নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালো কাজ

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪



মানুষ যেমন ভালো কাজ করে, আবার মন্দ কাজও করে। আমি বুকে হাত রেখে বলতে পারি আমি আমার জীবনে মন্দ কাজ খুব কম করেছি। মৃত্যুর পর আল্লাহ যখন আমার পাপ পূন্য দাড়িপাল্লা দিয়ে মাপবেন তখন আমার পূণ্যের পাল্লা ভারি হবে। তাই বলে পাপ কি কিছু করিনি? খারাপ কাজের কথা বলতে ইচ্ছা করে না। ভালো কাজের কথাই বলতে ইচ্ছা করে। আমার জীবনে আমি বেশ কিছু ভালো কাজ করেছি। এই ভালো কাজ গুলোর জন্য আমার খুব গর্ব হয়, আনন্দ হয়। আজ আপনাদের আমি আমার দু'টা ভালো কাজের গল্প বলব।

১। আব্বা তখন গাড়ির ব্যবসা করতেন। অনেক গুলো গাড়ি ছিল। একজন ড্রাইভার আমাদের বাসায় থাকতো। তার নাম ছিল রহিম। বয়স আনুমানিক পয়ত্রিশ হবে। রহিম আমাকে সব সময় চাচা বলে ডাকতো। তখন আমি কলেজে পড়ি। রহিম আমাকে নানান বিষয় নিয়ে গল্প শোনাতো। বেশির ভাগ গল্পই ছিল ভূতের। আব্বা ঢাকার বাইরে গেলেই, গাড়ি চালানো শিখাতো আমাকে।
একদিন রহিম আমাকে বলল, চাচা আমার খুব কষ্ট। আমি লেখা পড়া করি নাই। এটাই আমার জীবনের সবেচেয়ে বড় ভুল। রাস্তায় সিনেমার পোষ্টার দেখি কিন্তু সিনেমার নাম পড়তে পারি না। অথচ নায়ক নায়িকা সবাইকে চিনি। কি যে কষ্ট লাগে! আমি বললাম, লেখা পড়া শিখবেন? যদি সত্যি সত্যি লেখা পড়া শেখার ইচ্ছা থাকে তাহলে প্রতিদিন এক ঘন্টা করে আমার কাছে পড়তে বসবেন।
রহিম সত্যি সত্যি একমাস আমার কাছে পড়তে বসলো। এই একমাসে আমি অসাধ্য সাধন করলাম। তাকে বাংলা পড়তে শিখিয়ে দিলাম। তার প্রচুর আগ্রহেই তাকে খুব অল্প সময়ে শিখাতে পারলাম। রহিম যে কি পরিমান খুশি হলো, আনন্দে তার চোখে পানি চলে এলো। সে এখন রাস্তায় শুধু সিনেমার পোষ্টার দেখে না, নামও পড়তে পারে। নিয়মিত খবরের কাগজ পড়ে। আমি তাকে বলেছি প্রচুর বই পড়তে। সে প্রচুর বই পড়ে। তার নিজের সংগ্রহ করা বইয়ের সংখ্যা দুই শ'র উপরে।
এক যুগের বেশি হয়ে গেল রহিম আমাদের গাড়ি চালায় না। ভয়াবহ সমস্যায় পড়ে আব্বা গাড়ি বিক্রি করে দেয়। কিন্তু রহিমের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হয়। রাস্তায় দেখা হলেই সে আমাকে জড়িয়ে ধরে। তখন তার চোখের পানি জমে থাকে।

২। কয়েক বছর আগের কথা। সেবার প্রচন্ড শীত পড়েছে। আমি শেরাটন (রুপসী বাংলা) হোটেলের উলটা পাশ দিয়ে হেঁটে শাহবের দিকে যাচ্ছি। তিনদিন ধরে কোনো রোদ নেই। খুব কুয়াশা। রাস্তায় লোকজন নেই বললেই চলে। সারা দেশ শীতে কাঁপছে। হঠাৎ দেখি রাস্তার ফুটপাতে এক বুড়ি হাঁ করে নিশ্বাস নিচ্ছে। বুড়ি দেখে খুব মায়া লাগল। বুড়ির মুখটা অনেকটা আমার দাদীর মতোন। একেবারে ক্ষুনক্ষুনে বুড়ি। সামনের পাটির তিনটি দাঁত নেই। একটা ছেঁড়া পাতলা কম্বল প্যাচিয়ে রেখেছে সারা গায়ে। খুব হাঁপাচ্ছে। ঠিক করে নিশ্বাস নিতে পারছে না। আমি খুব নরম স্বরে বললাম, কি হয়েছে? বুড়ি তার ইনহেলার দেখিয়ে বলল, শেষ হয়ে গেছে। তার হাপানীর সমস্যা আছে। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। বুড়িটাকে দেখে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো।

