নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এষাকে ফুল দিয়ে শুভেচ্ছা

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৩



১। বেগিম সুফিয়া কামাল হলে এত মেয়ে থকতে এষা'র উপর সবার এত ক্ষোভ ছিল কেন?? সাধু কেউ না ভাই।

২। নগ্ন উল্লাসের ধ্বনি দিয়ে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়ে যারা এশাকে জুতার মালা পরিয়েছে তাদের বিচার না হলে এদেশের আর কোন এশা জয় বাংলা বলার সাহস পাবেনা।

৩। ষড়যন্ত্রের শিকার হওয়া কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করে তাকে অসহ্য মানসিক যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে।

৪। চরম ভাবে ব্যর্থ হয়েছে সোহাগ, জাকির। ছাত্রলীগের ইতিহাসে এমন ব্যর্থ নেতৃত্ব আর কখনো দেখিনি। মিথ্যা গুজব ছড়িয়ে এশাকে কুকুরের মত মেরে গলায় জুতোর মালা পরিয়ে দিচ্ছে তখন এই দুই কাপুরুষ তাকে বহিস্কারে ব্যস্ত।

৫। মাননীয়,
মন্ত্রী ম‌হোদয়,
‌সোহাগ ও জা‌কির প্যা‌নেল কে তাড়াতাড়ি অবা‌ঞ্চিত ঘোষনা ক‌রে। ত্যাগী ও যোগ্য এবং সৎ সাহসী সম্পূর্ণ ক‌মি‌টি উপহার দিন । এরা আমা‌দের বোন এশার নিরাপত্তা দি‌তে পা‌রে না । এরা যু‌ক্তি দি‌চ্ছে ব‌হিস্কার না কর‌লে না‌কি, এশা‌কে মে‌রে ফেলত । তাই ব‌হিস্কার ক‌রে দি‌য়ে হা‌য়েনার খাচায় ঢু‌কি‌য়ে দি‌য়ে‌ছে । মে‌য়েটা ভুল, শুদ্ধ যাই করুক দ‌লের জন্য কর‌ছে ।

৬। ইশা নামক লেডি টা এত বেশি মাস্তান ছিল যে তার জন্য জুতার মালা ছাড়া আর কোনো ভালো পুরুষ্কার পাওয়া গেলনা!

৭। গত দশ বছরে ওরা এত অত্যাচার করেছে - তার একশ ভাগের এক ভাগ ফিরিয়ে দিলেও বাকশালীরা ভেসে যাবে ৷

৮। এই ক্ষোভ কখনই একদিনের আচরনের জন্য নয় এটাও বুঝতে হবে।

৯। কর্মের ফল তো ভোগ করতেই হবে। এবার সে নেত্রী হোক বা অন্য কেউ। বরং শাস্তি টা ওর জন্য কম হয়ে গেছে।

(ফেসবুক থেকে কপি পেষ্ট)

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:


এটা ঠিক যে, সে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছিলো না, অন্য কিছু করছিলো; ইউভার্সিটি হলো ছাত্রদের জন্য।

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: তার গলায় মেয়েরা জুতার মালা পরিয়ে দিয়েছে ঠিক কিন্তু বস্ত্রহরণের ঘটনা পুরোপুরি প্রোপাগান্ডা।

২| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এশার পরিণতি সব ছাত্র নেতাদের মাথায় রাখা উচিত...

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: একটা মূল্যবান কথা বলেছেন।

৩| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

বিএম বরকতউল্লাহ বলেছেন: কী কইতাম।ভাষা পাইতাছি না।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: সুস্থ ও অধিকার আদায়ের ছাত্র রাজনীতি করুন, তাহলে গলায় জুতার মালা পরতে হবে না।

৪| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯

চুলবুল পান্ডে বলেছেন: খাপছাড়া

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই খাপছাড়া। তাই আপনার বুদ্ধি দিয়ে বুঝে নিন।

৫| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ফেসবুক-মেসবুক থেকে কপি-পেষ্ট কবে থেকে শুরু করলেন??


১/ গত দশ বছরে ওরা এত অত্যাচার করেছে - তার একশ ভাগের এক ভাগ ফিরিয়ে দিলেও বাকশালীরা ভেসে যাবে??

** ১৯৭৫ এর বাকশাল বোঝেন??

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: জুতায় মালা পড়ানোর কালচারটা সেইসব পরিবারের শিক্ষা। এটা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মানায় না।

৬| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃখজনক ঘটনা।
ভাই, বিরক্ত করলাম, একটা গল্প লিখছি, আপনাদের মন্তব্য লাগবে
link

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৭| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫

সাহসী সন্তান বলেছেন: ইহা একটি ধরি মাছ না ছুঁই টাইপের পোস্ট! অনেকটা সাপের গালেও চুমু খাওয়া, আবার ব্যাঙের গালেও চুমু খাওয়া! তবে পোস্টটা যেহেতু কপি/পেস্ট সেহেতু কিছু বলার নাই...

