নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের দিনটি যেমন গেলো

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৩



ভয়াবহ ব্যস্ততার মাঝে দিনটি পার করলাম। সারাদিনে একবারও ব্লগে আসার সময় পাইনি। এখনও বাসা ভরতি মেহমান। এতটাই ব্যস্ত ছিলাম যে বৈশাখ উপলক্ষে কেনা পাঞ্জাবী আর শার্ট পরার সময় পাইনি। সুরভিও খুব বেশি ব্যস্ত ছিল। সে তার বৈশাখ উপলক্ষ্যে কেনা শাড়ি পরতে পারেনি। সুরভি তার শাড়ির সাথে মেচিং করে আমার জন্য শার্ট ও পাঞ্জাবী কিনেছে। খুব ভোরে ঘুম থেকে উঠেছি আজ। সুরভি আর আমার ভাবী গতকাল রাত থেকেই রান্না নিয়ে ভীষন ব্যস্ত। এমন কিছু নাই যে রান্না করেনি। ভাত, পোলাউ, রোস্ট, শুটকী মাছ, আলু ভর্তা, বেগুন ভর্তা, গরুর মাংস, ইলিশ মাছ ভাজা, সবজি। পায়েস, পুডিং, পিঠা তিন রকমের, নুডুলস, বেলের সরবত, পিজা। আরও বেশ কিছু আইটেম।

এদিকে গত কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নেই। প্রচন্ড মাথা ব্যাথা আর জ্বর। সকালে দুইটা নাপা, রাতে দুইটা নাপা খেয়ে টিকে আছি। জ্বর নিয়েই বেশ কয়েকবার বাজারে গিয়েছি। নানান রকম ফল কিনেছি। বড় তরমুজ কিনেছি তিনটা। যেমন মিষ্টি, তেমন লাল! দই, মিষ্টি, ছানা, চমচম, লাড্ডু, গুজিপেয়ারা- হাতের কাছে যা যা পেয়েছি সবই কিনেছি। সুরভি'র বাবা, বড় ভাই, ছোট ভাই এবং বড় ভাইয়ের নতুন বউ তারা সবাই এসেছেন। আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন এসেছে। বড় ভাইয়ের বন্ধুরা এসেছে। বাড়ি ভরতি মানুষ। এর মধ্যে একগাদা বাচ্চা কাচ্চা দৌড়ঝাপ শুরু করেছে। ঘরের মধ্যেই ফুটবল খেলছে, সাইকেল চালাচ্ছে। কোনো বাচ্চা চিৎকার করে কাঁদছে। ভয়াবহ অবস্থা।

এদিকে পরী বায়না ধরেছে সে হাতে মেহেদি দিবে। দিবেই। আমি তাকে নিয়ে গেলাম দোকানে- টিউব মেহেদি কিনে দিলাম। তারপর সে বায়না ধরলো 'কিন্ডার জয়' (বাচ্চাদের একরকম চকলেট) কিনে দিতে হবে। আবার তাকে নিয়ে দোকানে গেলাম। ছয় তলা, দুই তলা করতে করতে আমার পা ব্যাথা করতে শুরু করেছে। ছোট ভাইয়ের ছেলে আরিশ অসুস্থ। গতকাল বাসায় ফিরেছে হাসপাতাল থেকে পনের দিন পরে। সে সারাক্ষন ঘ্যান ঘ্যান করে কেঁদেই চলেছে। আমি কাউকে আপেল কেটে দিচ্ছি, কাউকে আঙ্গুর ধুয়ে দিচ্ছি আবার কাউকে মালটা বা তরমুজ কেটে দিচ্ছি। সব কিছু মিলিয়ে আমার ভালো লাগছে না। ইচ্ছা করছিল ঘর অন্ধকার করে শুয়ে থাকি।

নিজের মাথা ব্যথা গোপন রেখেই সবার সাথে কথা বলছি হাসি মুখে। দুপুরে খাইনি। খাবার পরিবেশন করে-করে খাবারের গন্ধে মাথা ঘুরছে। বিশেষ করে ইলিশ মাছের গন্ধ, পোলাউ এর গন্ধ, আর শুটকী মাছের গন্ধে আমার দম যেন বন্ধ হয়ে আসছিল। আজ আমি কোনো ছবিই তুলিনি। গতকাল রাতেই ক্যামেরা ফুল চার্জ দিয়ে রেখেছিলাম। তবুও কেউ কেউ হয়তো তুলে থাকবে। ইচ্ছা থাকা সর্তেও ছবি ব্লগে দিতে পারছি না। ছবি দিলেই কেউ কেউ বলবেন, 'ব্লগটাকে কি নিজের বেড রুম মনে করেন?' তাই ছবি দেওয়া থেকে বিরত থাকলাম। যাই হোক, হাসি আড্ডা আর খাওয়া-দাওয়া নিয়ে বৈশাখের প্রথম দিনটি শেষ হয়ে গেল। আপনাদের কেমন কাটলো বৈশাখ? কে কি লিখেছেন ব্লগে এখন পড়তে শুরু করবো।

