নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নয়ন তোমারে পায়না দেখিতে, রয়েছ নয়নে নয়নে..

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০


আমি ব্যক্তিগত ভাবে মনে করি, যারা হুমায়ূন আহমেদের লেখা নিয়ে হাসাহাসি করে- তারা হুমায়ূন আহমেদের সব লেখা পড়েন নি। আমার বিশ্বাস যারা হুমায়ূন আহমেদের সব লেখা পড়বেন তারা অবশ্যই হুমায়ূন ভক্ত হয়ে যাবেন।

হুমায়ূন আহমেদের এমন কোনো বই নেই যা আমি পড়িনি। বরং প্রতিটা বই কমপক্ষে এক'শো করে পড়া। এখনও প্রতিটা দিন হুমায়ূন আহমেদের কোনো না কোনো বই পড়ি। বারবার পড়ি, প্রতিদিন পড়ি। একটুও বিরক্ত লাগে না। যে কোনো বইয়ের কাহিনী আমি নিমেষেই বলে দিতে পারি। যে কোনো চরিত্রের নাম বলতেও আমার এক মুহূর্ত সময় লাগে না। এজন্য আমি অনেক গর্বিত।

পরপর আট বছর পশ্চিমবঙ্গের 'দেশ' পত্রিকায় হুমায়ূন আহমেদের উপন্যাস ছাপা হলো। এই দেখে পশ্চিমবঙ্গের প্রচেত গুপ্ত নামে এক লোক হুমায়ূন আহমেদের লেখা নকল করে লিখতে শুরু করলেন। কিন্তু প্রচেত গুপ্ত পাঠকের হৃদয়ে ঝড় তুলতে পারেন নি।

ইউনিসেফ বাংলাদেশে কিছু প্রচারমূলক প্রামান্য চিত্র বানানোর জন্য এক প্রশিক্ষনের আয়োজন করে। উদ্দেশ্য প্রামান্যচিত্র যারা বানাবেন তাদেরকে আগে গড়েপিঠে নেয়া। প্রশিক্ষন দিতে আসেন আমেরিকার এক অভিজ্ঞ লোক। প্রথমেই তিনি শিক্ষার্থীদের হাতে নিজের লেখা মোটা একটি বই ধরিয়ে দেন। তারপর বক্তৃতা শুরু করেন। প্রশিক্ষণার্থীদের একজন হুমায়ুন আহমেদ মন দিতে পারছিলেন না মার্কিন প্রশিক্ষকের লেকচারে। তাই প্রশিক্ষকের লেখা বইতে চোখ বুলাচ্ছিলেন। হঠাৎ বইয়ের একটা পাতায় তাঁর চোখ আটকে যায়। বিশেষজ্ঞ প্রশিক্ষক হুমায়ূন আহমেদের উপর খুব বিরক্ত হোন তাঁর বক্তৃতায় মনোযোগ না দেয়ার জন্য।
তিনি জিজ্ঞেস করলেন, কি পড়ছো তুমি আমার কথা না শুনে?
হুমায়ূন আহমেদ উত্তর দিলেন, আপনার লেখা বইতে আমার নাম। তাই মনোযোগ দিয়ে দেখছিলাম।
মার্কিন প্রশিক্ষক বইটি হাতে নিয়ে দেখেন আদর্শ টেলিভিশন নাটক হিসেবে তিনি বাংলাদেশের যে কয়টি টিভি নাটকের উল্লেখ করেছেন তাঁর লেখক আমাদের হুমায়ূন আহমেদ। প্রশিক্ষক এক আকাশে বিস্ময়ে প্রচন্ড অবাক হয়ে যান।
তিনি বিনীতভাবে বললেন, মিস্টার হুমায়ূন, তোমাকে আর এ প্রশিক্ষনে অংশ নিতে হবে না

এই মহান মানুষটিকে নিয়ে অনেকেই কুৎসিত কথা বলেন। হুমায়ূন আহমেদ বার বার বলেছেন, দেশের বুদ্ধিজীবী সম্প্রদায় আমাকে নিয়ে কী ভাবছেন তা জানার কোনো প্রয়োজন মনে করি না। আমি জানতে চাই একজন সাধারণ মানুষ, যে আমার বই পড়েছে, নাটক দেখছে—সে আমাকে নিয়ে কী ভাবছে। ওদের ভাবনা আমি জানি। আর জানি বলেই বুদ্ধিজীবী শ্রেণীর ভাবনা-চিন্তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।

মন্তব্য ৭৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুমায়ূন আহমেদের অমানুষ বইটি পড়েছেন? কাহিনী মনে আছে?