তবে এশা'র ব্যাপারে আপনার ব্যক্তিগত কম্পিলিমেন্ট কি?

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ইচ্ছা হইলে জুতার মালা দিবেন, ইচ্ছা হইলে ফুলের...জ্বি, আপনারাই পারেন। পারতে থাকেন।

৮| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

রসায়ন বলেছেন: ওই হলে আমার ডিপার্টমেন্টের যত জুনিয়র মেয়েরা আছে তারা বললো এই এশা নাকি জুনিয়র মেয়েদের দিয়ে ইচ্ছেমতো খাবার রান্না করাত , খাবার দাবার ডাইনিং থেকে আনা নেওয়া করাত , কাপড় ধোয়াত , আর ব্যবহার নাকি খুব খারাপ ছিলো।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: ফুলের মালা দেওয়ার মত কি করল বুজলাম না
বিঃদ্রঃ আমি একটু কমই বুজি।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:২৯

কলাবাগান১ বলেছেন: ব্লগে উসকানি দিয়ে কাটা পা আর রক্ত দিয়ে ছবি দেওয়া হয়েছিল..উনাকে কি বলবেন??? দেশপ্রেমিক নাকি সুযোগ সন্ধানী

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: মিথ্যা গুজবে বিশ্বাস করে লাফানো ঠিকনা।

ছাত্রলীগে পদ ফিরে পেলো ইশা। এবার এই মহীয়সীকে 'সিস্টার অব এডুকেশন' ঘোষণা করে একটা জাতীয় সংবর্ধনার আয়োজন করা যেতে পারে।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৪২

কাওসার চৌধুরী বলেছেন:
মায়া লাগছে মোর। এশা নামটি আমার অনেক আবেগের। হারিয়ে যাওয়া -----সোনা পাখি---
-----টিয়া পাখি----------

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ছাত্ররাজনীতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আজীবন সম্মাননা পুরষ্কার দেয়া যেতে পারে ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাস্তানীর শাস্তি হওয়া দরকার। সেটা এশা হোক আর ফেশা হোক। মাস্তানীর কোন মাফ নাই।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: এশাকে জুতার মালা পড়ানোর ভিডিওটা দেখলাম, কী ভয়াবহ। একজীবনে মনে হয় মেয়েটা এই ট্রমা থেকে বের হতে পারবেনা। মেয়েরা কী এখনও বুঝতে পারছেনা এই ভ্রষ্ট রাজনীতি, পেশী শক্তি প্রদশর্নের এই যে নোংরা প্রতিযোগিতা, এটা থেকে তাদের বের হয়ে আসতে হবে? তারা কীসের প্র্যাকটিস করছে, একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের সন্মানে এভাবে আঘাত করলে প্রতিঘাত কিন্তু বুমেরাং হয়ে তাদের গায়েই পড়বে।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২২

তার ছিড়া আমি বলেছেন: প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আমি চাই কর্ম ফল মৃত্যুর পরে না, আগেই ভোগ করুক।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেমন কুকুর তেমন মুগুর হয় নাই। তবু যতটুকুই হয়েছে, এ থেকে সবারই শিক্ষা নেয়া উচিত। দলে থাকলেই যে চিরস্থায়ী আসন পাওয়া গেছে, এটা মনে করার কারণ নেই। আর দলে থাকলেই যে অত্যাচারী হয়ে ওঠা যাবে না, তা মনে রাখা বাঞ্ছনীয়। অত্যাচারীর পতন অনিবার্য।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ক্ষোভের বহি:প্রকাশ, আর কিছু নয়, এর থেকেই জাতির লেবাস ধারিরা অনেক কিছু শিখতে পারে।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
নারায়গন্জের শামীম ওসমানের ভাতিজা মাধাবী ছাত্র তকীকে কেটে ১৪ টুকরা করে শীতলক্ষ্যা নদীতে ভাসার পরেও যদি শামীম ওসমান এমপি হতে পারে; লক্ষ্মীপুরের তাহের ছেলে নিজের বাসার বাথরুমে বটি দিয়ে কেটে মানুষকে টুকরা-টুকরা করে কাটার পরেও যদি তার বাপে মেয়র হতে পারে, ফেনীর নিজাম হাজারি দিনে-দুপুরে মাইক্রো-বাসের মধ্যে পেট্রল ঢেলে উপজেলা চেয়ারম্যানকে বার্বিকিউ করার পরেও যদি এমপি হতে পারে, কক্সবাজারের ইয়াবা বদি দেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনীর লিস্টে দেশের ১ নম্বর ইয়াবা চোরাচালানি হিসাবে থাকলেও যদি এমপি হতে পরে তবে ১ টা মাত্র মেয়ের ১ টা মাত্র পায়ের রগ কাটার পরে তার সভাপতি পদ চলে যাওয়া টা কোন ভাবেই মানিয়া নেওয়া যায় না। রগ কাটার পুরষ্কার স্বরূপ এশার হাতে একে-৪৭ তুলে দিয়ে আবারও হলে পাঠানো জোড় দাবি জানাচ্ছি।

