নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

৪৭ বছর পর কেন বাংলাদেশ এখনও দরিদ্র?

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৯



'হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান'‌। বিদ্রোহী কবি কাজী নজরুন ইসলাম ভুল কথা বলেছেন। দারিদ্র কাউকে মহান বানাতে পারে না। দারিদ্র বানায় চোর, ছিনতাইকারী, ডাকাত। কবি জীবনানন্দ দাশ যতদিন বেঁচে ছিলেন, অর্থকষ্ট ছিল তার নিত্যসঙ্গী। জমিদারের ছেলে হওয়া সর্তেও রবীন্দ্রনাথকে অনেকবার অর্থ কষ্টে পড়তে হয়েছে। একসময় অর্থ কষ্টে পড়লে মানুষ কবি সাহিত্যিক হতো। আর এখন মানুষ অর্থ কষ্টে পড়লে, নিজের লজ্জা শরম বিসর্জন দিতে হয়। মেয়েরা টাকার অভাবে অন্যের সামনে নিজের জামা খুলে। আর ছেলেরা দ্বারে দ্বারে পরিচিত অপরিচিত সবার কাছে হাত পাতে। কারো কাছে হাত পাতা যে কি কষ্টের, কি লজ্জার- যে কোনোদিন কারো কাছে হাত পাতেনি সে বুঝবে না। শখ করে কেউ তো আর পকেটমারে না, চুরী করে না, ডাকাতি করে না, দালালি করে না। বেঁচে থাকার জন্য মানুষ সীমাহীন কষ্ট করে যাচ্ছে। এই রাষ্ট্র চাকরি দিতে পারে না, তাই সে অন্যপথ বেছে নেয়।

দেশ উন্নয়নের মহাসড়কে কিন্তু আমাদের দেশে এখনও প্রায় চার কোটি মানূষ ভয়াবহ গরীব। তারা তিনবেলা ঠিকভাবে খেতে পায় না। তাদের কাজ নেই। শিক্ষা নেই, বাসস্থান নেই, চিকিৎসা নেই। আমি জানি, আমাদের দেশটা খুব ছোট্র। মানুষ বেশি। ১৯৭১ সালে নয় মাসব্যাপী যুদ্ধে বাংলাদেশের মোট সম্পদের প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমাদের দেশে প্রতি বছর যে পরিমান টাকা দুর্নীতি হয়, তা যদি কোনোভাবে ঠেকানো যায় তাহলে দেশে দরিদ্র লোকের সংখ্যা কমে যাবে। একসময় যার চালচুলা ছিল না, আজ সে কোটি কোটি টাকার মালিক। পেরাডো গাড়িতে চলাচল করে। অন্তত সাত টা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েছে। দুদক তাদের কাজ সঠিকভাবে করছে না। বা অন্যভাবে বলা যায় দুদক তাদের কাজ সঠিকভাবে করতে পারছে না। যারা ভুল পথে কয়েক শ' হাজার কোটি টাকার মালিক হয়েছে, সরকার তাদের কাছ থেকে টাকা গুলো কেন নিয়ে নিচ্ছে না?

স্বাধীনতার ৪৭ বছর পরও বাংলাদেশ আজও কেন গরীব দেশ? আজও কেন মানুষ রাস্তায় ঘুমায়? না খেয়ে থাকে, চিকিৎসা পায় না, ছোট অনাথ বাচ্চারা ব্রীজের উপর কুকুরের পাশে ঘুমায়। প্রতিটা রাস্তার ফুটপাতে ভিক্ষুক। আজও কেন বাংলাদেশের বড় একটি অংশ প্রতি বছর বন্যার বিপদে আছে। সহজ সরল সত্য কথা হলো- কেউই দরিদ্রদের অসহায় অবস্থার উন্নতি করার চেষ্টা করছে না। যতই দেশে শপিং মল হোক, রাস্তা হোক, ব্রীজ হোক। দরিদ্র মানুষ কিন্তু দিনদিন বেড়েই চলেছে। দশ বছর আগেও দৌড়ে দৌড়ে বাসে উঠতে হতো, আজও তাই। দশ বছর আগেও ধর্ষণ হতো, আজও হয়। আগে মানুষ চিকিৎসার অভাবে মারা যেত, আজও যায়। আগেও মানূষ বেকার ছিল, আজও বেকার। তাহলে কিভাবে আমাদের দেশ উন্নয়নশীল দেশ হলো? অতি দরিদ্র জনগোষ্ঠির দিক থেকে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। স্বাধীনতার এত বছর পরেও কেন আমাদের দেশ অন্যান্য দেশের মতো দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারছে না? কিন্তু সরকার বদলের সাথে সাথে কিছু লোক কিভাবে কয়েক শ' কোটি টাকার মালিক হয়?

