নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সামুর ব্লগারবৃন্দ এবং আমার জবাবদিহিতা

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫



স্বচ্ছ কাচের মতো কড়া রোদ উঠেছে আজ।
বালিভাজা গরম চারিদিকে। তবে পরিচ্ছন্ন সুন্দর একটি দিন। চারিদিক কেমন ঝকমক করছে! সকালে ব্লগে ঢুকেই মনটা প্রচন্ড খারাপ হয়ে গেছে। এক ব্লগার খুব বাজে মন্তব্য করেছে। বনানী বাজারের সামনে পাথরের মতো চুপচাপ বসে আছি। কি করবো ভেবে পাই না। কিন্তু শরীর জ্বলে, হাত পা নিসপিস করে। হয়তো অর্থহীন এক উত্তেজনা। কঠিন এই শহরের আস্তরণ, মানুষের মনে এবং ঘটনাবলী- এর কোথাও আঁচড় কামড়ের দাগ বসে না। পৃথিবীর যাবতীয় অপমান- বাস্তবিক আমি ভুলতে চাই।

ব্লগ আমার কাছে একটা শান্তির জায়গা। পরিছন্ন বিনোদনের জায়গা। নিজের মনের সুখ দুঃখের কথা ব্লগে সবার সাথে শেয়ার করি। একটা সত্যি কথা বলি- নিজের মনের দুঃখ, কষ্ট, হতাশা বা আনন্দ গুলো ব্লগে শেয়ার করে আমি অনেক আনন্দ পাই। কিন্তু কিছু দুষ্টলোক ব্লগে আমার শান্তি আনন্দ নষ্ট করে দিচ্ছে। তারা খুবই কুৎসিত মন্তব্য করে আমার আনন্দের বিঘ্ন ঘটায়। তাদের যদি আমার পোষ্ট ভালো না লাগে, তাহলে তাদের পড়ার দরকার নেই। দরকার নেই আমার পোষ্টে আসার। একজন আধুনিক মানুষ, একজন শিক্ষিত মানূষ এত কুরুচিকর মন্তব্য লিখেন কি করে আমি ভেবে পাই না। আমি তো আমার শত্রুকেও সম্মান দিয়ে কথা বলি। আমি মনে করি, যারা ব্লগের পরিবেশ নষ্ট করবে তাদের কান ধরে ব্লগ থেকে বের করে দেয়া উচিত।

অনেকেই আমাকে বলেন, আমি পোষ্ট করি, কিন্তু মন্তব্য করি না। এই কথাটা একেবারেই ভুল। আমি প্রচুর পোষ্ট পড়ি এবং যে পোষ্ট গুলো বেশী ভালো লাগে- সেগুলোতেও মন্তব্য করি। মন খুলে মন্তব্য করি। এ পর্যন্ত প্রায় মন্তব্য করেছি: ৪৮৮৩টি। আমি আগেও বলেছি, আজ আবার বলছি- কেউ যদি আমার পোষ্টে সুন্দর মন্তব্য করে এবং মন্তব্যে প্রশ্ন থাকে তাহলে আমি অবশ্যই উত্তর দেই। একজন মন্তব্য করলো- 'ভালো হয়েছে' অথবা 'সুন্দর' - ভালো বা সুন্দর কথার মন্তব্যের উত্তর আমি কি দিবে ভেবে পাই না। তাদের এই ধরনের মন্তব্য গুলোর উত্তর আমি দেই না। আর যারা রুচিশীল মন্তব্য করেন এবং তাদের মন্তব্যে প্রশ্ন থাকে- তখন আমি মন্তব্য পড়া মাত্র উত্তর দেই। উত্তর দেয়াটা অবশ্যই একটা দায়িত্বের মধ্যে পড়ে। এখনও থেকে আমি আরও বেশী মন্তব্য করবো।

