নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করুন দেশ উন্নয়নের মহাসড়কে

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭

১।

২।

৩।

৪।

একদিন রাতে ঘর থেকে বের হয়ে ফুটপাত আর ওভার ব্রীজ গুলো দেখবেন। মানুষ কত অসহায়। কত কষ্ট করে জীবন যাপন করছে। ধরে নিন ছবি গুলো এই বছরের না, পাঁচ বছর আগে। তাতে কি? আজও একই অবস্থা তাদের। অল্প কিছু হৃদয়বান মানুষ তাদের সাধ্য অনুযায়ী শীতের জামা, কম্বল দান করে। কিন্তু দরিদ্র মানূষের সংখ্যা এত বেশি যে তারপরও লক্ষ লক্ষ মানুষ শীতে কষ্ট করে।

আবার অন্য দিকে ধনীরা একটা বিয়ের অনুষ্ঠানে কোটি কোটি টাকা খরচ করে। পিকনিক করতে যায় কক্সবাজার, সেন্ট মারটিন, সুন্দরবন, বান্দরবান। বড় বড় ব্যবসায়ীরা শীত উপলক্ষ্যে কনসার্ট এর আয়োজন করে কোটি টাকার উপরে খরচ করে। শীত উপলক্ষ্যে বেড়াতে যায় দেশের বাইরে।

ঢাকা শহরের দুইজন সেরা ব্যবসায়ী ইচ্ছা করলে দরিদ্র মানূষের শীতের কষ্ট থেকে বাঁচাতে পারেন। তাদের কাছে কোনো ব্যাপারই না। অথবা যারা বিদেশ থাকেন। টাকা পয়সার ছড়াছড়ি- তারাও ইচ্ছা করলে মিলিতভাবে দরিদ্রদের শীতের কষ্ট থেকে বাঁচাতে পারেন।

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

তারেক_মাহমুদ বলেছেন: এবার রোহিঙ্গাদের কারনে আমাদের দেশের অনেক অভাবী মানুষ শীত বস্ত্র পায়নি।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: আপনার কথাটা ভুল।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

বিজন রয় বলেছেন: দুঃখজনক।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: হ্যাঁ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

আটলান্টিক বলেছেন: আসলেই দু:খের কথা।কেউ তাদের জন্য কিছু করছেনা :( :( :( । আমেরিকা/রাশিয়া প্রতিবছর যে পরিমাণ টাকা নিউক্লিয়ার অস্ত্র বানাতে খরচ করে সে টাকা দিয়ে সারা পৃথিবীতে অনায়াসে দারিদ্রতা দূর করা যেত।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: এই টার জন্যই একটা আন্দোলন গড়ে তুলতে হবে।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

সৈয়দ ইসলাম বলেছেন:




তারেক মাহমু৩২৮ বলেছেন: এবার রোহিঙ্গাদের কারনে আমাদের দেশের অনেক অভাবী মানুষ শীত বস্ত্র পায়নি।
অনেক ব্যবসায়ী রয়েছে এদেশের প্রত্যেক অঞ্চলে, যারা নিজেদের ব্যাংকের সুদের টাকাও গণনা করার সময় পায় না




আমাদের প্রত্যেকে যদি নিজেদের অবস্থান থেকে চেষ্টা করি, তবে এই সমস্যা থেকে অনেকটা উঠে আসতে পাড়বো।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলেছেন- ''নিজেদের অবস্থান থেকে চেষ্টা করি, তবে এই সমস্যা থেকে অনেকটা উঠে আসতে পাড়বো।''

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

কলাবাগান১ বলেছেন: "মানুষ কত অসহায়। কত কষ্ট করে জীবন যাপন করছে আমেরিকার রাস্তায়"

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: আহারে ---

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

মোস্তফা সোহেল বলেছেন: রাজীব ভাই বিশ্বাস করেছি দেশ উন্নয়নের মহাসড়কে কিন্তু সড়কের অবস্থা নাজেহাল।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: সড়ক গুলো ঠিক করার কাজ চলছে।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: রাস্তায় রাস্তায় ঘুরে ফটো তোলার চাইতে আপনার উচিৎ নিয়মিত মন্ত্রী এমপিদের বক্তব্য শোনা, তাহলেই দেশেই সঠিক অবস্থাটা আপনি বুঝতে পারবেন। (রাশান কৌতুকের রিমিক্স)

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: প্রতিদিন টিভিতে তিনটা চ্যানেলের খবর শুনি।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

পার্থ তালুকদার বলেছেন: ওদের কথা ভাবলে খুবই কষ্ট লাগে।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: কষ্ট লাগাটাই স্বাভাবিক।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৫

জাহিদ হাসান বলেছেন: এগুলো এডিট করা যায়
এই কমেন্ট কেউ করলো না? X(

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: নারে ভাই।
ছবি এডিট করা কিনা দেখলেই বুঝা যায়।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

আল ইফরান বলেছেন: এইগুলা সব এডিট করা, বিম্পি-জামাত স্বাধীনতার চেতনা বিরোধীদের ষড়যন্ত্র :(( B-))

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: সাবাশ।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩

ধ্রুবক আলো বলেছেন: দেশ উন্নয়নের মহাসড়কে না দেশ উন্নয়নের ডোবায় গেড়ে গেছে। এখন টেনেও তোলা যাবে না!

