নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৫৫

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২



১। একটি শিশুর জন্মকে কেন্দ্র করে পরিবারের সবাই চঞ্চল হয়ে উঠে। জন্মের বার্তা এমনই মধুর, এমনই গ্রহনীয়। কারণ একটি শিশু জন্মায় পরিবারে, কিন্তু একই সঙ্গে ও সমাজের অংশ হয়, দেশের নাগরিক হয়। এক সময় সে পরিবার থেকে বেরিয়ে পড়ে। নিজ পরিবার গড়ে। বাড়তে থাকে মানুষের বিশ্বের আকার। এজন্যই জন্মের টান এমন সামাজিক। সেজন্য আনন্দের কোনো সীমা নেই। আনন্দ মধ্যে ছড়ায়।
পূর্ণ ছবির মগ্নতা # সেলিনা হোসেন ।

২। হুমায়ূন আহমেদ তার এক বইতে লিখেছেন- শৈশবে আমার প্রিয় বই ছিল মোহন সিরিজ। দস্যু মোহনের রোমাঞ্চকর কান্ডকারখানা। তার মানবসেবা। একটা বইতে পড়লাম দস্যু মোহনকে পদ্মার বুকে লঞ্চের ডেকে ধরা হলো। তাকে বস্তায় ভরে, বস্তার মুখ সেলাই করে পদ্মায় ফেলে লঞ্চ চলে গেল।
এরপরই লেখক লিখেছেন, ''তাহার পরে কীভাবে কী ঘটিল কে জানে, দস্যু মোহনকে দেখা গেল পদ্মার পাড়ে বসিয়া চুরুট টানিতেছে।''
লেখক সম্ভবত দস্যু মোহনকে বস্তার ভেতর থেকে উদ্ধারের কোনো উপায় খুঁজে না পেয়ে 'কীভাবে কী ঘটিল কে জানে'র আশ্রয় নিয়েছেন।

৩। কোন কোন কাহিনীতে মেয়েরা মমতাময়ী, কোথাও আবার ছলনাময়ী। কোথাও নির্যাতিতা, কোথাও প্রতিবাদী। মেয়েরা কেমন হয়? মেয়েরা এমনই হয়। মেয়েরা মানুষই হয়। খুব নিগূঢ় এই সত্যটাই খুব দক্ষ হাতে তুলে ধরেছিলেন একজন চিন্তাশীল লেখক।
কিছু কিছু ভালোবাসা নিরর্থক থেকে যায়......তাই চলুন নারী জাতিকে এতটা ভালো না বেসে, আল্লাহ ও তার সৃষ্টিকে ভালোবাসি।

৪। জগতে চিত্তবিনোদনের অনেক উপাদান আছে। আপনাকে কর্মে সফল হতে হলে ওই সব থেকে অবশ্যই নিজেকে দূরে রাখতে হবে। আবার ক্লাসরুম ভিত্তিক শিক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন বাচ্চাদেরও হাতে পৌঁছে গেছে আইপ্যাড, আইফোন। এ যন্ত্রগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে ভালো শিক্ষক।

৫। অনেক বছর আগের কথা।
দুপুরবেলা হেঁটে হেঁটে যাচ্ছি। হাতে চিপসের প্যাকেট। হঠাৎ রাস্তায় একটা পাগলা কুকুর আমাকে তাড়া করল। ভয়ে এবং আতঙ্কে অস্থির হয়ে একটা খোলা গেটে দেখে ঢুকে পড়লাম। ততক্ষণে কুকুরটা আমাকে কামড়ে ধরেছে। কিছুতেই ছাড়ছে না। সেই বাড়ির বারান্দায় একটা খুব সুন্দর মেয়ে দাঁড়িয়ে ছিল। আমি আশ্রয়ের জন্য মেয়েটাকে জড়িয়ে ধরলাম। এবং অজ্ঞান হয়ে পড়ে গেলাম। কুকুরটা আমাকে কামড়ালো। মেয়েটাকে কামড়ালো। মেয়ের মা আমাদের উদ্বার করতে এলেন, তাকেও কামড়ালো।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

স্রাঞ্জি সে বলেছেন: আহারে! কামড়ে-ই শেষ হলো।

আপনি এককাজ করতে পারতেন, চিপসের প্যাকেট টা কুকুরের দিকে পেলে দিতেন। :)

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: আমার চিপস ফেলে দিব, কুকুরের জন্য?
নো নেভার।

২| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


চিপস'এ চীনের তৈরি ফ্লেবার ছিলো

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: তা তো মনে নেই।

৩| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

শেয়াল বলেছেন: হ মনু ।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

৪| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকুরের কাছে নারী পুরুষ সবই সমান
সে প্রধান্য দেয় খাবারকে, মানুষকে নয়

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।

৫| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লাবন্য।

৬| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

ভুয়া মফিজ বলেছেন: ৫ নং ঘটনা কি সত্যি?
সত্যি হলে সেই সুন্দরী মেয়ের সাথেই আপনার বিয়ে হওয়ার কথা!
অন্ততঃ বাংলা সিনেমায় এমনটাই দেখা যায়।

এখন থেকে চিপস ঘরে বসে খাবেন।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ঘটনা সত্য।
না অই মেয়ের সাথে আমার বিয়ে হয়নি।
এখন চিপস খাই না।

৭| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:০১

পদাতিক চৌধুরি বলেছেন: ছোটো ভাই,

তোমার কুকুরের মত ঘটনা আমার একবার ঘটেছিল।দেওঘরে।ওখানে প্রচন্ড হনুমানের উৎপাত। পকেটে বিস্কিটের প্যাকেট ছিল।ত্রিকুট পাহাড়ে আচমকা একটি হনুমান আমাকে অ্যাটার্ক করলে আমি ভয় পেয়ে গেলাম। তবে ওবেটা আমাট পকেট থেকে বিস্কিটের প্যাকেট নিয়ে আবার গাছে উঠে গেল। সেদিন প্রচন্ড ভয় পেয়েছিলাম।

শুভকামনা রইল।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: হা হা হা--
আসলে ওরা অনেক ক্ষুধারথ থাকে।

৮| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার এই সিরিজের লেখাগুলো আমার ভালো লাগে।

১০ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: এই জন্যই এই সিরিজ চলতে থাকবে।

৯| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৪

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ রাজীব নূর - অপন্যাস হচ্ছে সে-ধরনের সাহিত্যে, যা বছরে লাখ টন উৎপাদিত হ'লেও সাহিত্যের কোনো উপকার হয় না ; আর আধ কেজি উৎপাদিত না হ'লেও কোনো ক্ষতি হয় না। । (হুমায়ূন আজাদের প্রবচনগুচ্ছ )

১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২

টারজান০০০০৭ বলেছেন: বাঙালি ট্রাজেডি হজম করিতে পারে না ! ইলিয়াস কাঞ্চনের এক সাক্ষাৎকার পড়িয়াছিলাম। প্রথমদিকে কেবল নামডাক হইতেছে, সেই সময় একটা ছবিতে অভিনয় করিয়াছিলেন ! সবই ঠিক ছিল ! প্রেম পিরিতি, মারপিট ভরপুর ! খালি শেষে আইসা নায়ক লেংড়া লুলা হইয়া যায় ! মিলনাত্মক আর হয় না ! কাঞ্চন লুকাইয়া সিনেমা হলে গিয়াছিল দর্শকের সাথে সিনেমা দেখিতে ! সিনেমা শেষে হল হইতে বাহির হইতেই দর্শক তাহারে চিনিয়া ফেলে ! তাহার পর............. "সুদির ভাই " কইয়া লৌড়ানি !! বোল্টরে হারাইয়া সে যাত্রা রক্ষা !!

কুকুরের লৌড়ানি খাইয়া কি সুন্দর মিলনাত্মক হব হব প্রেম আপনি কুকুরের কামড় খাওয়াইয়া বিয়োগাত্মক বানাইয়া দিলেন ! ইচ্ছা করিতেছে আপনারেও লৌড়ানি দিয়া ............ :D

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: জ্বী।
ধন্যবাদ।

১১| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:২১

জাহিদ অনিক বলেছেন:

৮ম থেকে একাদশ শ্রেনীর ছাত্ররা পড়ালেখা ছেড়ে দিয়েছে এই আইপ্যাড আর স্মার্ট টেকনোলজির যাচ্ছেতাই ব্যবহারের ফলে।
এসবের সঠিক ব্যবহারের জ্ঞান এই বয়সে থাকে না । অভিভাবকদের সচেতন হতে আহবান জানাই

১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: অভিবাবকরাই তো আইপ্যাড কিনে দিচ্ছে।

১২| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১০

ফ্লাডিং বলেছেন: তোর গুরু তোর বচস গাজী ট্যাং রে ভালো হয়ে যেতে বলিছ সুন্দর ভাবে ব্লগ করতে বলিছ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.