নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নতুন বছরে উন্মোচিত হোক সম্ভাবনার দিগন্ত, এই প্রত্যাশায় সবার জন্য শুভ কামনা...

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২



ইদানিং নিজেকে বয়স্ক ভাবতে ভালো লাগে। রাস্তা-ঘাটে অথবা বাসে মাঝে মাঝে স্কুলের ছেলে-মেয়েরা আংকেল বলে ডাকে তখন আমার খুব ভালো লাগে। আমিও মুরব্বি-মুরব্বি একটা ভাব নিই। আয়নায় ভালো করে তাকিয়ে দেখি পাঁচটা পাকা চুল। মাথার সব চুল সাদা হয়ে গেলেও আমি কখনও কলপ দিব না। নো, নেভার। সুরভি প্রায়ই বলে, আমি জামা কাপড় নাকি বুড়োদের কিনি। ব্যক্তিগত জীবনে সমবয়সীদের সাথে আমার মিলে না। বয়স্ক লোকদের সাথে আমার বেশ মিল। তাদের সাথে আড্ডা দিয়েও আরাম পাই।

আসলে আজ কি লিখব জানি না। মাথার মধ্যে লেখা না গুছিয়েই লিখতে বসেছি। আজ বছরের শেষ দিন। ছাদে বড় ভাই-ভাবী, ছোট ভাই, সুরভি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছে। ভাবী রান্না করেছে পোলাউ, গরুর মাংস, চিকেন ফ্রাই, কাবার আর গ্রীল এর ব্যবস্থাও আছে। গান বাজনার ব্যবস্থাও করেছে। লাইটিংও করেছে। আমি লেখাটা শেষ করেই ছাদে যাবো। রাতের খাবার খেয়ে, কম্বল মুড়ি দিয়ে ঘুম। রাত জাগলে আমার চলবে না। সকালে অফিস আছে। সবার আগে আমার কাছে আমার কর্ম। কর্ম করেই তো দু'টা ডাল ভাত খেয়ে জীবন যাপন করছি।

প্রতিমাসে যদি আমার পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা থাকতো। তাহলে চাকরি-বাকরি করতাম না। আর ভালো লাগে না। আহা ভাবতেই ভালো লাগে, মাস শেষে একাউন্টে টাকা ঢুকে যাবে। আর এদিকে আমি মনের সুখে বই পড়ব, লিখব আর ঘুরে বেড়াবো। কোনো চিন্তা ভাবনা নেই। আহ কি আনন্দময় জীবন'ই না হবে! ত্রিশ বছর তো দুঃখ-কষ্ট করেই পার করে ফেলেছি। আর ত্রিশ বছর কি বাঁচবো? বাকি যে ক'টা দিনই বাঁচি- আনন্দ করে কাটিয়ে দিতাম। আমার চাহিদা কম। একজন মানূষের সুখী হতে খুব বেশি কিছু লাগে না।

দুঃখিত আমি আর লিখতে পারছি না। আমাকে ডাকছে। এখনই ছাদে যেত হবে। যদিও ডিএমপি কমিশনার ছাদেও অনুষ্ঠান করতে মানা করে দিয়েছেন। তারপরও আজ বিশেষ একটা দিন, পরিবারের সবাই মিলে আনন্দ করবো। যদি ছবি দেখতে চান তো ছবি দিব। নিজের বাসায় অনুষ্ঠান কিন্তু সামুর একজন ব্লগারও নেই, ভালো লাগে? খিলগাঁ শাহজাহানপুর এলাকায় কি সামুর কোনো ব্লগার আছেন? থাকলে চলে আসুন না! আমি খুব সুন্দর একটা নাচ জানি। নাচের নাম দিয়েছি সুপারম্যান নাচ। নাচটা যাকেই দেখিয়েছি, সে'ই আনন্দ পেয়েছে।

আজকের মতো বিদায়। প্রার্থনা করি, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। নতুন বছর সবার ভালো কাটুক। দেশের আয় উন্নতি হোক। দরিদ্র মানুষ গুলোর মুখে হাসি ফুটুক। বেকাররা ভালো চাকরি পাক। স্বামী-স্ত্রী'র ঝগড়ার অবসান হোক। অসুস্থ মানুষেরা সুস্থতা ফিরে পাক। অসৎ মানুষ গুলো সৎ হোক। দুষ্টলোক গুলো ভালো হয়ে যাক। মানুষের প্রতি মানূষের ভালোবাসা বৃদ্ধি পাক। মানবতার জয় হোক। জয় বাংলা।


আমিও আমার মেয়ে। ছবিটা কিছুক্ষন আগে তোলা।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা দুজনকেই।