আমার বন্ধু শাহেদ প্রায়ই বলে, ''আমাদের প্রত্যেকেই হাতেই একটা করে মোবাইল আছে। অথচ দশ বছর আগেও কেউ এমনটা ভাবতে পেরেছিল? নিশ্চয় না,
কিন্তু ঠিকই সম্ভব হয়েছে। কারন দেশ আগাচ্ছে। পাঁচ বছর পর সবার কাছে একটা করে ল্যাপটপ থাকবে। আর দশ বা পনের বছর পর সবার কাছে একটা করে গাড়ি থাকবে। দেশটা থেমে নাই... উন্নতি হচ্ছে, হয়তো ধীর গতিতে... কিন্তু উন্নতি হয়েই যাচ্ছে। পৃথিবীর শক্তিধর দেশ বলে বহুল পরিচিত আমেরিকাতেও মানুষ ফুটপাতে থাকে। তাদের কোন কাজ নেই। তারা হোমলেস বলে পরিচিত।''
তবে আমার কেন মনে হয়, এই দেশে জন্ম নেওয়াটা আমার ঠিক হয়নি। কেন আমার উন্নত দেশে চলে যেতে ইচ্ছা করে? চারিদিকে এত এত বেকার দেখে, এত এত দরিদ্র মানুষ দেখি- তখন নিজেকে খুব অসুখী মনে হয়। সরকার কি বুঝে না, বেকারত্বকে জিইয়ে রেখে উন্নয়ন কখনও ত্বরান্বিত করা যায় না। দেশের ৯৯ ভাগ সম্পদের মালিকানা চলে গেছে এক ভাগ মানুষের কাছে। সেই এক ভাগ মানুষই এখন দেশটা চালাচ্ছে।

আমার ভাবতে ভালো লাগে, আমারদের দেশে কোনো গরীব লোক নেই। কেউ না খেয়ে থাকে না, কেউ চিকিৎসার অভাবে মারা যায় না, চোর নেই, ছিনতাইকারী নেই, দুর্নীতিবাজ নেই। আমাদের দেশের পরিশ্রমী লোকেরা মধ্যপ্রাচ্য গিয়ে কালমা খাটে না। দেশে কোনো বেকার নেই। ছাত্রলীগ নেই। সরকারি হাসপাতালে দালাল নেই, ফুটপাত দিয়ে কেউ বাইক চালায় না। দেশের মন্ত্রীরা চিকিৎসার জন্য বিদেশ যায় না। নদী ভাঙ্গে না। দেশে কেউ ইয়াবা খায় না, সবাই নিয়ম মেনে চলে- কোনো একসিডেন্ট হয় না। দেশের সব আমলারা সৎ হয়ে গেছে। সব দুষ্ট লোক গুলো ভালো হয়ে গেছে। দেশে কোনো জঙ্গী নেই, রাজনৈতিক অস্থিরতা নেই। দেশে কোনো গুম, খুন আর ধর্ষণ নাই।
আমি আমার দেশকে খুব ভালোবাসি। আমি জানি একদিন দেশ আমার মনের মতো হবে। আমি অপেক্ষা করি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার চিন্তা ভাবনাগুলো সব উদ্ভট। অমন সাধু সন্ন্যাসীর দেশ বাস্তবে পাওয়া যাবে না।।

"আমার কেন মনে হয়, এই দেশে জন্ম নেওয়াটা আমার ঠিক হয়নি। কেন আমার উন্নত দেশে চলে যেতে ইচ্ছা করে?"
----- আপনি বাইরেই চলে যান।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: বাইরে যাবো। বেড়াতে যাবো।
আমি আমার দেশ ছেড়ে কোথাও যাবো না।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

রকি বিশ্বাস বলেছেন: আমার খুব জান‌তে ই‌চ্ছে ক‌রে , দেশ প্রে‌মিক বাঙালী বীর মু‌ক্তি‌যোদ্ধা‌ , যা‌দের র‌ক্তে না‌কি হি‌মো‌গ্লো‌বি‌নের বদ‌লে শুধু দেশ‌প্রেম তারা কেন ইউ‌রোপ , আ‌মে‌রিকা , কানাডার নাগ‌রিকত্ব নি‌য়ে বসবাস ক‌রেন ?
মা‌ঝে মা‌ঝে দে‌শে আ‌সেন স্ব‌ধিনতা পুরস্কার বা সংবর্ধনা নি‌তে ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: এটা তাদের দোষ না। এই দেশ তাদের ধরে রাখতে পারেনি।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৪

শাহ আজিজ বলেছেন: সামান্য কিছু লোকের জন্য ব্যাঙ্কের ভল্ট খোলা থাকলে বাকি বাংলাদেশতো গরীব থাকবেই ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: সময় বদলাবে। দেশ বিশাল পরিবর্তন হবে- এই আমি বলে রাখলাম।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