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: হা হা হা---
পড়েছি। মনে আছে।
অমানুষ বইয়ের কাহিনী হুমায়ূন আহমেদের না। তিনি এটা অনুবাদ করেছেন।

২| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক জন অসাধারণ লেখক।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: গ্রেট লেখক।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

কাইকর বলেছেন: খুব প্রিয় একজন মানুষ ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


লেখক থাকলে সমালোচক থাকে

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে অনেক কিছুর অভাব আছে, সমালোচকের অভাব নাই।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: লেখক হুমায়ুন আহমেদ নামক মহাপাগল লোকটি আমাদের কতোবড় ক্ষতি করে দিয়েছেন তা শুধু মাত্র আমরা পাঠক মাত্র জানি । তিনি দেশের সম্পদ । কষ্ট লাগে তাঁর অনিয়ন্ত্রিত জীবন যাপন ও শেষ বেলায় তাঁর পরিবার থেকে দুরে থাকা তাঁর মৃত্যুর কারণ হতে পারে হয়তো বা !!! হুমায়ুন আহমেদের জন্য রইলো হিমু আর রুপার মতো ভালোবাসা ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক হুমায়ুন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আমি দেখেছি, পড়েছি আপনার পোষ্ট।

৭| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

ঢাবিয়ান বলেছেন: হিমু, মিসির আলীও বাকের ভাই এর জনককে যুগ যুগ ধরেই মানুষ মনে রাখবে।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।

৮| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শিরোনামে সহমত :)

মহান লেখকের প্রতি অন্তহীন শ্রদ্ধা
উনার বিদেহী আত্মার শান্তি ও কল্যানের প্রার্থনা রইল

+++

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৯| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

লাবণ্য ২ বলেছেন: দুই একটা বই পড়ে আসলেই কাউকে মূল্যায়ন করা যায় না।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

লায়নহার্ট বলেছেন: {সমালোচনার মধ্য দিয়েই একজন লেখক স্বার্থক হয়ে উঠেন}

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

১১| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন: @সম্রাট ইজ বেস্ট আপনাকে বলছি
অমানুষ ইতালির এক শহরের কাহিনী। যেখানে অন্যান্যবারের তুলনায় শিশু অপহরণ খুব বেড়ে গিয়েছে। সব অভিভাববকরাই বাচ্চাদের নিয়ে চিন্তিত। যাদের একটু অর্থ ব্যাবস্থা ভালো তারা তাদের ছেলে-মেয়েকে বাইরের দেশে পড়তে পাঠাচ্ছে। আর তা নাহলে বডিগার্ডের ব্যবস্থা করছে। তেমনই গল্পের প্রধান চরিত্র যাকে নিয়েই এই গল্পের কাহিনী 'এ্যানি' তাকে নিয়েও তার মা বেশ চিন্তিত। তাই এ্যানিকে তার মা স্কুলে যেতে দিচ্ছে না। বাড়িতেই তার পড়াশোনা করতে হচ্ছে। এ্যানির মায়ের নাম রুন। ভীষণ সুন্দরী মহিলা। আর তার স্বামীর নাম ভিকি। ভিকি একজন ব্যবসায়ী। তাদের এই ব্যাবসাটা তিনপুরুষ ধরে চলে আসলেও ভিকির অবস্থা বর্তমানে খুব খারাপ যাচ্ছে। কিন্তু সেদিকে কোন ভ্রুক্ষেপই নেই স্ত্রী রুনের। সে তার মতোই খরচ করে যাচ্ছে। এসব নিয়ে রুনের উপর যথেষ্ট বিরক্ত ভিকি। এছাড়া আরো একটা ব্যপারেও বিরক্ত। তা হলো, রুনের এক চাচাতো ভাই আছে এতরা। এতরাকে সহ্য না করতে পারলেও ভিকি কিছু বলতে পারে না এতরা কিংবা রুনকে। কারণ ভিকিকে বিভিন্ন সময় ব্যাবসায়ে পরামর্শ এতরাই দেয়। আর রুনের সম্মতিতে এতরা রুনকে ব্যবহার করে। অবশ্য তা ভিকি জানে না। যাই হোক, রুন এ্যানির জন্য বডিগার্ড রাখতে একসময় ব্যস্ত হয়ে পড়ে। বাধ্য হয়ে এতরার পরামর্শ মতো এক বাংলাদেশি সৈনিক জামশেদকে রাখা হয় এ্যানির বডিগার্ড। এ্যানি খুব খুশি হয় এই ভেবে যে, সে একটা সঙ্গী পেয়েছে। কিন্তু জামশেদ খুবই গম্ভীর। তবে একটা সময় এ্যানির আর জামশেদের খুব ভালো সম্পর্ক হয়। কিন্তু ভালো সময়টা খুব বেশিদিন থাকে না।ভিকির অবস্থা খুব খারাপ হতে থাকে। এতরার পরামর্শ মতো এ্যানির নামে বীমা করায় ভিকি। একটা সময় এতরার পরামর্শ মতোই আবার এ্যানিকে কিডন্যাপও করায়য় বীমার টাকা পাওয়ার জন্য। কিন্তু যেভাবে কাজ করা হবে ভাবা হয় সেভাবে কিডন্যাপ করা যায় না এ্যানিকে। কাহিনী মোড় নেয় অন্যদিকে। কি হয় তবে শেষ পর্যন্ত??

