নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লাবনীর প্রশ্ন, আমার উত্তর

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২



আমার বন্ধু লাবনীর ধারনা আমি সব কিছু জানি। সব সমস্যার সমাধান আমার কাছে আছে। তাই যে কোনো বিষয়েই সে আমার সাথে আলোচনা করে।

১। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কে?

উত্তরঃ একজন কবি। একসময় ইউরোপের লোকজন তাকে চিনতো। এখন সবাই ভুলে গেছে। আমেরিকার অধ্যাপকরাও তার নাম জানেন না। পৃথিবীতে এত কবি, ক-জনের নাম আর মনে রাখা যায়! এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধর্মীয় বিষয় নিয়ে, ভাষা খুবই পুরোনো ও অপ্রচলিত, কেই বা কষ্ট করে পড়বে? ও হ্যা, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তা নিয়ে বাঙালিরা এখনও গর্ব করে।

২। প্রশ্নঃ ওমরাহ করতে যাচ্ছি। প্লেন এ পড়ার জন্য বইয়ের নাম দাও।

উত্তরঃ ওমরাতে যাচ্ছো। এখানে বই না পড়লেই ভালো। এক মহান আল্লাহর ধ্যানেই থাকো। বই পড়লে চিন্তা ভাবনা, অথবা প্রার্থনা নড়ে যেতে পারে। প্রার্থনা যথাযথ ভাবেই করা উচিত।
খুব পড়তে মন চাইলে প্লেনে ম্যাগাজিন পাওয়া যাবে। কোন প্লেন? এমিরাটস? না বলাকা?

৩। প্রশ্নঃ নিজেকে খুব হতভাগা মনে হয়। আমার কোনো ক্ষনতাবান মামা চাচা নেই। আমি খুবিই তুচ্ছ, অতি সামান্য। আমাকে কেউ দাম দেয় না। কেউ আমাকে ডাকে না। রিকশাওয়ালা, বাসের হেল্পার, পরিচিত অপিচিত কেউ না। লোকজন এত তুচ্ছ তাচ্ছিল করে যে নিজের কাছেই অপমান লাগে।মাথা নিচু হয়ে আছে। আসলে আমি সবার পায়ের নিচে আছি। কিন্তু এতটা নিচে থাকার কথা ছিল না।

উত্তরঃ আপনি একাই একশো আর কাওকে লাগবে না।

৪। অফিসে এত কাজের চাপ। বাসায় ফিরতে ফিরতে রাত ৯/১০ টা বেজে যায়। আর ভালো লাগে না।

উত্তরঃ এটাই ভাল। কাজ-চাকরি অব্যহত রাখতে হবে। কাজই শান্তি। কাজের মধ্যেই আনন্দ খুজে নিতে হবে। যতদিন বাচবেন কাজ করে যাবেন। তিন জনের কাজ একা করবেন। যারা বেশি কাজ করে, ভাল কাজ করে তাদের সবাই ভালোবাসে। কাজ দিয়েই মানুষকে আপন করে নিতে হয়। তোমার কি মনে হচ্ছে আমি বেশি পাকনামি করছি? মনের মধ্যে তীব্র সাহস রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মানব জীবন তো একটাই। নিজের যা দায়িত্ব এই সমাজের প্রতি, সংসারের প্রতি সব সুন্দর করে পালন করতে হবে। ভালোকে গ্রহন করতে হবে। খারাপকে বরজন করতে হবে। সবার আগে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতে হবে।


মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০১

তারেক_মাহমুদ বলেছেন: কাজেই শান্তি, তবে কাজের মধ্যে একটু আবসর পেলে ভালই হয়।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

২| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৪

আকতার আর হোসাইন বলেছেন: সঠিক বলেছেন, কাজেই শান্তি। কাজ দিয়েই মানুষের মন জয় করতে হয়। শেষ অংশটা বেশি ভাল লাগছে..

ফকির লালন তো একনার বলেছিলেনই,,

"দেব-দেবতাগণ
করে আরাধন জনম নিতে মানবে..
এমন মানব জনম আর কি হবে..?
মন যা কর, ত্বরায় কর এই ভবে"

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
লালনের এই গানটা আমার কাছে খুব ভালো লাগে।

৩| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০

ঝড়া পলক বলেছেন: আমি প্রথমে ভেবেছিলাম লাবণী আপনার মেয়ে...

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: লাবনী আমার চেয়েও এক বছরের বড়।

৪| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩২

পদ্মপুকুর বলেছেন: শিরোনাম দেখে আপনার লেখার প্রকৃতি আন্দাজ করা আর আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎবাণী মেনে নেওয়া একই কথা। তারপরও নীলাচলের ছবির সাথে লাবনী দেখে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ভেবেছিলাম কক্সবাজারের লাবণী পয়েন্টের কথা বলবেন। কিন্তু হা হাতোম্মি!

