নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৫৬

১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১১



১। ইরানী মুভিগুলো দেখার পর মানবিক দিক দিয়ে খুব তাড়িত হই। তাড়িত হতে ভালো লাগে। আজ দেখলাম- 'The White Balloon' । এটা ১৯৯৫ সালের ইরানী ড্রামা মুভি । পরিচালনা করেছেন জাফর পানাহি। মুভির গল্প যেমন তেমন কিন্তু বাচ্চা দুইটার অভিনয় একদম চোখে লেগে থাকার মতো।

কাহিনি এই রকমঃ বাচ্চা মেয়েটি মায়ের হাত-পা ধরে তাকে একটা গোল্ড ফিশ কিনে দেবার জন্য। অভাবী মায়েদের মতো এই মা ও তার শিশুর আবদার পাশ কেটে যায়। কিন্তু মাকে অনেক কষ্টে পটিয়ে মেয়েটার বড় ভাই তাকে মাছে কেনার টাকা এনে দেয় । একটা ৫০০ টাকার নোট দেওয়া হয়, মাছের মুল্যবাবদ ১০০ টাকা রেখে তাকে বাকি টাকা ফেরত দিতে বলা হয়। বারবার স্মরন করিয়ে দেওয়া হয়, তার টাকা যেন না হারায়। কিন্তু মেয়েটা হারিয়ে ফেলে টাকা, আবার খুজেও পায়। মুল গল্প এই।

আগামীকাল দেখব- About Elly । এটাও ইরানী মুভি।

২। সে অনেকদিন আগের কথা, এক দেশে বাস করত এক রসায়নবিদ। সে ছিল অসম্ভব সুন্দর। সে এতটাই সুন্দর ছিল যে, তার সৌন্দর্য দেখতে আকাশের পরীরা নেমে আসতো পৃথিবীতে। সে যখন স্নান করত নদীতে- মৎস্যকুমারীরা তার চারপাশে খেলা করত আর তাকে ছুঁয়ে ধন্য হত। শুধু রসায়নশাস্ত্রে নয়, তলোয়ার বিদ্যাতেও তার পারদর্শিতা ছিল। দেশ বিদেশের সুন্দরী রাজকুমারীরা প্রস্তাব পাঠাত তাকে বিয়ে করার জন্য। তবে সব প্রস্তাবই ফেরত যেত, কেননা রসায়নবিদের এসব দিকে খেয়াল নেই। সে তার গবেষণা নিয়েই ব্যস্ত থাকত রাত-দিন।

৩। আমাদের দেশে একজন বীর পুরুষ ছিলেন, উনার নাম ঈসা খাঁ। মোগল সম্রাটদের মধ্যে সব চাইতে কির্তীমান বলে যাকে ধরা হয় সেই জালালউদ্দীন আকবর বশ্যতা স্বীকার করে খাঁজনা দিতে আদেশ দিলেন ঈসা খাঁ-কে। বরাবরই স্বাধীনচেতা বাংলার নেতা ঈসা খাঁ সেই আদেশে সাড়া তো দিলেনই না উল্টা যুদ্ধ ঘোষণা বসলেন। ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন সম্রাট আকবর।...

বাংলার নেতাকে শায়েস্তা করার জন্য আকবর পাঠালেন তার সর্বাধিক বিশ্বাসভাজন রাজপুত সেনাপতি মানসিংহকে। বাংলার মানুষও লেজ গুটিয়ে পালানোর নয়, বীরের বেশে অস্ত্র ধারণ করে প্রতিরোধ গড়ে তুললো ঈসা খাঁ-র নেতৃত্বে।...
শেষে তারা দুইজন আর যুদ্ধ করেন নি। দু'জন মিলে আপোষ করে ফেলেন।

সত্যিই বীর সেইই যে নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে অস্ত্র ধরেনা। আর কাপুরুষ সেইই যে সুযোগ পেলেই নিরস্ত্র, অসহায়, দুর্বলের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৮

কাইকর বলেছেন: ইরানি মুভি দেখে শেখার অনেক কিছু আছে ।তাদের সবকিছু পারফেক্ট ।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: টাইটানিক মুভি কি পারফেক্ট?

২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


ইরানীরা আরবদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে, এটা ভালো জাতি নয়

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: আরব রা সাধু না।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২৪

করুণাধারা বলেছেন: ইরানী মুভি আমারও খুব প্রিয়, আজকাল তেমন দেখা হয় না। আপনি দেখতে পারলে মাঝে মাঝে কাহিনী শেয়ার করবেন।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: যতই ব্যস্ত থাকুন। কিছু কিছু মুভু দেখা খুব দরকার।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

ভুয়া মফিজ বলেছেন: জাতী হিসাবে ইরানীদেরকে আমার বেশ পছন্দ। ওদের মুভিগুলোও খুবই চমৎকার!
প্ল্যান করছি ইরান ঘুরতে যাওয়ার। যাবেন নাকি?

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: যেতে তো মন চায় কিন্তু টাকা কই?

