নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লেখক ও লেখনির দিক থেকে বইগুলো খুবই তাৎপর্যপূর্ণ

২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৬




নোবেলজয়ী হেমিংওয়ে ১৯৩৫ সালে এসকুয়ার ম্যাগাজিনে তার কিছু প্রিয় বইয়ের নাম প্রকাশ করেন। এর মধ্যে অতিপরিচিত ‘আন্না ক্যারেনিনা’, ‘ওয়ার এণ্ড পিস’ ও ‘হাকলবেরি ফিন’-এর মতো বই যেমন রয়েছে তেমনি রয়েছে এমন কিছু বই যা আধুনিক পাঠকদের একদম অজানা।

১। আন্না কারেনিনা – লিও তলস্তয়
২। ফার আওয়ে অ্যান্ড লং এগো – ডব্লিউ এইচ হাডসন
৩। বাডেনব্রুকস – টমাস মান
৪। ওয়েদারিং হাইটস – এমিলি ব্রন্ট
৫। মাদাম বোভারি – গুস্তাভ ফ্লোবেয়ার
৬। ওয়ার অ্যান্ড পিস- লিও তলস্তয়
৭। আ স্পোর্টস ম্যান স্কেচস – আইভান তুগার্নেভ
৮। দি ব্রাদার্স কারামজভ – ফিওদর দস্তয়ভস্কি
৯। হাইল অ্যান্ড ফেয়ারওয়েল – জর্জ মুর
১০। হাকলবেরি ফিন – মার্ক টোয়েন
১১। উইনসবুর্গ ওহাইও – শেরউড এন্ডারসন
১২। লা রেইনে মার্গট – আলেকজান্দার দ্যুমা
১৩। লা মেইসন টলিয়ার – গাই দে মোপাসাঁ
১৪। লে রুজ এট নে নায়ার – স্তাদাঁল
১৫। লা চার্টেরুজে দে পার্মে- স্তাদাঁল
১৬। ডাবলিনার্স – জেমস জয়েস
১৭। অটোবায়োগ্রাফিস – ডব্লিউ বি ইয়েস

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৪

অরুনি মায়া অনু বলেছেন: ধন্যবাদ আপনাকে এতগুলো বইয়ের সন্ধান দেবার জন্য

২| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অরুনি মায়া অনু বলেছেন: ধন্যবাদ আপনাকে এতগুলো বইয়ের সন্ধান দেবার জন্য

আমারো একি কথা :) :D

৩| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৫১

ঢাকাবাসী বলেছেন: হ্যাঁ অনেকগুলো বই প্রায় অজানা ছিল। ভাল পোস্ট।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:০২

মোঃ জা্‌বেদ বলেছেন: আপনার ফেসবুকের লিন্ক টা একটু যদি দিতেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.