখেছেন ভালো।

১১ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০১

মোঃ রাফিদ বলেছেন: ধন্যবাদ

৫| ১২ ই জুন, ২০১৯ সকাল ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগলো :)

৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ১২:৪২

মোঃ রাফিদ বলেছেন: ধন্যবাদ

৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১:২০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.