বুড়ির হাত থেকে ইনহেলারটি নিয়ে আমি দৌড়ে শাহবাগ মোড়ে গেলাম। পকেটে চার শ' টাকা ছিল। তিন শ' সত্তর টাকা দিয়ে বুড়ির জন্য ইনহেলার কিনে ফেললাম। বুড়ির হাতে ইনহেলার দিলাম। সে সাথে সাথে ইনহেলার ব্যবহার করলো। এবং কিছুক্ষনের মধ্যে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো। বুড়ি এক আকাশ ভালোবাসা নিয়ে আমার মাথায় হাত রাখলো। ফোকলা দাঁত বের করে হাসলো অথচ তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে।


(আজ সারাদিন অফিসের কাজে আমাকে নানান জায়গায় ছোটাছোটি করতে হয়েছে। প্রচন্ড রোদ উঠেছে আজ। রোদের তেজ ছিল মারাত্মক। দুপুর থেকেই খুব মাথা ব্যথা শুরু হয়েছে। মাথা ব্যথা নিয়েই লেখাটা লিখতে বসলাম। মাথা ব্যথার ওষুধ খেয়েছি। ব্যথা কমছে না। ক্ষুধা লেগেছে কিন্তু কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না। সামুর ব্লগারদের অনুরোধ করবো, যদি দেশকে ভালোবাসেন তাহলে মাসে একটি হলেও ভালো কাজ করুন। )

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

দিবা রুমি বলেছেন: আপনার শেষের লাইন দ্বারা মতলব কী? =p~

লেখা ভাল হয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: কোনো মতলব নেই ভাই।
সহজ সরল ভাবেই বলেছি।

২| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


রহিমকে পড়তে শিখানো ছিল বিশাল বড় কাজ। মানুষের টাকায় মানুষকে পড়াতে পারছেন না শেখ হাসিনা, কেমন কম বুদ্ধিমান?

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার দোষ কম। আসলে উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা সঠিকভাবে কাজ করছেন না। তাছাড়া উনি একা মানুষ সব দিকে নজরও দিতে পারছেন না।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

দিবা রুমি বলেছেন: আশাকরি, সামু ব্লগাররা আপনার মত সবসময় ভাল কাজে এগিয়ে।
ধন্যবাদ

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: তাই যেন হয়। আমিন।

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো কাজ চালিয়ে যান। তবে মৃত্যুর পর আল্লাহ যখন আমার পাপ পূন্য দাড়িপাল্লা দিয়ে মাপবেন তখন আমার পূণ্যের পাল্লার ভারি হবে- এ ধরনের কথা বলা ভালো নয়। কারণ এত অহংকার প্রকাশ পায়। ধন্যবাদ...

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: ভাই অহংকার নয়। বিশ্বাস করুন।
এটা গর্ব।

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

সৈয়দ তাজুল বলেছেন: একবার বাস জার্নির সময় আমাকে একজন এসে বলল, তার সর্বস্ব খোয়া গেছে। এখন দেশের বাড়িতে যাওয়ার টাকা নেই। কিছু সাহায্য চাই। আমি তাকে কিছু দিলাম। কিন্তু কিছুক্ষণ পর জানতে পারলাম সে একজন প্রতারক।

আসল নিস্ব মানুষগুলো এইসব প্রতারকের কারণে মানুষের সুদৃষ্টি থেকে দূরে চলে যায়। আমাদের উচিৎ, খোঁজখবর নিয়ে এদের পাশে দাঁড়ানো। চাইলে আমরা আমাদের অবস্থান থেকে এদের পাশে দাঁড়াতে পারি।
আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

ধন্যবাদ উপকারী পুস্টের জন্য।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: তাজুল ভাই, ভালোবাসা নিরন্তর।

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:০৮

সৈয়দ তাজুল বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই,

এই মুহূর্তে কিছু নিরেট ভালবাসার খুব প্রয়োজন ছিল।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: সৈয়দ তাজুল বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই,
এই মুহূর্তে কিছু নিরেট ভালবাসার খুব প্রয়োজন ছিল।