তারেক ফাহিম বলেছেন: জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেশপ্রেমও কমে যাচ্ছে।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: অর্থনীতির ওস্তাদ এডাম স্মিথ বলেছেন, জনসংখ্যা কোনো সমস্যা নয়। জনসংখ্যা আশীর্বাদ। তাই দেশ প্রেম বাড়বে। দিন দিন বাড়বে। দেখেন না ক্রিকেট খেলার সময় পুরো দেশ পতাকা হাতে নিয়ে এক হয়ে যায়।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: অর্থনীতির ওস্তাদ এডাম স্মিথ বলেছেন, জনসংখ্যা কোনো সমস্যা নয়। জনসংখ্যা আশীর্বাদ। তাই দেশ প্রেম বাড়বে। দিন দিন বাড়বে। দেখেন না ক্রিকেট খেলার সময় পুরো দেশ পতাকা হাতে নিয়ে এক হয়ে যায়।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

রকি বিশ্বাস বলেছেন: আমার খুব জান‌তে ই‌চ্ছে ক‌রে , দেশ প্রে‌মিক বাঙালী বীর মু‌ক্তি‌যোদ্ধা‌ , যা‌দের র‌ক্তে না‌কি হি‌মো‌গ্লো‌বি‌নের বদ‌লে শুধু দেশ‌প্রেম তারা কেন ইউ‌রোপ , আ‌মে‌রিকা , কানাডার নাগ‌রিকত্ব নি‌য়ে বসবাস ক‌রেন ?
মা‌ঝে মা‌ঝে দে‌শে আ‌সেন স্ব‌ধিনতা পুরস্কার বা সংবর্ধনা নি‌তে ।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: সবাইকে এক পাল্লায় মাপা ঠিক নয় ভাই।
যারা ৭১ এর পরে দেশ ত্যাগ করেছে, কেউই হাসি মুখে দেশ ছাড়েনি। এক আকাশ দুঃখে নিয়ে দেশ ছেড়েছে।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

শামচুল হক বলেছেন: দারিদ্রতার কারণে মানুষের চরিত্র হারায়, কথা ঠিক।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষার দিকে জোর দেওয়া বেশি জরুরি মনে হয়।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: সরকারি পলিটেকনিকেলের অবস্থা ভালো না।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে, মানুষের মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করার জন্য পদক্ষেপ নেননি শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব; তারপর, জেনারেল জিয়া জাতিকে ভুল পথে নিয়ে গেছে।

শেখ হাসিনার উচিত ছিলো উনার বাবার ভুলগুলো শোধরায়ে, সাধরণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা; কিন্তু উনার ভাবনাশক্তি অতটুকু বিস্তৃত নয়।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: একদম খাঁটি মন্তব্য করেছেন।
বেজাল বিহীণ মন্তব্য।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

কাওসার চৌধুরী বলেছেন: আপনি নিশ্চয় স্বাধীনতার বিপক্ষ শক্তি!!
দেশ উন্নতির বণ্যায় ভাসছে।
এখন মধ্যম আয়ের দেশে, ২০৪১ সালে জিডিপি হবে ৯৫,০০০ ডলার।
সো উন্নয়নের সাথে থাকুন!!!

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: আমার চোখে সমস্যা আমি উন্নয়ন দেখতে পাই না।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:৫৭

নোয়াখাইল্ল্যা বলেছেন: অতিরিক্ত জনসংখ্যার চাপ রাষ্ট্র নিতে পারছে না। ৮০/৯০ দশকে এই ব্যপারে কেউ চিন্তা করে নাই। অসচ্ছল পরিবারগুলো পর্যন্ত পরিকল্পনাছাড়া সন্তান জন্ম দিয়েছেন। আর রাজনীতিবিদরা এখন এই শ্রেণিকে টার্গেট করে সুবিধা নিচ্ছেন।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: এই বিপুল জনসংখ্যা কাজে লাগাতে পারলে আর কোনো সমস্যা থাকবে না।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: দুর্নীতি কমলে, আর সুবিচার প্রতিষ্ঠিত হলে আশা করা যায় পরিস্থিতির উন্নতি হবে।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ এরকমই হবে।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪

ক্স বলেছেন: যতদিন এদেশে কিম জং উন বা গাদ্দাফির মত নেতা না আসবে, ততদিন দেশের কোন উন্নতি হবেনা।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: তারা তো দুষ্ট লোক। দুষ্ট লোক দিয়ে ভালো কাজ আশা করা যায়?

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

ক্স বলেছেন: বাংলাদেশের মত 'ভাল' লোক সাইজ করার জন্য তাদের মত দুষ্ট কিন্তু দেশপ্রেমিক মানুষের অতীব প্রয়োজন।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

Ashfi Tuhin বলেছেন: প্রতিদিন খবরের কাগজ দেখি, বিভিন্ন নেতিবাচক খবরে মর্মাহত হই।

আবার অপেক্ষা করি, নতুন করে আবার স্বপ্ন দেখি।।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: এই ভাবেই কেটে যায়, দিন রাত। দিনগত পাপ।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: এই ভাবেই কেটে যায়, দিন রাত। দিনগত পাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.