নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫৩

২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১১



১। এই চারটি আয়াত নিয়ে প্রত্যেক মুসলমানের গভীর ভাবে চিন্তা করাটা খুব জরুরি-

আর তোমরা যা বোঝো না, তা অনুসরণ করবে না। নিশ্চয়ই শ্রবণ, দৃষ্টি এবং বুদ্ধিমত্তা – এই সবগুলোর ব্যাপারে জবাবদিহি করতে হবে।” [আল-ইসরা]

আল্লাহ তাদেরকে কলুষিত করে দেন যারা তাদের বিচার-বুদ্ধি ব্যবহার করে না।

তারা কি কু’রআন সম্পর্কে চিন্তা করে না, তাদের অন্তর কি তালাবন্ধ?

আর তারা (জাহান্নামিরা) বলবে, আমরা যদি শুনতাম বা বুদ্ধি খাটাতাম তাহলে আজকে আমরা জাহান্নামিদের মধ্যে থাকতাম না।

২। নিজের অভাব কখনো অন্যের কাছে তুলে ধরতে যাবেন না। আপনি সব সময় ভেতর থেকে নিজেকে বিত্তবান ভাবুন। নিজের দৈন্য আরেকজেনর কাছে তুলে ধরে কোন সুফল পাওয়া যায় না। সবাই তার কাছেই যায় যার কাছে আলাদিনের চেরাগ আছে। নিজের কাছে আলাদিনের চেরাগ আছে এমন অনুভূতি অর্জন করাও অনেক বড় শিল্প।

৩। একটি প্রদীপ তৈরি করে তা জ্বালিয়ে চারদিক আলোকিত করতে অনেক সময় লাগে কিন্তু ফু দিয়ে প্রদীপ নেভানোর জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না।

৪। দক্ষিণ আকাশের সে-ই যেন দিগ্বালিকা,পশ্চিম আকাশেও সে-ই বিগত জীবনের কৃষ্ণমণি,পুব আকাশে আকাশ ঘিরে আছে তারই নিটোল কালো মুখ। নক্ষত্রমাখা রাত্রির কালো দিঘির জলে চিতল হরিণীর প্রতিবিম্বের মতো রূপ তার-প্রিয় পরিত্যক্ত মৌনমুখী চমরীর মতো অপরূপ রূপ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




সব ক'টাই সুন্দর ।

রাগ করে ফুল ছেঁড়া যায় , ফুল ফোটানো যায় না ।



২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: মানুষ ও তার সমাজকে তাদের ধর্মকে নিয়ে প্রকৃতির কাছেই ফিরতে হবে, মসজিদ বা মন্দিরে নয়। কারন প্রকৃতি ও তার আইন অপরির্বতনীয় ও সত্যজ্ঞানে সার্বজনীন ও শ্বাশ্বত।

২| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:১৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এটা কি চট্টগ্রামে কুড়িয়ে পাওয়া ডায়েরির কথা - না আপনার নিজের কথা

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: তা বলা যাবে না।

৩| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৪০

লাবণ্য ২ বলেছেন: আসলেই নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করে সুফল পাওয়া যায় না।লেখায় ভালোলাগা রইল।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: মানুষ যখন প্রকৃতিকে বুজতে পারবে তখন সে সত্যজ্ঞানকেও বুজতে পারবে এবং সত্যজ্ঞান (আল্লাহ) নিকট আত্মসমর্পন করবে।

৪| ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৭

কাইকর বলেছেন: সুন্দর পোস্ট প্রিয় রাজীব নুর ভাই। ১০০ ছবির লিস্টের অপেক্ষায়।

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: আজ বাংলাভাষার প্রথম আন্তর্জাতিক নভেলিস্ট শ্রী বঙ্কিম চন্দ চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন।

৫| ২৭ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

সিগন্যাস বলেছেন: আপনি এখন ধর্মের দিকে ঝুকছেন?

২৭ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: আত্মসর্পনকারী মানুষগুলি নিজের কল্যান ও সমাজের কল্যানের জন্য প্রাকৃতিক আইনগুলিকে সহজে পালন করে চলতে পারবে। স্রষ্টা মানুষের কল্যানের উপকরনগুলি প্রকৃতির মধ্যে রেখেছেন, তা মানুষের দায়িত্ব তা খোজে বের করা।

৬| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: প্রথম টার সাথে বাকিগুলোর মিল কোথায় :( :( :(

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: মিল নাই/। মিল নাই।
কোনো মিল নাই।
অগোহচালো এবং বিশ্রী লেখা মানেই আমার লেখা।

৭| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

দরজার ওপাশে আমি বলেছেন: ২ নং আর ৩ ং ভাল বলেছেন । কিন্তু তারপরও একজনের কাছে সব কিছুই বলতে হয় নইলে ভেজাল আছে :)

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৮| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

কলাবাগান১ বলেছেন: উত্তর আকাশ কই (৪ নং)?

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২৭ শে জুন, ২০১৮ রাত ৮:২৯

আখেনাটেন বলেছেন: জীবনবাবুর লেখা (৪নং) মনে হচ্ছে। উল্লেখ করা উচিত ছিল। X((

নিজের অভাব কখনো অন্যের কাছে তুলে ধরতে যাবেন না। আপনি সব সময় ভেতর থেকে নিজেকে বিত্তবান ভাবুন। --হা হা হা। প্যারাডক্সিক্যাল রাজীব নুর ভাই। প্রথমে নিজের উপরই প্রয়োগ জরূরী।

চালিয়ে যান নুর ভাই আমরা আছি আপনার সাথে। :D

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: সাথে থাকুন। তাহলেই আমি খুশি।

১০| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৪৮

কলাবাগান১ বলেছেন: হুম বলে কোন উত্তর হয় না...এগুলি হল সুবিধাবাদীদের উত্তর

২৮ শে জুন, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: স্যরি।
এর পর আর হুম বলব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.