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে ছাত্রলীগ। তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এবার এশা বোনটিকে ‘সিস্টার অফ হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত করার জোর দাবি জানাচ্ছি। শুধু তাই নয়, বোনটিকে অতি দ্রুত সুফিয়া কামাল স্বর্ণপদক প্রদান করা হোক...

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৭

কলাবাগান১ বলেছেন: "Revenge is a dish best served cold"

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: Revenge is a dish best served cold

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

কুয়েত মৈত্রী হলের সভানেত্রী শায়লাকে দিনে-দুপুরে শত-শত মানুষের সামনে অন্য মেয়ের বস্ত্র হরণের পুরষ্কার স্বরূপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর সাথে দেখা করার ডেলিগেশনের সদস্য হতে পারে তবে সুফিয়া কামাল হলের সভানেত্রী এশা ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার ডেলিগেশনের সদস্য হইতে পারবে না কেন?

১৩ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন:

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫

হাফিজ বিন শামসী বলেছেন:

এশার জুতার মালা পরানোর ভিডিও দেখেছি। ওটা যে একদিনের ক্ষোভ নয় তা সহজেই অনুমেয়।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২২

রাজীব নুর বলেছেন: তা অবশ্যই।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০২

তারেক ফাহিম বলেছেন: ভিডিওটা দেখে বুঝা যাচ্ছে ছাত্রীরা বেশ ক্ষোভেই ছিল।

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ''ক্ষোভের কারনও আছে''।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

কলাবাগান১ বলেছেন: জানালায় লাথি দিয়ে পা কাটাকে, রগকাটা বলে চালিয়ে দেওয়া হলো! এখন ও নির্লজ্জ ভাবে সিন্ডিকেট করে ছবি ছাপিয়ে রগ কাটা বলেই চালিয়ে দেওয়া হচ্ছে..সামুতে এই মিথ্যাকে সত্য বলে চালানোর লোকজনের সেলিব্রেটি স্ট্যাটাস ই বলে কেন এরা মিথ্যাকে সত্য বলে চালাচ্ছে...তারা পোড়া আলু খেতে পারল না

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে এত মিডিয়া, তবু সঠিক খবর পেতে আমাদের সময় লাগে। আজিব।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৬

ঢাবিয়ান বলেছেন: এশার সেই রাতের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে যেখানে সে বলেছে ''আন্দোলনে গেলে হল থেকে বের করে দেব।পুলিশ দিয়ে রেপ করিয়ে দেব""

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আচ্ছা যেই মেয়েটার পায়ের রগ কাটল সেই মেয়েটা এখন কোথায়? কোথাও এটা নিয়ে তেমন কোন আলোচনা দেখছি না। পায়ের রগ কাটা মানে জানেন তো? না জানা থাকলে Tendo achilles injury লিখে গুগলে সার্চ দিতে পারেন। এটা কাটলে মেয়েটার এখন হাসপাতালে ভর্তি থাকার কথা। কিন্তু যতদূর মনে পড়ে ঘটনার পর সেই হালকা ব্যান্ডেজসমেত মেয়েটাকে তার আত্মীয়ের বাসায় পাঠানো হয়েছে। হালকা ব্যান্ডেজ দিয়ে কবেত্থে এটা রিপেয়ার করা শুরু হইছে আমার জানা নাই। জেনারেল সার্জারির রিসেন্ট আপডেট হইছে নাকি এই বিষয়ে? কেউ জানেন?

২১| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

নূর-ই-হাফসা বলেছেন: এমনই দেশ এই বদ মেয়েটা ঠিক বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে । আরোও অনেক হিংস্র হয়েই ফিরবে । যারা জুতার মালা পড়িয়েছে তাদের উপর প্রতিশোধ নিবে।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: তাকে হলের নেত্রী কে বলে সে তো রোম সম্রাজ্ঞী কিলোওপেট্রা !

২২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৯

সোহানী বলেছেন: লেখক বলেছেন: ছাত্রলীগে পদ ফিরে পেলো ইশা। এবার এই মহীয়সীকে 'সিস্টার অব এডুকেশন' ঘোষণা করে একটা জাতীয় সংবর্ধনার আয়োজন করা যেতে পারে। B:-/

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: নারীবাদী চেতনা কী তবে লালসালুর মজিদের চরিত্র !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.