নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যে মানুষ ঈশ্বরের অংশ তার ভেতর এত ক্ষুদ্রতা কেন?

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭



১। ঘুম থেকে উঠে দেখি মেয়ে আমাকে সাজিয়ে দিয়েছে।
সুরভি বাসায় নেই। আজ বিরাট ফাটাফাটি হবে। সুরভি বাসায় এসে যখন দেখবে পরী তার মেকাপ বক্স ধরেছে!
তবে আমাকে মন্দ লাগছে না। ভালোই সাজিয়েছে।
মেয়ে এখন বলছে বাবা তোমাকে বিউটিফুল লাগছে। চলো চিড়িয়াখানায় যাই।

২। ক্যালেন্ডারের পাতা উল্টানো খুবই শখের একটা কাজ ছিল ছোটবেলায়। এ কাজে এত সিরিয়াস ছিলাম যে মাঝে মাঝে মাস শেষের দুই এক দিন আগেই কাজটি সেরে ফেলতাম। এখনও একাজটি অনেক আনন্দ নিয়ে করি। কোথাও যদি দেখি- মাস শেষ কিন্তু ক্যালেন্ডারের পাতা উলটানো হয়নি, তখন খুব রাগ হয়। দায়িত্ব মনে করে নিজেই পাতা উল্টিয়ে দেই।

৩।
আয়নাতে নিজেকে দেখে রাগের বদলে হেসেই দিলাম। ভাবছিলাম একটা কঠিন ধমক দিব। কিন্তু মেয়ের মুখের দিকে তাকালে ধমক তো দূরের কথা ইচ্ছা করে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখি।

না, আজ আর বের হবো না। তবে আগামীকাল মেয়েকে নিয়ে বঙ্গবন্ধুর বাড়ি যাবো। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। পোষ্ট দেখে কারো মেজাজ খারাপ হলে আমি ক্ষমাপ্রার্থী।

মন্তব্য ৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩

সিফটিপিন বলেছেন: ভাবী বাসায় নেই, তাই মেয়ে বাবার মধ্যেই মায়ের মমতা খুঁজছে।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: কিন্তু মেয়ে অর মেকাপ বক্স ধরলে প্রচন্ড চিল্লাচিল্লি করে।

২| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হা হা হা হা:)

আপনাকে সেরাম লাগছে ভাই। জোকারের মত:P

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

৩| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার লাগছে ভাই।
বাবা-মেয়ের জন্য অনেক শুভকামনা রইল।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮

অগ্নিবেশ বলেছেন: হা হা হা, খুব সুন্দর লাগছে।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগারেরা ফাঁকিবাজ হয়ে যাচ্ছে। শুক্রবার ছুটির দিন, অথচ আজকের পোস্ট হাতে গোনা যায়। কিন্তু অন্য দিন অফিস টাইমে ঠিকই ব্লগিং করে, সময় কাটায়।X(

ব্লগারেরা মনে হয় গিন্নীকে ভয় পায়:P। তাই বাসায় থাকলে---

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।

৬| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৪

প্রামানিক বলেছেন: ভালই লাগছে শাড়ি চুড়ি পরলে আরো ভালো লাগত। আপনার মেয়েকে ধন্যবাদ

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: চুরি কোথায় রাখছে মনে হয় মেয়ে জানে না।
শাড়ি পরাতে পারবে না।

৭| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৮

অর্ক বলেছেন: আপনি আপনার দাম্পত্য জীবন নিয়ে একটা সিনেমা বানান।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: এটা আমিও ভাবছি।

৮| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৭

ক্লে ডল বলেছেন: =p~ =p~ =p~
খুব হাসলাম!!

পিতা ও সন্তানের মধ্যকার স্বর্গীয় যে একটা মমত্বের সম্পর্ক রয়েছে তা অনেক গভীর। আপনার পোষ্টটিতে লেখা স্বল্প ।কিন্তু এ অল্পতেই সে গভীর বিষয়টি অনুভব করাতে পেরেছেন।
দারুণ!!

অনেক অনেক ভাল থাকুন, আপনি এবং আপনার পরিবার।:)

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৯| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

অর্ক বলেছেন: দর্শকের অভাব হবে না।

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: আমাদের ব্লগারেরি তো অভাব নেই।

১০| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনার সময়গুলো আনন্দের সাথে কাটছে, ভালো সময়

১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬

ফয়সাল সোহাগ বলেছেন: এই মুহূর্ত গুলো স্বর্গীয়!!!