আচ্ছা, আমি ধরেই নিলাম- আমি মন্তব্যের উত্তর দেই না। এই জন্য আমাকে কুৎসিত কথা বলবেন মন্তব্যের ঘরে? এটা কি রকম ভদ্রতা? আমি সকাল ৮ টায় বাসা থেকে বের হই। রাত ৮ টায় বাসায় ফিরি। অফিসের কাজে সারা দিন প্রায় বাইরেই থাকতে হয়। বাসায় ফিরে এত ক্লান্ত লাগে যে কিছু লিখতে বা পড়তে ইচ্ছা করে না। কিছু লেখা বা মন্তব্য করার খুব একটা সময় পাই না। এই এত ব্যস্ততার মাঝেও আমি ব্লগ লিখি, মন্তব্য করি। কিন্তু কেউ যখন কুৎসিত মন্তব্য করে- তখন কলিজাটা ছিড়ে যায়। আর সামুর কর্তা ব্যাক্তিরা যখন দুষ্ট ব্লগারের মন্তব্যের কারনে কোনো ব্যবস্থা নেয় না, তখন খুব কষ্ট হয়। আমি তো গত ৯ বছরে কোনো ব্লগারকে অপমান করে বা কষ্ট দিয়ে মন্তব্য করিনি। তাহলে আমাকে কেন বাজে মন্তব্য করা হবে? আমি জানি কিছু দুষ্টলোক সব জাগায়ই থাকে। মক্কা মদিনায়ও আছে। কথায় আছে না, একটা কানি বকের জন্য পুরো বিলের সব বকের দোষ হয়। আবার এমন কথাও আছে- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কাজেই দুষ্ট ব্লগাদের বর্জন করাই উচিত। আমি তো মনে করি সমাজের সব অপকর্মের জন্য ব্লগ হলো হাতিয়ার। সব গুলো সংবাদ মাধ্যম কোনো না কোনো দলের। ব্লগাররা কোনো দলের না। তারা নিরপেক্ষ। এই নিরপেক্ষ ব্লগররা শুধু সমস্যার কথা বলেনা, সমাধানের কথাও বলেন।

আমি মনে করি, ব্লগে আমার সবচেয়ে বড় দোষ- আমার লেখার সাথে আমার শিরোনামের মিল থাকে না। একেবারেই থাকে। এর কারনটা আমি ব্যাখ্যা করছি- কাজের ফাঁকে ফাঁকে আমি ব্লগ লিখি। একেক সময় একেক রকম মন মানসিকতা কাজ করে। কোনো লেখাই আমি একেবারে লিখতে পারি না। তাই লেখার সুর কেটে যায়। এদিকে প্রতিদিন কমপক্ষে একটা ব্লগ না লিখলে আমার ভালো লাগে না। প্রচন্ড অস্থির লাগে। তাই বিভিন্ন সময়ে টুকরো টুকরো লেখা গুলোই ব্লগে দিয়ে দেই। তাই শিরোনামের সাথে লেখার বিষয় বস্তুর কখনই মিল থাকে না। আবার লেখা গুলোতেও উপরের প্যারার সাথে নিচের প্যারার মিল থাকে না। যাদের আমার পোষ্ট ভালো লাগে না, তারা পড়বেন না, তাহলেই তো হলো। বাজে মন্তব্য করার কি দরকার? আর যদি লেখার মধ্যে আমার ভুল থাকে- তাহলে অবশ্যই বলবেন- আমি সাথে সাথে শুধরে নিবো। তবে আমি মনে করি যারা বাজে ভাষায় যারা মন্তব্য করে তাদের ব্লগ থেকে মন্তব্য করার অধিকার বন্ধ করে দেয়া উচিত।

সামু একটি ব্লগ। একটি পরিবার। আসুন আমরা সবাই আমাদের প্রিয় এই ব্লগে মিলেমিশে থাকি। সবার জন্য শুভ কামনা। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:

আসুন আমরা সবাই আমাদের প্রিয় এই ব্লগে মিলেমিশে থাকি। সবার জন্য শুভ কামনা।


আপনারও জন্য শুভ কামনা !!!

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: দু'একজনতো খারাপ মন্তব্য করতেও পারে।

তবে খারাপের পরিমাণ বেশি হলে মন্তব্য ডিলিট করে দিবেন।

দুঃখ নিবেন।

ব্লগের পরিবেশ ভাল থাকুক এটা সবাই চাই।

ভাল থাকুন। আনন্দে থাকুন।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ডিলিট করে দিবো?
না ডিলিট করবো না। থাক সবাই দেখুন।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখ নিবেননা।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: আই উইল ট্রাই।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই আমার মনে হয় আপনার মধ্যে কিছু ছেলেমানুষী আছে যে গুলো ব্লগে চলে না।
অন্য ব্লগারদের কাছে যেমন আপনি সিনিয়রিটি আশা করেন আপনার কাছ থেকেও সবাই সেটাই চাই।
অনেক ভাল থাকুন।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ছেলে মানূষীটা আমি ইচ্ছে করেই করি।
একটু ফানি হতে চেষ্টা করি।
তা না হলে বাঁচবো কিভাবে?

