নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ গর্ব করতে পারে এমন একজন লেখক- হুমায়ূন আহমেদ

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৫



হুমায়ূন আহমেদ- আমার কাছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম লেখক। হয়তো আজীবন লিখলেও উনার সম্পর্কে আমার সব অনুভূতি বোঝাতে পারব না।

চোখ ভরতি জল নিয়ে আপনাকে বিদায় জানিয়েছিলাম- ভালোবাসা নিয়ে শ্রদ্ধায় মাথা নত করলাম। আপনার এক একটা বই পড়তাম আর সেই বইয়ের- ঘোর কাটাতে আমার অনেকদিন লাগতো। বস্তুত আপনার কাছ থেকে যা পেয়েছি- তা পরিমাপ করার সামর্থ্যও কারো নেই! দুঃখ একটাই এই বাংলায়, এত চমৎকার আর সাবলীলভাবে গল্প বলার আর কেউ রইলো না!

জীবনকে বোঝার জন্য- জীবনকে উপভোগ করার জন্য, হুমায়ুন আহমেদ একটি প্রতিষ্ঠান-একটি আশ্রয়স্থল। এই দিনে মনটা খুব অস্থির হয়ে থাকে... কেমন এক অসহায় এক আকাশ শুন্যতা ভর করে বুকে। কখনও হতে চাইনি- নজরুল অথবা আইনস্টাইন, হতে চেয়েছি সচেতনভাবে- হিমু। স্যালুট হুমায়ূন আহমেদ আপনাকে, কোনদিনও আপনাকে ভুলতে পারব না।

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে ভাবি কোথায় পাব এই মহাপুরুষকে? পরম করুনাময় আমায় সেথা নিয়ে যাও, যেথা তাকে পাব। আপনাকে মনে রাখতে হবে পাঠকদের আর এই বাংলার জোছনা, বৃষ্টি এবং কদম ফুল। হে কীর্তিমান! তোমার কীর্তি গাঁথা বেঁচে থাকবে... থাকবেই। হুমায়ূন আহমেদের একটা স্বপ্ন ছিলো। তা হলো একটি ক্যান্সার হাসপাতাল তৈরি করা। আমি অপেক্ষায় আছি কবে সেটার কাজ শুরু হবে..... কবে আমরা একটি ক্যান্সার হাসপাতাল দেখতে পারবো... স্যার নিজেও মনে হয় অপেক্ষায় আছেন। কিছু চেংড়া পোলাপান বেশ কিছুদিন লাফালাফি করেছিল ক্যান্সার হাসপাতাল নিয়ে- আজ তারা কোথায়? ছয় বছর পার হয়ে গেল।

একটা সময় ছিল হিমু সেজে দিন-রাত রাস্তায় রাস্তায় ঘুরতাম। স্যার আপনার জন্য আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আপনার সমতুল্য আর কেউ নেই। আমার চোখে আপনি একজন মহাপুরুষ। শব্দের এই যাদুকরের কাছে অনেক অনেক ঋণ। একবার ভাবুন, হুমায়ুন আহমেদ বলে কোনো লেখকের জন্ম হয়নি। তাহলে কেমন হত? এরকম ভাবলেই বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে।

যারা টিভিতে হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে নাটক তৈরি করেন- দয়া করে আপনারা স্যারের উপন্যাস নিয়ে আর নাটক বানাবেন না। আপনারা যা তৈরি করেন- তা পুরাটাই অতি অখাদ্য। খুব বিরক্ত লাগে। আমাদের মেজাজ খারাপ করে দেয়ার অধিকার আপনাদের নেই। হুমায়ূন আহমেদের পরিচালনা করা নাটক গুলো বারবার দেখলেও একটুও বিরক্ত লাগে না বরং আনন্দের মাত্রা বেড়েই চলে কিন্তু আপনারা যারা স্যারের নাটক তৈরি করেন- তাদের উপর প্রচন্ড মেজাজ খারাপ হয়। ১০০ বছর চেষ্টা করলেও স্যারের মতন পারবেন না। দয়া করে সুন্দর একটা উপন্যাস- নাটক বানিয়ে আমাদের মেজাজ খারাপ করবেন না।

