নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার কোনো দিনও গাড়ি কেনা হবে না

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৯



আমার যদি একটা গাড়ি থাকতো! আমি কি কোনো দিন গাড়ি কিনতে পারবো? আমার আত্মীয় স্বজন সবার'ই গাড়ি আছে। আমার আপন বড় ভাই এর গাড়ি আছে। আমার ছোট ভাইও নাকি গাড়ি কিনবে। ইদানিং গাড়ির খুব অভাব বোধ করছি। সুরভি নানান কাজে প্রায়ই বাইরে যায়। এমন কি তার বাবার বাড়িতেও তো মাসে দুই একবার যায়। বাস বা সিএনজি'র সার্ভিস তো ভালো নয়। বেচারির জন্য আমার খুব মায়া হয়। প্রিয় মানূষের জন্য কিছু করতে না পারার কষ্টটা অনেক বড়।

আমার জীবনে আমি গাড়ি নিয়ে অনেকবার অপমানিত হয়েছি। একই জাগায় যাচ্ছি, আমার পরিচিত আমাকে রেখে অন্যজনকে নিয়ে গাড়িতে করে চলে গেল আমার সামনে দিয়ে। এক বিয়ের অনুষ্ঠানে যাবো- এক আত্মীয়র কাছে গাড়ি চাইলাম দুই ঘণ্টার জন্য- গাড়ি দিল না। আত্মীয়র কথা কি বলব- নিজেই ভাইয়ের কাছেই গাড়ি চাইলে গাড়ি পাই না। নানান ধরনের কথা বার্তা। আব্বা যখন গাড়ির ব্যবসা করতো- তখন গাড়ি চাইলেই পেতাম।

ত্রিশ-পয়ত্রিশ বছর তো আমি লোকাল বাসে করেই কাটিয়ে দিলাম। এখন আর পারি না। দৌড়ে দৌড়ে বাসে উঠতে, নামতে। ঘন্টার পর ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হয়। যা-ও দুই একটা বাস আসে এমন ভীড়, এমন ধাক্কাধাক্কি, সবার সাথে আমি পেরে উঠি না। অসহায়ের মতো, এতিমের মতো দাঁড়িয়ে থাকি। মাইলের পর মাইল হাঁটি। রাতে পা ব্যাথায় ঘুমাতে পারি না। দিনের পর দিন যাতায়াত করতে সীমাহীন কষ্ট। আর ভালো লাগে না।

মাঝে মাঝে ইচ্ছা করে একটা পুরান গাড়ি ব্যাংক থেকে লোন নিয়ে কিনেই ফেলি। আবার ভাবি মাসে মাসে লোন শোধ করবো কিভাবে? যা বেতন পাই, তা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছি কোনো রকমে। যখনই ভাবি এই জীবনে আমার গাড়ি কেনা হবে না- তখন কষ্টে বুকটা ভেঙ্গে যায়। এক আকাশ হাহাকার আমার গলা টিপে ধরে। ছোটবেলা থেকেই গাড়ির প্রতি আমার এক আকাশ দুর্বলতা। নানান রকম খেলনা গাড়ি ছিল আমার। রিমোট ওয়ালা গাড়ি ছিল আমার। সারাদিন গাড়ি গাড়ি খেলতাম। এখনও খেলনার দোকানে গেলে গাড়ি গুলো হাতে নিয়ে দেখি। রাস্তায় যখন আমার সামনে দিয়ে কোনো গাড়ি শাঁ শাঁ করে চলে যায়। আমি হা করে তাকিয়ে দেখি। রাস্তায় প্রায়ই যত্রতত্র পারকিং করে রাখা গাড়ি গুলো ছুঁয়ে দেখি। কি যে আনন্দ পাই! মনে মনে ভাবি একদিন আমার নিজেরও একটা গাড়ি হবে। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে আমার ভালই লাগে।

