নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হে ঈশ্বর ! আমি বৃহৎ হৃদয়ের ক্ষুদ্র মানুষকে ভালোবাসতে চাই

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮



১। ওবামা থেকে ট্রাম্প অবশ্যই উত্তম।
মধ্যপ্রাচ্যে অশান্তি আর আইএসের জন্ম দিয়ে যে শান্তিতে নোবেল পায় সে যে কতটুকু ভাল তা বোঝা যায়। ট্রাম্প আর যা-ই করুক অন্তত পৃথিবীতে সন্ত্রাস বাড়তে দিবেনা এটা নিশ্চিত থাকুন।

২। শীতকাল হলো ওয়াজ মাহফিল এর সময়।
শহরে-গ্রামে সব জায়গায় বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়। বক্তারা তাদের আঞ্চলিক ভাষায় অতি রসালো ভাবে ওয়াজ করেন। দশ হাত দূরে দূরে মাইক লাগানো হয়। আমাদের দেশ যদি উন্নত কোন দেশ হতো, তাহলে শব্দ দুষনের জন্য এদের অবশ্যই জেল জরিমানা হতো।

৩। অবিশ্বাস্য হলেও সত্য- আমাদের সমাজে কালো মেয়েদের চাহিদা নেই। রবীন্দ্রনাথ যতই বলুক- ' কালো? তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ-চোখ।' সহজ সরল সত্য কথা হলো- জন্মের পর থেকেই তারা সংসারের বোঝা।

কালো রঙের মেয়েরাও যে বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে পারে তা আমাদের অনেকেরই অজানা। বিশ্বের উন্নত দেশগুলোতে গায়ের রঙ নিয়ে কেউ মাথা ঘামায় না। ব্যাক্তির গুনই তাদের কাছে মুখ্য বিষয়।

৪। বইয়ের কাজ হলো অদৃশ্যভাবে ভালোবাসা আর ঘৃণা দুটোকেই উসকে দেয়া। এ উসকে দেয়াই বইয়ের সেই সামর্থের কথা জানিয়ে দেয়, যা ভালোবাসাকে ঘৃণা আর ঘৃণাকে ভালোবাসায় পরিবর্তন আনয়ন করতে পারে।

৫। "হে মূসা! তোমার ডান হাতে ওটা কি?
সে বলল, 'এটা আমার লাঠি; আমি এতে ভর দিই এবং এর দ্বারা আমি আমার ছাগল পালের জন্য লতা-পাতা ফেলে থাকি এবং এটা আমার অন্যান্য কাজেও লাগে।'

আল্লাহ বললেন, 'হে মূসা! তুমি ওটা নিক্ষেপ কর।'
অতঃপর সে তা নিক্ষেপ করল, সাথে সাথে তা সাপ হয়ে ছুটাছুটি করতে লাগল।

বাহ !!! সুবাহা্নাল্লাহ !!!অসাধারণ !!! মূসা (আঃ) এর কৃতিত্বে আমি মুগ্ধ।

৬। সৃষ্টির আদিতে ব্রহ্ম নিজেকে দুই ভাগে ভাগ করলেন। তাঁর ডান অংশ থেকে সৃষ্টি হয়েছিল পুরুষ সত্তা এবং বাম অংশ থেকে সৃষ্টি হয়েছিল নারী সত্তা। এই নারী সত্তার নাম 'প্রকৃতি'। প্রকৃতি কৃষ্ণের ইচ্ছায় নিজেকে পাঁচভাগে বিভক্ত করেন। এই পাঁচটি ভাগ হলো– দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, রাধা।হিন্দু পৌরাণিক কাহিনি মতে– বিদ্যা দেবী সরস্বতী। ইনি স্মৃতি ও মেধা দান করেন।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


রিলিফ ও যুদ্ধের নামে আমেরিকার টাকা অন্য দেশের সরকার ও সন্ত্রাসীরা খেয়েদেয়ে আরামে থাকুক, সেটা হতে দেবে না ট্রাম্প; সে রিলিফের কথা ভুলে গিয়ে কাজ করতে বলেছে!

