নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৫৪

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৪১



১। আজও দেশের কবি সাহিত্যিকেরা হয় খুন, হয় নির্বাসিত। যে দিন থেকে ধর্মগ্রন্থ দুনিয়ায় এসেছে, সে দিন থেকে জগতের মানুষ তার মনুষ্যত্ব পরিচয় ভুলে গিয়ে বিভক্ত হয়ে গেছে বহু ধারায়, বহু জাতিতে বহু পরিচয়ে।

২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুশয্যায় ছিলেন। তিনি অসুস্থ অবস্থায়ও প্রতিনিয়ত জানতে চাইতেন ফ্যাসিস্ট জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের অগ্রগতির খবর। যেদিন সোভিয়েত বাহিনী পিছু হটতো সেদিন তাঁর মন খারাপ থাকতো বলে তাঁর জীবনীকার প্রশান্ত চন্দ্র মহলানবিশ লিখেছেন। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে মানবতার বিজয় তিনি দেখে যেতে চেয়েছিলেন। আজীবন লিখেছেন শান্তির পক্ষে।

৩। "যে ব্যক্তি মায়ের শবযাত্রায় কাঁদে না, আমাদের সমাজ মনে করে তাকে মৃত্যুদণ্ড দেয়া উচিত" এই একটি মাত্র বাক্যে একসময় "দি আউট সাইডার" উপন্যাসটিকে তুলে ধরে ছিলেন এর লেখক আলবেয়ার কাম্যু।

নায়ক মারসো নামের ফরাসি আলজিরীয় মধ্যবিত্ত পরিবারের এক অবিবাহিত যুবক। মায়ের মৃত্যু সংবাদ শুনেও যার চোখে পানি আসেনি। সপ্তায়ান্তে মেয়ে বন্ধুকে নিয়ে ফ্লাটে নিরানন্দময় জীবন কাটে তার। সমাজের চোখে সে দোষী। কেন না সমাজ মনে করে তার মধ্যে অভাব রয়েছে মৌল আবেগ ও প্রতিক্রিয়ার। দ্বাদশ ব্যক্তি হিসেবে সে পর্যবেক্ষণ করে জীবন, যৌনতা ও মৃত্যু। তারপর ঘটনাচক্রে একদিন সে খুন করে বসে....।

এই বইটি সচেতন, মুক্তমনা এবং আনন্দমুখর সব পাঠকের অবশ্যই অন্তত একবার পড়া উচিত। পারলে একাধিকবার।

৪। দুঃখের ব্যাপার হচ্ছে এখন দেখি বেশির ভাগ পারিবারিক বন্ধন আলগা। পরিবারের এক সদস্য কী করছে অন্যরা তার খোঁজ রাখছে না। ছেলে ড্রাগ ধরেছে, বাবা-মা কিছুই জানে না। ভেরি স্যাড।

৫। বড় ভাই টিউশনির টাকা পেয়েছে তাই ছোট বোনকে থাইস্যুপ খাওয়াতে নিয়ে যাচ্ছে।

ভাইয়া, স্যুপ খাওয়ার পরেও কি তোমার কাছে টাকা থাকবে?
থাকতে পারে।
যদি টাকা থাকে আমাকে একটা জিনিস কিনে দিবে?
কী জিনিস?
একটা বোরকা। বাইরে যখন বের হই, পুরুষমানুষগুলা কেমন করে যেন তাকায়। এত বিশ্রী লাগে!
বোরকা কেনার মধ্যে আমি নাই।
প্লিজ ভাইয়া। প্লিজ।
ভাই বিরক্ত মুখে এগারো শ' টাকা দিয়ে একটা বোরকা কিনে দিল।

৬। কারো জন্য সুখ কামনা করি না! কামনা করি শান্তি। সবাই যেন শান্তিতে তাদের ক্ষনস্থায়ী জীবনটা উপভোগ করে যেতে পারে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ১। ধর্ম গ্রন্থ পৃথিবীতে এলে শয়তানো আড়ি পেতে চলে আসে পৃথিবীতে । ফলে সৃষ্টি হয় বিভেদ বিশৃঙ্খলার ।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬

রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।

২| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

ঋতো আহমেদ বলেছেন: ডায়রীর কথাগুলো ভালো লাগলো। কিন্তু সুবোধের ডায়রী কই? বলেছিলেন একে একে প্রকাশ করবেন।

০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: ওরে বাব্বা।
সেই কথা আপনার মনে আছে???!!!

