নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬



১। আমার মনে আছে গত বছর ব্লগার চাঁদগাজী একটা পোষ্টে মন্তব্য করেছিলেন- ''ব্যক্তিগতভাবে আমার কাছে ফেসবুকের চেয়ে ব্লগের আকর্ষণ বেশি। ব্লগে সৃষ্টিশীল কাজের সুযোগ আছে, যা ফেসবুকে সম্ভব নয়। ফেসবুক মানে স্ট্যাটাস, কমেন্ট, লাইক, শেয়ার, চ্যাট এই তো? এসবের মধ্যে শেখার কী আছে? জানার কী আছে? বুঝার কী আছে? এখন, বাংলাদেশে পাঁচ হাজার এ্যাকটিভ ব্লগার আছেন, এই পাঁচ হাজার ব্লগার নতুন এক জেনারেশন, এরা আধুনিক বিশ্বের মানুষ। এরা কোনো কুসংস্কার বিশ্বাস করে না। এই ব্লগাররা একজন সাংবাদিকের চেয়ে কম শক্তীশালী নয়।''
চাঁদগাজী'র মতোন ব্লগারদের নিয়ে এত সুন্দর করে আর কেউ কিছু কখনও বলেন নি।

২। রবীন্দ্রনাথ যদি ভাষা দিয়ে থাকেন, মাইকেল মধুসূদন দিয়েছেন ঢং বা কাঠামো। তারাশঙ্কর ও মানিক দিয়েছেন বিষয়বস্তু। বিভূতিভূষণ আমাদের বোধকে আরও গভীর করেছেন। ব্যক্তিকে চিনিয়েছেন সৈয়দ ওয়ালীউল্লাহ, শহীদুল জহির, জ্যোতিপ্রকাশ দত্ত। আখতারুজ্জামান ইলিয়াস ও শওকত আলী আমাদেরকে ইতিহাসে ফিরিয়েছেন। হাসান আজিজুল হক গভীর থেকে আমাদের জীবনের প্রতিটা বাঁককে স্পষ্ট করার চেষ্টা করেছেন। সেলিনা হোসেন আপন অনুভূতি দিয়ে আমাদের নারী সমাজের প্রকৃত চিত্র তুলে এনেছেন এবং হুমায়ূন আহমেদ আমাদের দিয়েছেন- এক আকাশ স্বচ্ছ আনন্দ।

৩। গতকাল রাতে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখি- ঢাকা শহরে ভুমিকম্প হয়েছে। পাঁচ লাখ লোক মারা গেছে। আমার পরিচিত সবাই মরে গেছে।
আনন্দের ব্যাপার হচ্ছে- আমার স্বপ্ন কখনও সত্যি হয় না। যদি সত্যি হতো তাহলে এতদিনে আমি হতাম বাংলা সিনেমার নায়ক বা বাদাম বিক্রেতা অথবা অর্থমন্ত্রী।

৪। প্রতিদিন অন্তত একটিবার ভালো কিছু ভাবুন। এই একটি ভাবনা আপনাকে ভালো কিছুর পথ দেখাবে। আপনি উৎসাহীত হয়ে উঠবেন। একটি ভালো ভাবনা পথ থেকে একটি করে বাধা দূর করে দেবে।

৫। শুক্রবার হলো ছুটির দিন। আরাম আয়েশের দিন। ঘুম থেকে উঠবো ১১ টায়। তারপর আবার আরও কিছুক্ষন শুয়ে থাকব। বই পড়বো, গান শুনবো, গেমস খেলব, লিখব। তা না ঘুম থেকে উঠতে হয় ভোর বেলায়।
ফ্রিজ খালি বাজারে যাও। ফ্যান মুছো। লাইটের হোল্ডারে ময়লা জমেছে- পরিস্কার করো। ফ্রীজ পরিস্কার করো। ব্যাগের জিপার নষ্ট হয়ে গেছে- ঠিক করে আনো। কাপড় আয়রন করো। গ্যাসের চুলার চাবি নষ্ট হয়ে গেছে- মিস্ত্রি নিয়ে এসে ঠিক করো। রান্না ঘরের কলে সমস্যা- ঠিক করো। ড্রয়ারটা গুছাও। ফুলের টবটা রঙ করে দাও। ইলেকট্রিক মিস্ত্রী নিয়ে আসো- লাইট এর সুইচটা ঠিকভাবে কাজ করছে না। ফিল্টারে পানি ঠিকভাবে পড়ছে না, ফিল্টারটা ঠিক করো। তোষক আর বালিশ গুলো রোদে দাও। জুতোটা কালি করে রাখো। ইত্যাদি ইত্যাদি...
এই রকম জীবন তো আমি কখনও চাইনি।


একটা কুইজ-
আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন । চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন । এখোন আপনার অবস্থান কি ?

