নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনি দায়ী

২৬ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৪



দেখুন জলাবদ্ধতা তখনই কমবে যখন আপনি সচেতন হবেন,
আপনি ভেবে বলুনতো আপনার বাসার ময়লা পলিথিনে ভরে কোথায় ফেলছেন?
রাস্তার উপর, ড্রেইনের পাশে, খালের পাশে?
ময়লাটা যায় কোথায় বলতে পারেন?
এই গুলার খবরই যখন আপনি আমি রাখি না জলাবদ্ধতা নিয়া হা হুতাশ ও আমাদের সাজে না।
যতদিন আমি/আপনি সচেতন না হচ্ছি, আমি/আপনি আমার ড্রেইনটা কে পলিথিন মুক্ত না করছি,
এলাকার এক মাত্র খালটাকে পরিচ্ছন না রাখছি ততদিন আমি আপনি সবাই কোমর পর্যন্ত পানিতে হেটে যাতায়েত করতে হবে,
যদি বলেন এই গুলা সরকারের কাজ,
সরকার কিন্তু আপনার আমার সচেতনাতা বোধ তৈরি করতে পারবে না।
এটা যার যার নিজের মধ্যে থাকতে হয়।
তাই বলছি হা হুতাশ না করে যা করা দরকার তাই করুন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: যথার্থ বলেছেন - নিজে আগে ঠিক হতে হবে ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: আসুন আমরা ঠিক হই নিজেদের স্বার্থে ।
তা না হলে আমাদের খবর আছে।

২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


বহুতল বিল্ডিং হওয়ায়, দোতালা থেকে শুরু করে, উপরের তলার লোকেরা জলবদ্ধতায় কম ভোগে; এটা সমস্যা হয়ে গেছে

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: কিন্তু রাস্তায় তো সবারই নামতে হয়।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৮

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: এই জলাবদ্ধতার জন্য শুধু সরকার একা দায়ী নয়, নাগরিক হিসেবে আমরা সবাই দায়ী ।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: জ্বী।
এখন আসুন আমরা একটু ভালো হই। সচেতন হই।

৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১০

সূচরিতা সেন বলেছেন: রাজীব নুর ভাই আপনার কথায় পুরোপুরি একমত হতে পারলাম না। সরকারি ময়লা পরিস্কার করার লোক যারা তারা যদি বর্ষা মৌসুম
শুরু হওয়ার আগে বছরে এক বা দুইবার হোল লাইন বা ড্রেন পরিস্কার করতো তাহলেও এতটা ঝামেলা হত না।

২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: সরকার এবং সরকারের লোকজন সংখ্যায় কম। আমরা সাধারন জনগন বেশি। কাজেই আমাদের দায়িত্বও বেশি।

৫| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪১

রাকু হাসান বলেছেন: আমাদের সচেনতা টা খুব জরুরি ,আমরা এগিয়ে আসলে সরকার এগিয়ে যাবে সহজেই । কয়েকদিন আগের ঘটনা ,একটি সিটি শহরের ,

কিছু কাগজ ফেলার জন্য ,চারদিক ডাসবিন খুঁজলাম,পেলাম না । তারপর বাধ্য হয়ে ব্যাগে করে ফিরলাম ,

এগুলো পর্যাপ্ত পরিমাণে রাখা উচিত ।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: দুই বছর আগে সিটি করপোরেশন দুই কোটি টাকা খরচ করে রাস্তার মোরে ডাস্টবিন দিয়েছিল। সব চুরী হয়ে গেছে।

৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:



মানুষ সব কিছুই রাজনীতির মারপ্যাচে ফেলে দেয়। এই দেশে ছাগল মরলেও সরকারের দোষ। শুধু তাই না, *গা দিয়া সব ক্লিয়ার না হইলেও সরকারের দোষ! এমনি কি সেই বিম্পির মহান নেতা গালাগাল করে কহিছেন-

ওই *লার পুতেরা ভোট দিতে যাও না আবার ঠিক *দাও.. উনি আল্লাহ্‌র কাছে বিচারও দিয়েছেন ইহাদের কাণ্ডকারখানা দেখে! আফসোস দিকে দিকে ভাই!

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: জনগণ সচেতন হলে সরকার সচেতন হতে বাধ্য। আবার সচেতন সরকার সচেতন জনগোষ্ঠী তৈরি করতেও ভূমিকা রাখতে পারে। আমরা যেমন আমাদের সরকারগুলাও তেমন।
রোডম্যাপ-প্লান পরিকল্পনা কিচ্ছু নেই! গাড়ি চলছে তো চলছেই....

