নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

মালিকের মাথা ধড় থেকে ছিঁড়ে ফেলে ‘নিজের প্রতিশোধ নিল’ ক্ষুদ্ধ উট!

২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৫৭



এমনিতেই প্রচণ্ড গরম, তার ওপর দিনভর দুটি পা বেঁধে রাখা। দিনশেষে রাগ সামলাতে পারেনি ভারতের রাজস্থান রাজ্যের একটি উট। প্রতিশোধ হিসেবে নিজ মালিকের মাথাটিই কামড়ে শরীর থেকে আলাদা করে ফেলেছে প্রাণীটি।
গত শনিবার রাজস্থানের বারমার জেলায় এ ঘটনা ঘটে। ২৫ জন গ্রামবাসী ছয় ঘণ্টা চেষ্টার পর ক্ষুব্ধ প্রাণীটিকে শান্ত করে।
টাইমস অব ইন্ডিয়ার (টিওআই) খবরে বলা হয়, শনিবার রাতে স্থানীয় মাঙ্গটা গ্রামের উরজা রাম তাঁর বাড়িতে অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই তাঁর মনে পড়ে যে পোষা উটটি প্রচণ্ড গরমে সারা দিনই বাইরে রয়েছে এবং এটির পা-ও বাঁধা রয়েছে। দ্রুত উটটির কাছে গিয়ে পায়ের বাঁধন খুলে দিতে যান উরজা। কিন্তু ততক্ষণে প্রচণ্ড ক্ষেপে উঠেছে ভাষাহীন প্রাণীটি।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ঠাকারা রাম টিওআইকে বলেন, উটটি উরজার গলা ধরে তাঁকে উঁচু করে এবং পাশের উঠানে ছুড়ে মারে। এর পর ওই ব্যক্তির শরীরে কামড় দিয়ে একপর্যায়ে তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।

এর আগেও উটটি একবার উরজা রামকে আক্রমণ করেছিল বলে জানান ঠাকারা।

এ মুহূর্তে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে ভারতে। যেসব সৈন্য উটের পিঠে চড়ে ভারত-পাকিস্তান সীমান্ত পাহারা দিচ্ছেন, তারাও উটগুলোর কারণে বেশ সমস্যায় পড়েছেন। প্রচণ্ড গরমে উটকে শান্ত রাখাটা বেশ কঠিন কাজ। সম্প্রতি টহলরত এক সেনা সদস্যকে পিঠ থেকে ফেলে দিয়েছে একটি উট।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:০২

বিজন রয় বলেছেন: সাংঘাতিক।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:০২

রাঘব বোয়াল বলেছেন: আসলেই সাংঘাতিক

২| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সাংঘাতিক । পশু হোক তাদেরকে কষ্ট দেয়া ঠিক না ।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:০৩

রাঘব বোয়াল বলেছেন: ঠিক

৩| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৪০

অদৃশ্য বলেছেন:



জীবনে প্রথম উঠের এমন ঘটনা শুনলাম... বিস্ময়কর !!

শুভকামনা...

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:০৪

রাঘব বোয়াল বলেছেন: :||

৪| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:০৬

সুমন কর বলেছেন: ভয়ানক !

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:১৪

রাঘব বোয়াল বলেছেন: B:-)

৫| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:১৬

কলাবাগান১ বলেছেন: ভুয়া ছবি
লিং দেন

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩৩

রাঘব বোয়াল বলেছেন: লিংক দিয়া একবার মডুর হাতে ধরা খাইছি। এরপর থিকা এখানে লিংক দেয়া বন্ধ করছি। আপনার মেইল আইডি দেন। ওখানে পাঠিয়ে দেবো।

৬| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:৪৮

জনমদাসী রিটার্ণ বলেছেন:

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩৪

রাঘব বোয়াল বলেছেন: কিছু দেখা যাচ্ছে না ছবিতে

৭| ২৬ শে মে, ২০১৬ রাত ১:৫৫

মুসাফির নামা বলেছেন: অবলা বলে তাদের দিকে খেয়াল রাখব না? তবে শাস্তিটা একটু বেশী দিয়ে ফেলছে।
অবলা বলেই....

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩৫

রাঘব বোয়াল বলেছেন: ঠিক কইছেন

৮| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:১৫

গেম চেঞ্জার বলেছেন: দুঃখজনক।

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩৫

রাঘব বোয়াল বলেছেন: সত্যই দুঃখজনক

৯| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:২৩

নক্ষত্রের আমি বলেছেন: বেচারা মালিকের মৃত্যু হয়তো এভাবেই লেখা ছিল।

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩৬

রাঘব বোয়াল বলেছেন: হয়তো নয় বাস্তবেই লিখা ছিল

১০| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩২

হাসান মাহবুব বলেছেন: অসম্ভব ব্যাপার। বিশ্বাসযোগ্য কোন সূত্র দেন।

২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৩৬

রাঘব বোয়াল বলেছেন: মেইল আইডি দেন পাঠায়া দিবো

১১| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: পশুপ্রানীদেরও অনুভব আছে। তাদের প্রতি উদাসীনতার খেসারত!!! নিমর্মতা থেকে বাকীরা যদি শেখে!

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

রাঘব বোয়াল বলেছেন: ঠিক বলেছেন

১২| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:০৪

গেম চেঞ্জার বলেছেন: আপনি কেন এইরকম খবরের সুত্র দিচ্ছেন না? যতদুর জানি এই ব্যাপারে ব্লগের নীতিমালা আছে। মডুদের ওপর দিয়ে দোষ না চাপিয়ে লিংক দেন।

না দিতে পারলে পোস্ট সরায়া ফেলেন।

যদিও আমার কাছেও লিংক আছে।

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:২২

রাঘব বোয়াল বলেছেন: সুত্র আমি দেবনা একবারও বলিনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.