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: শিক্ষা আর স্বাস্থ্য খাতের অবস্থা কেমন?

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০৮

বনসাই বলেছেন: আচ্ছা, দরিদ্র মানুষকে শীতের কষ্ট থেকে বাচানোর উপায় কী?
এখানে কোনো সমাধান পেলাম না।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: সমাধান নিজের বিবেককে জিজ্ঞেস করুন।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৮

কামরুননাহার কলি বলেছেন: জাহিদ হাসান বলেছেন ভাইয়া এগুলো এডিট করা যায়
এই কমেন্ট কেউ করলো না?
এবং আল ইফরান ভাইয়াও বলেছেন এইগুলা সব এডিট করা, বিম্পি-জামাত স্বাধীনতার চেতনা বিরোধীদের ষড়যন্ত্র হাহাহাহা হাসি পেলো আপনাদের কথা শুনে।
জানিনা সকাল বেলা এবং রাতের রাস্তায় আপনারা কখনো বের হয়েছেন কিনা। যদি না হয়ে থাকেন তাহলে একদিন সময় করে বের হয়ে দেখবেন এই ছবিগুলোর থেকেও ভয়ংকর আর কষ্টদায়ক যা দেখলে আপনারা নিজেরাই ঠিক থাকতে পারবেন না। মনে মনে ভাববেন এতো কষ্ট এখনো করে মানুষ, আমাদের এই উন্নয়ন দেশে!

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: রোহিঙ্গাদের কারনে অনেকে শীতবস্ত্র পায়নি এই কথাটি হয়তো ভুল হতে পারে। তবে আমাদের পাড়ায় প্রতি বছর যারা উওরাঞ্চলের শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহ করতো তারা এবার রোহিঙ্গাদের জন্য শীত বস্ত্র সংগ্রহ করেছে।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: তা ঠিক আছে।
রোহিঙ্গারাও মানুষ, তাদেরও শীত করে।
তারা যেহেতু আমাদের দেশে এসেছে, আমাদের দায়িত্ব।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭

মো: নিজাম গাজী বলেছেন: যে ছবি আর চিত্র দেখাইছেন তাতে কি করে বলি দেশ উন্নয়নের মহাসড়কে নয়? হায়রে উন্নয়ন। বাস্তব চিত্র তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় লেখক।

১৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নিজাম গাজী ভাই।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আপনাদের একটা ভুল ধারণা হলো, এসব লোকের জন্য ধনী নাগরিকেরা কিছু করা উচিত; এটা ভুল ধারণা; করলে ভালো হতো!

এদের নাগরিক অধিকার পুরণের জন্য সরকার আছে, প্রাইম মিনিষ্টার আছে, প্রশাসন আছে, ৩৩ বিলিয়ন ডলার সন্চিত আছে; যেভাবে শেখ হাসিনা এককভাবে দেশ চালাচ্ছেন, এসব নাগরিকের জন্য সবকিছু উনার করা উচিত; উনার এত বদনাম হবে যে, স্বয়ং আওয়ামী লীগ উনাকে গালি দিবে এক সময়।

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: সরকার বড় বড় কাজ(পদ্মা সেতু,মেট্রোরেল, চারলেন ইত্যাদি) নিয়ে ব্যস্ত।
তাই ধনী লোকেরা এগিয়ে এলে ভালো হয়।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান হিসেব করলে, বাংলাদেশে বসুন্ধরা, খুলনা পাওয়ার থাকার কথা নয়, এরা ধনী নয়, এরা দখলদার।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সরকারি কাজ সরকারের কাছের লোকরাই তো পাবে।
নির্বাচনের সময় বান্ডিল বান্ডিল টাকা খরচ কেন করে?

১৮| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৩

প্রামানিক বলেছেন: আগে রাত দুইটা তিনটার দিকে যখন ঢাকার রাস্তা দিয়ে হাঁটতাম তখন এরকম দৃশ্য অনেক চোখে পড়তো এখন আগের তুলনায় এরকম দৃশ্য অনেক কম।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: জনাব কম না। হয়তো এখন আপনি আগের মতো বেশি রাতের বেলা বের হন না।

১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৫

জাহিদ অনিক বলেছেন:


তিন নাম্বার ছবিটা ভালো লেগেছে।
বাকীগুলো দেখতে ভীষণ কষ্ট হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: আপনি কবি। আপনার মন নরম।
আপনি তো কষ্ট পাবেনই।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সঠিক চিত্র তুলে এনেছেন।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:২১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: উন্নয়নের মহাসড়কে এরা তো আবর্জনা, দেখেন কবে আবার উচ্ছেদ শুরু করে নগরীর সৌন্দর্য ক্ষুন্ন করার দায়ে।
ক্ষমতার রঙ্গীন চাশমা আমদের রাজনীতিকদের কেবলই দাম্ভিক করে তুলেছে। বড় নির্মম ওদের রাজনীতি !!!