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: এটা ঠিক বলেছেন আমাদের সঠিক পরিকল্পনার অভাব।
ঢাকাওয়াসার সাথে সিটি করবোপ্রেশন বা অন্য কোনো মন্ত্রনালয়ের সম্বনয় নাই। তাই এক রাস্তা বেশ কয়েকবার ভাঙ্গা হয়।

৮| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:২২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন ভাই। আমাদের আত্মসচেতনতা প্রয়োজন সবার আগে।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:২৫

মো: নিজাম গাজী বলেছেন: জ্বি ভাই অবশ্যই আপনি দায়ী। তবে মুল দায়টা কিন্তু জনপ্রতিনিধিদের উপর বর্তায়। আমি দায়ী,তবে সবচেয়ে বড় দায়ী গাফিলতি ও অসচেতনতা। ভালো বিষয় তুলে ধরেছেন। বাস্তব ও সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নিজাম ভাই।
আপনাদের বাগের হাটের অবস্থা কি?

১০| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের দায় এখন অনেকটাই কম। সরকারের দায় বেশী। খাল দখল সাধারণ মানুষ করেনি। প্রভাবশালীরা করেছে। নদী দখল সাধারণ মানুষে করেনি। প্রভাবশালীরা করেছে। শহরের মানুষ এত অসেচতন হলে কোরবানীর পর ১ সপ্তাহ মানুষ গন্ধে বের হতে পারত না...

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: এই সব প্রভাবশালীদের বিচারের আওতায় আনতে হবে।

১১| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন ভাই, আপনার সাথে একমত। আমরা নিজেরা যদি সতর্ক না হই সবকাজে সরকারকে দোষার তালে থাকি তাহলে কিছুই ঠিকঠাক থাকবেনা।
সুন্দর পোষ্ট

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

১২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ২:১৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: এই ব্যপারটা মাত্র একটা কবিতা পরলাম এখন আপনার এই লেখাটা। ভাল লাগলো।
ব্লগারদের মত যদি সবার মধ্যে নিজ থেকে সচেতনতাবোধ তৈরি হত, তাহলে আমাদের শহরটাই হত সবচেয়ে বাস উপযোগী শহর।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ইবরাহীম ভাই।

১৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৩৬

উদাসী স্বপ্ন বলেছেন: ইউরোপের মতো দেশেই প্লাস্টিকের জন্য সবার হাতে পায়ে ধরতে হয়। কিছু দিন আগে ফ্রি পলিথিন দেয়া বন্ধ করে দিয়েছে। জন গন সচেতন না হলে সরকার আর কত করবে?

পয়েন্ট টা এখানেই। আমাদের দেশটাকে নস্ট করার জন্য আমরাই দায়ী। দুর্নীতি যতটা না আমাদের পিছিয়ে রেখেছে তার চেয়ে পিছিয়ে রেখেছে এ দেশের জন গনের উদাসীনতা। যদিও এই দুর্নীতিটাও আমরাই বেশী করি নেতাদের চাইতে

লেখাটা আরেকটু তথ্যবহুল এবং বড় করে সবার দৃষ্টিতে আনতে পারলে আরও ভালো হতো

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন।
আশা করি কোনো ব্লগার এই বিষয়টা নিয়ে সুন্দর করে লিখবেন।

১৪| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৪১

সিগন্যাস বলেছেন: একদম ঠিক বলেছেন । জনগণ সারা শহরটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে । দুই হাজার সালের আগে নাকি ঢাকায় জলাবদ্ধতা ছিলনা । সেদিন দেখলাম এক স্কুল ছাত্রীর ব্যাগ রাস্তার নোংরা পানিতে পড়ে গেছে আর মেয়েটা ভেউ ভেউ করে কাদঁছে । দেখে ভীষণ খারাপ লাগলো

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: আহারে---
ভুল কথা দুই হাজার সালের আগেও জলাবদ্ধতা ছিল।

১৫| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্র‌তি‌টি মানুষ‌কেই ব্য‌ক্তিগত ভা‌বে সৎ ও দা‌য়িত্বশীল হ‌তে হ‌বে। দে‌শের স্বার্থ সবার আ‌গে।

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৬| ২৭ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: B:-)

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: কি মন্তব্য করেছেন বুঝতে পারছি না।

১৭| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিদেশ পাগলা বলেছেন: জনগণ সচেতন হলে সরকার সচেতন হতে বাধ্য। আবার সচেতন সরকার সচেতন জনগোষ্ঠী তৈরি করতেও ভূমিকা রাখতে পারে
----- জুনায়েদ বি রাহমান ৭ নং মন্তব্য বেশ ভালো লেগেছে ।

ধন্যবাদ------জনাব রাজীব নুর

২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.