নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দুইটা ছোট গল্প

২২ শে মে, ২০১৮ দুপুর ২:৫৮



১। একদিন ধর্ম শিক্ষা ক্লাশে ধর্ম স্যার রেগে গেলেন। তিনি চিৎকার করে বলে উঠলেন, মেয়েরা কি এত'ই সস্তা? সব কিছুতে মেয়েদের ব্যবহার করা হয়! একটা চিপসের বিজ্ঞাপন সেখানেও মেয়ে। একটা সাবানের বিজ্ঞাপন সেখানেও মেয়ে। কেন? কেন?? মেয়েদের সস্তা করা হলো। আমাদের ধর্ম মেয়েদের কত সম্মান দিয়েছে। আর সেই সম্মানকে পদদলিত করে মেয়েদের একেবারে সস্তা বানিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর মেয়ে গুলোও নির্লজ্জ। ডাকলেই চলে যায়। তোরা কেন যাবি? তোদের কি আত্মসম্মানবোধ নেই?

আসলেই আমাদের ধর্ম স্যার ঠিকই বলেছেন। সব কিছুতেই মেয়েদের ব্যবহার করা হচ্ছে। এমন কি ব্লগেও মেয়েদের ব্যবহার করা হচ্ছে। একটা কবিতা বা কিছু লিখলেই লেখার সাথে একটা মেয়ের ছবি ব্যবহার করা হয়। তাতে কি পাঠক বাড়ে? না লেখার মান বেড়ে যায়? চিপস বা সাবানের বিজ্ঞাপনে একটা মেয়েকে না দেখালে কি চিপস, সাবান বিক্রি বন্ধ হয়ে যাবে? আফসোস, ইসলাম ধর্মে মেয়েদের কত সম্মান দেওয়া হয়েছে। সেই সম্মান আর থাকলো না।



২। একটা গল্প শুনুন। সে এক দেশ ছিল।

সেই দেশের লোকজন ছিল অনেক ধনী। তারা হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হইয়া গেলেও চিন্তিত হইতো না, ঈদ-পূজায় জিনিসপত্রের দাম বাড়লেও প্রতিবাদী হইতো না বরং প্রতিযোগিতা কইরা বেশি দামেই শপিং করতো, বিদ্যুত-গ্যাসের দাম দফায় দফায় বাড়াইয়াও সরকার সেই বড়লোক জনগনের টেকাপয়সা বিন্দুমাত্র কমাইতে পারতো না!

সেই দেশের মন্ত্রী ও আমলারা ছিল খাঁটি গরীব এবং হয়তো সৎ। তাদের নিজের বাসা ছিল না, তাই বড়লোক জনগনের ট্যাক্সের টাকা থিকা তাদের বাড়ি কিনতে জনপ্রতি ৭৫ লাখ দেয়া হইলো। তারা এতই গরীব ছিল যে তাদের একটা গাড়িও ছিলো না, তাই বড়লোক জনগনের ট্যাক্সের টাকা থিকা তাদের জনপ্রতি ৩০ লাখ টাকা দেয়া হইলো।

গাড়ি হইলো বাড়ি হইলো, কিন্তু দুর্ভাগ্যবশতঃ তারা এতই গরীব ছিল...এতই গরীব ছিল যে তাদের মানসম্মত একটা এন্ড্রয়েড ফোন ছিল না! সুতরাং বড়লোক জনগনের ট্যাক্সের টাকা থিকা ফোন কিনার জন্য তাদের ৭৫ হাজার টাকা দেয়া হইলো...

সেই দেশের নাম বলা যাবে না। নাম বললে চাকরি থাকবে না....

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:০৪

কাইকর বলেছেন: বাংলাদেশ আমি নাম বলে দিলাম।এই চাকুরী আর করুম না। ভাল লিখেছেন।

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: রাজীব ভাই, আপনিও কিন্তু সুন্দরী মেয়েটিরই ছবি দিয়েছেন।
=p~ =p~ =p~

২২ শে মে, ২০১৮ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: ব্যাপারটা হয়েছে কি দশজন যেদিকে আমিও সেদিকে। কিন্তু এটা মোটেও ঠিক না।

৩| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:২৬

বিপরীত বাক বলেছেন: মালের উপর কথা নাই। তা সে কাগজের হোক বা মাংসের হোক ।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: কথাটা অশোভন হয়ে গেল।

৪| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: সেই দেশের নাম বলা যাবে না, বলিলে আমারো ব্যাবসা থাকিবে না, নাই বা বললাম না - হাজারো লক্ষ ফাইলের নিচে চাপা থাকুক না সেই দেশের নামটি ও ।


২২ শে মে, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: হুম। তাই তো।

৫| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: এই দেশের নাম হিরোক রাজার দেশ।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন দেশটি কোথাও খূঁজে পাবে নাকো তুমি - - - -

;)