১৯৪৮ সালের ১৩ নভেম্বরের পরে আজ পর্যন্ত হুমায়ূন আহমেদের মত আর একজন সাহিত্যিক জন্মেনি আমাদের দেশে। মৃত্যুর ওপারে ঠিক কেমন আছেন জানিনা। তবে পৃথিবী থেকে যে ভালবাসা আর দোয়া নিয়ে বিদায় নিয়েছেন তাতে বিধাতা আপনাকে ভালো'ই রাখার কথা। স্যার জানেন, পড়াশোনায় আমি কখনো খুব ভালো ছিলাম না। কিন্তু “হোটেল গ্রেভারইন”-এ আপনার শূণ্য থেকে একশ পাবার ঘটনা পড়ে আমি নিজেকে অনুপ্রাণিত করেছিলাম। অনেকবার ব্যর্থ হয়েছি, কিন্তু বারে বারে মনে হয়েছে, এই যে, আবারো শুরু করা যাবে।

মেঘের উপরের বাড়িতে" পরম করুণাময় আপনাকে শান্তিতে রাখবেন।

মন্তব্য ৪৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সত্যি বলতে উপন্যাস পড়বার আগ্রহ বেড়ে হুমায়ূন আহমেদ স্যারের বই পড়ে। একেকটা বই জোগাড় করতে যতটা কষ্ট হতো তার চাইতে পড়ালেখার ফাঁকে, মায়ের চোখ ফাঁকি দিয়ে পড়তে। অবশ্য ম্যাট্রিক পাশ করার পর স্বাধীন ছিলাম।

ওপারে স্যার যেনো ভালো থাকেন - এই কামনা।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।

২| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! খুব ভালো লাগলো ।

শেষের কথাগুলি মন ছুঁয়ে গেলো।

শুভকামনা প্রিয় ছোটোভাইকে।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
ছবি বদলেছেন।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

কাওসার চৌধুরী বলেছেন:


তিনি দুই শতাধিক গল্পগ্রন্থ ও উপন্যাস রচনা করেছেন। তাঁর রচনার প্রধান কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো 'গল্প-সমৃদ্ধি'। এছাড়া তিনি অনায়াসে ও বিশ্বাসযোগ্যভাবে অতিবাস্তব ঘটনাবলীর অবতারণা করেন যাকে একরূপ যাদু বাস্তবতা হিসেবে গণ্য করা যায়।

তাঁর গল্প ও উপন্যাস সংলাপপ্রধান। তাঁর বর্ণনা পরিমিত এবং সামান্য পরিসরে কয়েকটি মাত্র বাক্যের মাধ্যমে চরিত্র চিত্রণের অদৃষ্টপূর্ব প্রতিভা তাঁর রয়েছে। যদিও সমাজসচেতনতার অভাব নেই তবু লক্ষ্যণীয় যে তাঁর রচনায় রাজনৈতিক প্রণোদনা অনুপস্থিত। সকল রচনাতেই একটি প্রগাঢ় শুভবোধ ক্রিয়াশীল থাকে; ফলে 'নেতিবাচক' চরিত্রও তাঁর লেখনীতে লাভ করে দরদী রূপায়ণ। এ বিষয়ে তিনি মার্কিন লেখক স্টেইনবেক দ্বারা প্রভাবিত। অনেক রচনার মধ্যে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং উপলব্ধির প্রচ্ছাপ লক্ষ্য করা যায়।

ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উপন্যাস মধ্যাহ্ন তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিগণিত। এছাড়া জোছনা ও জননীর গল্প আরেকটি বড় মাপের রচনা, যা কি-না ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবলম্বন করে রচিত। তবে সাধারণত তিনি সমসাময়িক ঘটনাবলী নিয়ে লিখতেন।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: খুব খুব সুন্দর মন্তব্য করেছেন।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০

সিগন্যাস বলেছেন: প্রিয় রাজিব ভাই আজকাল সুমন্ত আসলাম ও বেশ ভাল লেখে । উনার লেখা পড়তে পারেন

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: উনার বই আমি পড়ি।
উনি আসলেই সহজ সরল সুন্দর ভাষায় ভালো লিখেন।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: ওনার লেখা আমারও ভালো লাগে । ওনার প্রতি শ্রদ্ধা রইলো ।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: অসাধারণ লেখক কথাশিলপী হুমায়ূন আহমেদ । দুইবাংলার আধুনিক কালের শ্রেষ্ঠ লেখক।

তিনি হাসালেন তিনি কাঁদালেন
অবশেষে মরে গিয়ে
তিনি আমাদের অথৈ পাথারে ভাসালেন :(

সুন্দর পোস্ট ।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

৭| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


বিজ্ঞানের ছাত্র হওয়ায়, তিনি চারিপাশকে সহজে বুঝতে পেরেছিলেন।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: কিন্তু আপনি তার বই পড়েন না, নাটক দেখেন না।
এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না।

৮| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

কাইকর বলেছেন: খুব প্রিয় একজন মানুষ ।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: গ্রেট সাহিত্যিক
গ্রেট নাট্যকার
গ্রেট মানুষ।