আপনার জীবন ভালোবাসাময় হোক। এবং আপনিও কারো জীবন ভালোবাসাময় করে তুলুন।

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: মাঝে মধ্যে ঘুমাতে যাওয়ার আগে ভাবি, আমি আজ কি শিখলাম। আর শেষ ভালো কাজটা কি ছিল।


এটাই আমার তারাতারি ঘুমিয়ে পড়ার রহস্য। B-)

দুটি কথা-
১)আমি আপনার মাধ্যমে প্রভাবিত হচ্ছি(তবে সব বিষয়ে না :) )
২)এ ছবিটি কোথায় তোলা?

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: দুনিয়াতে ভালো মন্দ দুটাই আছে। একজন মন্দ মানুষের মধ্যেও কিছু কিছু ভালো আছে। আপনি চেষ্টা করবেন- সবার কাছ থেকে তার ভালোটুকু গ্রহন করতে। ভালোটুকু গ্রহন করতে করতে এক সময় আপনি একজন অসাধারন মানূষে পরিনত হবেই।

১। আমার মধ্যে যদি কিছু ভালো থাকে তা অবশ্যই গ্রহন করবেন। আর খারাপ টূকু ঝাঁটা মেরে বিদায় করবেন।
২। ছবিটা প্রায় দশ বছর আগের তোলা। সিলেট।

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার ভালো কাজ আমাদের কে প্রেরণা যোগাবে।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: তাহলেই আমি অত্যাধিক খুশি হবো।

৯| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:০৩

নীল মনি বলেছেন: অনেক অনেক ভালো লাগল। আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ আপনাকে ভালো কাজ করার তৌফিক বাড়িয়ে দিন সেই সাথে ভালো কাজগুলো কবুল করুন আর ভুলগুলো ক্ষমা করে দিন।আমীন

:)

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: একদম আপন বড় বোনের মতো করে কথাটুকু বললেন।
সত্যি কথা বলতে কি চোখের কোনায় পানিই এসে গেল।

১০| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

সুদীপ কুমার বলেছেন: মহৎ কাজ।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: আমি আর মহৎ কাজ করতে চাই।

১১| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: আমি আমার সাধ্যমত চেসটা করি কিশোরি বয়স থেকেই ।


লেখাটা সুন্দর হয়েছে । অনেক ধন্যবাদ ।

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন। ভালো থাকুন।

১২| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:১৭

আকতার আর হোসাইন বলেছেন: আপনার পুন্যের পাল্লা ভারী হবে। এই কথাটির জন্য এস্তেগফার করা প্রয়োজন...

ভালো লাগলো ভাই, আপনার ভাল কাজগুলোর কথা শুনে। আপনার এই লেখা সামু ব্লগারদের অনুপ্রেরণা যোগাবে ভাল কাজ করার জন্য..

০২ রা এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আকতার ভাই।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৯

বর্ষন হোমস বলেছেন:
লেখাটা পড়ে ভাল লাগছে।এটা অনেক আনন্দের বিষয় যে আপনি অন্যকে সাহায্য করেন।আপনার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের ব্লগারদের মাঝেও এমন স্বভাব তৈরি করা উচিৎ।
কিন্তু একটা বিষয়ে আমি বিচার মানি তালগাছ আমার এর সাথে সহমত।নিজের অজান্তে আমরা অনেক ভুল করে ফেলি।কেউ বলতে পারে না আমার পাপের চেয়ে পূর্ণ বেশি।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলেছেন। মাঝে মাঝে আবেগে ভুলভাল বলে ফেলি।
এটাই আমার সবচেয়ে বড় দোষ।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

বিদেশে কামলা খাটি বলেছেন: সবাই যদি আপনার মতো করে ভাবত তাহলে তো দেশ আরো কত এগিয়ে যেত।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: নিজের স্বার্থে দেশের স্বার্থে ভাবতে হবে।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

বিদেশে কামলা খাটি বলেছেন:
অনেক খারাপ মানুষও জীবনে দুই একটা ভালো কাজ করতে পারে। তবে খারাপ মানুষ ভালো কাজ করলে সেটার মূল্যায়ন কম হবে। তাই আগে খারাপ কাজ করা বাদ দিতে হবে। তারপর কেবল ভাল কাজ আর ভাল কাজ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: একদম সঠিক কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.