নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

কলকাতায় বিড়ির (বেনসনের) দাম কি বাংলাদেশ থিকা বেশি???? (হেল্পান)

১১ ই জুন, ২০১৫ দুপুর ২:৪৭

প্রিয় ব্লগার ভাইরা, একটু সাহায্য দরকার।বেশ কয়েক দিনের জন্য কলকাতায় যাইতেছি।
আমাগো দেশে সিগারেটের যেই দাম বাড়ছে ছাইড়া দেওনের কথা বার বার
মাথায় আনতেছি কিন্তু ছাড়তে পারতেছিনা।
এখন মুল কথায় আসি,কেউ যদি জানেন যে কলকাতায় বেনসনের
প্যাকেট কত পড়বো তাইলে আমারে জানাইয়েন।যদি বেশি হয়
তাইলে এইখান থিকাই কিন্না নিয়া যামু।আর যদি কম হয়
ওইখান থিকা প্যাকেট কিন্না খামু।
সতর্কিকরন ঃ ধুমপান সাস্থের জন্য ক্ষতিকর।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩১

সিদ্ধা বলেছেন: কলকাতায় বিড়ির দাম ৭ টাকা (Indian money)প্রতি প্যাকেট।

১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২১

রাঘব বোয়াল বলেছেন: ওই মিয়া বিড়ি কইতে বেনসন বুঝাইছি

২| ১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: গোল্ড ফ্লেক খাইতাম ইন্ডিয়াতে। ১২০ রুপী ছিলো। তখন বেনসন ছিলো ১৫০ রুপী। বাংলাদেশে ১৫০ টাকা ছিলো। বেশিই হওয়ার কথা। কিনা নিয়া যান। ওইখানের সিগারেট ভালো না।

১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২২

রাঘব বোয়াল বলেছেন: ভালো পরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ।

৩| ১১ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

এস কাজী বলেছেন: চোখ বন্ধ কইরা বাংলাদেশ থেকে নিয়ে যান। ওখানে বেনসনের দাম বেশি। আর ওখানকার গোল্ড ফ্লেইক খেতে পারবেন না। প্রচুর গন্ধ। বেনাপোলের এপার থেকে বেনসন কিনে ওরা ওপারে বিক্রি করে।

১১ ই জুন, ২০১৫ রাত ৮:১১

রাঘব বোয়াল বলেছেন: অলরেডি কিন্না ফেলছি। কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.