নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সব মানুষ দুঃখ দেবার জন্যে জন্মায় না

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৩



১। এক লোক তার বন্ধুকে বলছেঃ আমি আমার বউকে অনেক ভালবাসি। প্রতিদিন অফিসে যাওয়ার আগে আমি তাকে চুমু খাই।

২। সব মায়েদের একই কথা আমার বাচ্চা খেতে চায় না।

৩। অনেকে মিলে টিভি দেখার সময় চ্যানেল পাল্টানোর আগে অন্যদের অনুমতি নিন।

৪। দি পারস্যুট অব হ্যাপিনেস-ভীষণ আবেগি একটি ছবি। সত্যি ঘটনা নিয়ে ছবি। অসাধারণ অভিনয়। উইল স্মিথের জীবনে সেরা ছবি।
Film making is easy but Making a film is difficult.
সত্য কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা।

৫। ঈশ্বর যদি মানুষকে অন্তত একদিনের জন্যে অন্যের মনের কথা পড়ার ক্ষমতা দিতেন তাহলে নব্বই ভাগ মানুষ কেউ কারো সাথে থাকতে পারত না।

৬। ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে বড়দিন। বাংলায় সূর্যের উত্তরায়ন। এই দিনে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্ব ভাবে কিরণ দেয়। কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে অতিক্রম করেছে। আবহাওয়া ও জলবায়ুর উপর রেখাটির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আজ মধ্যাহ্নে সূর্য ঠিক মাথার উপর অবস্থান করবে, আর এই কারণে বাইরে যখন হাঁটবো আমাদের শরীরের ছায়া পড়বেনা। আজ থেকে সূর্য আস্তে আস্তে দক্ষিন দিকে সরতে থাকবে, সাথে গরম ও।

৭। আজ সারা পৃথিবীর চাওয়া আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপে জয়ে একধাপ এগিয়ে যাক । জয় হোক আর্জেন্টিনার -- আর্জেন্টিনা প্লাটফর্ম, বাংলাদেশ । ডিয়ার ব্রাজিল সাপোর্টারস ভাড়াটিয়া ভাই বেরাদার- অযথা সময় নষ্ট করে খেলা না দেখে ক্যালসিয়াম ওষুধ খেয়ে ঘুমিয়ে পইরেন আজ রাতে।
আমার প্রেডিকশন আর্জেন্টিনা ৪-১ ক্রোয়েশিয়া, মেসি সুপার হ্যাট্রিক!

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮

সিগন্যাস বলেছেন: শিরোনামের সাথে পোষ্টের মিল নাই।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ছোট বেলার অভ্যাস।

২| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৮

কাইকর বলেছেন: ৬ নাম্বার টা পড়ে ভাল কিছু জানতে পাড়লাম

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: হা হা হা
বেশ বেশ----

৩| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩১

নতুন নকিব বলেছেন:



দু'একটি পড়েছি। সুন্দর। বাকিগুলো পরে পড়ার ইচ্ছে থাকলো। ধন্যবাদ।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এলোমেলো ভাবনা।






ভালো থাকুন নিরন্তর।

২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: ঈলোমেলো ভাবনা গুলো লিখ রাখছি।
পরে যদি ভুলে যাই।

৫| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪০

লাবণ্য ২ বলেছেন: পাঁচ নম্বরটা একদম সঠিক বলেছেন।ভাইয়া আমি মোবাইলে ব্লগে ঢুকি পেজটা ঠিকঠাক আসে না।আমার পোস্টে কেউ মন্তব্য করলে প্রতিউত্তর করার জন্য যে সবুজ বাটনে ক্লিক করতে হয় সেটা ও থাকে না।ফোন দিয়ে ব্লগ চালাই বলেই কি সমস্যা হয়।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: মোবাইল দিয়ে ব্লগ চালিয়ে আরাম নাই। বরং বিরক্ত লাগে।

৬| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৪

ভুয়া মফিজ বলেছেন: পারস্যুট অফ হ্যাপিনেস...আসলেই অসাধারন একটি ছবি। দেখতে দেখতে আমার চোখে পানি চলে এসেছিল!

