নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজ একটি বিশেষ দিন

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৮



আমরা বীরের জাতি এই কথাটি দারুন খাটি।বঙ্গবন্ধু লাল সালাম !৭ই মার্চ লাল সালাম।৭ই মার্চ ১৯৭১। বাঙালী জাতির জীবনে এক যুগান্তরকারী দিন। ৭ মার্চ বঙ্গবন্ধু বাঙালী জাতিকে এমন এক নুতন দিনের স্বপ্ন দেন যা জাতিগত ভাবে আমাদের অন্য ভাবে ভাবতে শুরু করায়।সেদিনই প্রথমবারের মত খোলামেলা ভাবে আমরা পকিস্তানী শাসকদের জানিয়ে দেই আমরা এখন স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত।
মনে রাখবা, ''রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ''। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম''।
জয় বাংলা।

কবি নির্মলেন্দু গুণ শেখ মুজিবের সাত মার্চের ভাষণকে বলেছেন একটি মহাকাব্য। আর সেই মহাকাব্যের মহাকবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ভরাট কন্ঠে ভেসে এলো- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম...

বাংলার সর্বশ্রেষ্ট কবি। কবির ভরাট কন্ঠে ভেসে এলো- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণ সর্বকালের শ্রেষ্ট ভাষন। আমি যতবার এই ভাষণ শুনি আমি ততবার মুগ্ধ হই। আমার মা-বাবা এই ভাষনে ছিলেন।

৭ই মার্চের সেই ভাষণের ওপর ভিত্তি করেই রচিত হয় স্বাধীন বাংলাদেশের রূপরেখা। বঙ্গবন্ধু ২২ মিনিট তার জীবনের শ্রেষ্ঠ ও ঐতিহাসিক ভাষণ দেন। আজ থেকে ৪৩ বছর আগে অগ্নিঝরা একাত্তরের এইদিনে বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র বক্তা। গর্জে ওঠা জাতির পিতার কণ্ঠস্বর আমাদেরকে নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সংগ্রামী করে তোলে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৭

ভ্রমরের ডানা বলেছেন: ৭ মার্চ জাতির মুক্তির একটি বিশেষ দিন যা একটি মুক্ত দিগন্তের দূত!

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: লাল সালাম।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫

রাজীব নুর বলেছেন: ওয়ালাইকুম আসসালামা।

৩| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: জাতির জনককে জানাই অন্তরের কুর্নিশ। ভাষা আন্দোলনের হে বীর তোমাকে জানাই, লাল সেলাম!

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

কামরুল হুদা দুর্জয় বলেছেন: আমাদেরকে কেউ দাবায়া রাখতে পারে নাই।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অগ্নিঝরা ভাষণ। যার কোন তুলনা নেই।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: ভাষণের প্রতিটা শব্দ বুকের গভীর থেকে উঠে এসেছে।

৬| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, উনি পাকীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন; ৭ই মার্চের পরও উনি ইয়াহিয়ার সাথে বসেছেন, চেষ্টা করেছেন পার্লামেন্টের বৈঠক করার; উনি কি করতে চেয়েছিলেন, আর জনতা রেসকোর্স থেকে কি বার্তা নিয়ে বাড়ী ফিরলেন, সেটা এখনো ভাবনার বিষয়।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: শেখ মুজিব একজন সহজ সরল মানুষ ছিলেন।

৭| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসভ্য জাতির সাথে আপোস করা কঠিন।

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.