নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কেউ না আমি কেউ না

খাঁজা বাবা

বল বীর – বল উন্নত মম শির! শির নেহারি’আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!

খাঁজা বাবা › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন ফর্মূলা কি মার খেয়ে যাচ্ছে?

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯




নমিনেশন ফর্ম বিক্রি শেষ। এখন চলছে সাক্ষাতকার। বি এন পির স্বাক্ষাতকার পর্বে তারেক রহমান ভিডিও কনফারেন্সে প্রার্থীদের সাক্ষাতকার নিচ্ছিলেন। এতে প্রথম আওয়ামীলীগ নির্বাচন কমিশনে অভিযোগ করে। যা নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছে। এটা নির্বাচনের সময় খুব ই স্বাভাবিক ঘটনা। এক পক্ষ আর এক পক্ষের উপর বাজি মাত করতে চায়। কিন্তু পরবর্তীতে দেখা গেল ঠুনকো এই বিষয়ে তারা তাদের সরকারী ক্ষমতা ব্যবহার করে খালেদা জীয়ার গুলশান কার্যালয়ের আসে পাশে ৪জি ও ৩জি ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আর সারা বাংলাদেশেই স্কাইপি বন্ধ করে দিয়েছে। আমার প্রশ্ন তারেক রহমানের একটা ভিডিও কনফারেন্স কি এতটাই শক্তিশালী যা আওয়ামীলীগের ১০ বছরের উন্নয়ন ও এর প্রচার, শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে দেশেই অবস্থান, পুলিশ, প্রশাসন, আদালত ও নির্বাচন কমিশনের উপর পূর্ন নিয়ন্ত্রনকে মাত করে দিল? তারা তারেক রহমানের ভিডিও কনফারেন্স যা কিনা জাতীর উদ্দেশে তার কোন ভাষন নয়, শুধু দলীয় ফোরামের আলোচনা, তাতে এতই ভয় পেল যে আওয়ামীলীগ কে তার খোলস ছেড়ে বেরিয়ে প্রকাশ্যে সরকারী ক্ষমতা নির্বাচনে প্রদর্শন করতে বাধ্য করল? আওয়ামীলীগ কি ভয় পেয়েছে? জনগন কি আওয়ামীলীগের সাথে আছে না সব ভাওতাবাজি?

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনার মাথায় সঠিক ভাবনা আসে না, তারেক রহমান যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত, সমস্যা সেখানে। শেখ হাসিনা বিএনপি'কে ভোট করতে দিয়ে ভুল করছেন।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০

খাঁজা বাবা বলেছেন: আপনার বয়স কত ভাই? :)

২| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

জাহিদ হাসান বলেছেন: তাইতো মনে হচ্ছে !

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

খাঁজা বাবা বলেছেন: :(

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে- এই আমি বলে রাখলাম।

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

খাঁজা বাবা বলেছেন: ১০০% একমত। :)

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: বাবা যখন রাজা তাহলে কন্যা আবার কাকে ভয় পাবে সবই নিজের দখলে এবং ইসিও! :(

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

খাঁজা বাবা বলেছেন: সেটাই তো, তাহলে এমন কান্ডের মানি কি? বুঝলাম না। এত কেন ভয়?

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আপনার বয়স কত ভাই? :) - পাঠা আশি বছর বয়সেও পাঠাই থাকে....কি ভাবে আশা করলেন গাধা হয়ে যাবে????

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

খাঁজা বাবা বলেছেন: কিচ্ছু কমু না :(

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

নূর আলম হিরণ বলেছেন: একজন দন্ডপ্রাপ্ত পলাতক ব্যক্তির সাথে যোগাযোগ রাখা অপরাধ।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

খাঁজা বাবা বলেছেন: দন্ড কোন দন্ডে হয়েছে তা বোধ সম্পন্ন মানুষ দেখেছে। তাছাড়া নির্বাচন কমিশন, মানে রেফারী এটাকে হালাল বলেছেন। সর্বপরি এই নির্বাচন কালীন সময়ে এটা সরকার করতে পারে কি? দন্ড কোন দন্ডে হয়েছে তা বোধ সম্পন্ন মানুষ দেখেছে।

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

ব্লু হোয়েল বলেছেন: সুষ্ঠু নির্বাচন হলে কাউকে চোরের বেশে দেশ ত্যাগী হতে পারে,
আবার যাকে নিয়ে এত আলোচনা তার বীরের বেশে ফেরার সম্ভাবনা ।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

খাঁজা বাবা বলেছেন: সব উপরওয়ালার খেলা :)

৮| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

পলাশবাবা বলেছেন: শুনেছি চাঁদগাজী একজন মুক্তিযোদ্ধা। সেই হিসাবে উনি একজন বৃদ্ধ মানুষ। আসেন আমরা উনাকে সম্মান করে উনার যা ইচ্ছা 'বলতে' দেই। বৃদ্ধ, মানী মানুষ বলতেছে বলতে দেন।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

