নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নকশী কাঁথার মাঠ

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯



বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য 'নকশী কাঁথার মাঠ'। জসীমউদদীনের একটি অমর সৃষ্টি হিসাবে বিবেচিত। নকশী কাঁথার মাঠ কাব্যোপন্যাসটি রূপাই ও সাজু নামক দুই গ্রামীণ যুবক-যুবতীর অবিনশ্বর প্রেমের করুণ কাহিনী কাহিনী। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র। রূপাই গাঁয়ের ছেলে, কৃষ্ণকায়, কাঁধ পর্যন্ত চুল। রূপাইয়ের বিপরীতে সাজু নামক যে নারী চরিত্র ছিল, তিনিও বাস্তবের এক ব্যক্তিত্ব, নাম ছিল ললীতা, রূপা ললীতাকে ভালোবাসতেন। ললীতা ছিলেন রূপার প্রতিবেশী গ্রাম মশাখালী’র বাসিন্দা। ললীতা ২০০৭ খ্রিস্টাব্দের জানুয়ারিতে মারা যান। অতি সাধারণ উপাদানে তৈরি এই নকশী কাঁথার সঙ্গে আমরা সবাই পরিচিত।

ফসল সংক্রান্ত কাইজার কারনে নায়ক রূপাইকে ঘর ছাড়তে হয়,সাজু হয়ে পড়ে চিরবিরহিনী।মাসের পর মাস রূপাইয়ের অপেক্ষায় পথপানে চেয়ে থাকে সে। বৃষ্টির জারি আর মাঙনের গীত গেয়ে শিন্নির রসদ সংগ্রহের সময় ভাব বিনিময় হয় সাজু ও রূপাইয়ের। চমৎকার কাহিনি। বেশ কয়েকটা থিয়েটার এই নকশী কাঁথার মাঠ' মঞ্চে দারুন ভাবে উপস্থাপন করেছেন। ইউটিউব এ কিছু ভিডিও আছে, ইচ্ছা হলে দেখে নিতে পারেন।

নকশি কাঁথার মাঠ কাব্যগ্রন্থের নায়ক রূপাকে নিয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে দেখানো হয় একটি প্রতিবেদন। বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে। বিশ্বপাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। ১৯২৯ সালে ই. এম.মিলফোর্ড কতৃক কাব্যগ্রন্থটি ইংরেজিতে The Field of Embroidered Quit নামে অনুবাদিত হয়। হৃদয় স্পর্শ করার আকুলতা নিয়ে পল্লীদুলাল জসীম উদ্দীন একাব‍্যের চরিত্রগুলো গড়ে তুলেছেন। নকশী কাঁথার মাঠ বইটি পড়লে বিরক্তি তো আসবেই না, বরং এর প্রতিটি পরতে পরতে গ্রাম বাংলার যে আবহ ছড়িয়ে আছে তা মন্ত্র মুগ্ধ করে রাখবে পাঠককে।

নকশী কাঁথা হলো-গ্রাম বাংলার বধূ-কন্যারা মনের মাধুরী মেশানো রং দিয়ে সূঁচ আর সুতোর সাহায্যে সুনিপুণ হাতে নান্দনিক রূপ-রস ও বর্ণ-বৈচিত্র্যে ভরা তুলনামূলক পাতলা কাঁথা। আজও গ্রামাঞ্চলে দেখা যায় মেয়েদের বিয়েতে এবং আত্মীয়-স্বজনকে কাঁথা উপহার দিতে।

কবি জসীমউদ্দীন এই আখ্যানের একেবারে শেষ পর্বে এর করুণ বেদনাকে প্রকাশ করতে লিখেছেন:
“আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে
নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে।

আমি বাংলাদেশের সবচেয়ে বেশি যে জায়গায় গিয়েছি- তা হলো ফরিদপুর। কবির বাড়ির সামনে দিয়ে অসংখ্য বার যাওয়া আসা করেছি। যাই, যাচ্ছি করে আর যাওয়া হয়নি। এজন্য আমার নিজের উপরই নিজের রাগ হয়।

পল্লী কবি ১৯২৯ সালে নকশী কাঁথার মাঠ কাব্য গ্রন্থটি রচনা করেন। কয়েক বছর আগে বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল- 'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য? আপনারা উত্তরটি জানেন তো?

বইয়ের নাম-নকশী কাঁথার মাঠ
কবি-জসীম উদ্ দীন
পৃষ্ঠা-১২০
মূল্য-১২০

মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


নকসী কাঁথার মাঠ হৃদয় ছুয়ে-যাওয়া এক মহাকাব্য, বিশাল ভালোবাসার করুণ প্লট

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: জ্বী, ঠিক বলেছেন।
অসাধারন। আমি মুগ্ধ!!!

২| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই বই সম্পর্কে জানি। কিন্তু কখনো পড়া হয়নি। ঠিক যেমন আরো বিখ্যাত লেখকদের কাব্যগ্রন্থ সম্পর্কে আমরা স্কুলে জানি কিন্তু কখনো পড়া হয় না...

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: পড়ুন।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আমারও পড়া বাকি।প্রস্তুতি নিচ্ছি পড়ব....

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: দয়া করে পড়ুন।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫

আমার আব্বা বলেছেন: স্বরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ ।

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: এখন তাড়াতাড়ি পড়ে ফেলুন।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫

আমার আব্বা বলেছেন: ই্উরোপিয়ান সাহিত্যও ভালো লাগে । হ্যামলেট চাচার চক্রান্তের স্বীকার, অপর পক্ষে আমি চাচীর চক্রান্তের স্বীকার ।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৯

সোহানী বলেছেন: কালজয়ী সাহিত্য। হাঁ এগুলো সবই পড়া। নতুন প্রজন্ম অনেকে পড়েনি তাই ভালো হলো। ওরা জানতে পারবে।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: অবশ্যই পড়বেন।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: বশ্যই পড়া উচিত।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

জাহিদ অনিক বলেছেন:

একটা সময়ে নিজেকে খুব রূপাই ভাবতাম

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ভাবুন। মন্দ কি?
আমি তো যখন যা গল্প উপন্যাস পড়ি, নিজেকে নায়ক মনে করি।
নাটক সিনেমা দেখি তখনও।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

আরাফআহনাফ বলেছেন: গতকাল(০১/০১/২০১৮) এই মহান পল্লী কবির ১১৫তম জন্মদিন ছিলো।

আগে অামাদের পাঠ্য বইয়ে অনেক কবিতা/ছড়া ছিলো - এখন দিন দিন তা হারিয়ে যাচ্ছে নতুন/আনকোরা সব কবিদের লেখার ভীড়ে ! ! ! !

ভালো লাগলো আপনার লেখা।
ভালো থাকুন - নববর্ষের শুভেচ্ছা রইলো।

০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: তার আরেকটা 'আয়না' নাম পরেছেন?

১০| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২

মলাসইলমুইনা বলেছেন: নকশী কাঁথার মাঠ নিয়ে আপনার লেখাটা খুব ভালো লাগলো | আমরা স্কুলে প্রায় সব ক্লাসেই জসিম উদ্দিনের কবিতা পড়েছি | বাংলা সাহিত্যে জসিম উদ্দিনের অবদান খুবই বড় কিন্তু সে তুলনায় তার সম্পর্কে আলোচনা খুবই কম | আমাদের নতুন প্রজন্ম তাঁকে প্রায় জানেইনা মনে হয় |আপনার লেখা থেকে এদের অনেকেই তার লেখা সম্পর্কে জানবে আশাকরি | ভালো থাকুন |

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: নাইমুল ইসলাম ভাই অনেক ধন্যবাদ।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মাঝে মাঝে ভাল ভাল বইগুলো সম্পর্কে এমন ফিচার প্রয়োজন।ধন্যবাদ লেখককে।
আমারও পড়া হয়নি।
ভাল থাকুন ।শুভ নববর্ষ।

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ইউটিউব এ কিছু নাটক পাবেন। দেখুন ভালো লাগবে।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১১

আটলান্টিক বলেছেন: হুমায়ুন আহমেদের সকল বই পড়ে শেষ করার পর দেশি সাহিত্যে আর মজা পায়না।তাই বিদেশি লেখকদের বই পড়ি

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: আপনার দেখি আমার মতোন অবস্থা।
যাই হোক কোলকাতার লেখকদের বই পড়ুন।
সুনীলের- 'পূর্ব পশ্চিম' পড়েছেন?
শীরষেন্দুর 'পার্থিব' পড়েছেন?
সমরেশের 'সাতকাহন' বা 'গর্ভধারিনি' পড়েছেন?

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

আরাফআহনাফ বলেছেন: ৯এর উত্তরে বলছি - না রাজীব ভাই, পড়া হয়নি।
দু:খিত। :(

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: আপনার কাছে অনুরোধ 'সামু ব্লগে আমি লিখেছি, যে বই গুলো আমাদের পড়তেই হবে। ১০০ বইয়ের তালিকা করেছি। খুঁজে বের করুন। তারপর বই সংগ্রহ করে পড়ুন।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

আরাফআহনাফ বলেছেন: এখুনিই যাচ্ছি -
কত অজানারে...........

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: এখানে দেখুন---

১৬| ২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:৪১

ইফতেখার ভূইয়া বলেছেন: পুরো কাব্যগ্রন্থটি আর্ন্তজালে পড়তে পারবেন এখান থেকে।

২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.