৫| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আসুন আমরা সবাই আমাদের প্রিয় এই ব্লগে মিলেমিশে থাকি।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: সেটাই।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

মানিজার বলেছেন: কতা হইল আপনে মন্তব্য হিট এইগুলা সিক কোরেন । ব্যাপার না । এইসব খারাপ জিনিস না । খারাপ জিনিস হইলো কি জানেন ?
খারাপ হইল এইসব হিট কমেন্ট টমেন্ট না পাইয়া মন খারাপ করা ।
ভাইজান, আপনের কাছে কিছু জিনিস খারাপ লাগলে আপ্নে ইগনর করেন, কিন্তু সকালের লুকটা ইগ্নোর না কইরা ডিরেক্ট কইসে। আপনার কাছে কোন জিনিস মনমত না লাগলে আপ্নে এভয়েড করেন, এইটা ত আপনার সমস্যা । আপনেও চার কতা কইয়া আইতে পারেন না ক্যান ?

আসলে আমার মনে হয় আপনার ম্যাচিঊরিটির অভাব আছে । এইটা ফিলআপ করার জন্য আপনার কিছু কাজ করা লাগতে পারে ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: আমি কাউকে কোনো দিন লাথথি দেই নি, তার মানে এই না যে আমি লাথথি দিতে জানি না।

কঠিন কথা আমি বলতে চাই না।

৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

যূথচ্যুত বলেছেন: আহা! আবার রাগারাগি কেন!

ক্ষুদ্র জীবন। ততোধিক ক্ষুদ্র ব্লগ যাপন। অন্তর্দ্বন্দ্বে গিয়ে কী লাভ? ;)

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: আমারও এই কথা।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাইজান আপনে কি আমরে কইলেন? :(

০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: না। না।
আপনাকে না।
আপনি ভালো লোক।

৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুৎসিত মনের মানুষগুলোই কুৎসিত মন্তব্য করে,
ব্যক্তিগত আক্রমন করে। কেউ কেউ অযথা বিতর্কে
জড়িয়ে নিজেকে বিজ্ঞ প্রমাণে আপ্রাণ চেষ্টা চালায়।
পরকে উপদেশ দিতে কার্পণ্য করেনা অথচ নিজের
সমালোচনা সহ্য করেনা। এদের থেকে দূরে থাকুন।
আগাছা উপড়ে ফেলুন ভূমি আবাদযোগ্য হবে।
ভালো থাকবেন রাজীব ভাই

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
আগাছা ফেলে দিতে হবে।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি বাংলা ব্লগের শুরুর কঠিন দিনগুলো দেখেছেন, তখন অনেক কঠিন কথা হতো, এখন ব্লগ আনন্দ মেলা, তখন ছিলো গরুর হাটে মারামারি। সহজভাবে নিন

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আপনার সব মন্তব্য আমি সম্মানের সাথে গ্রহন করি।

১১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

যাযাবর চখা বলেছেন: ব্লগের কিছু আদব কায়দা আছে। কয়েকটা মন্তব্য বাদ দিয়া যে উত্তর দেন এইটা চরম অভদ্রতা। প্রশ্নকারী যেমন উত্তর আশা করে, মন্তব্যকারীও অন্তত একটা ধন্যবাদ আশা করে। আপনের আগের পোস্টে ২৪টি মন্তব্য ১৬টি উত্তর!!!!!!! কেন???? আপনে নিজেরে কি মনে করেন? ব্লগ তো আপনের শ্বশুরবাড়ী না যে সবাই আপনেরে তোয়াজ করবে। একমুখী যোগাযোগ হয় না। ভালো লাগলে যেমন মন্তব্য করবেন, খারাপ লাগলেও করবেন। আপনে যেমন মন্তব্য আশা করেন, অন্যরাও করে। উত্তরের ক্ষে্এও তাই।
এই কথাগুলা আপনের উস্তাদের বলার কথা, যদি সত্যিই সে উস্তাদ হয়। হয় নিজেরে বদলান, কানে যে রিফ্লেকটর লাগাইছেন সেইটা খোলেন, আর না হইলে ব্লগ ছারেন। দুই দিন পর পর একই কথা কন, ম্যাচিউরড হন।