আমরা সাধারণ জনগণ যে যা পারি, চলুন সামর্থ অনুযায়ী এই অসহায়দের পাশে দাঁড়াই।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
যাক এরাতো আর নাখেয়ে মরছে না।
১০ বছর আগেও তো নাখেয়ে আধা খেয়ে থাকতো।
এখন দিন গেলেই ৪০০-৫০০টাকা কামাচ্ছে। গ্রামেও টাকা পাঠাচ্ছে।
কর্মসংস্থান প্রতি বছরই বাড়ছে। বেতনও বাড়ছে।
২০০৭ এ গার্মেন্টসএ সর্বনিম্ন বেতন ১৫০০ টাকা ছিল।
এখন ৮০০০ টাকা।
১০ বছর আগেও ডলারের দাম ৮০-৮২ ছিল, এখনো একই আছে। অর্থাৎ টাকা দির্ঘদিন সন্তোষজনক ভাবে একটানা শক্তিশালী অবস্থানে।
বাংলাদেশ শত বছরের ইতিহাসে এখন সবচেয়ে ভাল অবস্থানে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সব মহান শেখ হাসিনার গুন।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



কিছু লোক আঙুল ফুলে কলা গাছ হচ্ছে ঠিকই। তাদের ফুলে ফেপে পাহাড় তুল্য পেট দেখে আর অন্যদের দেখিয়ে কেউ কেউ উল্লাস করলেও করতে পারেন। করেও থাকেন। এই পোস্টেও করেছেন কেউ কেউ। কারন দেশের অধিকাংশ মানুষ কষ্টে শিষ্টে জীবন কাটালেও সুবিধাভোগী কিছু লোকের তেলতেলে চেহারাই যে এদের লুটপাট, লুটতরাজ আর লোপাটের বৈধতার জন্য সাইনবোর্ড!

সুন্দর পোস্টে দেশের সত্যিকার অবস্থার একটি চিত্র উঠে এসেছে। সুবিধাভোগী চাপাবাজ মোসাহেবরা বর্নান্ধের মতই দেখে শুনে বুঝেও সত্য এড়িয়ে আবোল তাবোল বকে যাবে। ক্ষতি নেই।

পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭

হাঙ্গামা বলেছেন: কলাবাগান১ বলেছেন: "মানুষ কত অসহায়। কত কষ্ট করে জীবন যাপন করছে আমেরিকার রাস্তায়
লেখক বলেছেন: আহারে ---



=p~ =p~

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

হাঙ্গামা বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
যাক এরাতো আর নাখেয়ে মরছে না।
১০ বছর আগেও তো নাখেয়ে আধা খেয়ে থাকতো।
এখন দিন গেলেই ৪০০-৫০০টাকা কামাচ্ছে। গ্রামেও টাকা পাঠাচ্ছে।
কর্মসংস্থান প্রতি বছরই বাড়ছে। বেতনও বাড়ছে।
২০০৭ এ গার্মেন্টসএ সর্বনিম্ন বেতন ১৫০০ টাকা ছিল।
এখন ৮০০০ টাকা।
১০ বছর আগেও ডলারের দাম ৮০-৮২ ছিল, এখনো একই আছে। অর্থাৎ টাকা দির্ঘদিন সন্তোষজনক ভাবে একটানা শক্তিশালী অবস্থানে।
বাংলাদেশ শত বছরের ইতিহাসে এখন সবচেয়ে ভাল অবস্থানে।
১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩ ০

লেখক বলেছেন: সব মহান শেখ হাসিনার গুন।


=p~ =p~

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

পদ্মপুকুর বলেছেন: রাজীব ভাই,
এই দৃশ্যতো এ দেশে নতুন না, আর এর দায় একা কোন সরকারেরও না; বরং আমাদের সবার। সভ্য সামাজিক জীব হিসেবে আমরা কি দায়িত্ব পালন করছি সমাজের প্রতি?
তবে সবচেয়ে বড় দায়িত্বটা সরকারের, যেখানে দুর্নীতেতে আকন্ঠ নিমজ্জিত বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ এবং এই সরকারের পরে যে সরকার আসবে, সে সরকারও ব্যর্থ হবে।

বাঙালির এনহেরিটেন্স যে স্বার্থপরতা, সেটা থেকে যতদিন আমরা বের হয়ে আসতে না পারবো, ততদিন এই ব্যর্থতার ধারা চলতই থাকবে।

ভালো থাকবেন, শুভ ব্লগিং

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কি বলবো বলার কিছু নেই ।কবিরা নিরব। :|

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১

তারেক ফাহিম বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.