ভাবতেই তো ভালো লাগে- নিজের একটা গাড়ি! ড্রাইভার সালাম দিয়ে দরজা খুলে দিবে। ছুটির দিনে আমি আর সুরভি ''পাগলা হাওয়ার বাদল দিনে'' গানটা শুনতে শুনতে কোনো বন্ধুর বাড়ি বেড়াতে যাবো। অনেকে ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার করে। আমি কোনো দিনও ড্রাইভারদের সাথে খারাপ ব্যবহার করবো না। আসলে আমি খারাপ ব্যবহার করতে জানি'ই না। ড্রাইভারকে ভালো টাকা বেতন দিবো। বছরে দুই ঈদে দুইবার ফুল বোনাস দিবো। পহেলা বৈশাখেও কিছু দিয়ে দিব। দুপুরের খাবার দিবো। রাত দশটার পর ডিউটি করলে ওভারটাইম দিয়ে দিব।

যখন সুরভি'র সাথে চুটিয়ে প্রেম করতাম। বাসে, সিএনজিতে ঘুরে বেড়াতাম- তখন সুরভিকে আমি কথা দিয়েছিলাম দেখো, ''একদিন আমি গাড়ি কিনব।'' আমি কথা দিলে কথা রাখি- সুরভি খুব ভালো করেই জানে। অনেক কথাই রেখেছি। কিন্তু গাড়িটা মনে হয় আর কিনতে পারব না। জীবনের অনেক গুলো স্বপ্নের মতো এই গাড়ি কেনার ইচ্ছাটাও বোধহয় কোনো দিন সত্যি হবে না। সম্ভব না। একেবারেই সম্ভব না। শুধু মনে মনে 'গাড়ি কিনব' ভেবে এক রকমের শান্তি পাই। বাস্তব বড় কঠিন। মৃত্যুর আগ পর্যন্ত আমাকে লোকাল বাসে করেই চলাচল করতে হবে।

গতকালের একটা ঘটনা বলি- আমি আর সুরভি যাবো মিরপুর, পল্লবী। সুরভি'র বড় ভাইয়ের এনগেজমেন্টের অনুষ্ঠানে। বড় ভাই, আর ভাবিকে আগেই বলে রেখেছি গাড়ি লাগবে। আমি, সুরভি রেডি হয়ে নিচে নেমেছি ড্রাইভার আর আসে না। এক ঘন্টা অপেক্ষা করলাম ড্রাইভার আর আসে না। দুঃখে কষ্টে আমার চোখে পানি এসে পড়েছে। ভাবী-বড় ভাই ড্রাইভারকে ফোন দিচ্ছে ড্রাইভার ফোন ধরে না। শেষে ভাবী বলল- ও আজ তো শুক্রবার ড্রাইভার আসবে না। এদিকে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। শেষে রাস্তার মোড়ে গিয়ে দাড়ালাম। একটাও সিএনজি নেই। এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা সিএনজি পেলাম। সেই সিন এনজিওয়ালা বলল- চার শ' পঞ্চাশ টাকা দিতে হবে। কিন্তু ন্যায্য ভাড়া হলো- ২২০ টাকা।

গেলাম পল্লী। অনুষ্ঠান শেষে হতে হতে রাত বারোটা বেজে গেল। রাত বারোটায় পল্লবী থানার সামনে দাঁড়িয়ে আছি। কোনো সিএনজি নেই, বাস নাই। যাও দুই একটা আছে আমার গন্তব্যে যাবে না। শীতের রাত। রাত সাড়ে বারোটা বেজে গেছে। সাথে সুরভি, তখন কেমন লাগে? এই রকম পরিস্থিতিতে নিজেকে খুব অসহায় লাগে। হতভাগা মনে হয়।

মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৬

আরাফআহনাফ বলেছেন: প্রিয় মানুষের জন্য কিছু করতে না পারার কস্টটা অনেক বড়।
"পাগলা হাওয়ার বাদল দিনে " র গান হয়ে উঠুক আপনার নিত্য সন্গী।