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: গ্রেট গ্রেট।

১২| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সাইন বোর্ড বলেছেন: অজানা তথ্যটি জেনে ভাল লাগল ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৩| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

কলাবাগান১ বলেছেন: ইউনিসেফের বইটির সেই পাতার ছবি দেন....

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: ভালো আবদার।

১৪| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: উনার মাঝে কিছু বৈপরীত্য ছিল। দেশের বুদ্ধিজীবীরা কি বলছেন তা কেয়ার করিনা কথাটি মুখে বললেও তা মনে হয় না তিনি ভেতর থেকে বিশ্বাস করতেন।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: বাহ হুমায়ূন আহমেদের মনের কথা আপনি বুঝতে পারেন??

১৫| ১৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

এস এম মামুন অর রশীদ বলেছেন: একজন ভালো লেখকের সব বই একবার পুরোপুরি পড়া যায়, কিছু বা সব বই কয়েকবারও পড়া যায়, কিন্তু তারপর কেবল মাঝে মাঝে অংশবিশেষ পড়ে প্রেরণা নেয়া যায়। কিন্তু আপনি একজন লেখকের সাদামাটা পরিচিত জীবনকাহিনির উপর লেখা (হোক মনোহর) ২০০'র উপর বইয়ের প্রতিটি কমপক্ষে ১০০ বার পড়েছেন! প্রতিটি বই পড়তে ৩ ঘন্টা লাগলে আপনার জীবনের ৭টি বছর নিরবিচ্ছিন্নভাবে এসব বইয়ের পেছনে ব্যয় হয়েছে যার মধ্যে অন্তত ৯৫% সময় অপ্রয়োজনীয়ভাবে। জীবনের কী অপচয়, কী ধরণের পাঠক আপনি!

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: আমি মনে করি না সময় অপচয় করেছি।
আমি প্রতিদিন হুমায়ূন আহমেদের কোনো না কোন বই পড়ি। যেদিন বই পড়ি না সেদিন নাটক দেখি।

১৬| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: আমিও তার বইগুলো অনেকবার করে পড়েছি।
তবে ১০০ বার নয় ;)
তবে হা, হুমায়ুন আহমেদ সম্পর্কে কেও ভালো লিখলে,ভালো মন্তব্য করলে, তার প্রতি আমার সম্মান ও অনেক অনেক বেড়ে যায়।
সমবেদনা তাদের জন্য, যারা হুমায়ুন স্যার এর কথা গুলো বুঝে না, অথবা তার লেখা কোনদিন না পড়েই তার সম্পর্কে উলটা পালটা মন্তব্য করে।