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ট্রাম্প ভালো করে বলেছেন।
আমাদের দেশেরও এমন নিয়ম- কাজের বিনিময় খাদ্য।

২| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নানা বিষয়ের বিক্ষিপ্ত ভাবনাকে
একসূত্রে গাঁথার সুন্দর প্রয়াস।
ধন্যবাদ রাজীব নুর
অন্যধারা সৃষ্টির
উদ্দ্যোগের জন্য।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: আমি কিন্তু আপনার নিয়মিত পাঠক।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

আটলান্টিক বলেছেন: বাহ বাহ ভাইয়া চমৎকার হয়েছে গল্পগুলো।পোষ্টে প্রথম প্লাস দিলাম।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আপনার কাছ থেকেই আমি সবচেয়ে বেশি প্লাস পাই।

ধন্যবাদ।

৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টুকরো টাকরা কথামালা। ভালই লেগেছে।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪

মার্শাল আরমান বলেছেন: খুব ভালো। আপনার লেখাগুলো ভালই লাগে। মাঝে মাঝে নিজের চিন্তার সাথে মিলে যায়।

২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: আমরা সবাই মানূষ তাই আমাদের সাথে তো মিল থাকবেই।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৩

আওরঙ্গজেব চৌধুরী রিফাত বলেছেন: ওবামা আর ট্রাম্পের তুলনা করার সময় বোধহয় এখনো আসে নি। আর বিভিন্ন অনুষ্ঠান, ডিজে পার্টি এমন কি পূজার অনুষ্ঠানে হাই ভলিউমে গান বাজিয়ে যে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করা হয় সেটার তুলনায় ওয়াজ মাহফিল কিছুই না। তারপরও ওয়াজ মাহফিলের কথা যখন তুললেনই তখন ওগুলোর কথাও বলা উচিত ছিল।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৭| ২২ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫১

আখেনাটেন বলেছেন: বই মানুষের শ্রেষ্ঠ বন্ধু।

কেউ যদি ঘৃণা ছড়ানোর বই বেছে নেয় সেটা ব্যক্তির দোষ। তাই নয় কি?

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: তা তো ঠিকই।

৮| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

জাহিদ অনিক বলেছেন:

আমাদের দেশ যদি উন্নত কোন দেশ হতো, তাহলে শব্দ দুষনের জন্য এদের অবশ্যই জেল জরিমানা হতো। -- এই অত্যাচার থেকে আমি মুক্তি চাই।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: কোনোদিন মুক্তি মিলবে না।

অথবা আমার মতো ইউরোপের কোঠাও যেতে চেষ্টা করুন।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৫

জাহিদ অনিক বলেছেন:

আমার এত সুযোগ বা কোন সামর্থ্য নেই।
সুযোগ এলে দেখি এদেশ ভাল লাগে না।

২২ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: বড় বড় স্বপ্ন দেখে যেতে হবে।
কথায় বলে গাইতে গাইতে গায়েন।

১০| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৭

জুন বলেছেন: ছবিটি কি সুরভী ভাবীর ভাইয়ের বিয়েতে তোলা ? তা আমাদের ভাবী কই !

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন:

১১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো। তবে ট্রাম্প সন্ত্রাসী বাড়তে দিবে না, এটা বিশ্বাস যোগ্য না।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: যদি ট্রাম্প ভুল করে তাহলে অনেক অশুভ কিছু ঘটবে।

১২| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৭

তারেক ফাহিম বলেছেন: ৩,৪ বেশি ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

মায়াবী ঘাতক বলেছেন: ২ এবং ৩ ভালো লেগেছে। তবে সমাজ একটু একটু করে হলেও বদলাচ্ছে। আশে পাশে অনেক কালো মেয়ে দেখলাম যাদের বিয়ে যথাসময়ে হয়েছে।

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: তাই যেন নিয়মিত হয়।

১৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এক সাথে নানান জিনিষ নিয়ে এসেছেন। এটা আলাদা বৈশিষ্ট।

ট্রাম্প শয়তানের খালাতো ভাই কিন্তু স্পষ্টবাদী।

১৫| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনামের সাথে পোস্টের সামঞ্জস্যতা না থাকলেও আপনার বিক্ষিপ্ত ভাবনাগুলো আমার বরাবরই ভালো লাগে।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৩

সোহানী বলেছেন: শব্দ দূষনের জন্য আইন হওয়া উচিত।

ছবিতে ভাবীকে খুবই ভালো লাগছে। ভাবীর জন্য +++

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার দেখাই

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৩৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: উন্মুক্ত চিন্তা বিক্ষিপ্ত ভাবনা।
সব ভাবনাই এক পোষ্টে গাঁথা।
বেশ হয়েছে বলা চলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.