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: আমি মুভিটি দেখেছি। কিন্তু চোখে পানি আসেনি।

৭| ২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


মেসি ক্লাবের প্রফেশানেলদের সাথে খেলতে খেলতে এই ধরণের খেলার (বিশ্বকাপ) সাথে তাল মিলাতে পারছে না।

আমি খেলা শুরুর আগে, আমি ধারণা করেছিলাম যে, নেইমার আহত হবে, ব্লগার সেলিম আনোয়ার'এর পোষ্টে কমেন্টে তা উল্লেখ করেছিলাম। নেইমার স হজে গোল করতে পারবে না।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: আজকের খেলাটা দেখুন আপনার ধারনা বদলে যাবে।
আমার মন বলছে আজ মেসি অসাধারন খেলা দেখাবে।
গত খেলায় মেসি তার সবটুকু ফুটিয়ে তুলতে পারেনি।

৮| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: এলোমেলো ভাবনাগুলো ভালো লাগলো ।।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

শামচুল হক বলেছেন: চমৎকার

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন ।

১০| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

কাওসার চৌধুরী বলেছেন: (১) যদি কোন বউয়ের ভাগ্যে এমন স্বামী জোটে তাহলে বলতে হবে বউটি খুব ভাগ্যবতী। তবে সে সম্ভাবনা অল্প।
(২) সেরা উক্তি।
(৩) আমিও মনে করি তাই করা উচিৎ। এটা ভদ্রতা।
(৪) আমি সিনেমা দেখি না।
(৫) ভাবতে হবে।
(৬) তথ্যটি জানলাম।
(৭) আর্জেন্টিনার জন্য শুভ কামনা রইলো। তবে, ৪-১ এ ক্রোয়েশিয়াকে হারানো সম্ভব নয়। মেসিকে বাদ দিলে ক্রোয়েশিয়া আর্জেন্টিনার চেয়ে ভাল টিম। আজ মেসি মেসির মত না খেললে আর্জেন্টিনা হারবে।

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ৪। কিছু কিছু মুভি না দেখা অন্যায়।

৭। আজ মেসির খেলা দেখুন। তারপর আপনার চিন্তা ভাবনার পরিবর্তন হবে ।

১১| ২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: উইল স্মিথ এর অভিনয় আমারো খুব ভালোলাগে। মেসির জন্য অন্তত আজকে আমি আর্জেন্টিনাকে সমর্থন করবো। আপনার খুঁটিনাটি বিষয় নিয়ে লেখাগুলো ভালোলাগে রাজীব নুর।
+

২১ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন।

১২| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:১১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সব ঠিক আছে। কিন্তু ৭ নং প্যারা ঠিক না..ও হতে পারে।

২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ২১ শে জুন, ২০১৮ রাত ৯:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৫ নং - যদি বিয়ের পর সঙ্গী বদলানোর ব্যবস্থা থাকত, তাহলে ৯৫% সেটা করত...

২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: হা হা হা ----
আমি করতাম না।

১৪| ২২ শে জুন, ২০১৮ রাত ২:২৬

কাওসার চৌধুরী বলেছেন: আমি যেমনটি ভেবেছিল ম্যাচটি তেমন হয়েছে। আজ পুরো ম্যাচে ক্রোয়েশিয়ার আধিপত্য ছিল স্পস্ট। মেসি ভাল খেলেনি, আর্জেন্টিনাও জিতেনি। ক্রোয়েশিয়ার মদরিচ ও রেকোটিচ এই মুহুর্তে পৃথিবীর সেরা তিনজন মিডফিল্ডারের দুইজন (অন্যজন জার্মানির টনি ক্রস)। মদরিচের গোলটি এ বিশ্বকাপের অন্যতম সেরা বলে আমি মনে করি। এছাড়া ক্রোয়েশিয়ার ডিফেন্ডার লবরন ও স্ট্রাইকার মানজোকিচ যার যার পজিশনে বিশ্বের অন্যতম সেরা।

