নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ২০০৮ সাল থকে ব্লগিং করতেছি অতিরিক্ত ঘাড় তেড়ামির কারনে আগের আইডি ব্লক খাইছি।আমার এই আইডিতে ঘাড় তেড়ামি বাদ দিয়া ব্লগিং করতেছি।

রাঘব বোয়াল

নিক নাম দেইখা ডর খাইয়েন না।আমি আসলে খুব সাধারন মানুষ।আর জানতে ভালোবাসি জানাতে ভালোবাসি তাই নিজে যা জানব অন্যকেও তা জানাবো।

রাঘব বোয়াল › বিস্তারিত পোস্টঃ

সিলিন্ডার কথন

২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৪


গতকাল সিলিন্ডার কিনলাম ১০০০ টাকা দিয়ে। সামনে নাকি দাম আরও বাড়বে। পর্যাপ্ত গ্যাস মজুদ থাকার পরেও সরকার গ্যাস বন্ধ করে দিল। সিলিন্ডারের দামও নজরে দিচ্ছেনা। ব্যাবসায়িরা এসব অসাধু মুনাফা করে টাকার পাহাড় গড়ে।
আর আমরা নিম্ন মধ্যবিত্তিরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী গরিবদের দেখছেন বড়লোকদের দেখছেন।
এবার আমাদের নিম্নমধ্যবিত্তদের দিকে একটু দেখেন। হয় আবাসন খাতে নতুন সংযোগ দিন না হয় সিলিন্ডারের দাম এমন ভাবে কমান যেনো সবাই সিলিন্ডারে আকৃষ্ট হয়।
হাতজোড় করে অনুরোধ করছি আমাদের ওপর থেকে চাপ কমান।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: আপাততঃ হাতজোড় করেই অনুরোধ করুন। তাতে কাজ না হলে অন্য পথ খুঁজতে থাকুন।
উনুন না জ্বললে সবকিছু গড়বড় হয়ে যায়। ছোটবেলায় মাকে দেখেছি, খড়ির চিন্তা তার বড় চিন্তা ছিল।
গ্যাস নিভে গেলে শ্বাসও নেভার উপক্রম হবে।

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৪৯

রাঘব বোয়াল বলেছেন: এটাই আমাদের মধ্যবিত্তদের নিয়তি। সবকিছুই মুখ বুঝে মেনে নিতে হবে।

২| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ব্যবসায়ীদের সিন্ডিকেটবাজির কারণেই সিলিন্ডারের দাম কমছেনা, আর আপনার মতো বড় বড় রাঘব বোয়ালরাই এর জন্য দায়ী।

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫০

রাঘব বোয়াল বলেছেন: ভাই আমি নামেই রাঘব বোয়াল। সত্যিকারের রাঘব বোয়াল সিন্ডিকেট কারিরা।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

সাসুম বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রি হাজার চেস্টা করলেও পারবেন না, কারন উনার নাক আর কান পর্যন্ত এই খবর যাবে কেন? উনি এখন হয়ে আছেন হাতের পুতুল। শেখ সাহেবের লিগেসি কে তিলে তিলে ধ্বংস করার কাজে খুব করে বিজি উনি, উনার এই সব টাইম নাই ।

আপাতত, পুঁজিবাদী আর রাঘব বোয়াল এর হাতে নিষ্পেষিত হতে থাকুন। না পারলে, লাকড়ি ধরান। ব্যবসায়ীদের সিন্ডিকেটবাজি ভাংগা আপাতত পসিবল না।

যেই দেশের কী বোর্ড বিজনেস ম্যান কে উনি আই সি টি মন্ত্রী করতে পারেন, যে দেশের সব চেয়ে বড় চাউলের গুদাম জাত কারীকে উনি খাদ্য মন্ত্রি করতে পারেন, যে দেশের সব চেয়ে বড় চোর কে উনি ইকোনমিক উপদেষ্টা করতে পারেন, উনি আপনার কথা শুনে গ্যাসের সিলিন্ডার এর দাম কমাবেন এটা ভাব্লেন কেন ?

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫২

রাঘব বোয়াল বলেছেন: ভাই চাইছিলাম সবাই ফেসবুক বা ব্লগে এই বিষয় নিয়ে প্রতিবাদ করুক। আমি জানি আমার কথায় কিছুই হবেনা।

৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অদূর ভবিষ্যতে হয়তো সিলিন্ডার গ্যাসেই সবাইকে অভ্যস্ত হতে হবে। কিন্তু অতি অবশ্যই সিলিন্ডার গ্যাসের মূল্য যৌক্তিক এবং সর্বসাধারণের সাধ্যের মধ্যে রাখাটা জরুরী। সিলিন্ডার গ্যাস এর দাম নিয়ে যা চলছে... ইটস অ্যা প্ল্যানড গেম, ফ্রম ভেরি বিগেনিং।

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

রাঘব বোয়াল বলেছেন: বাইকে অভ্যস্ত হলে তো কাজই হোত। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে কেউ লাইনের গ্যস আবার কেউ সিলিন্ডার।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: দাম বাড়বে। সরকার চুপ থাকবে। সব সময় তো এরকমই হয়ে আসছে।

৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪

রাঘব বোয়াল বলেছেন: এটাই আমাদের নিয়তি

৬| ৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৫

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: বাসা বাড়িতে আনলিমিটেড গ্যাস কেনো দিচ্ছে সরকার? মিটার লাগানো হোক। প্রচুর গ্যাস বাঁচবে। উদ্বৃত্ত মজুদ দিয়ে নতুন সংযোগ দেয়া হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.