নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কোনো এক নাটকে নায়িকা বলেছিল- "সেই তত সুখী- যারা অভিনয় করে মিথ্যা কথা বলতে পারে...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬



১। মানুষকে ভালো ভাবতে হবে নিজের ভালোর জন্যই । নিজের ভেতরের শ্রেষ্ঠ বৃত্তিগুলিকে সক্রিয় রাখবার এই একমাত্র উপায় । ভয় ও সন্দেহ জীবনের পক্ষে মারাত্মক, বিশ্বাস না থাকলে জীবন অসুন্দর হয়ে পড়ে । খোশমেজাজ ও বহাল তবিয়ত নষ্ট হয় । আর তা নষ্ট হলে মানুষের ভালো কাজেরও মূল্য দেওয়া যায় না ।

২। রাস্তা দিয়ে যাবো অথচ তোমার সাথে দেখা হবে না
এমন যেন কোনোদিনও, কখনও না হয় ।
যে রাস্তা দিয়েই যাই- তুমি সেখানেই থেকো ।

৩। চোখের নীচে কালি আসলে মনে করতেই হবে যে- ভেতরে ক্লান্তি জমেছে । ভেতরের জমে ওঠা ক্লান্তি গুলোর ছায়াটাই চোখের নীচে এসে জমে ।

৪। "তেরী আখোকী কুছ কসুর নেহি
মুঝেই খারাব হোনা থা ।"
এটার সুন্দর বাংলা কি হবে?

৫। বড় কর্তার রিভলভিং চেয়ার, থানার দারগা, জর্জ-উকিল, বাড়ির গৃহিনী, ধারদাতা, মুদি দোকানদার, ইলেকট্রিক বিল, রাস্তার পাগলা কুকুর, বিয়ের দাওয়াত, আত্মীয়, বঙ্গোপসাগরের নিন্মচাপ, বাজারের দরদাম - কোনো কিছুকেই আমি আর ভয় পাই না । সব কিছুর ক্যামোফ্লেজ আমি ধরে ফেলেছি ।

৬। গতকাল দুপুরবেলা ভাত খেয়ে হঠাৎ টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর ঘুম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম রবীন্দ্রনাথকে। স্বপ্নে রবীন্দ্রনাথ কবি নয়, তিনি একজন দাঁতের ডাক্তার। আমি তার চেম্বারে বসে আছি। তিনি আমার দাঁত ফেলবেন। রবীন্দ্রনাথ বললেন- ভয়ের কিছু নেই। তুমি বুঝতেও পারবে না দাঁতটি আমি কখন তুলে ফেলেছি। আমি বললাম, তবু আমার ভয় লাগছে ডাক্তার রবি। দাঁতের গোড়ায় ইনজেকশন - ওরে বাপরে! আমি মরে যাবো। রবীন্দ্রনাথ বললেন- এতই যখন ভয় পাচ্ছো, এক কাজ করো, খানিকটা ব্র্যান্ডি খেয়ে নাও। ব্র্যান্ডি খেলে দেখবে সাহসটা বেড়ে গেছে। আমি ডাক্তার রবীন্দ্রনাথের দেওয়া ব্র্যান্ডি খেলাম। রবীন্দ্রনাথ বললেন- এবার সাহসটা বেড়েছে তো? আমি বললাম, বেড়েছে মানে? দাঁতের গোড়ায় একবার হাত লাগিয়ে দেখুন না, এক ঘুষিতে আপনার সব ক'টি দাঁত আমি গুঁড়ো করে দিব।

বিঃদ্রঃ ছবিটা এয়ারপোর্ট এর পেছন দিক থেকে তুলেছি।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা অনেক সুন্দর হয়েছে রাজীব ভাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


৬ নং'টার কথা মনে আছে, উপরেরগুলো ভুলে গেছি

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: এই জন্যই আপনি ওস্তাদ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

এম ডি মুসা বলেছেন: সুন্দর ভাই।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথম কথাগুলো শ্রদ্ধার সাথে স্মরণে রাখা উচিৎ সবার, এমনটাই মনে করি আমি।

তিন নম্বরের কথাটির সাথে একমত, মনের ক্লান্তি মানুষের ঘুম নষ্ট করে, আর ঘুম কম হলে চোখের নিচে কালো কালো মনে হয়।

হা হা হা শেষেরটা দারুণ রম্যবোধ

ভালো লাগা জানিয়ে গেলাম পোষ্টে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সেই ক্যামোফ্লাজ টা কি?

