নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

**আমার অপ্সরী**

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৭

ততক্ষণে কুয়াশা আর অন্ধকার যখন
জমাট বেঁধে একদম নিস্তব্ধ। ধ্রুব তারা,
শুকতারা, ক্ষিপ্র ধূমকেতুসহ অগণিত
নক্ষত্র স্থির দৃষ্টিতে উপভোগ করছিলো
তোমায়।

ঠিক হিংসে হতে লাগলো! আমায় ওরা
রাগাচ্ছিল প্রচুর। হঠাৎ করে মনে হল
এই দারুণ প্রকৃতি এখন আমায় হিংসে
করছে। প্রচণ্ড ঠাণ্ডায় শরীরে কম্পনের
কাটা দিচ্ছিল সে।

কিন্তু পরক্ষণেই তুমি উল্টো জবাব দিলে।
প্রকৃতিকে দেখিয়ে, কুয়াশা চাদরেই
জড়িয়ে আমায় রক্তিম ঠোটের ছোঁয়ায়
উষ্ণতা ধরিয়ে দিলে।

তোমার ভারি প্রশ্বাস আমার চোখে আগুন
ধরিয়ে দিয়েছিল। হৃদপিণ্ডের হৃদম পাল্টে
দ্রুততর হয়ে গেলো।

কিন্তু ঠিক এক মুহূর্ত পরেই বুঝলাম,
খাটের কোণায় গুঁতো খেলাম মাথায় এবং
ঘুমটা ভেঙ্গে গেলো! এখন শুধু তোমাকেই
ভাবছি!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


পায়ে বুট পরে, মাথায় হেলমেট পরে ঘুমাতে যাবেন, কবিতার লাইন কমে আসবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ তো অবশ্যই। সাথে আমি ভীষণ সন্তুষ্ট আপনার সমাধান বাক্য পেয়ে!

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: কবিতার লাস্ট লাইনে যেমনই ধাক্কা খেলাম চাঁদগাজীভায়ের মন্তব্যে সমাধান দেখে মজা পেলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

রাফিন জয় বলেছেন: হি হি হি

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

ব্লগ মাস্টার বলেছেন: কবিতা লেখার জন্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.