৯| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হুমায়ুন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

লায়নহার্ট বলেছেন: {১৯৪৮ সালের ১৩ নভেম্বরের পরে আজ পর্যন্ত হুমায়ূন আহমেদের মত আর একজন সাহিত্যিক জন্মেনি আমাদের দেশে। আপনাদের এজাতীয় স্টেটমেন্টের এতই জোর যে আগামী ৩০ বছর নতুন কোন সাহিত্যিককে আপনারা যথার্থ ভাবে গ্রহণ করতে পারবেন না, আপনাদের অতি আবেগ নতুন লেখকদের মনস্তাত্ত্বিক ভাবে খুন করে ফেলবে}

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: বুঝেছি। আমার আবেগ বেশি।
কি করবো ভাই- আবেগ কমাতে পারি না।

১১| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: লেখক হুমায়ুন আহমেদের মতো লেখক আর জন্মাবেন না এটি চিরন্তন সত্য - এখন কেউ মানুক আর না মানুক ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার লেখার আবহ ধরতে হলে গ্রাম আর শহর দুটোরই অভিজ্ঞতা থাকতে হবে। এখনকার লেখকদের সেই সম্ভাবনা কমে যাচ্ছে...

২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: উনার মতো করে কেউ পারবেন না।

১৩| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৪

গ্রীনলাভার বলেছেন: হুমায়ূন আহমেদ মানুষের সস্তা মনস্তত্ব ব্যবহার করতে জানতেন। তাই তিনি সমসাময়িক অনেকের তুলনায় বেশী জনপ্রিয় ছিলেন।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: এটা কি হুমায়ূন আহমেদকে নিয়ে ভালো মন্তব্য না খারাপ মন্তব্য করলেন?

১৪| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:২৫

অনল চৌধুরী বলেছেন: হুমায়ন একটা নষ্ট,নীচ,টাকালোভী,সাবান-সুন্দরী নারী ব্যবসায়ী চক্রের দালাল,অ,র লম্পট।
সে দেশের মানুষের গভীরধর্মী বই পড়ার রুচি নষ্ট করে দিয়েছে হিমু-মিসির অালী শ্রেণীর সস্তা লেখার মাধ্যমে।এটাও মাদকের মতোই অাগ্রাসন।
নায়িকা বানানোর লোভ দেখিয়ে কতো মেয়েকে যে পতিতা বানিয়েছে,তার কোন হিসাব নাই।

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: আপনার মতো মানুষদের জন্য দেশের উন্নতি হয় না।

১৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৩২

অনল চৌধুরী বলেছেন: আপনার মতো মানুষদের জন্য দেশের উন্নতি হয় না-উন্নতি হয়না অাপনার মতো একচোখাদের জন্য,যারা মুখে যা বলে,কাজে করে তার বিপরীত।
মুখে বড় বড় নীতিকথা বলেন কিন্ত যার পূজা করেন,তার অপকীর্তি ধামাচাপা দেন?
কি জানেন হুমায়ন সম্পর্কে?
মিডিয়ায় সাথে কোন যোগাযোগ অাছে? হু
মায়নের টাকালোভ সম্পর্কে কি জানেন?
কেন সে শুধু একটা প্রকাশক ছাড়া অার কাউকে তার বই বের করতে দিতো না ,সেগুলি জানে?
১৯৯২ থেকে বের হওয়া তার লেখা উপন্নাস নামের আবর্জনাগুলি কি তারই লেখা?তদন্ত কমিটি হোক এব্যাপারে।
সে কেউ কোথাও নেই এর উকিলের মতো মেয়ে অার মদ নিয়ে রংমহলে পড়ে থাকতো এসব জানা অাছে?

শুধু শারীরিক চাহিদা মেটাতে না পারার কারণে প্রেম করে বিয়ে করা ২৮ বছরের স্ত্রীকে তালাক দেয়া অার অার মেয়ের বান্ধবীকে বিয়ের কথা বাদই দিলাম।
সে দেশের কি উন্নতি করেছে নিজের উন্নতি করার জন্য পাঠকের রুচি ধ্বংস করা ছাড়া?
হিমু-মিশির অালী নেশায় অাসক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণ-তরুণীরা তার কারণে কোন গভীরধর্মী বই পড়ে না।এর নাম উন্নতি!!!!!!
যে নিজে জীবনের কোন ক্ষেত্রেই নীতি মানেনা,তার নীতিকথা বলা চরম ভন্ডামি ছাড়া অার কি?