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩

জাহিদ অনিক বলেছেন:
সুপারম্যান নাচটা আমাদেরকে ভিডিও করে দেখাতে পারেন।
আমি দেখতে আগ্রহী।

বাবা ও মেয়ে দুজনেকেই সুন্দর দেখাচ্ছে।
শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা ----
বেশ। দেখাবো।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

ধ্রুবক আলো বলেছেন: নতুন বছর শুভ হোক।

ভাই সাইক্লিং করেন, জেনে ভালো লাগলো।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১২

ধ্রুবক আলো বলেছেন: মাস শেষ একটা বিশেষ ব্যবস্থা থাকতো তাহলে ভাই সারাদিন বই পড়া যেত নিশ্চিন্তে।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২১

আমার আব্বা বলেছেন: শুভ কামনা

১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



ছাদে আপনাদের অনুষ্ঠানে ছবি দেবেন, ভুলে আবার ডিএমপি'র ওয়েভ-সাইটে যেন লোড না করেন; আপনি ফানি মানুষ জানি, কিনতু পুলিশ সুপার বা ডিএমপি ফান কম বুঝে

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: এ বছর পুলিশ কমিশনারের কথা কেউ শুনে নি। বরং মনে হচ্ছে তার কথার কারনেই প্রতিটা বাড়ির ছাদে অন্যান্য বারের তুলনায় এবার পটকা বেশি ফুটেছে।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার, আশাকরি কোন একদিন দেখা হবে।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: আমি জানি দেখা হবেই।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:০৫

ওমেরা বলেছেন: বাবা মেয়ে অপূর্ব সুন্দর ছবি !! বাপ,বেটি সাথে মেয়ের মাকেও নতুন বছরের শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: আপনাকেও।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন:

১০| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার কয়েকটা চুল পেকে গেছে? আপনি কি জেনারেল এরশাদের সিনিয়র? উনার কোন চুল তো সাদা হয়নি এখনো!

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: এরশাদ যখন ক্ষমতায়, তখন আমি খুব ছোট। হাফ প্যান্ট পড়ি। আমার অল্প অল্প মনে আছে- ঢাকা শহরের অনেক জাগায় এরশাদ আর এরশাদের বৌ এর ছবি ছিল। একটা কাকরাইল মসজিদের কাছে।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৯

কথাকথিকেথিকথন বলেছেন:






শুভ ভোর ২০১৮ !

জীবন সমৃদ্ধির শিখরে পৌঁছে যাক...

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা ---

১২| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা ---

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

আসিবেনা আর ফিরিয়া কোনদিন
ফেলে আসা সময়গুলো
সুখ কিংবা মন ভাঙনের কোনোকোনো বিশেষ মুহূর্ত
যে অপ্রিয় কিংবা প্রিয় ক্ষণগুলো ভেবেছি রঙিন।
হ্যাপী নিউ ইয়ার, নাই তো কিছুই চাওয়ার,
নতুন বছরের শুভেচ্ছা রইল শ্রদ্ধেয় সুপ্রিয়
সুন্দর সুস্থ জীবন বয়ে আনুক অনাবিল সুখসমৃদ্ধি আর আনন্দ,
শুভ হোক প্রতিক্ষণ।
শুভকামনা জানবেন সবসময়, থাকুন ভাবনাহীন।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২১

রিদওয়ান হাসান বলেছেন: আপনার ‘সুপারম্যান ফরম চায়না’ ড্যান্সটা একদিন দেখবো। আমিও আনন্দ ও প্রীত অনুভব করবো- এই প্রত্যাশা।

পরিশেষে নতুন বছরের ‍শুভেচ্ছা। যদিও আমার প্রত্যহই একেকটি নববর্ষ। একেকটি দিন আমার কাছে বছরের সমান তালে কাটছে। সে হিসেবে আমি আপনার চেয়েও মুরব্বি মুরব্বি ভাব দেখাতে পারি। হা হা হা

ভালো থাকবেন। ‍শুভেচ্ছা নিরন্তর।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০২

আটলান্টিক বলেছেন: আহা ভাবতেই ভালো লাগে, মাস শেষে একাউন্টে টাকা ঢুকে যাবে। আর এদিকে আমি মনের সুখে বই পড়ব, লিখব আর ঘুরে বেড়াবো। কোনো চিন্তা ভাবনা নেই। আহ কি আনন্দময় জীবন'ই না হবে!

আপনার জীবন তো এমনিতেই আনন্দময়।আপনার লেখা পড়ে সবসময় আনন্দ পায়।লিখে যান। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আটলান্টিক।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.