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: একে গাজী সাহেব , দুই - রবীন্দ্রনাথ, তিনে- স্বপনে ভূমিকম্প, চারে - নুতন ভাবনা, পাঁচে - অলস ছুটির দিন শুক্রুবার। বৈচিত্রময় লেখা ভাল লাগলো।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

২| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রারম্ভিক হবার লোভে শুভ কামনার কথা পরে জানালাম। ভাল থাকা নিরন্তর।

১৯ শে মে, ২০১৮ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: হা হা হা
ধন্যবাদ।

৩| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: আপনি কি জানেন, ব্লগে ঢুকলে সবার আগে আপনার একাউন্টে আসি ?

২০ শে মে, ২০১৮ সকাল ১০:১৩

রাজীব নুর বলেছেন:

৪| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৬

ফাহমিদা বারী বলেছেন: লেখাটি অনেক ভাবনার দ্বার খুলে দিলো। চমৎকার গভীরতায় ভরা একটি লেখা।
বেশ ভালো লাগলো।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


৫ নং,
ছাত্র জীবনের একটা অংশ হলে থাকতে হয়েছে; ছুটির দিনে খুব সকালে উঠে চা বানাতাম, যাতে শব্দ না হয়, পা টিপে টিপে হাঁটতাম; তারপরও আমার নামে নালিশ হতো, ভোরে অন্যদের ঘুমের ডিসটার্ভ করি।

কর্ম জীবনে, ছুটির দিনে সাধারণ কর্ম-দিবস থেকে আগে উঠেছি; কারণ, আজকের দিনটা আমার। ছুটির দিনে আমি দরকারী কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতাম; আমি মানুষের বক্তৃতা শুনতে যেতাম ছুটির দিনে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে মে, ২০১৮ রাত ৮:৫৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার অবস্থান প্রথম।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: তাই ই থাকুন সব সময়।

৭| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০৪

জাহিদ অনিক বলেছেন:

বাহ ! ভালো লাগলো কথাবার্তা।
আমার আজকাল কাজ করতে ইচ্ছে করে না।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: অলসতা কেটে যাক।

জীবনে সাফল্য পান বা না পান, কিন্তু প্রচুর পরিশ্রম করবেন।

৮| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জীব‌নে অ‌নেক কাজ, কাজ আর কাজ। কাজ শেষই হ‌তে চায়। জীবন শেষ হ‌য়ে যায় তবু কাজ শেষ হয় না। জীব‌নের চে‌য়ে কাজই বড় হ‌য়ে উ‌ঠে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: কাজ কে খুব ভালোবাসতে হবে। এছাড়া অন্য কোনো উপায় নাই।

৯| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:১৪

কাইকর বলেছেন: বেশ গোছালো কথাবার্তা। পড়ে খুব ভালো লাগলো। আমিও খুব অলস কাজকর্ম তেমন করিনা। রাতবিরেতে বই পড়ি, অফিস করি। শুক্রবারে ঐরকম তোড়জোড় থাকেনা। তবে, বকা খেতে হয় আম্মুর হাতে। পড়ে অনেক ভালো লাগলো আর শব্দচয়ন গুলো বেশ ও মার্জিত।চালিয়ে যান। আমিও গল্প লিখি। সময় পেলে ঘুরে আসবেন, দাওয়াত রইলো।ধন্যবাদ

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
শুভ কামনা।

১০| ১৯ শে মে, ২০১৮ রাত ৯:৫২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দু নাম্বারটা নিয়ে অনেকক্ষণ ভাবলাম। সঠিক।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৯ শে মে, ২০১৮ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: আমার কাছে এখনো ব্লগ আকর্ষণীয়। ফেসবুক অনেক বিরাট জায়গা। গ্রামের মানুষ টি ও ফেসবুক সদস্য।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১২| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪

কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! বরাবরের মতো চমৎকার পোস্ট। পাঁচ নাম্বারটা সবচেয়ে ভাল লেগেছে।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই।

১৩| ২০ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: সবগুলো পয়েন্ট ই ভালো লাগল। ১ নং নিয়ে বলব, আমিও ব্লগ এ নতুন, এখন আমি ফেসবুক থেকে ব্লগ এ থাকি বেশী। কথা সত্যি, ফেসবুক এ জানার কিছু নেই, শেখার কিছু নেই শুধু মানুষের ন্যাকামি। নিজে লেখক হিসেবে তেমন ভালো না হলেও, ব্লগ এ অন্য ভালো লেখক দের লেখা থেকে অনেক কিছু জানা যায় শেখা যায়, সেই চেষ্টায় আছি। সবচেয়ে বড় কথা আপনাদের মত কিছু ভালো লেখকদের সান্নিধ্য পাচ্ছি এতেই আমার মত নতুন এবং আনাড়ি লেখিকা খুব খুশী।
কুইজ এর উত্তর টা প্রথম অবস্থান হবে কি :P

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৪| ২০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৭

ঝড়ের পাখি বলেছেন: বিক্ষিপ্ততা যেখানে সৌন্দর্য সাথে বিলিন।

২০ শে মে, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.