শুভ কামনা সবসময়ের।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মোটরসাইকেল কিনে ফেলুন। আজকাল কম দামে ভালো মোটরবাইক পাওয়া যায়।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: না। গাড়িই কিনব।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

ওমেরা বলেছেন: আপনার হতাশা দেখে কষ্ট লাগল বেশ, তবে একটু চিন্তা করুন আপনার তো অন্তত সিএনজি বা রিক্সায় চড়ার মত অবস্থা আছে যা হয়ত অনেকেরই নেই ।

আল্লাহ আপনাকে একটা গাড়ি কেনার তৌফিক দিন । আমীন।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।
দোয়া করবেন।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: `জীবনের অনেকগুলো স্বপ্নের মতো গাড়ি কেনার................................................."
আহারে নূর ভাই কী করতে পারি আপনার জন্য!!

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: দোয়া করুন।
খাস দিলে দোয়া করলে- কাজ হয়।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

তার ছিড়া আমি বলেছেন: অন্তত বাইসাইকেল কেনার টাকা অবশ্যই আছে। তবে আর দেরি কেন!!! আজই চলে যান বংশালে। হরেক রকম সাইকেল পাওয়া যায় সেখানে।

বাইসাইকেলের বহুবিধ উপকারিতা আজ নাইবা বল্লাম।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: হোন্ডা কিনব না।
বাইক খুব খারাপ জিনিস।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

নীল আকাশ বলেছেন: আল্লাহ আপনাকে খুব তাড়াতারি লাল টুকটুক একটা গাড়ি কেনার তওফিক দিন। আমীন।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: আপনি কিভাবে জানলেন আমি লাল গাড়ি কিনব।

আসলেই আমার লাল গাড়ি কেনার ইচ্ছা।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬

জাহিদ অনিক বলেছেন:

উবার সার্ভিস ব্যবহার করতে পারেন তো !

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: নিজের গাড়ি আর উবার রাত দিন পার্থক্য।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন: -ঃদুখের তুলনাঃ-
কৃষ্ণচন্দ্র মজুমদার

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে !
দেখি তথা এক জন, পদ নাহি তার,
অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ ?


উপরের কবিতাটার মর্ম বুঝুন,
আশা করি মর্ম জ্বালা দূর হেবে।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

কামরুননাহার কলি বলেছেন: দোয়া করি আপনি যেনো একটি কালো কুচকুচে পাজোর গাড়ি কিনতে পারেন দুই কোটি টাকা দিয়ে, তা অতি শীর্ঘীই।
আল্লাহু যেনো আপনার এই কষ্টের কথাগুলো শুনে অতি তারাতারি একটি গাড়ি কেনার ব্যবস্থা করে দেন আমিন।
আর আমাকে প্রশ্ন করবেন না যে এতো রংয়ের গাড়ী থাতে কালো কুচকুচে গাড়ি কেনো কিনবো? হাহাহা আসলে এটা আমার পছন্দের রং ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: না পাজারো দরকার নেই।

ঠিক আছে লাল না হয় কালো- কিনব।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

কামরুননাহার কলি বলেছেন: যারা এই কালো গাড়ি কিনেন তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা থাকে সবসময়।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: গাড়ি যদি সত্যি সত্যি কিনি- একদিন সারাদিনের জন্য আপনাকে গাড়ি দিয়ে দিব।
আপনি আপনার প্রিয় মানুষ নিয়ে ঘুরবেন।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১

কামরুননাহার কলি বলেছেন: ওকে আপনার প্রিয় মানুষ আর আমার প্রিয় দুষ্ট-মিষ্টি ভাবিকে নিয়ে ঘুরবো। আশায় থাকলাম ভাইয়া।

১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

রুরু বলেছেন: কিছুটা আশা অপূর্ণ থাকুক না রাজীব ভাই!!

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: ছোট্র একটা জীবন। অসংখ্য ইচ্ছা অপূর্ণ আছে।
আর কত???

