নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

নাম ঠিক করা হয়নি এখনো

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

অর্থব্যক্তি ও প্রাঞ্জলতার অজুহাতে নির্মম
ভাবে পাশবিকতার উৎকর্ষতা নিয়ে কি
খুন করে যাচ্ছি না মনোহরা বাংলার
শব্দগুলো?

বিকশিত শির, শুধু নামে কেন বীর?
মন্ত্রপূত হলে কি তবে,
স্বার্থ দেহলীতে দেখে হেম-হীরকের নীড়?
তো বাংলা তোমার ছিল কবে?
সায়াহ্ন=সন্ধ্যা, প্রভাতের মানে ভোর
পরবই উৎসব, আমর্ষ = ক্রোধ,
অংশুমালীই রবি। পবনের দৌড়
কে করে যে রোধ?
বাংলার পিচ ঢালা পথে তাজা লোহিত
গঙ্গার স্রোত,
অবিনাশী অক্ষরমালা নক্ষত্রের হাসি
কে করে যে শ্লথ?

দীপ্ত শপথ নাও তবে, হারিয়ে যাওয়া
শব্দ গুলো ভালবাসার দীপ্তিচ্ছটার জোরে
অভিধানে ফিরিয়ে আনার। বাহুর বলে
নয়, একটু তৃষাহরা মৃণ্ময় মন দাও।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯

তারেক ফাহিম বলেছেন: কবি, কবিতায় মুগ্ধতা জানবেন।

কঠিন ভাষায় লিখলেন, সহজে বুঝতে পারিনি, কয়েকবার পড়ছি।

মুলভাবটি দিয়ে দিলে হয়ত আমার মত ব্লগারগণ সহজে বুঝতে পারবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

রাফিন জয় বলেছেন: আপনার মতামতকে সম্মান প্রদর্শন করছি দাদাভাই। তবে মূল ভাবটা পরে দিবো। এখান থেকে শব্দ গুলো দেখে মানুষের মনে তাড়নার জন্ম নিবে হয়তো। যদি এই সুযোগেই একটু অভিধানটা দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.