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

মাটির প্রদীপ বলেছেন: আপনি হচ্ছেন সামুর সৌন্দর্যের প্রধান অন্তরায়।এলোমেলো আর মীনিংলেস পোস্টগুলো দিবেন না,অনুরোধ করি।আমরা যারা, সামুতে নিয়মিত আসি সৃজনশীল মানুষগুলোর সৃজনশীল লেখা পড়তে,আপনার মতো কয়েকজনের ছাইপাশ লেখা দেখলে মেজাজ ঠিক রাখা দায় হয়ে পড়ে।আপনার মন্তব্যগুলোও চতুর্থ শ্রেণীর......

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: আমি আন্তরিকভাবে দুঃখিত।
আর এরকম হবে না।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,রাজীব ভাই।৪নং আপনি জানতে চেয়েছেন।একটু চেস্টা করছি।তেরী আখোকী কুছ কসুর নেহি
মুঝেই খারাপ হোনা থা'।তোমার চোখের/চাওনির কোন দোষ নেই/আমি যে খারাপ(মজে গেছি) হয়ে গেছি।
সম্ভবত your eyes should not belemed,
I was forced obliged to be naughty.

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া পরীক্ষা শেষ। B-)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।


এখন, প্রতিটা সময় কাজে লাগাতে হবে।
বইমেলায় যান। পছন্দের বই গুলো কিনুন। আর পড়ুন।
খোলা মনে মুক্ত চিন্তা করুন। কিভাবে প্রথমে নিজের পরিবার, তারপর দেশের ভালো করা যায়। এখন থেকে চিন্তা করতে হবে। বড় বড় স্বপ্ন দেখতে হবে।
যে কোনো সুবিধা অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন।

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

মুক্তাদির অনল বলেছেন: অনেক জোস লিখেছেন রাজীব ভাই । অনেক ভাল লাগল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাইয়া অনেক অনুপ্রাণিত হলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: শুধু অনুপ্রেরনা পেলে হবে না।
সুন্দর পরিকল্পনা করে সামনে এগুতে হবে। যতই ঝড়ঝাপটা আসুক।
লক্ষ্যে পৌছাতে হবে। হবেই।

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

দয়িতা সরকার বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রে আপনার লেখায় শিরোনামের সাথে ভিতরে মিল থাকে না। এটা ও তার বেতিক্রম না। একবার তো হাতি দেখে....
আপনি ১ নং যথার্থই বলেছেন কিন্তু আমি এটা থেকে বের হয়ে আসতে পারছিনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: ট্রাই করেন পারবেন।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি মিথ্যে বলতে পারি না। তাই বোধহয় আমি সুখি না!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: না না।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯

কাতিআশা বলেছেন: কি সব লেখা!..মাথা ধরে গেল!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: দুঃখিত।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

নূর-ই-হাফসা বলেছেন: শিরোনাম টা ভালো বলেছেন , জীবন চলার পথে সত্যি কথা বলা অনেক সময় মঙ্গলের না ।
আমার এক আত্নীয়া আছেন যাকে আবার ভীষণ ভালো লাগে তার হাসি মাখা মুখ আন্তরিকতা , খুব আপন ভাবতে সাহায্য করে ।
এমনটা না যে ওনার সাথে প্রায় কথা হয় , বা কেউ কারো খবর জানি, বছরে কিংবা কয়েক বছর পর দেখা হয় , ওনার তাৎক্ষণিক আন্তরিকতা একদিনের দেখার, বাকি বছর পসিটিভ মনোভাব ধরে রাখতে সাহায্য করে ।
এমনটাই হ ওয়া উচিত , অপছন্দের মানুষ হলেও হাসি মুখ ধরে রাখা ।
আমার খুব এমন হতে ইচ্ছে করে ।
আপনার এক নম্বর পয়েন্ট টা ভালো লেগেছে ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন হাফসা।

১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

কলাবাগান১ বলেছেন: এই ইংরেজী দেখে ভিমড়ী খাবার যোগাড়
your eyes should not belemed 8-| ,
I was forced obliged to be naughty. X((



You did not understand Chadgazi's comment.... very subtle but the comment should have sliced your ego

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

করুণাধারা বলেছেন: একজন সবাইকে খুশি করতে পারে না। তাই আপনি আপনার মত লিখুন, যার ইচ্ছা হবে সে পড়বে। আমার ভালই লাগে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর বলেছেন।
অনেক ধন্যবাদ।

১৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৫৩

জাহিদ অনিক বলেছেন:
আচ্ছা -- রবীন্দ্রনাথ যদি দাঁতের ডাক্তার হয় জীবনানন্দ তাহলে চোখের ডাক্তার।



তোমার নিষ্পাপ চোখের কি ছিল কলঙ্ক;
আমারই তো অঙ্গীকার ছিল হয়ে যাব ছারখার!

এটা চলে ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:০৩

জাহিদ অনিক বলেছেন:



তার দৃষ্টি’র অপরাধ নয়
আমাকেই পতনে পেয়েছিল

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.