নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্বর্গের নর্তকী

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪



বারবার ঘুরে ফিরে স্বর্গের স্বপ্নটা দেখি-
কোনো সাইনবোর্ড নেই কিন্তু বুঝা যায়
স্বপ্ন দেখতে দেখতে মুগ্ধ ও উল্লসিত হই
ফ্রয়েড সাহেবও স্বপ্নের ব্যখ্যা খুঁজে পাবেন না
স্বর্গ আমার খুব চেনা হয়ে গেছে, আহা
দেয়াল গুলো সাদা সাদা, কাঁচ স্বচ্ছ
আর নানান রঙের ফুলে ভরা বাগান
চারিদিকে মিষ্টি সৌরভ ছড়ানো!
কোনো হই চৈ নেই, আছে শুনসান নিরবতা
স্বর্গে কোনো হুর নেই আছে একজন নর্তকী
সবচেয়ে বেশি আকর্ষণ করে তার স্তন দু'টি
আমি বললাম, এ জায়গাটার নাম কি?
নর্তকী হেসে উত্তর দিল, লোকে স্বর্গ বলে।
আমার ঘুম ভেঙ্গে গেল, কিছুটা দুঃখবোধ নিয়ে
যখন আমি কারো কাছ থেকে খারাপ ব্যবহার পাই
সেই রাত্রেই স্বর্গের স্বপ্নটা দেখি, নর্তকীর অপেক্ষায়।

(জানি কবিতার কিছুই হয় নি। তবুও চেষ্টা করেছি কবিতার মতোন কিছু একটা লিখতে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! এটা খুব ভালো কথা,রাজীব নূরদের জন্য স্বর্গে স্বর্গের নর্তকী-রা অপেক্ষা করছে ;)
ভাল লেগেছে লেখা।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: কবিতা তো আসলে আবেগ থেকে জন্ম নেয়।

২| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: স্বর্গের নর্তকীরা তো টিনএজারদের কাছে স্বপ্নে বেশি আসে ! এই বয়সে কী আপনারও সেই সমস্যা!! ;) :) :)


কবিতা সুন্দর হয়েছে রাজীব ভাইয়া। ;)

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: আবেগের কোনো বয়স নাই।

৩| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০

চাঁদগাজী বলেছেন:


একমাত্র ইহুদী ধর্ম ব্যতিত সব ধর্মেই অনন্তকাল অবধি স্বর্গে থাকার কথা বলা হয়েছে; আপনি এখনি সেই ব্যাপারে কিছু আইডিয়া পাচ্ছেন, হয়তো

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: অনন্তকাল স্বর্গে থাকলে বিরক্ত লাগবে না?

৪| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুরভি ভাবীকে উৎসর্গ করুন।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: কিছু কিছু লেখা সুরভীর চোখের বাইরে রাখতে হয়।
সমস্যা বাড়িয়ে লাভ কি?

৫| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: স্বর্গের স্বপ্ন দেখা সহজ কাজ না.........কবিতা ভালো লেগেছে।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

অর্ক বলেছেন: ভালোই হয়েছে। কবিতায় রহস্য আছে।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: আপনি যখন বলেছেন ভালো হয়েছে, তার মানে একটু হলেও ভালো হয়েছে।

৭| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

নীলপরি বলেছেন: ভালো লাগালো

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৬

যোগবিয়োগ বলেছেন: ভাল লাগা

ভাল লিখেছেন

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

জাহিদ অনিক বলেছেন:


স্বর্গের অপসরী যে কেবল নিজের সৌন্দর্য্য বিলিয়ে দেয় অসীম ক্ষমতায়,
যার কথা আছে লেখা কুরানে পুরাণে,
কে দেখেছে কে শুনেছে - তার গোপন কথা
সারা অংগজুড়ে তার রয়েছে কত ব্যথা।

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১০| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: সত্যিকার অর্থে কবিতার কিছুই হয় নি। তবে লেখা খারাপ হয় নাই। পুরা অদ্ভুত!!

১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: পাঠকগন বিরক্ত না হলেই আমি খুশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.