নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার সময় ফুরিয়ে গেছে !!

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫




মন আজ ভালো নেই।
ভোররাতে দাদাকে স্বপ্ন দেখেছি। মরা মানুষকে স্বপ্নে দেখা কি ভালো? বার বার?
গত সাতদিনে তিন বার দাদাকে স্বপ্নে দেখলাম।

ভোররাতে আজ দেখলাম, বিরাট বড় একটা বাড়ির, বিশাল বারান্দা কাচের মতো স্বচ্ছ রোদে ভেসে যাচ্ছে। এত বড় বারান্দায় আর কেউ নেই। চারিদিক কেমন ভয়করা নির্জন। সবচেয়ে বড় আশ্চর্য, বারান্দার শেষ নেই। আমি হাঁটছি তো হাঁটছিই। বারান্দা আর শেষ হয় না, ভীষন করছিল আমার। মনে মনে ভাবছি- এত বড় বারান্দা কে বানালো! হঠাৎ পেছন থেকে কে যেন বলল, যা না, আরও যা, একসময় শেষ হবে ঠিকই।
কে বলল কথাটা? মুখ ঘুরিয়ে দেখি দেখি, আমার দাদাজান। তেমনই ফরসা টকটকে রঙ, তেমনি মোস্ত গোঁফ, তেমনি সুন্দর।
আমি বললাম, লোকে যে বলে তুমি মরে গেছ?
দাদা বললেন, দূর বোকা! মরবো কেন? এই একটু বেড়াতে বের হয়েছি।
আমি বললাম, এই বাড়িটা কে বানিয়েছে? এত বিশাল বারান্দা কেন?
দাদা বললেন- তা ঠিক, বারান্দাটা একটু বড়। চল তোকে এগিয়ে নিয়ে যাই।

স্বপ্ন নিয়ে আমার তেমন কুসংস্কার নেই। আবার এও মনে হয়, কী জানি, স্বপ্নের মধ্যে কোনও ইশারা ইঙ্গিত থাকতে পারে।


(বিঃ দ্রঃ যে কোনো লেখার সাথে নিজের একটা ছবি কেন দেই? আপনরা হয়তো অনেকে বিরক্ত হোন। যদি লেখার সাথে নিজের ছবি দেয়ার কারনটা বলি, তাহলে আর রাগ করতে পারবেন না। কারনটা হলো- আমার ছবি দেখে দেখে-দেখে, আমার চেহারাটা আপনাদের মাথায় ঢুকে যাবে। তখন একদিন হয়তো কোথাও আপনাদের সাথে দেখা হবে, তখন আপনারা বলবেন, আরে আপনি ব্লগার রাজীব না? কেমন আছেন? কি খবর? চলুন চা খাই, আড্ডা দেই।)

মন্তব্য ৬৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন:

স্বপ্ন ভাল মন্দ কিছু আছে বলে মনে করি না। জানেনই তো এগুলো অবচেতন মন তথা ব্রেইনের খেলা।

যাইহোক, আপনি অন্তত স্বপ্ন দেখেন, আমি স্বপ্ন দেখতেই পারি না।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: হুম, মাঝে মাঝে এমন সময় আসে, স্বপ্ন আসে না। আবার এমন সময় আসে এক রাতে ৪/৫ টা স্বপ্ন আসে।
অপেক্ষা করুন, আপনিও স্বপ্ন দেখবেন। জানি।
স্বপ্ন গুলো আমাদের সাথে শেয়ার করবেন আশা করি।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাই চলেন এককাপ চা খাই

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৭

ফাইয়াজ ইসলাম ফাহিম বলেছেন: কি বলার.।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

প্রামানিক বলেছেন: অসুবিধা নাই- - আপনি একটা গরু জবাই করেন আমরা খায়া আপনার জন্য দোয়া করমু স্বপ্নের ফারা কাইটা যাইবো।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: মূরগী জবাই করলে হবে না?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রামানিক ভাইয়ের উপদেশটা কাজে লাগিয়ে দেখতে পারেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: আচ্ছা।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

সকাল রয় বলেছেন: দেখা হলে আমি সত্যিই বলবো, চলেন চা-খাই, আড্ডা দেই।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: আমি অপেক্ষায় থাকলাম।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

মানিজার বলেছেন: এইসব বিশ্বাস করা অশিক্ষিত লুকের কাজ ।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা, তাই !!!??