ধন্যবাদ ভাই।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: হা হা হা---
পড়েছি। মনে আছে।
অমানুষ বইয়ের কাহিনী হুমায়ূন আহমেদের না। তিনি এটা অনুবাদ করেছেন।


হ্যাঁ, এ জে কুইনেলের ম্যান অন ফায়ার বইয়ের অনুবাদ। সেই একই বইয়ের কাহিনী নিয়ে কাজী আনোয়ার হোসেন লিখেছেন অগ্নিপুরুষ। এই অগ্নিপুরুষ বইটা কি আপনি পড়েছেন?

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: না অগ্নিপুরুষ পড়িনি।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: তবে এই কাহিনি নিয়ে একটা মুভি হয়েছে, মুভিটা দেখেছেন।

১৮| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হুমায়ুন আজাদ ছাড়া আর কোন পরিচিত লেখক উনার সমালোচনা করত না। আর ২/১ জন বললে সেটা উদাহরণ হতে পারে না...

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: নব্য অনেক পাঠক ও লেখকরা তার অনেক সমালোচনা করেছেন।
এমনকি অনেক লেখকে দেখেছি হুমায়ূন আহমেদের সমালোচনা করতে। কিন্তু তারা হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার নেন আগ্রহ ভরে।

১৯| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৫

করুণাধারা বলেছেন: আপনি অনেকবার বলেছেন, হুমায়ূন আহমেদ আপনার প্রিয় লেখক। এই প্রিয় লেখককে নিয়ে লেখা আপনার পোস্টটি ভাল লাগল। আর ভালো লাগলো ৫ নাম্বার মন্তব্য।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২০| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: নুরু ভাইকে বলছি- বইটা আমি অনেক আগেই পড়েছি। আমি জাস্ট রাজীব ভাইকে জিজ্ঞেস করেছি যে তিনি পড়েছেন কিনা? আমার জন্য এত কষ্ট করে বইয়ের সংক্ষিপ্ত কাহিনী লেখার জন্য আপনাকে ধন্যবা্দ।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: নূর ভাইও মনে হয় হুমায়ূন আহমেদের অনেক ভক্ত।

২১| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখক বলেছেন: না অগ্নিপুরুষ পড়িনি।

পড়ে দেখুন। তারপর আপনার মতামত জানতে চাইব।

এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন: Click This Link

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
একদম বড় ভাইয়ের মতো একটা কাজ করেছেন।

২২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২১

তারেক সিফাত বলেছেন: যারা হুমায়ূন আহমেদকে নিয়ে হাসাহাসি করে তারা উনার ২-১ টা বই পড়েছে, অন্য অনেক ভালো বই পড়েনি - এটা অনেক সত্য একটা কথা। আমি আমার অনেক বন্ধুকেই দেখেছি মাত্র ১-২ টা বই পড়ে জাজমেন্টাল হতে। তারা আসলে ভালো পাঠক নয়।

১৯ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

২৩| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮

কলাবাগান১ বলেছেন: আপনি অনেক কিছু বানিয়ে লিখেন...

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: হতে পারে। আবার নাও হতে পারে।

২৪| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫

সিগন্যাস বলেছেন: বাহ রাজিব ভাই সুন্দর লিখেছেন

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

২৫| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩১

কলাবাগান১ বলেছেন: আমি সিউর ইউনিসেফের এমন কোন বই নেই যেখানে বাংলাদেশের টিভি নাটক নিয়ে লিখা আছে...