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: যেতে তো মন চায় কিন্তু টাকা কই?

৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

রক বেনন বলেছেন: The White Balloon তো দেখতে হবে আমাকে। About Elly দেখেছি। আপনি দেখে ফেলুন। চমৎকার মুভি।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭

সিগন্যাস বলেছেন: ইরানী মুভি আসলেই অনেক ভালো । তুর্কি মুভিগুলো ও ইদানিং ভাল করছে । রসায়নবিদের গল্পটার মানে বুঝলাম না রাজিব ভাই

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: রসায়নবিদের গল্পের কোনো মানে নেই।

৭| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

হায় চিল বলেছেন: ইরানি মুভি ভালো। তবে তুর্কি মুভি বর্তমানে অনেক সুন্দর হচ্ছে। ধন্যবাদ

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: দুই একটার নাম আর লিংক দেন দেখি।

৮| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নূর ভাই!

আপনারে নিয়া একটা পোস্ট দিমু(কমেডি+পঁচানো ধাঁচের):P, কি কন???
অনুমতি চাই.....

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: পোষ্ট দিন, তবে পচাইয়েন না।
যদি আপনি হৃদয়বান মানুষ হোন তবে সুন্দর পোষ্ট দিবেন।
ভালো থাকুন। সুস্থ থাকন।

৯| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

পদ্মপুকুর বলেছেন: কালার অব প্যারাডাইজ আর চিলড্রেন ইন হেভেন মুভিদুটোও খুব ভালো, অনেক আগে দেখিছিলাম। ওদের গল্পে যেমন ভেরিয়েশন থাকে, তেমনি সিনেমাটোগ্রাফিতেও খুবই মুন্সীয়ানা থাকে।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১০| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, আপনার মুভির পরের গল্পগুলা মাথার উপ্রে দিয়া গেল!

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: আপনার ভাগ্য ভালো যে মাথার উপর দিয়ে গেছে। যদি মাথায় লাগতো তাহলে আপনার খবর ছিল ।

১১| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

এ.এস বাশার বলেছেন: অনুপ্রাণিত আমিও ইরানী মুভি দেখা শুরু করব।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখবেন।
দেখা দরকার।

১২| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

কল্পদ্রুম বলেছেন: About elly দেখে ফেলেন।সাধারণ একটা প্রাত্যহিক ঘটনাকে কিভাবে কেবল পরিচালকের কারসাজিতে এত দূর্দান্ত থ্রিলিং করা যায় সেটা এধরণের মুভি দেখলে বোঝা যায়।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৪

উদাসী স্বপ্ন বলেছেন: ইরানীদের মুভিগুলো অসাধারন। যদি দেশটার এই ফ্যাসিস্ট সরকার ও বর্বর শাসনব্যাবস্থা না থাকতো ইরানীরা জাপান বা চীনের মটো একটা শক্তিশালী রাস্ট্রে পরিনত হতো।

আফসোস লাগে নিজের দেশ খরা দুর্ভিক্ষে মানুষ মরতেছে আর ওদের নেতারা টাকা ঢালতেছে সব ইয়েমেন সিরিয়াতে আর সৌদীর পেছনে। একটা বর্বর ও জঙ্গি সরকার যাকে বলে

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১৪| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১২

গরল বলেছেন: ইরাণী মুভি কয়েকটা দেখেছি, ভালোই লেগেছে। তবে ইরাণ নিয়ে একটা মুভি Argo21 দেখে অনেক ভালো লেগেছিল।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখিনি।
লিংক দেন না ভাই।

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি অনেক দিন আগে একটা ইরানী মুভি দেখেছিলাম। নামটা সম্ভবত "দ্যা কাউ"। অসাধারণ মুভি।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: আরে ভাই লিংক দেন।
আমরাও দেখি।

১৬| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৯

নাজিম সৌরভ বলেছেন: ইরানি মুভি সত্যিই ভালো । তবে উপরের পোস্টে গড়ল ভাই Argo নামের যে মুভির কথা বলেছেন সেটা ইরানবিরোধী মুভি ।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৭| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

গরল বলেছেন: Argo 21 download 720P

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৮| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৬

সুমন কর বলেছেন: শেষের কথার জন্য +।
About Elly দেখেছি, দেখে ফেলুন। The White Balloon নামটি মনে থাকল।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: পোষ্ট ভালো লাগলো । ইরানি মুভি দেখার ইচ্ছে জাগলো ।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: তাড়াতাড়ি দেখে ফেলুন।
সময়টা অপচয় হবে না।

২০| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০

রায়হানুল এফ রাজ বলেছেন: ইরানী মুভির প্রতি এত টান নেই তবে কোরিয়ান মুভি অনেক দেখা হয়। অন্য রকম একটা ইমোশন থাকে। ট্রাই করতে পারেন।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি ২/৩ টা ইরানী মুভি দেখেন।

২১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গান, মারামারি, নাচানাচি ছাড়াও যে সুন্দর মুভি হতে পারে, ইরানী মুভিগুলো তার প্রমাণ।

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২২| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.