++++++++

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: সে যে আমার জন্ম ভূমি।

৭| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: আমি রবাহুত! আমি কেবল শুনে গেলাম। নো কমেন্ট।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: বোবার কোনো শত্রু নাই।

৮| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

কথার ফুলঝুরি! বলেছেন: প্রথম গল্পতে আপনার সাথে একমত। তবে বিষয়টা যদি একটু অন্যরকম ভাবে চিন্তা করি, বিজ্ঞাপন বলেন কিংবা ব্লগ বলেন কিংবা অন্যান্য জাগায়, মেয়েদের কে ব্যাবহার করা হয় কারন মেয়েরা অপরিহার্য :P ছেলেদের ছাড়া চলবে এসব কিন্তু মেয়েদের ছাড়া কিন্তু চলবে না ;) সেক্ষেত্রে আমরা মেয়েরা এটাকে পজিটিভ ভাবে নিতে পারি :D :P তবে লাইফবয় সাবানের বিজ্ঞাপনে কিন্তু ছেলেরা ছাড়া চলবে না। :P
আর ২ নং গল্পে নাম বললে যদিও আমার চাকরি হারানোর ভয় নেই, কারন আমি প্রাইভেট কোম্পানি তে চাকরি করি, তারপরেও না ই বললাম। সাবধান থাকা ভালো।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

৯| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

সনেট কবি বলেছেন: ভাইপুত পোষ্ট পছন্দ হইছে।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

অদৃশ্য বালক বলেছেন: আমি তো গুগোলে সার্চ দিলাম, বললো দেশের নাম বাংলাদেশ। আমি অবশ্য চাকরি করি না... ...

অ:ট: গতকাল আমার একটি পোষ্টে কমেন্ট করে একটি প্রশ্ন করেছেন তার প্রতি উত্তরে আমি একটি প্রশ্ন করেছি কিন্তু উত্তর পাইনি। অবশ্য উত্তর দিলেও আপনার চাকরি থাকবে না। ;) ;) ;)

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: চাকরি না থাকলে খাবো কি?

১১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮

স্ব বর্ন বলেছেন: জনগনের অধিকার ভক্ষন করে তারাই তো সাজে জনদরদী আবার দিনশেষে রাজা।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: যুগ যুগ ধরে এরকম'ই চলে আসছে।

১২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই, দেশটি এ পৃথিবীর কোথাও হবে না, নিশ্চিত। সম্ভবত নেপচুন গ্রহের বেগম পাড়ায়।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: হা হা হা

১৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

রুমি৯৯ বলেছেন: ভালোই লিখেছেন। কিছুই বলার নেই।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: কম বলাই ভালো।

১৪| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঐ দেশের জনগণ রাজামন্ত্রীর খোঁজখবর খুব একটা রাখে না। কে কি করলো, কি বললো! তাতেও তাঁদের কিছু যায় আসেনা। তাঁদের (বড় অংশের) ভাবনা নিজের বাপ-মা,ভাই, বউ-বাচ্চাতেই সীমাবদ্ধ।

দুটাই ভালো লেগেছে।

২২ শে মে, ২০১৮ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২২ শে মে, ২০১৮ রাত ৮:১৭

জাহিদ অনিক বলেছেন: যেসব নারীরা নারিবাদ বলে চিল্লাপাল্লা করে তারা নিজেরাই নিজের অজান্তে পণ্য হয়ে যাচ্ছেন।
কবিতায় বা গল্পে অথবা যেকোন লেখায় মেয়েদের ছবি ব্যবহার আমার কাছেও খারাপ লেগেছে।

২২ শে মে, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১৬| ২৩ শে মে, ২০১৮ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: ৯৫-৯৯% মেয়ের মধ্যেই আত্মসন্মানবোধ নাই।তারা টাকার লোভে নিজেদের পণ্য বানাতে আপত্তি করে না।অার ধনী ছাড়া কাউকে প্রেমিক বা পতি বানায় না।

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৩২

নীল মনি বলেছেন: এটা বড়দের পোস্ট।বাচ্চাদের কিছু না বলায় ভালো :)

২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: বাচ্চারাও একদিন বড় হবে।

১৮| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৫৩

খাঁজা বাবা বলেছেন: লুটেরাদের কথা বলতে বা শুনতে আর ভাল লাগে না
মেজাজ প্রচন্ড খারাপ হয়

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: তাই আজ অন্য কিছু লিখব।

১৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:১৮

অচেনা হৃদি বলেছেন: লেখক ভাইয়া আপনিও তো মেয়ের ছবি দিলেন !

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: এটা আমার ভুল হয়েছে।

২০| ২৬ শে মে, ২০১৮ সকাল ১১:১৮

একদম_ঠোঁটকাটা বলেছেন: ছেলেদের অন্তবাসের এবং পারফিউমের বিজ্ঞাপনে মেয়েদের দেখানোর কি প্রয়োজন, এখনো বুঝে উঠলাম না ।

একজন ডাক্তারের মৃত্যু

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.