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: আমি মিথ্যা বলি না।
আপনি ভালো করে খোজ করুন।

২৬| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০২

কথাকথিকেথিকথন বলেছেন:





আমাদের দেশে যারা সমালোচনায় নিজেদের ব্যাস্ত রাখে তাদের জ্ঞান হাটুর নিচে।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

রাজীব নুর বলেছেন: কথাটা ভুল বলেছেন।

২৭| ২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটাও ভালো হয়েছে লেখা।

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২৮| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর সবচেয়ে বেশি জনপ্রিয় লেখক হিসেবে বিবেচিত হ‌ুমায়ূন আহমেদ। তার মৃত্যুর পরও তার অপ্রকাশিত লেখা বের হচ্ছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। তার ছবি দিয়ে বানানো হচ্ছে টি-শার্ট, ক্যাপ ইত্যাদি। প্রায় প্রত্যেকটি বইমেলাতেই তার বই প্রচুর বিক্রি হয়ে থাকে।

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার অপ্রকাশিত লেখা কে কে প্রকাশ করেছে একটু বলবেন প্লীজ? এই ব্যাপারে আমি কিছুই জানি না।

২৯| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

আরণ্যক রাখাল বলেছেন: একজন লেখক কেমন, একটা লেখা পড়লেই বোঝা যায়।
হুআ এর সমালোচনা মনে হয় ব্লাসফেয়

২০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: !!

৩০| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

কাওসার চৌধুরী বলেছেন: যতটুকু জানি, অন্যপ্রকাশ ; তবে আরো প্রকাশনীও থাকতে পারে ।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: আসলে মনে হয় অই লেখা গুলো হুমায়ূন আহমেদের না।
হুমায়ূন আহমেদের কাছের মানূষ জন হুমায়ূণ আহমদের সৃতি গুলো নিয়ে লিখেছেন।

৩১| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নয়ন কুঠরে তোমার অম্লান বসবাস

হৃদয়ের ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি এই বরেণ্য মানুষটির জন্য

সুন্দর লিখেছেন ভাই,

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৩২| ২০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

মহসিন ৩১ বলেছেন: উপন্যাসিকরা বোধহয় উন্নাসিক হয়ে থাকেন। সেই ইতালিয়ান কাহিনীকার। মিথ্যা বললেই তার নাক লম্বা হয়ে যায়, তর গল্প। piaccio জার নাম। লেখালেখি আসলে দারুন কঠিন---সাধারন না---- নাহলে কি আর পাঠক হুমড়ি খেয়ে বই কিনে আনে বাসায়...প্রকল্প এবং বাস্তবায়ন যোগ্যতার নিরিখে লেখালেখি আসলেই চলে না। তবে পরীক্ষা নিরীক্ষা চলতেই পারে।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

৩৩| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

মহসিন ৩১ বলেছেন: জি ধন্যবাদ ভাই আপনাকে, শব্দটা pinaccio হবে।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: বুঝত পারলাম।

৩৪| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:





আমি একটা নির্দিষ্ট শ্রেনীর সমালোচকদের কথা বলেছি। আপনি যাদের কথা বলেছেন।
সত্যিকার সমালোচকরা নিজেদের সবসময় সমালোচনায় ব্যাস্ত রাখে না।

২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৩৫| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: @ মহসিন ৩১, শব্দটি Pinocchio।

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

৩৬| ২০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

মহসিন ৩১ বলেছেন: ওকে ! তাই বোধ হয় । লেখকের ভাবনা বলে কথা। ধন্যবাদ আপনাকে,

২০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৩৭| ২১ শে জুলাই, ২০১৮ ভোর ৫:৪৬

সোহানী বলেছেন: হাঁ কলকাতার বাবুরা অনেক চেস্টা করেছিল উনার বই যেন সেখানের বইমেলায় না যায়............

যাহোক এক হূমায়ুন হাজার বছরে জন্মে। যাইহোক, আমি ও উনার কোন বই মিস করিনি। উনার বই পড়েই বড় হয়েছি তবে সাথে ভারত বা দেশের অন্যান্য লেখদের ও। বাবার লাইব্রেরীতে ছিল হাজার খানেক বই। তবে হূমায়ুন আহমেদের বই আমি যোগ করেছিলাম।

ভালোলাগলো ঘটনাটির শেয়ারিং। জানতাম না।

২১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন সুন্দর মন্তব্য করার জন্য।

৩৮| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ৮:০২

উম্মু আবদুল্লাহ বলেছেন: "বাহ হুমায়ূন আহমেদের মনের কথা আপনি বুঝতে পারেন??"

হ্যা, কথা এবং কাজের মধ্যে সামন্জ্ঞস্য রয়েছে কি নেই তা একটু খেয়াল করলেই বোঝা যায়।

২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.