রাজনীতিক নেতারা ভন্ড হলে দোষ অার শামসুল হক,গুণ-ধর,বেলাল.হুমায়ন অাহমেদ অার অাজাদরা ভন্ড হলে সেটা জায়েজ,তাইনা!!!!!
নিরপেক্ষভাবে সবার সমালোচনা করতে না পারলে ব্লগে এসে নীতিকথা বলা বাদ দেন কারণ সব অপরাধীই কারো না কারো প্রিয় ব্যক্তি।

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: আপনি ভুলের মধ্যে আছেন।
১০০% ভুলের মধ্যে আছেন।

জানুন। পড়ুন।
আমি নিশ্চিত একদিন আপনার ভুল ভাঙবে।
আমি হুমায়ূন আহমেদ সম্পর্কে সবটুকুই জানি। তার বাসায় বেশ কয়েকবার গিয়েছি, শুটিং স্পষ্টে অসংখ্যবার দেখা হয়েছে।
আর আমি কাজ করি মিডিয়াতে। মিডীয়ার খবর ভালোই জানি।

১৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:১৫

অনল চৌধুরী বলেছেন: অাপনার চেয়ে অামার বয়স,অভিজ্ঞতা দেখা শোনা-সবকিছুই অনেক বেশী।তাই কোনটা ভুল অার শুদ্ধ জানার ক্ষমতাও অনেক বেশী।
আর আমি কাজ করি মিডিয়াতে। মিডীয়ার খবর ভালোই জানিজেনেশুনে অপরাধীর পক্ষ নেয়াও নৈতিক অার সামাজিক অপরাধ।আমি গত ১৮ বছর ধরে মিডিয়ার সাথে জড়িত,ফিল্ম এ্যান্ডে মিডিয়াতে এমএ করা।মিডিয়ার সবকিছু অামার জানা।
আর আমি কাজ করি মিডিয়াতে। মিডীয়ার খবর ভালোই জানি।
আমার কাছে তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম লেখক-দুঃখ যে অাপনি হোমার,বাল্মিকি,ফেরদৌসি,শেক্সপিয়ার,ষ্টিভেনশন,ডিফো,দুমা,হুগো,স্কট,হোপ,শেলী,জুল ভার্ণ,এইচ জি ওয়েলস,টলষ্টয়,গোর্কি,চেখব,কিপলিং,কোনান ডয়েল,হেমিংয়ে,বঙ্কিম,দীনবন্ধু মিত্র,নজরুল,মুনির চৌধুরী অার অনল চৌধুরী' র কোন বই পড়েননি।
তাই আপনার কাছে একটা প্রতিভাবান কিন্ত আবর্জনা লেখক পৃথিবীর শ্রেষ্ঠতম লেখক!!!
তাদের লেখা পড়েন,নিজে বুঝতে পারেবন,কোনটা শ্রেষ্ঠ লেখা অার সাহিত্য কি!

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আপনি শুধু সত্য করে একটা কথা বলেন-
হুমায়ূন আহমেদ কে নিয়ে আপনি যা বললেন তা কি নিজের চখে দেখেছেন? না মানূষের মুখে শুনেছেন?

১৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:২৩

অনল চৌধুরী বলেছেন: পৃথিবীতে ৭ টা মহাদেশ অঅর ৫ টা মহাসাগর -অাপনি নিজে দেখেছেন না শুনেছেন?
এরকম অারো হাজারো জিনিস অাছে।
সত্য কখনো চাপা থাকেনা।কবি নজরুল লম্পট ছিলেন,কিন্ত টাকালোভী ছিলেন না।তিনি এতোবড় ভারতের একমাত্র কবি,যিনি ইংরেজদের বিরুদ্ধে কবিতা লেখার জন্য জেল খেটেছেন।
সত্য কখনো চাপা থাকেনা।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি আপনাকে লিখে লিখে বুঝাতে পারবো না।
যদি কোনো দিন দেখা হয়- সামনাসামনি বসে আলাপ করবো।

১৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
রাজীব ভাই বাদ দেন। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৫১

অনল চৌধুরী বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:
পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়।
-ভূয়া নাম,তারপরও মানহানি মামলা করে এ্যারেষ্ট করানো যায়,কারণ প্রযুক্তি অনেক উন্নত।

কিন্ত মূর্খদের সাথে তর্ক করা উচিত না।কারণ তারা সবাইকে তাদের স্তরের মন করে।

কূয়ার ব্যাঙের কাছে কূয়াটাই জগত,কারণ তারা কোনদিন মহাসাগর দেখেনি।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: আমরা সবাই সবার বন্ধু। আলোচনা হবে, কিন্তু মনোমালিন্য নয়।
সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকবে।