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার যে আগ্রহ, তাতে বুঝতেছি আপনার গাড়ি হবেই।
জাপানী হুন্ডা কোম্পানী ২০২০ সালের ভিতর বাংলাদেশী কারখানায় গাড়ি উৎপাদনে যাবে।
মধ্যবিত্তদের জন্য ৮ লক্ষ টাকায় গাড়ি উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের।
আপনার যে আয়ের কথা বললেন, ড্রাইভার, ফুয়েল,ম্যান্টেইনেন্স মিলিয়ে একটা গাড়ি পোষা আর হাতি পোষা সমান সেই খেয়ালও মাথায় রাখবেন।
আপনার আশা পুর্ন হোক। দোয়া রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: আমি এই ব্যাপারটা নিয়ে ভেবে রেখেছি।
গাড়ি ম্যান্টেইওনেন্স খরচ- প্রয়োজনে মাঝে মাঝে গাড়ি ভাড়া দিব।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


ঢাকাতে কিন্ডার গার্টেন থেকে শুরু করে ইউনিভার্সিটি অবধি অনেক ছাত্ররা ক্লাশে যায় গাড়ীতে; জাতির অর্থনীতি, পরিবেশ, ট্রাফিক, ও রাস্তা অনুসারে এটা বেশ বড় ধরণের খারাপ কাজ।

আপনার দরকার বাস কেনা

১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---
তাহলে নোয়া কিনব। অথবা হাইস। পরিবারের সবাই একসাথে বের হতে পারব।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

শাহিন বিন রফিক বলেছেন: চাহিদার শেষ নেই, তাই অভাব নিত্য সঙ্গী।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: অর্থনীতির সুত্র টা আমার মনে আছে।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

আটলান্টিক বলেছেন: ভাইয়া আপনার পোষ্ট পড়ে এখন আমি নিজেরই গাড়ী'র অভাব বোধ করছি :( :( :(

চেষ্টাটা সব হয় নীতিতে বিশ্বাস করে কাজ করে যান ভাইয়া।পোষ্টে লাইক দিসি।

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: আমার না হলেও আপনার গাড়ি হবে। হবেই।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪১

অজানিতা বলেছেন: ভাইয়া আপনাদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক,
আল্লাহ্‌ আপনার ইচ্ছা পূরণ করেন যেন। আমিন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৪১

সচেতনহ্যাপী বলেছেন: দুঃখটুকু আমারই মত।। প্রবাসে গাড়ি আছে, দেশে নেই।। ভাই-বোনদের প্রায় সবারই আছে।। মেয়ে দুঃখে বাঁচে না।। কিন্তু বাস্তবতা বলে তো একটি কথা আছে না!!
বিশ্বাস করুন এখানে যে পরিবেশে আমি থাকি, দেশে গেলে নেমে যাই, কয়েক ধাপ!!
তবু কামনা করছি পরম করুনাময় যেন আপনার আশা পূরন করেন।।
(এতদিন মন্তব্য করি নি, উত্তর পেতাম না বলে)।।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন।।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
গাড়ী কেনার পর ড্রাইভার রাখার দরকার নেই।
নিজে চালানো শিখেন।
আমার ড্রাইভার রাখার পয়শা নেই। তাই নিজেই চালাই।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫

পার্থ তালুকদার বলেছেন: আপনার গাড়ি কেনার স্বপ্ন সত্যি হোক।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

নীল আকাশ বলেছেন: ভাগ্য ভাল চাদগাজী ভাই আপনাকে ট্রাক কিনতে বলেনি! ;) জীবন একটাই ভাই। কি হবে এত সেভিংস করে। :(( মরে গেলে টাকা পয়সা কি করবেন। এখনই সময় ভাবী কে ঘুরে বেড়ানোর। আরো বয়স হলে মাজার ব্যাথায় কোথাও যেতে ইচ্ছে হলেও যেতে পারবেন না। নিজে ড্রাইভ করবেন। রিকনডিসন্‌স জাপানী কার কিনলে ৪/৫ বছর খুব একটা খরচ নেই, মবিল আর ফিলটার পাল্টানো ছাড়া । ড্রাইভার দের হতে গাড়ি দিবেন না। গাড়ির ১৩টা বাজিয়ে দেবে। ভালো থাকুন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