খাঁজা বাবা বলেছেন: আমি চাঁদগাজী ভাইকে একজন ভাল মানুষ বলে মানি। :)
ওনার মত প্রকাশের স্বাধীনতাকে শ্রদ্ধা করি। কিন্তু ভদ্রলোক বি এন পির আওয়ামীলীগ ছাড়া অন্য কারো স্বাধীনতায় বিশ্বাসী নন। :(

৯| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

কাদা মাটি জল বলেছেন: রাজাকারের চাওয়ের পোস্টে আরো কিছু রাজাকারের ছাও মন্তব্য করেছে :)
পোঙ্গা মারা হোক সব রাজাকারদের।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

খাঁজা বাবা বলেছেন: জি ভাই, আমি আওয়ামীলীগ নামক মেশিন থেকে বের হইনি। :)
আপনাকে ধন্যবাদ।
আর বানানের দিকে খেয়াল রাখবেন। দেশ প্রেমিক মুক্তিযোদ্ধার লেখা ভুল হলে লোকে কি বলবে? আপনার পরিচয় নিয়ে প্রশ্ন উঠতে পারে।

১০| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

পলাশবাবা বলেছেন: উনাকে ভুল বুঝবেন না। কোথা যেন উনি লিখেছেন , প্রেসিডেন্ট জিয়া উনার চাকরি খেয়েছিলেন । তারপর থেকে উনি মানসিক ভাবে জিয়া পরিবারের প্রতি দূর্বল। some kinda vendetta বলতে পারেন। জিয়া শব্দ টা শুনলেই পশ্চাৎ ছিদ্রে বিস্ফোরণ হয় মনে হয়।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

খাঁজা বাবা বলেছেন: যাক, উনি এখন ট্রাম্পের দেশে ভাল আছেন। :)

১১| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

পলাশবাবা বলেছেন: সমস্যা হল ট্রাম্পের দেশে থেকে বাংলাদেশে নাড়া দিচ্ছেন।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

খাঁজা বাবা বলেছেন: টের পাচ্ছি না তো :(
আরো জোরে নাড়া দিতে হবে।

১২| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

বাকপ্রবাস বলেছেন: তারেক হাগু দিলেও ওদের চোখে সমস্যা, চেচামেচি করবে তারেক হাগু দিসে

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

খাঁজা বাবা বলেছেন: বিনোদন পেলাম ভাই।
ধন্যবাদ। :)

১৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: স্যাটেলাইট টা ঠিক মতো কাজ করছে না মনে হয়, তাই নেটওয়ার্ক সমস্যা।

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

খাঁজা বাবা বলেছেন: আমাদের স্যাটেলাইট সম্ভবত ইন্টারনেট নিয়ে কাজ করে না।
আর সেটা তো কয়েকদিন ধরে নিখোঁজ।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এটাই তো কমন সেন্স। এতই যদি ভাল ভাবে দেশ চালায়, এতই যদি উন্নয়ন করে তাহলে একটা ভিডিও চ্যাটিং-এ কথা বলা লোককে কেন এত ভয়? আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পদক্ষেপে ধরা পড়ছে...

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলীগ সরকারে থেকে কখনো সুষ্ঠু নির্বাচন দেয় নি, আর দেবে ও না।

১৫| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


@পলাশবাবা,
আপনি বলেছেন, " উনাকে ভুল বুঝবেন না। কোথা যেন উনি লিখেছেন , প্রেসিডেন্ট জিয়া উনার চাকরি খেয়েছিলেন । তারপর থেকে উনি মানসিক ভাবে জিয়া পরিবারের প্রতি দূর্বল। some kinda vendetta বলতে পারেন। জিয়া শব্দ টা শুনলেই পশ্চাৎ ছিদ্রে বিস্ফোরণ হয় মনে হয়। "

-আমি জেনারেল জিয়ার আমলে বাংলাদেশে চাকুরী করিনি; উনার মৃত্যুর পর করেছি; উনার সাথে আমার পরিচয় ছিলো

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

খাঁজা বাবা বলেছেন: আমরা যারা নতুন, জানলাম। ধন্যবাদ। :)

১৬| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চারশো কোটি কোন দুর্নীত না, খালেদার জেলটা আসল জরু! কিচ্ছু কমু না! আমি আওয়ামী সমর্থ!

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭

খাঁজা বাবা বলেছেন: আপনার প্রতি শুভ কামনা। খুব তারাতারি আপনাকে মিলিওনিয়ার ক্লাবে দেখতে চাই

১৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

ফেইরি টেলার বলেছেন: আওয়ামিলীগ ক্ষমতায় আসছে । কেন জানেন ? বিএনপিকে বাম দিয়ে প্রধানমন্ত্রী ডান নিয়েছেন। ডান নিয়েছেন মুলত ইনু সাহেবকে ব্যলেনস করার জন্য । প্রধানমন্ত্রীর হাতে এখন ( ছাত্রলীগ, শ্রমিকলীগ , হুজুর ) কম্বাইনড ফোরস - সবগুলোই মারামারিতে ওস্তাদ । অন্যদিকে বাম নিয়ে বিএনপির ভবিষৎ জাতীয় পার্টির রেপ্লিকা হবার পথে ...