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি আপনাকে লিখে লিখে বুঝাতে পারবো না।
যদি কোনো দিন দেখা হয়- সামনাসামনি বসে আলাপ করবো।


অাপনাকেও ধন্যবাদ।মিডিয়ায় যখন অাছি,দেখা হবেই ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

২১| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫৮

অনল চৌধুরী বলেছেন: আমরা সবাই সবার বন্ধু। আলোচনা হবে, কিন্তু মনোমালিন্য নয়।
সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকবে।
-এটা অামি সবসময় মেনে চলি।
লেখালেখির বয়স সিকি শতাব্দী হয়ে গেছে।
অালোচনা হতে হয় যুক্তি দিয়ে।ব্যাক্তিগত অাক্রমণ করলে জঙ্গীদের সাথে অার পার্থক্য থাকে কি?
এতে সম্পর্ক অার পরিবেশ -দুই-ই নষ্ট হয়।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
সহমত।

২২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০২

অনল চৌধুরী বলেছেন: তবে যেটা সত্য তা হচ্ছে বাংলাদেশের সেরা টিভি নাট্যকার ছিলেন হুমায়ন অাহমেদ।
তার এইসব দিন-রাত্রি,বহুব্রীহি,অয়োময়,কেউ কোথাও নেই- নাটকগুলি বিপুল জনপ্রিয় ছিলো।
এতো জনপ্রিয়তা বাংলাদেশের অন্য কোন নাট্যকার পাননি।
ভারতের লোকজনও এগুলি দেখতো।
কিন্ত তিনি তার উপন্যাসগুলিতে নাটকের মতো সুবিচার করতে পারেননি।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি সুন্দর মন্তব্য করেছেন।
আপনাকে অনুরোধ করবো- আপনি স্যারের ''জনম জনম', 'নবনী' 'কবি' 'মেঘ বলেছে যাব যাব' বই গুলো পরেন।

২৩| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: প্রতিভার অপচয় দখল খারাপ লাগ।
এরকম প্রতিভা নিয়ে জন্ম নিতে হয়,অর্জন করা যায় না।
চলচ্চিত্রেও সফল হয়েছিলেন।পরিবার নিয়ে দেখার মতো ছবি বানিয়েছিলেন।
কিন্ত ১৯৯০ এর পর থেকে লেখা তার উপন্যাগুলি একেবাইরেই বাজে।
সেটা আপনিও জানেন।রজনী,তুমি অামায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,শুভ্র,বৃষ্টিবিলাস-এগুলি কি কোন উপন্যাস হয়েছে অাপনিই বলেন?
১৯৯৯ থেকে ২০১২ পযর্ন্ত বইমেলায় অামার প্রকাশণীর দোকান ছিলো।তার বই কারা কেনে সেটা নিয়ে গবেষণা করেছি।প্রায় সবাই কলেজ-বিশ্বদ্যিালয় পর্যায়ের ছাত্র।তার প্রতিভা ব্যবহার করে তাদের মানসিকতা উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে পারতেন।কিন্ত দু:খজনক হলেও সেটা করেননি।
অার ব্যাক্তিগত চরিত্র নিয়ে তো অাগেই বলেছি।

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: আমি স্যারের সব বই পড়েছি। একটা বই অনেকবার করে পড়া। বলা যায় - আমার সব মুখস্ত হয়ে গেছে। এখনও তার বই পড়ি। যত দিন বাঁচবো পড়ে যাবো। তার প্রতিটা নাটকের ডায়লগ আমার মূখস্ত। প্রতিদিন রাতে ভাত খাওয়ার সময় ল্যাপটপে তার নাটক ছেড়ে খেতে বসি।

রজনী, তুমি অামায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, শুভ্র, বৃষ্টিবিলাস

এই চারটা বই খুব ভালো।
রজনী ভালো বই। চমৎকার কাহিনি।
''তুমি অামায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে'' চমৎকার কাহিনি। একটা পরিবার বেড়াতে যায়। মন্ত্রীর গোপন কথা কি সুন্দর করেই না লেখক প্রকাশ করেছেন।

শুভ্র বইটা তো চমৎকার। মুগ্ধ হয়েছি।
বৃষ্টিবিলাস পড়ে তো ধাক্কা খেয়েছি।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬

অনল চৌধুরী বলেছেন: ভালো।প্রত্যেকের নিজের পছন্দ নির্ধারণ করা অধিকার অাছে।
তবে যেসব সাহিত্যিকের কথা বলেছি,তাদের লেখা পড়লেই হুমায়নের লেখার সাথে সাথে পার্থক্য বুঝবেন।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৫

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ একজনই।
বঙ্গবন্ধু একজনই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.