মন্তব্য ৫৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


নববর্ষের শুভেচ্ছা। সুস্হ হয়ে উঠুন।
আপনি খুবই ব্যস্ত ছিলেন, এটাও আনন্দের অংশ

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

তারেক ফাহিম বলেছেন: ব্যস্ততার মাঝে ভাবির পছন্দের পাঞ্জাবি এমনিক খাওয়াও খেতে পারলেন না।

বৈশাখের পরের দিনগুলো সুন্দর কাটুক।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ভালবাসা ও আনন্দে ভরে উঠুক প্রতিটি প্রাণ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: সারাদিন বাসায় ছিলাম, বৃষ্টি নামলো, হাতিরঝিল গিয়ে ভিজলাম।
আপনার নতুন বছর ভালো কাটুক....আপনার পরিবারের জন্য দোয়া রইল।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আনন্দঘন মুহূর্তের একটা ছবি দিলে পারতেন।
তাছাড়া ব্লগটা কারো বাবার সম্পত্তি না

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: অলিখিত কিছু নিয়ম ব্লগে আছে। যেমন স্ত্রী পুত্র কন্যা এদের ছবি দেওয়া যাবে না। আমি এই ধরনের ছবি দিয়ে অনেক নাকানি চুবানি খেয়েছি।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

নীল মনি বলেছেন: ওরে বাবা রে ভীষণ ভালো আয়োজন।ঢাকায় থাকলে হামলা করা যেত। রোজনামচা পড়ে ভালো লাগল।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: আয়োজন আরও বেশি ছিল সব লিখতে পারিনি।
অবশ্যই আমার বাসায় সময় সুযোগ পেলে আসবেন।
কেউ বাসায় এলে সুরভি খুব খুশি হয়।

৬| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫২

কাওসার চৌধুরী বলেছেন:


পানতা নিয়ে থাকলে বসে
ইলিশ মাছের আশায়,
একটা ইলিশ পথ ভুলে কী
ঢুঁকবে আমার বাসায়?
কেষ্ট বলে, শুনছো কথা!
বলে কী মোর দুলায়,
এই বাজারে ইলিশ নিয়া
কেমনে মাথা ঘামায়?
থালায় নিয়ে রাখছি পুঁটি
উদযাপনের আশায়,
লও সবে বৈশাখী মোর
রাঙা নিমন্ত্রণের খাতায়,
খেজুর পাতার আসন পেতে
বসবো সবাই দাওয়ায়,
করবো ভাগ মহা আনন্দে
পুঁটি-পান্তার থালায়।।

................শুভ নববর্ষ।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক আপনার পহেলা বৈশাখ ভালোই কাটল। আজাইরা পান্তা, ইলিশ আর শোভাযাত্রায় না যেয়ে।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: এত ভীড় হয়। বেশি ভিড় আমার ভালো লাগে না। দম বন্ধ হয়ে আসে।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি ছবি তুলেন। ফ্লাস লাইটের আলোতে তোলেন। অন্ধকারের মাঝে ফ্ল্যাশলাইটের আলোতে ছবি ঝকঝক উঠে।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: ইদানিং মোবাইলে বেশি ছবি তুলি।
এই দেখুন গতকাল আমার মেয়ের ছবি তুলেছি।
সে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে-


৯| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মাশাল্লা। দোয়া রইল, বড় হয়ে যেন মানুষের সেবা করতে পারে।

১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: আমিও তাই চাই।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনি খাবার পরিবেশন করে পেট ভরেছেন আর আপনির ব্লগে খাবার মেন্যু পড়েই উদর পুর্তি করলাম।
আলহামদুলিল্লাহ মেয়ে যেন অনেক বড় হয়।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
সারাদিন ঘুরে আমার অবস্থা ত্যানাত্যানা। পকেটটা ফাঁকা, মেজাজটা গরম।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: পকেট ফাঁকা তাতে কি? হিমুর তো পকেট'ই নেই।

১২| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল আপনার দিনপুঞ্জি পড়ে। ভাল থাকুন পুরো পরিবার নিয়ে।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভীড়বাট্টা আমারও একদম অপছন্দ। তাই শুধুমাত্র একবার বেরিয়েছিলাম। তাড়াতাড়ি ফিরে এসে বাসায় শুয়েবসেই সারাদিন কাটিয়ে দিয়েছি।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ্গুড।

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৪

Ashfi Tuhin বলেছেন: "হ বেডরুম ই, তাতে তোর কি"দূরে গিয়া মর!

বলতে পারেন না?

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: এইভাবেই কি আর বলা যায়?

