নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৫৭

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬



১। এক ব্যক্তি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। ঈশ্বর তার সামনে এলো।
লোকটি জিজ্ঞেস করল, “হে ঈশ্বর, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি?”
ঈশ্বর বললেন “বলো হে বৎস”।
লোকটি বলল “ঈশ্বর, আমাদের এক মিলিয়ন বছর আপনার কাছে কত?”
জবাবে ঈশ্বর বলল “মাত্র এক সেকেন্ড।” লোকটি অভিভূত হলো। সে বলল “তাহলে এক মিলিয়ন ডলার আপনার কাছে কত?”
ঈশ্বর বলল “মাত্র এক পয়সা।”
লোকটি তখন বলল “ঈশ্বর, আমি কি এক পয়সা পেতে পারি?”
ঈশ্বর এবার বলল “অবশ্যই, এক সেকেন্ড…”

২। 'লোটা কম্বল' লেখক- সঞ্জীব চট্টোপাধ্যায়।
আমার পড়া একটি অম্ল-মধুর, হাস্য-রস মিশ্রিত মধ্যবিত্ত ঘরের বর্ণনা সম্বলিত চমৎকার উপন্যাস। দুই খন্ডের বই। প্রায় আটশ' পৃষ্ঠা জুড়ে এর কাহিনীর বিস্তার।
বইয়ের নিজের ভাষায়, "ভেঙে যাওয়া যৌথ পরিবারের পটভূমিকায় দাঁড়িয়ে নিঃসঙ্গ এক পৌঢ়, হিমালয়ের মত যাঁর ব্যক্তিত্ব, অসম্ভব যাঁর আদর্শনিষ্ঠা, আপাত কঠোর যেন প্রুশীয়ান জেনারেল অথচ ভেতরে ভেতরে কুসুম কোমল। আর সেই মানুষটির একমাত্র মাতৃহারা যুবক সন্তান, মাঝে দুই পুরুষের ব্যবধান।
পূর্বপুরুষ উত্তর পুরুষে সঞ্চারিত করতে চায় জীবনের শ্রেষ্ঠ গুণ আর মূল্যবোধ। মানুষের মত মানুষ করে তুলতে চায়।....দুই পুরুষের মূল্যবোধ আর দৃষ্টিভঙ্গির ঠোকাঠুকির মধ্যে আর এক পুরুষ। তিনি বৃদ্ধ মাতামহ। আধ্যাত্মিকতার বাতিটি তুলে যিনি খুঁজে পেতে চান সেই চির-চাওয়া পরমপুরুষটিকে..."

৩। মেয়েদের মাথার ঝরে যাওয়া চুল বিক্রি হচ্ছে লাখ টাকায়, যাচ্ছে বিদেশে। এই চুল বিক্রি করে সংসার চলছে শত শত মানুষের। এক কেজি চুলের দাম ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। চুল সংগ্রহ এবং বেচাকেনা এবং পরচুলা তৈরিকে কেন্দ্র করে নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর প্লাজাসহ ১২টি কারখানায় ১০ হাজার পুরুষ আর ৫ হাজার নারী কাজ করছেন।
চীনসহ বিভিন্ন দেশে এ চুলের রয়েছে অনেক কদর। যা থেকে সরকারও পাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। অভাবী নারীরা চুলের কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়ে উঠছেন।
ঢাকা এবং গ্রামে দেখেছি প্রতিমাসে একজন লোক এসে মা বোনদের কাছ থেকে চুল কিনে নিয়ে যাচ্ছে। ছেলেদের চুল না। শুধু মেয়েদের চুল। তাও আবার চিরুনী দিয়ে আচড়ানোর পর যেটা অবশিষ্ট থাকে সেটাই। এটা নিয়ে একটা নাটকও হয়েছে।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওকে ওয়েট ফর এ সেকেন্ড !!

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

২| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোভাই,

দক্ষিণভারতের রামেশ্বরম মন্দিরে প্রতিদিন কয়েকশো মানুষ মানত করে চুল বিসর্জন করেন। যে চুল পরে মন্দির কতৃপক্ষ বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করে বহু টাকা উপার্যন করে। প্রথমের রম্যটি বেশ ভালো লাগলো।


শুভকামনা রইল।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৩| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২২

তারেক_মাহমুদ বলেছেন: প্রথম গল্পটি সত্যি দারুন।

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

৪| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


গ্রামে, মেয়েরা অবৈধভাবে জিং জিং করলে, তাদের চুল কেটে দেয়া হতো; এখন সেটা আবার চালু করার দরকার?

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: অবৈধ সম্পর্ক অনেকেই করে।
পুরুষদের শাস্তি কি ছিল? নাকি তারা সোনার চামুচ?? শাস্তি হতো না।

৫| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর :#)

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

৬| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

বাকপ্রবাস বলেছেন: প্রথমটা জোশ ছিল

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

হাসান জাকির ৭১৭১ বলেছেন: এক ডলার দিতে ঈশ্বরেরও এক সেকেন্ড লাগে.......

২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

রাজীব নুর বলেছেন: হুম।
লাগে।

৮| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


গ্রামে, পুরুষদেরও ন্যাড়া করে দেয়া হতো; এখন ন্যাড়া করলে, চুলগুলো কাজে লাগবে।

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

রাজীব নুর বলেছেন: এই ধরনের শাস্তি দেওয়া খুব অনুচিত।
আর ন্যাড়া মাথার চুল কাজে লাগে না। যে চুল মাথা থেকে আপনি পড়ে যায় সেই চুল কিনে নেয়। এরকম চুল লাগলে তাহলে সমস্ত সেলুনের চুল তারা নিয়ে যেত।

৯| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই দেশ সাবলম্বী ও ধনী হওয়ার সব উপকরণই আছে। শুধু দরকার দক্ষ, সৎ ব্যবস্থাপনা...

২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: একখান দামী কথা বলেছেন।

১০| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: চুল বিক্রি!! আহা ধুমাইয়া চলতেছে!!

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: জ্বী।

১১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:১৮

এমজেডএফ বলেছেন: একের মধ্যে তিন! ভালোইতো। তিন রকমের স্বাদ পেলাম।
সামুর একজন নিয়মিত পাঠকের প্রতিক্রিয়া

২৮ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৩

সনেট কবি বলেছেন: মোটামুটি ভাললাগল।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

১৩| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর রিভিউ করেছেন, বুঝিয়েছেন চমৎকার।
ভালো লাগলো ভাই

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১

ভ্রমরের ডানা বলেছেন:




হিউমেরাস আনার মত লেখনী আপনার! প্রথমটা খুবই মজার!

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:০৫

রাকু হাসান বলেছেন: লোটাকম্বল একটি মাস্টাপিস লেখা,,ভাল লাগার একটি বই ।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

আমি ব্লগার হইছি! বলেছেন: খুব সুন্দর

২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিসের মধ্যে কি,
পান্তা ভাতে ঘি!!
ওর কি আক্কেল হবেনা কোন দিন।
অপ্রাসাঙ্গিক মন্তব্যের বদনা !!

২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: কার কথা বলছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.