৮৫ মিনিটে ওটোমেন্ডির রেকটিচকে লাথি মারাটা খুবই দৃষ্টিকটু ছিল। আজকের খেলায় আর্জেন্টিনার ডিফেন্স, উইং এবং মিডফিল্ড সম্পূর্ণ অগোছালো ছিল। দিবালা ও হিগুয়েনকে প্রথম থেকে খেলানো উচিৎ ছিল। এরা দু'জন ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসের সেরা স্ট্রাইকার।

মেসির কিছুই করার ছিল না। তাকে বল যোগান দেওয়ার মতো খেলোয়াড় আর্জেন্টিনা দলে নেই। তবে এখনো আর্জেন্টিনার সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার।

রাজীব ভাই, আপনার ভাবনার বিপরীত ফলাফল হলো। আমার প্রেডিকশনটা সঠিক ছিল।

২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২১

রাজীব নুর বলেছেন: হুম।
আসলে আমার ব্যাটে বলে মিলে নাই।

১৫| ২২ শে জুন, ২০১৮ রাত ২:৪৭

আরাফআহনাফ বলেছেন: ৭ নং এ, আর্জেন্টিনা এভাবে খেললে ২য় রাউন্ডে যেতেই পারবেনা!!
রাজীব ভাই, আপনার প্রেডিকশন পুরোই মাঠে মারা গেল, আসলে এবারের দলটা খুবই নড়বড়ে অনেকটা সৌদী মানের।

এলোমেলো কথন খারাপ হয়নি।

২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: মেসির কিছুই করার ছিল না। তাকে বল যোগান দেওয়ার মতো খেলোয়াড় আর্জেন্টিনা দলে নেই।
আইসল্যান্ড কোন খেলায় জিততে পারবে না। অন্যদিকে আর্জেন্টিনা নাইজেরিয়াকে হারিয়ে দিবে।
আমি মোটেও হতাশ হইনি। ২য় রাউন্ডে আমরা যাবোই। যদিও সমীকরনটা বেশ কঠিন।

১৬| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:২৭

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: আমি মুভিটি দেখেছি। কিন্তু চোখে পানি আসেনি। আপনি কঠিন মনের মানুষ, তাই পানি আসেনি। আমার মতো নরম মনের মানুষ হলে ঠিকই আসতো!
অাবার বলবেন না যেন, আপনিও নরম মনের মানুষ!!! =p~ =p~

২২ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: আমি প্রচন্ড নরম মনের মানুষ।
আজ পর্যন্ত একটা মূরগীও জবোহ দেইনি।

১৭| ২২ শে জুন, ২০১৮ রাত ৮:১৩

দীপঙ্কর বেরা বলেছেন: বেশ
জানলাম

২২ শে জুন, ২০১৮ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ২২ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩

জাহিদ অনিক বলেছেন:
আপনার প্রেডিকশন খুবই খারাপ। আর্জেন্টিনা জিতে নাই।
আচ্ছা, এবার নাকি এক বেড়াল জ্যোতিষ আছে ! তার কি খবর ? সে যা বলছে ঠিক ঠাক হচ্ছে ?

পারস্যুট অফ হ্যাপিনেস দেখেছি, অনেকবার দেখেছি। ভালো সিনেমা।

২২ শে জুন, ২০১৮ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: প্রেডিকশন কাজ করছে না। সমস্যাটা কোথায় বুঝতে পারছি না।

১৯| ২৩ শে জুন, ২০১৮ ভোর ৫:৫০

নিশি মানব বলেছেন: পাচ নংটা অসাধারন হয়েছে।
এই জন্য আমি বেশীর ভাগ মানুষের সাথে মিশতে চাইনা।

২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: মানুষের সাথে মিশতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.