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

খাঁজা বাবা বলেছেন: তারা ডান বাম করুক, আমরা প্যারেড করি। :)

১৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হারার আগেই হার মানাটা জাতি বুঝে যাবে সেই চিন্তাটা হয়তো তাদের নেই। ইলেকেশন দিয়েছে এবার ভোটারকে ভরসা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল তা না করে যে নাটক মঞ্চস্থ করছে মনে হয় জাতি আরো কিছু হাস্যকর কিছু দেখবে অদূর
ভবিষ্যতে

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩১

খাঁজা বাবা বলেছেন: হাসির পরে কান্না আসে, বেশি হাসবেন না।

১৯| ২১ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫২

কলাবাগান১ বলেছেন: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে খোলা চিঠি লিখেছেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে ফাঁসির মঞ্চ থেকে বেঁচে যাওয়া প্রতিরোধযোদ্ধা মুজিব সৈনিক বিশ্বজিত নন্দী। সেখানে কাদের সিদ্দিকী ক্ষমতায় যেতে পারলে তার জীবনের ১৩টা বছর ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার এই কৃতিসন্তান।

শ্রদ্ধেয় কাদের ভাই,
সালাম নিবেন। জানি, আমাকে এখন আপনি চিনতে পারবেন না। আমি মুক্তাগাছার গোবিন্দপুর গ্রামের বিশ্বজিৎ নন্দী। পিতা হত্যার প্রতিশোধ নিব বলে, আপনার সাথে অস্ত্র হাতে প্রতিরোধ যুদ্ধে নেমেছিলাম। আপনি বলতেন, "পিতা হত্যার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবেন না।" অথচ আপনি আজ কেবল ঘরেই ফিরেননি, আপনার ঘরে আজ ওই খুনিদের আনাগোনা। একত্রে বসে পরিকল্পনা করেন, কিভাবে মুজিব কন্যার পতন ঘটাবেন।

১৯৭৬ সালের ১৮ আগস্ট দিনটির কথা কী মনে আছে? অপারেশনে পাঠিয়েছিলেন মুক্তাগাছায়! সেনাবাহিনী আমাদের চারদিক থেকে ঘিরে ফেলেছিল।

আমাদের আত্মসর্মপণের নির্দেশ দেয়। কিন্তু আত্মসমর্পণের মাধ্যমে আরেকটি কলঙ্কের ইতিহাস হোক, তা চাইনি বলে, টানা ৮ ঘণ্টা যুদ্ধ চালাতে গিয়ে সহযোদ্ধা পাঁচজনের মৃত্যু হয়। হাতে-পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আমাকে গ্রেফতার করা হয়। অথচ আজ আপনিই ওদের কাছে আত্মসমর্পণ করে বসে আছেন।

যৌবনের ১৩টা বছর আমি কাটিয়েছি কারাগারে। ৭ বছর ছিলাম কনডেম সেলে। যে জিয়ার হয়ে আজ আপনি মাঠঘাট চষে বেড়াচ্ছেন, সে জিয়ার সামরিক আদালতে ১৯৭৭ সালের ১৮ মে আমার ফাঁসির রায় হয়।

আমি বিশ্বজিৎ ওদের চোখে অপরাধী হলেও, আপনি এখন ওদের কাছে মহামানব। ভালো থাকবেন হে মহামানব।

ক্ষমতায় গিয়ে, যদি পারেন, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই ১৩টা বছর ফিরিয়ে দিবেন। তা না হলে, আপনি আমার কাছে বাকি জীবনটা বিশ্বাসঘাতক হয়েই থাকবেন।

ইতি
বিশ্বজিৎ নন্দী
টাঙ্গাইল।
১৯ নভেম্বর, ২০১৮ইং

বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৮/মাহবুব



২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৫

খাঁজা বাবা বলেছেন: আপনি কি বাসে আগুন দেয়া বা স্বাধীন দেশে শসস্র বিপ্লবে বিশ্বাসী?

২০| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪২

ওসেল মাহমুদ বলেছেন: ব্যক্তিবিষেশ নয় জাতির ভাগ্য পরিবর্তনে মুক্তিযোদ্ধা থেকে আজকের প্রতিবাদী সাধারণ জনতার যে কেউ তার উপযুক্ত সম্মানটুকু প্রাপ্য ! যারা একচোখা জিনিয়াস তাদের কথা বাদ দিন ! নিজ স্বা্র্থ নয় দেশের স্বার্থ নিয়ে ভাবুন !

২১ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

খাঁজা বাবা বলেছেন: ভাবছি :)

২১| ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ক্ষমতায় গিয়ে, যদি পারেন, আমার জীবন থেকে হারিয়ে যাওয়া সেই ১৩টা বছর ফিরিয়ে দিবেন।
তা না হলে, আপনি আমার কাছে বাকি জীবনটা বিশ্বাসঘাতক হয়েই থাকবেন।

........................................................................................................
ঘরে ঘরে এমন কান্না আরও আছে....!!!
আমরা কবে সৎ মানুষ হবো ???

২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১১

খাঁজা বাবা বলেছেন: সকল মানুষ তো কোনদিন সৎ হবে না, তবু আমরা সেই দিনের প্রতিক্ষায় থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.