যাই হোক, একটা তথ্য একবার প্রথমালোর ছুটির দিনে'তে পড়েছিলাম, নিউইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্টে রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার সংবাদে নাম লেখা হয়েছিল গবীন্দ্রনাথ ট্যাগোর!! এটা মিসটেক ছিল না, ওরা আসলে সঠিক নামটা জানতই না।

এই তথ্য সঠিক হলে ইয়োরোপ/আমেরিকাও তাঁকে ঠিকমত চিনতো না।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।

অনেক ধন্যবাদ ভালো থাকুন।

৫| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫

দ্যা ফয়েজ ভাই বলেছেন: লাবনী টা কে??? =p~
যাই হোক,সুন্দর উপস্থাপন

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: আমার পুরোনো বন্ধু।

৬| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৯

তারেক ফাহিম বলেছেন: প্রশ্নদাতার ৩-৪ নং প্রশ্ন না হয়ে বাক্য হয়ে গেল B-) ৩-৪ উত্তররূপে বিশ্লেষন ভালো লাগল।
বন্ধুদের কাছে পন্ডিত হয়ে থাকা কিন্তু ভাগ্যের ব্যাপার স্যাপার B-)

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: ফাহিম ভাই সেদিন হঠাত লাবনী ফোন করে বলল, ভূতের আড্ডায় আসো। আমাকে চায়নিজ খাওয়াবে। লাবনী জানে আমার চায়নিজ ভালো লাগে। খেতে খেতে তার সাথে আমার এই কথা গুলো হলো।

৭| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

কামরুননাহার কলি বলেছেন: ভালো লেগেছে ভাইয়া।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৮| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২

অর্ক বলেছেন: রূপকের মারপ্যাঁচ। আসলে খুব শিক্ষণীয় পোস্ট। পাঠান্তে আমি এখন এক অন্য মানুষ।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: এমনই মারপ্যাঁচ তাই মন্তব্যের কিছুই বুঝলাম না অর্ক ভাই।

৯| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৯

অর্ক বলেছেন: ছবিটা কার ভ্রাতা? লাবণী’র তো নয়! নাকি লাবণীই! যাই হোক খুব জ্ঞানের পোস্ট।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: উপহাস করছেন?
আসলেই আমার ভাগটাই এমন।

১০| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিকই তো। কাজই জীবন। যত বেশী পারুন কাজ করুন। নিজের জন্য । মানুষের জন্য।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: ঠিক তাই।

১১| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



একজন লোক অকারণে বেশী বেশী কাজ করলে, কম লোক দিয়েই ব্যবসা চলতে থাকবে; ফাইন্যান্স'এ ইহাকে বলে 'বর্ধিত প্রোডাক্টিভিটি'; ইহা বেকারত্ব বাড়ায়।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: কিন্তু কোনো প্রতিষ্ঠানের সাফল্যের জন্য বেশি কাজ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই।

১২| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সকাল ৬টায় বের হয়ে রাত ১০টায় বাসায় ফিরলে ঘরে বউ থাকবেন। তখন ঘরে যাওয়ারইবা কি দরকার? অফিসেই পড়ে থাকুন।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: তাহলে ওরকম বউ বিয়ে করারই দরকার নাই।

১৩| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: বুঝলাম।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: গুড।

১৪| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২২

বিদেশে কামলা খাটি বলেছেন: প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে লিখনু। তারা কষ্টে আছে।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: বেশির ভাগ প্রবাসীই কষ্টে আছে।
এই ব্যাপারে খুব শ্রীঘই লিখব।

১৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: পোষ্ট দারুন লাগলো। দ্বিতীয় টা বেশি ভালো ছিলো। তবে প্রার্থনা সব সময় করা উচিত, কি বিমানে কি বাড়িতে থাকলে!

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৬| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩০

আখেনাটেন বলেছেন: বেশ ভালো ভালো কথা বলেছেন। তিনি শুনে কিছু প্রতিউত্তর করেন নি।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৫

রাজীব নুর বলেছেন: না। চুপ করে আমার কথা মন দিয়ে শুনেছেন। তার নিরবতাই বলে দিয়েছে- তিনি আমার কথা বিশ্বাস করেছেন। মনে ও মেনে নিয়েছেন।

১৭| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১

শামচুল হক বলেছেন: ভালো লাগল প্রশ্ন উত্তর।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

বিলিয়ার রহমান বলেছেন: আফনেতো দেখছি আসলেই সবজান্তা মেয়াবাই! :)

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: হুম ঠিকই বলেছেন।
ভাতের নিচে কই মাছ, কিন্তু কই মাছ খুজে পাই না।

১৯| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

বিলিয়ার রহমান বলেছেন: হুম ঠিকই বলেছেন।
ভাতের নিচে কই মাছ, কিন্তু কই মাছ খুজে পাই না।




:):);)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.