নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রশ্নঃ গল্পটি কার লেখা?

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১০



প্রায় চল্লিশ বৎসর আগে একজন ফরাসি লেখক একটা গল্প লিখিয়াছিলেন, তাহাতে এক অদ্ভুত জাহাজের কথা ছিল। সে জাহাজকে মাছের মতো জলের উপর বা নিচ দিয়া যেমন ইচ্ছা চালান যাইত।
সে সময়ে লোকের কাছে গল্পটা অসম্ভব গোছের শুনাইয়াছিল এবং অনেকে গল্প লেখকের 'আজগুবি কল্পনার' খুব প্রসংশা করিরাছিলেন। কিন্তু এখন আর এরূপ গল্পে লোকের আশ্চর্য হইবার কথা নয়,— কারণ, বাস্তবিকই ঐরকম জাহাজ এখন অনেকগুলি তৈয়ার হইয়াছে। শুধু ইংলন্ডেই এখন অন্তত পঁচাশিটা এইরূপ জাহাজ আছে।

জাহাজ যতক্ষণ জলের উপর থাকে ততক্ষণ তাহার পিঠে নানারকম মাস্তুল, দড়ি, কলকব্জা ইত্যাদি দেখা যায় কিন্তু জাহাজ ডুব মারিবার আগে এ সমস্ত গুটাইয়া লওয়া হয়। তখন কেবল দুটি চোঙা আর একটি টুপির মতো ঢাকনি জাহাজের উপরে থাকে। ঢাকনিটার গায়ে পুরু কাঁচের সারসি দেওয়া থাকে, তাহার ভিতর দিয়া জাহাজের কাপ্তান বাহিরের সমস্ত দেখিতে পান।
জাহাজটা যতক্ষণ আধ-ডোবা অবস্থায় থাকে ততক্ষণ এইভাবে দেখার কাজ চলিতে পারে, কিন্তু আর কয়েক হাত ডুবিলেই সে পথ বন্ধ। তখন ঐ চোঙা দুটিই চোখের কাজ করে—চোঙার আগায় আয়না ও কাচ শুদ্ধ একটি যন্ত্র বসান থাকে, যন্ত্রটা ঘুরিয়া ঘুরিয়া চারিদিকে তাকাইতে থাকে—আর জাহাজের কাপ্তান নিচে বসিয়া সেই আয়নার সাহায্যে বাহিরের সমস্ত অবস্থা দেখিতে পান।
দশ হাতের নিচে গেলে এই 'দিকবীক্ষণ' যন্ত্রও ডুবিয়া যায়, তখন কেবল আন্দাজে আর কম্পাস্‌ দেখিয়া জাহাজ চালাইতে হয়।



প্রশ্নঃ গল্পটি কার লেখা?

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৮

কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই পড়ে ভাল লেগেছে। কিন্তু প্রশ্নটা কী ফান করে করেছন, নাকি সত্যি সত্যি?

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: একটুও ফান না।
সিরিয়াস।

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

সৈয়দ তাজুল বলেছেন: আপনার সিরিয়াস প্রশ্নটির উত্তর দিতে পারলাম না কিন্তু গল্পটি ভাল লাগলো!

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: আমি একটু সহজ করে দিচ্ছি- এই গল্পের লেখক একজন শিশু সাহিত্যিক।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনি জুল বার্ণের কথা বলছেন? তা'হলে, উহা "প্রায় চল্লিশ বছর", না হয়ে "প্রায় ১৪০ বছর" হবে।

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: না জুল ভান না।

আপনি উত্তর টা দিতে পারবেন। একটু ভাবুন।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

সৈয়দ তাজুল বলেছেন: আপনি জেনেও প্রশ্ন করছেন?

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: হা হা হা

৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

নতুন নকিব বলেছেন:



গল্পটি কার লেখা?

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: সুকান্ত।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

ক্স বলেছেন: এটা কোন গল্প না - এটা একটা প্রবন্ধ। এই লেখকের একটা কবিতার দু'লাইনঃ
পরীক্ষায় গোল্লা পেয়ে হাবু ফেরেন বাড়ি,
চোখ দুটো তার ছানাবড়া মুখখানি তার হাড়ি।

রামগড়ুরের ছানা, হাসতে তাদের মানা
হাসির কথা শুনলে বলে হাসবো? নানানা

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: শাবাস।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:

"অবস্যই সুকুমার রায়!!!!!!""



,

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২২

শামচুল হক বলেছেন: প্রশ্নটি সঠিক, কিন্তু গল্পটি কার সেটাতো জানা নাই।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: সুকুমার রায়ের।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মনে হয় আমিও ছিলাম ঐ জাহাজে; একটু চিন্তা করে দেখুনতো। :D

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: সেই জাহাজে অবশ্যই আপনি ছিলেন। রান্নার কাজ করতেন।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: মনে তো হচ্ছে জুল ভার্ণ । :)

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: না। মোটেও না।

১১| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: আরে আপনি তো নাহ , বলেছেন । আমি মন্তব্যগুলো পড়িনি । এখন দেখলাম । তাহলে ..........

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: গুড।।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আচ্ছা বলেন তো, বাংলা সাহিত্যে প্রথম সাইন্স ফিকসন রচনা কার? ;)

ভাই একটা গল্প লিখেছি, আপনার মতামত একান্ত কাম্য শহুরে গাছ

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: বাংলা সাহিত্যে প্রথম সাইন্স ফিকশন কার?? আমি জানি কিন্তু এখন মনে করতে পারছি না।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অনেক ভাল লাগে লেখা গুলো।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: জগদানন্দ রায়ের ‘শুক্রভ্রমণ’ কি প্রথম সাইন্স ফিকসন।

২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:০০

রাজীব নুর বলেছেন: জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.