গরল বলেছেন: ইচ্ছা থাকলে উপায় হয়, শুভ কামনা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: যাক একদিন আপনার একটা গাড়ী হবে। দুঃখ করবেননা।

এদেশের কোটি কোটি মানুষের গাড়ী নেই। নিজস্ব বাড়ী নেই, সেই তুলনায় আপনি ভাল আছেন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

রায়হান চৌঃ বলেছেন: ও ভাই.... প্রথমে মানুষ ঠকানোর ব্যবসায় নামেন, দেখবেন গাড়ী/বাড়ি কোনটার ই অভাব হবে না। আর বাঁকি টা তো আছেই। প্রাক্টিস করতে চাইলে হয়তো আওয়ামী না হয় জাতিয়তা বাদি হলেই হবে আর কোন যোগ্যতার প্রয়োজন আছে বলে মনে হয় না।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

রাজীব নুর বলেছেন: রাইট।

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: জীবনে কয়টা আশায় বা পূরন হয় বলতে পারেন রাজীব ভাই?
আপনার আশা পূরন হোক সে কামনায় করছি।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩

বিজন রয় বলেছেন: একটি সাইকেল কিনুন।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: এক সময় আমার সাইকেল ছিল। সারা ঢাকা শহর সাইকেল করে ঘুরেছি।

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০

আল ইফরান বলেছেন: আপনার গাড়ি কেনার মনোবাসনা আল্লাহ পূর্ণ করে দিন :)

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

রাজীব নুর বলেছেন: আমিন।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৮

ইমরান আশফাক বলেছেন: ভাইজান, আপনার সংগে আমার অবস্হার এত মিল কেন? ভাইদের মধ্যে আমার অবস্হান মাঝে। অন্য দুইজনের গাড়ী আছে আমার নেই। আর অল্প কিছুদিনের মধ্যে আমার সংসারে নতুন অতিথি আছসে.......।

যাই হোক, আশা করা যায় এই মাসের মধ্যেই সেই মহা আখান্খিত চারচাকা একটা জোগাড় হবে আমার....।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সাবাশ।

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০০

সোহানী বলেছেন: অবশ্যই হবে আপনার আজ অথবা কাল। খুব কঠিন কিছু না।

ব্যাংকের লোনে গাড়ি কিনেছেন তো মরেছেন। কিছুটা সেভিংস চেস্টাই সবচেয়ে ভরসা। নতুন দরকার নেই, পুরোনা কিন্তু মাইলেজ কম চলেছে ও ৯৫ মডেলের আগের কিনলে কম পাবেন। ঢাকায় অনেক রিকোন্ডিশন গাড়ির শোরুম আছে কিন্তু ওরা বেশীর ভাগই দুই নম্বর। চোরাই বা এ্যাক্সিডেন্টের গাড়ি বিক্রি করে। তাই পরিচিতদের কাছ থেকে কেনা ভালো। ঢাকার যা অবস্থা গাড়ি ছাড়া মুভ করা সত্যিই কঠিন, তার উপর সিএনজি ওয়ালাদের ফাজলামো।

মন খারাপ করবেন না, ঢাকার কেউই কাউকে গাড়ি ধার দিতে চায় না। আর যারা কথা দিয়ে কথা না রাখে তাদের কাছে কিছু অাশা করা বোকামী। তবে সহজ উপায় ট্যাক্সি কল দিবেন। কিছু টাকা বাড়তি গেলে ও ভালো সার্ভিস পাবেন। সুরভী ভাবীর একদিন গাড়ি হবেই, চিন্তা করবেন না।

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.