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: শুভেচ্ছা। ব্যাস্ততায়ই আনন্দ। তা আবার পহেলা বৈশাখ হলে তো কথাই নেই। আনন্দটা বহুগুণে বেড়ে যায়। এত্তোকিছু করেছেন!আমি তো অবাক!!!
আজ আমাদের দাম্পত্য জীবনের একযুগ পূর্ণ হলো। অল্পকিছু রান্নাই হয়েছে ঘরে।বাইরে যাওয়া হয়নি। ভাবছি দাম্পত্য অভিজ্ঞতার টুকিটাকি নিয়ে কাল কিছু লিখবো।
ভাল থাকবেন রাজীব নূর ভাই, মাথা যখন আছে কিছুটা ব্যাথা থাকতেই পারে, তবু তা সেরে উঠুক। সুন্দর সুস্থ জীবন নিয়ে ভাল কাটুক আগামী দিনগুলো।

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ১২ বছর পার করলেন !!!! বিশাল ব্যাপার।

লিখুন। মন দিয়ে পড়ার অপেক্ষায় থাকলাম।

১৬| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৮

এম এল গনি বলেছেন: সুন্দর লিখেছেন। দ্রুত আরোগ্য লাভ করুন। সে সাথে নতুন বছরের শুভেচ্ছা।
https://arts.bdnews24.com/?page_id=17171

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালোবাসা নিরন্তর।

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভাই এইদিন সবারই কম বেশি ব্যস্ততা যায়।

বাসায় আমি একলা। তো বুঝেই অবস্থা, কাজ করতে করতে জান শেষ।

বিকেলে ঘুরতে বেড়িয়েছি।

বৈশাখ আমার একলা কাটলোরে।

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: একলা কেন?
বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কই?

১৯| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: বৈশাখ নিয়ে একটা গল্প লিখেছি, একটু যদি ঢু মারতেন-
Click

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: ওবশ্যই। অবশ্যই। এটা আমার দায়িত্ব।
আপনার লেখা কি এখনও প্রথম পাতায় আসে না? আমি তো নিয়মিত প্রথম পাতায় ঢু মারি।

২০| ১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: না ভাই। পোষ্ট পর্যবেক্ষন হয় না।

১৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: হুম।

২১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: খাবারের ছবি দিলে বোধহয় কেউ বিরক্ত হতো না!

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: তাহলে মন্তব্যের ঘরেই একটি ছবি দেই।

২২| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫১

কাছের-মানুষ বলেছেন: আপনাকে নববর্ষের শুভেচ্ছা রইল।
পোস্টাতে নববর্ষের এবং খানাদানার ছবি দিলে এর উপর সুবিচার করা হত।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন:

সুরভির মোবাইলে ছবিটা খুজে পেলাম। আরও ছবি আছে খাবারের।

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০০

ভুয়া মফিজ বলেছেন: বাসা ভর্তি মানুষের চেয়ে অসহ্য ব্যাপার এই দুনিয়াতে খুব কমই আছে! আমার হাউ-কাউ একদমই ভালো লাগে না।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: মনের কথাটা বলেছেন।

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার বৈশাখের প্রথম দিনের বর্ণনীয় কথাগুলো। ছবিগুলো তুলে দিলে ভালোই হতো। যা হোক, সুন্দর লিখেছেন।

আমার পহেলা বৈশাখ রাস্তায় কেটেছে, কর্মস্থল থেকে বাড়ি এসেছি একদিনের সুযোগে। বিকাল টাইম বাসায়। তেমন কোন উল্লেখযোগ্য কোনকিছু ঘটেনি, সারাবছর যেমন কাটে তেমনি সাদামাঠা।

সারাবছর আপনার এমন আনন্দময় কাটুক,
শুভকামনা জানবেন সবসময়।
শুভ নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: বাড়ি যখন গিয়েছেন ২/১ দিনের ছুটি নিয়ে নিতেন। পরিবারকে সময় দেওয়া খুব দরকার।

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৪

সনেট কবি বলেছেন: আপনার উপভোগের বিষয় বেশ উপভোগ্য ভাবে উপস্থাপন করতে পেরেছেন। মন্তব্য প্রতি মন্তব্যে বেশ ভালো লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আশা করি আপনি এখন পুরোপুরি সুস্থ?

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৮ রাত ২:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ছোটি পেলাম না ভাই, তাই একদিনের সুযোগ কাজে লাগিয়ে দিলাম।
হ্যা ভাই সবারই পরিবারের সাথে সময় দেয়া উচিৎ।

ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শের জন্য

১৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ভিন্ন রকম একটা নববর্ষ পালন করলেন মনে হচ্ছে।

১৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: জ্বর না থাকলে আরও ভালো ভাবে পালন করতে পারতাম।

২৮| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো আগামী বছর যেনো সম্পূর্ণ সুস্থ থাকেন পরিবারের সকলে সহ।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.