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৭

জাহিদ হাসান রানা বলেছেন: স্বপ্ন তিন প্রকার।
১)খেয়ালী-সারাদিন মানুষ যা চিন্তা করে তাই দেখে
২)রাহমানী- ঐশী কোন কারন থাকে সেখানে।
৩)শয়তানী-শয়তানের পক্ষ থেকে হয়।
খারাপ স্বপ্ন বর্ণনা করতে ইসলামে নিষেধ করা হয়েছে।তবে যদি কেউ এ ব্যাপারে অভিজ্ঞ এবং বিশ্বাস যোগ্য হয় তাকে বলা যায়।
মুহাম্মদ (স) সাহাবায়ে কেরামদের স্বপ্নের কথা শুনতেন এবং পরামর্শও দিতেন।।

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: জানলাম।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩২

সৈয়দ ইসলাম বলেছেন:
প্রামানিক বলেছেন: অসুবিধা নাই- - আপনি একটা গরু জবাই করেন আমরা খায়া আপনার জন্য দোয়া করমু স্বপ্নের ফারা কাইটা যাইবো।

আপাতত এটাই করেন, একটা মিলাদও আয়োজন করা যেতে পারে। যা করার দ্রুত করেন। শেষে দেখা যাবে, অন্য কিছু দেখে এই সুযোগ ছুটে গেলো

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: গরু ভালো না। প্রেসার বেড়ে যাবে।
এর চেয়ে গ্রীল চিকেন ভালো। সাথে নান রুটি।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জুমার নামাজের পাশাপাশি বাকী নামাজগুলোও শুরু করেন। সময় কম...

৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: হুম,আমার কলিগও এই কথা বলল।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাহ! দারুণ! স্বপ্নে দাদার সাথে সাক্ষাৎ। স্বপ্নে আমার দাদার সাক্ষাৎ পেলে ভাল লাগত।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো দাদা হলো মৃত।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

আমরা নিজের ছবির প্রতি বেশিই দূর্বল!

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: না, না।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯

যাযাবর চখা বলেছেন: অথবা একদিন রাস্তায় কেউ একজন ঝোলা থেকে চাপাতি বাইর কইরা বলবে, এই তুই ব্লগার রাজীব না! কাফের চাদগাজীর শিষ্য, আইজ তোর একদিন কি আমার একদিন........নে, এখন প্যান্ট খুইলা দৌরা =p~ =p~ =p~

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: এমন হোক তা আমি চাই না।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৮

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: খুব ভালো লক্ষ্মণ নয়।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: মন্ত্রী সাহেব, ওয়াই????

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৬

নূর-ই-হাফসা বলেছেন: স্বপ্ন স্বপ্নই । আল্লাহ ভরসা কিছু হবে না । আপনি হয়তো আপনার দাদাকে বেশি ভালোবাসেন তাই ওনাকে দেখেন । তাকে নিয়ে তাই বেশি ভাবছেন হয়তো ।
একটু ভয় লাগিয়ে দেই , আমার আম্মু মারা যাবার আগে তার দাদীকে খুব স্বপ্ন দেখতেন । এমনকি মারা যাবার আগেও তার দাদীর পাশে কবর দিতে বলে যান ।
ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আমার দাদাকে আমি খুব ভালোবাসতাম না।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: মৃত মানুষদের আমি খুব দেখি, বিশেষ করে আমার বাবাকে। এই জন্য আমার বোন আমাকে হিংসে করে, ও বাবাকে দেখার জন্য প্রতিদিন কোরআন হাদিস থেকে কিছু তেলাওয়াত করে তবেই শোয়, কিন্তু কোন দিনও দেখতে পায়না বলে আফসোস।


আপনার ফর্মুলা মানলে আমাদের প্রত্যেকেরই পোষ্টে নিজেদের ছবি দেওয়া উচিৎ

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: হুম ছবি দেয়া যেতে পারে।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:০০

আটলান্টিক বলেছেন: ভালো তো।সবাই সপ্নে জীবিতদের দেখে আর আপনি জীবিতদের সাথে সাথে মৃত ব্যক্তিদের ও দেখেন।অতি সুখবর।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুখবর না। আবার দুঃখ খবরও না।
সমান সমান।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৬

নতুন নকিব বলেছেন:



গরু ভালো না। প্রেসার বেড়ে যাবে।
এর চেয়ে গ্রীল চিকেন ভালো। সাথে নান রুটি।


-মাশাআল্লাহ। সহমত। ধন্যবাদ।

তা.... আয়োজনটা কখন এবং কোথায় করবেন যথাসময়ে জানিয়ে বাধিত করবেন আশা করছি, যাতে আগেভাগে এসে উপস্থিত হতে পারি।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: যখন দেখা হবে তখনই।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১০

মরুচারী বেদুঈন বলেছেন: দাদার কবর জিয়ারত করতে পারেন। উনি মনে হ্য় আপনার কথা মনে করেছেন! মৃতরা কিন্তু জীবিতদের থেকেও বেশি শুনতে পায়!