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: চখ সাহেব, ব্লগটা কি আপনার? আপনি ব্লগ ছাড়তে বলেন কোন হিসাবে?
আপনার জ্ঞান আপনার জীবনে কাজে লাগান উন্নতি করবেন। আপনার জ্ঞান দিয়ে আরেকজনের কিছুই হবে না।
ভালো থাকুন।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: সামু একটি ব্লগ। একটি পরিবার। আসুন আমরা সবাই আমাদের প্রিয় এই ব্লগে মিলেমিশে থাকি।

ব্লগের পরিবেশ ভালো থাকুক, সবাই মিলেমিশে যেন ব্লগে থাকতে পারি, এটাই আমাদের কাম্য।

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২০

উম্মে সায়মা বলেছেন: এগুলো নিয়ে মন খারাপ করবেননা! শুভ ব্লগিং....

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: বোন আমি তো গন্ডার না। তাই গায়ে লাগে।

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনার আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্য পড়লাম, বুঝলাম। তবে তারপরও কথা থাকে, আপনি কি পড়বেন, অার কি কমেন্ট করবেন তা একান্তই অাপনার অধিকার। কে কি মন্তব্য করবে তাও তার অধিকার। তবে গালাগালী বা ব্যাক্তিঅাক্রমন বা অসভ্যতা না থাকলে তাকে আপনি গ্রহন করার মানষিকতা থাকতে হবে। সামান্য সমালোচনা সহ্য করার মানষিকতা না থাকলে ব্লগে না লেখাই ভাল নয় কি ? সবচেয়ে বড় কথা আপনি লম্বা একটা সময় ব্লগে কাটিয়েছেন, তারপরও সমালোচনা গ্রহণ করার মানষিকতা কেনো হলোনা সেটাই ভাবছি.........। হ্যাপি ব্লগিং

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: হাজার বার সমালোচনা করবে। এখানে আমার কোনো সমস্যা নাই।
নোংরা ভাষা ব্যবহার করে- এটাই আমার সমস্যা।
সমালোচনা মানে কি নোংরা ভাষা?

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার পুরোনো একটা পোস্টে আমি এখনও মাঝে মাঝে যাই উত্তর দিয়েছেন কিনা দেখার জন্য। কিন্তু উত্তর এখনো দেননি। এভাবে অনেকেরই গুরুত্বপূর্ণ মন্তব্যর উত্তর না করে আপনি চলে যান। আর আপনি মনে হয় মন্তব্য, পঠিত, আলোচিত এসব বিষয় নিয়ে বারবার পোস্ট দিচ্ছেন তাই অনেকে হয়তো এভয়ড করছে...

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত আমার আগের পোষ্টে আপনার মন্তব্যের উত্তর হয়তো ভুল ক্রমে দেয়া হয়নি।

এই রকম যেন আর না হয় সেদিকে লক্ষ রাখবো।

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

ঢ্যাঙা মোস্তাফা বলেছেন:

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: আমার লাগবে না।
আপনিই ব্যবহার করুন।

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

ময়না বঙ্গাল বলেছেন: স্বচ্ছ কাচের মতো কড়া রোদ উঠেছে আজ।
বালিভাজা গরম চারিদিকে। তবে পরিচ্ছন্ন সুন্দর একটি দিন। চারিদিক কেমন ঝকমক করছে-দারুন বর্ণণা । দারুন ভাবে ব্যক্ত করেছেন আপনার অনূভূতি লিখাটিতে । যেহুতু আল্লা আস্তিক নাস্তিক নাফরমান সকলের প্রতিই আলো দেন বাতাস দেন তাই আল্লার বান্দা হিসেবে বাজে মন্তব্যকারীদের প্রতি দোয়া ছুঁড়ে দিন । আশা করি এতে আপনার কল্যাণের ভাগে আমরাও কিছুটা অংশীদার হব। শুভ কামনা রইল ।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.