৩| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০২

ঋতো আহমেদ বলেছেন: জি। প্রিয়-তে রাখা আছে। ;)

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: আহা বেশ বেশ।

৪| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

করুণাধারা বলেছেন: ধর্মগ্রন্থ পৃথিবীতে আসার পর থেকেই বুঝি এত হানাহানি মারামারি!!!

২ থেকে ৬ ভালো লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে ৪ ও ৬ নাম্বার।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: অনেক শুকরিয়া।

৫| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৮

অর্থনীতিবিদ বলেছেন: প্রত্যেকটা পয়েন্টই সুন্দর ও চিন্তা করার মতো।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৬| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

সিগন্যাস বলেছেন: পোষ্টের শুরুতে ঘাসের ছবি দিয়ে কি বোঝাচ্ছেন?নাকি সুন্দর তাই দিয়েছেন?
আর ডায়েরীর পাতা এতো ছোট হয়না ।আপনার পোষ্ট অতিরিক্ত ছোট।পড়ে আরাম পাবার আগেই শেষ হয়ে যায় /:)

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ঘাসের ছবিটা পদ্মার পার থেকে তুলেছি।

৭| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৯

রক বেনন বলেছেন: রাজীব ভাই, ৬ নং অসাধারণ লেগেছে। আপনি মানুষের জন্যে শান্তি কামনা করেন শুনেই ভাল লাগলো। বাকি জীবন আপনারও অনেক অনেক শান্তিতে কাটুক।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৮| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৩

সাইন বোর্ড বলেছেন: ভাল ভাবনা ।

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পুরুষগুলো মানুষ হয় না কেন???

০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: হবে না। পুরুষ কুত্তার জাত।

১০| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: ডায়েরীর পাতাটা ভালো লাগলো ।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নীল পরী।

১১| ০৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার ছোট চাচা আজ মারা গিয়েছেন। আমার তেমন কোন বিশেষ অনুভূতি হচ্ছে না। প্রবাসে থেকে কেমন যেন বদলে গিয়েছি...

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ইন্না ইন্নাইল্লাহে ওয়া ইন্নাইল্লাহে রাজেউন।
অবশ্যই আপনার ভিতরে ভিতরে খারাপ লাগছে।
দূরদেশে থাকলে দেশের জন্য টান আরও বেড়ে যায়।

১২| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১:০৭

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: আলবেয়ার কামুর বইয়ের বাস্তবতা কিন্তু এখনকার বাস্তবতা নয় | ওটা দুইশ বছর আগের বাস্তবতা |আমি স্কুলে থাকতে (কলেজের প্রথম দিকেও হতে পার) যখন এই বইটা পড়েছিলাম তখনই এর অপ্রাসঙ্গিতাটা একটু বুঝেছিলাম |কিন্তু অনেক বছর পশ্চিমে থেকে এখন পুরোই বুঝতে পারি মায়ের সব যাত্রায় কাঁদার সেন্টিমেন্টটা হয়ত সামাজিক ভাবে প্রেশাস কিন্তু ওটা না থাকার কারণেই পশ্চিম শিল্পায়নের আর মার্কেট ইকোনমির এই স্বর্ণশিখরে | এই শিখর থেকে পশ্চিমকে টেনে নামলে সামাজিক বাঁধন কত জোরালো হবে আমি জানি না কিন্তু যেই সাইন্টিফিক উন্নয়নের আর সেই সাথে অমানবিকতার গর্ব আমরা করি তার অনেক কিছুই ছেড়ে দিতে হবে সে ব্যাপারে আমি শিওর | এলোমেলো লাগলো -খানিকটা সেলফ কন্ট্রাডিক্টরি আপনার এই লেখাটা |

ও আচ্ছা আপনার ব্লগে নোংরামিকরা অচেনা বক্রিকে মনে হয় চেন যাচ্ছে তার ফুটপ্রিন্ট থেকে |একে নিয়ে আমি কিছু লিখেছি আমার ব্লগে কাল |

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.