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন।
এই মুহূর্ত গুলোর জন্য অনেকদিন বেঁচে থাকতে ইচ্ছা করে।

১২| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২১

মিথী_মারজান বলেছেন: সো কিউট বেবী!মাশাআল্লাহ্।
আর সাজানোতেও দেখি মামনিটা দারুন স্মার্ট!
আপনিও খুব ভালো বাবা।
অবশ্য এমন পরীর সাথে রাগ করা যায়না কিছুতেই।
সুরভি ভাবী রাগ করবে ঠিকই তবে আপনার ছবি দেখে প্রথমেই হেসে ফেলবে আর তখনই টুপ করে রাগটাও পরে যাবে।

ভালো কথা, মেয়েকে সামলে রাখবেন ভাবীর রাগ না কমা পর্যন্ত।
সুখে থাকুন আপনারা।:)

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: আমি বেঁচে থাকতে আমার মেয়ের গায়ে কোনো ধুলোবালি লাগতে দিব না। নো নেভার।

১৩| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:




আপনার ঘরে একটি পরী রয়েছে। আপনি ভাগ্যবান!

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর বলেছেন।

১৪| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

বনসাই বলেছেন: আজকের ছবি নিয়ে কোনো কথা হবে না, আজকের ছবিগুলোই আগামীর সম্পদ।
পরী তো মার্চের রঙএই বাবাকে সাজিয়েছে। সম্ভবত মেকআপ নিয়ে এটাই ব্লগে আপনার প্রথম ছবি।
বাবা মেয়ের ভালোবাসার গল্প এটা, মা বকবে জেনেও সাহস করে বাবাকে সাজিয়েছে।

পরীকে অনেক আদর।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন মেয়েটার জন্য।

১৫| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৩

সোহানী বলেছেন: হাহাহাহাহা ইউ লুকস সো প্রিটি ;)

ছোট বেলায় আমরা ও ঠিক একই কাজ করতাম মা ও বাবার সাথে। এখন দেখি আমার মেয়ে ও একই কাজ করে আমাদের সাথে। আপনার মেয়ের কাজ দেখে বুঝলাম সব মেয়েগুলাই এ কাজ করে...................হাহাহাহাহাহা

আপনার মেয়েটাতো দেখি একেবারেই সাক্ষাৎ পরী.................। ওকে অনেক ভালোবাসা, আর এমন কাজ যেন করতেই থাকে....হাহাহাহাহা

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৬| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৪

বারিধারা ৩ বলেছেন: মানুষ মোটেও ঈশ্বরের অংশ নয়। ইসলামী বিশ্বাস অনুযায়ী, মানুষ আল্লাহ্‌র সৃষ্টি এবং দুনিয়াতে আল্লাহ্‌র প্রতিনিধি। আল্লাহ্‌র নাম দুনিয়াতে ছড়িয়ে দেবার জন্যই দুনিয়াতে মানুষের আগমন।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

কানিজ রিনা বলেছেন: হা হা হা অনেক হাসলাম, দারুন মেয়ে
আপনার। আন কমন পোষ্ট ভাললাগল
আপনার মেয়ের জন্য শুভ কামনা। ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৮| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫২

কাউয়ার জাত বলেছেন: শিরোনামের সাথে লেখার সম্পর্ক?

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: সম্পর্ক নাই তবে কিছুটা সামঞ্জস্য কি নেই?

১৯| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০৩

আবু তালেব শেখ বলেছেন: ভাবি কোথায় গেছে বাচ্চাকে ফেলে?

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: পারলারে গেছে।

২০| ১৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: অনেক কিউট আপনার মেয়ে, এমন মেয়ের সাথে কিছুতেই রাগ করা যায় না ।
বাবুর সাজানো ভালো হয়েছে , এই সাজে বের হতেই পারেন :) । কিছু রোবটটি মানুষ না হয় প্রান ভরে হাসলো ।
এমন ভাবে রোজ আনন্দে আপনাদের দিন কাটুক, অনেক অনেক শুভকামনা ।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২১| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

ড্যানি বিশ্বাস বলেছেন: হা হা হ...

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: হাসুন। মানুষের হাসিই ভালো লাগে।

২২| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

ড্যানি বিশ্বাস বলেছেন: *হা...

২৩| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: মানুষের ক্ষুদ্রতার কারণ মানুষ ঈশ্বরকে ভূলে যায়............

২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: ঈশ্বরকে মনে রাখলেই কি কি লাভ হয়?

২৪| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ঈশ্বরকে মনে রাখার লাভ কি , তা মনে রেখেই দেখুন না। B-)
আপনার পরিবারে নেমে আসুক ঐশ্বরিক ভালোবাসা ও প্রশান্তি।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
মন্তব্য টা পছন্দ হয়েছে।

২৫| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩২

বর্ষন হোমস বলেছেন: খারাপ লাগছে না ভাই।এখন থেকে এমন ভাবেই থাকা শুরু করে দেন।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: জ্বী ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.