নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গাছ কোনো মন্দ কথা বলে না

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪৮



''গাছ কেটো না, গাছ মেরো না, গাছ আমাদের ভাই। মন দিয়ে আজ শোনো সবাই- বলতে শুধু চাই- গাছের মতো এমন ভালো বন্ধু নাই।''

আমরা সবাই ঢাকা থাকি শুধু আমার লাল চাচা গ্রামের বাড়িতে থাকেন। আমাদের গ্রামের বাড়ি অনেক গুলো অনেক রকম গাছ আছে। সব গুলো গাছ অনেক বড় বড়। একদিন লাল চাচা'র টাকার দরকার হলো, তিনি কাউকে কিচ্ছু না জানিয়ে সব গুলো গাছ কেটে বিক্রি করে দিলেন।

এক শুক্রবার আমি আর আব্বা গ্রামের বাড়িতে গেলাম। গিয়ে দেখি উঠান ফাঁকা। একটা গাছও নেই। আব্বা খুব রাগারাগি করলো লাল চাচার সাথে। এই গাছ গুলো অনেক যত্ন নিয়ে লাগিয়ে ছিলেন, আমার দাদা আর আব্বা। লাল চাচার এই কর্মকাণ্ডে আব্বা খুব কষ্ট পেলেন। তিনি রাগ করে বললেন- আমি আর গ্রামের বাড়ি যাব না।
লাল চাচা একদিন আমাকে ফোন করে জানালেন, তিনি আবার নতুন করে অনেক গুলো গাছের চারা লাগিয়েছেন। সারাদিন তিনি গাছের যত্ন নিতে খুব ব্যস্ত। তার খাওয়া-দাওয়া, গোছল, ঘুম সব হারাম হয়ে গেছে। আব্বা যেন একবার গ্রামে গিয়ে দেখে আসে।

গতকাল রাতের স্বপ্ন-
এমন এক জায়গায় চলে গিয়েছি যেখানে কোন গাছ নেই। হঠাৎ করে আমার শ্বাস নিতে কষ্ট হল, মনে হল যেন দম বন্ধ হয়ে যাচ্ছে।খুব কষ্ট হচ্ছে আমার।

তখন দূর থেকে কে যেন বলল, গাছ না থাকলে তো কষ্ট হবেই!
আমি বললাম, গাছ না থাকলে কষ্ট কেন হবে?
গাছ না থাকলে অক্সিজেন আসবে কোথা থেকে? রোদের মধ্যে ছায়া পাওয়া যাবে কোথায়? সমুদ্রের পানি উপচে পৃথিবী ভেসে যাবে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটা সুন্দর করে সাজাবার জন্য- সবুজ একটা পৃথিবী গড়ে তুলতে হবে আমাদের'ই। বোকা মানুষ শুধু টাকা-টাকা করে। আরে... গাছ না থাকলে, পৃথিবী থাকবে না, তখন টাকা দিয়ে কি করবি? আগে তো পৃথিবীটাকে বাঁচাতে হবে।

আমরা একটি সুন্দর বাসযোগ্য সমাজ চাই, যেখানে কোনো মানুষকে আর নির্যাতিত হতে হবে না, আর সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমাদের সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে এক সঙ্গে কাজ করে যেতে হবে, সব অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সাবধান হয়ে যাও, আকাশে ও পৃথিবীতে যা কিছু সব আল্লাহরই ৷ তোমরা যে নীতিই অবলম্বন করো আল্লাহ তা জানেন ৷ যেদিন লোকেরা তাঁর দিকে ফিরে যাবে সেদিন তিনি তাদের বলে দেবেন তারা কি সব করে এসেছে৷ তিনি সব জিনিসের জ্ঞান রাখেন।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৭

সাগর শরীফ বলেছেন: এসব নিজেদের উপলদ্ধির বিষয়। বলা হয়, নিজের ভাল নাকি পাগলেও বোঝে। কিন্তু গাছ আমাদের যে কিছু টাকার থেকেও গুরুত্বপূর্ণ তা আমরা কেন বুঝি না। এটা যতদিন না বুঝব, ততদিন যতই ৩০লক্ষ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হোক, তা হলে পানি পাবে না।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: মানুষকে সচেতন করে তুলতে হবে।

২| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাছ আস‌লে কোন কথাই ব‌লে না। কেবল শু‌নে আর দে‌খে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮