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: দাদা মারা গেছে ৫/৬ বছর হয়ে গেছে। কবর দেয়ার পর আর যাওয়া হয়নি।
তাকে গ্রামের বাড়িতে কবর দেয়া হয়েছে।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৩

মরুচারী বেদুঈন বলেছেন: আপনার ফেবুতে সবাইকে অ্যাড করে নেন তাহলে আরো ভালোভাবে চিনবে!

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: কাউকে খুজেই পাই না।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৬

মরুচারী বেদুঈন বলেছেন: পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়।

~~~কবি মতিউর রহমান মল্লিক

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: হুম।

২২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

গরল বলেছেন: আমি সবচেয়ে বেশী খুশী হই মৃতদের স্বপ্নে দেখলে কারণ এছাড়া উনাদের সাথে স্বক্ষাতের আর কোন উপায় নাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: আপনি সাহসী।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার শেষের কনসেপ্ট ভাল লেগেছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

রুদ্র জাহেদ বলেছেন: কৈশোরে দিনভর যা দেখতাম সেটাই রাতে স্বপ্ন দেখতাম। এখন দেখলেও কদাচিৎ, প্রতিদিন দেখি না।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: ভয়ঙ্কর স্বপ্ন না দেখাই ভালো।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

কামরুননাহার কলি বলেছেন: দোয়া করি অনেক দিন বেচে থাকুন। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করুন। শুনেছি মৃত্যু ব্যক্তি কষ্টে থাকলে নাকি দোয়ার জন্য আত্ময়-স্বজনদের কাছে কাছে আসে দোয়ার জন্য।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



ঢাকার ২ কোটী মানুষের মাঝে আপনার সাথে দেখা হবে?

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: দেখা না হওয়ার'ই কথা। তবু আমার ভাবতে ভালো লাগে একদিন দেখা হবে। এবং সাহস করে বলতে পারি, আপনাকে জোর করে আমার বাসায় নিয়ে আসবো।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


বিরানী, পিজ্জা, যেকোন ধরণের ফাস্টফুড, সোডা, ফ্রাই, ফুচকা মুচকা খাবেন না

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

মনিরা সুলতানা বলেছেন: কিছু স্বপ্ন 'র রেশ বেশ আনন্দের ,কিছু ভয়ের ।
সারাদিনের অগোছালো চিন্তায় আসে স্বপ্ন ।


শুভ কামনা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: মৃত মানুষ স্বপ্ন দেখা মৃত্যু পরোয়ানা মনে করেন অনেকে। আসলে মৃত্যু র চেয়ে ভয়ানক আখেরাত ।আপনি দীর্ঘ জীবন লাভ করুন এই কামনা থাকলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

সনেট কবি বলেছেন: আমার স্বপ্ন গুলো সত্য হয়। কেন হয় জানি না।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো স্বপ্ন গুলো সত্যি হোক।

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই, এভাবে ভয় দেখাবেন না, আপনার সময় আরো অনেক অনেক আছে।
স্বপ্ন দেখা নিয়ে কুসংস্কার বিশ্বাস করতে নেই। আপনার ভাইকে মনে করছেন হয়তো তাই দেখেছেন, এটা আমার কাছে সৌভাগ্য মনে হচ্ছে।

নতুন বছরের শুভেচ্ছা রইল।

ছবি দেয়ার যে বিশেষণ দিয়েছেন তাতে মুগ্ধতা রইল।
শুভ হোক আপনার।
কোনএকদিন চা খাওয়ার আশা রইল

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

ইমরান আশফাক বলেছেন: ভয় ধরানো স্বপ্ন দেখলে সেটা কাউকে না বলে তিনবার বাদিকে থুথু ফেলবেন। তারপর সুরা এখলাস তিনবার পড়ে ডান দিকে কাৎ হয়ে শুয়ে পড়বেন।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। এই সূরার কথা আমার মনেই ছিল না।

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: নামায পড়ে খা'স দিলে দাদার জন্য দোয়া করুন। এতে উভয়ের উপকার হতে পারে।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: আমারও এই কথা বললেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.