রাজীব নুর বলেছেন: আপনি গাছের সাথে কথা বলুন এবং চোখ বন্ধ করুন, দেখবেন গাছ আপনার কথার জবাব দিচ্ছে।

৪| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৩

আরফীন ইসলাম বলেছেন: ভালো লাগলো।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬

স্রাঞ্জি সে বলেছেন: গাছ লাগান পরিবেশ বাঁচান। এই কথাটি সবাই সেই ল্যান্টু বয়স থেকেই জেনে আসতেছে। তবুও তারা বিবেকহীন। আপনার লাল চাচার মত
যদিও পরে অনুশোচনা করে বুঝতে পারছে। বৃক্ষ কি জিনিস।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: চাচা পরে অনেক গাছ লাগিয়েছে। গাছ গুলো বেশ বড় হয়েছে।

৬| ২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯

অচেনা হৃদি বলেছেন: গাছ আমাদের নীরব উপকারী বন্ধু ।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: এই কথা বললে হবে না। গাছ লাগাতে হবে।

৭| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

জাহিদুল হক শোভন বলেছেন: ভালোই, মন্দ না

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: এখন গাছ লাগান।

৮| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

গাছই সমাধান!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৬

রাজীব নুর বলেছেন: গ্রামে যান ইচ্ছে মতো গাছ লাগান অন্যদেরও গাছ লাগানোর কথা বলুন।

৯| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির কোন ক্ষতি করলে প্রকৃতি মানুষের উপর বড় নির্মম প্রতিশোধ নিতে জানে। মানুষ সেটা সময়মত উপলব্ধি করতে পারেনা। একবার প্রকৃতির রুদ্ররোষে পড়লে তবে টের পায়।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় তারপরও মানূষের শিক্ষা হবে না।
দেখেন না- কিছু দিন পর পর ভূমিকম্প হয়, তবু মানুষ সাবধান হয় না।

১০| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

কাওসার চৌধুরী বলেছেন:


বায়ুদূষণের দিক থেকে সারা পৃথিবীতে ঢাকা শহরের স্থান দ্বিতীয়। তাই নির্মল বায়ুতে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যেন প্রায় ভুলতেই বসেছে ঢাকাবাসী। আচ্ছা, কল্পনা করুন তো ব্যস্ত এই ঢাকা শহরে আপনার বাড়ির ছাদে একটি সুন্দর ছাদ বাগান রয়েছে, প্রতিদিন বিকেলে সেই বাগানে এসে ভিড় করে নানা রঙের পাখি, আর সেই ছাদ বাগানে এক কাপ চা হাতে নিয়ে আপনিই সমস্ত দৃশ্যের একমাত্র দর্শক। ভাবতেই কেমন যেন অদ্ভুত এক ভালোলাগা কাজ করে, তাই না? তবে শুধু কল্পনায় নয়, বাস্তবেও কিন্তু তা অসম্ভব নয়। সবুজ ঢাকা’র কল্যাণে দীর্ঘ ৪ বছর ধরে উত্তর ঢাকার অসংখ্য বাড়ির ছাদে এখন বাগানের দেখা মেলে প্রায়সই। ব্যক্তিগত কাজ সেরে সেই বাগানে নির্মল বাতাস খাওয়ার পাশাপাশি গাছেরও যত্ন নিতে ভুল করেন না কেউ। কেননা, ছাদ বাগানটি যে সাজানো থাকে তার পছন্দের সব গাছ দিয়ে।

ঢাকা আবার বসবাস উপযোগী হোক, রাজধানীবাসী সুখে থাক।

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

রাজীব নুর বলেছেন: বড় ভাই আপনবি এত সুন্দর করে মন্তব্য করেন।
খুব ভালো লাগে।

১১| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫

সামিয়া বলেছেন: ভালো লাগলো

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১২| ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫

করুণাধারা বলেছেন: খুব খারাপ লাগে যখন রাস্তা খোঁড়াখুঁড়ি সময় বড় বড় গাছ কেটে ফেলা হয়। আমার বাড়ির সামনে দুটো বড় বড় গাছ ছিল, রাস্তা খোড়ার কারণে প্রথমে একটা, তারপর দেখি দুটোই কেটে ফেলল!

গাছও যে খারাপ লাগে, তা প্রথম জানলাম এয়ারপোর্ট রোডের কোঁকড়ানো, বিদঘুটে বনসাই গাছ গুলোকে দেখে। জানিনা কার মাথায় এই গাছগুলো লাগানোর কথা প্রথম এসেছিল!

২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.