নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৫৮

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:১১



১। নদী কখনও থামে না, কিন্তু মানুষের জীবন হঠাৎ এক সময় থেমে যায় ।

২। আপনি কি বলতে পারেন, স্বর্গ এবং নরকের মাঝামাঝি কি আছে? কিংবা ভালো ও মন্দের মাঝামাঝি জায়গাটা কেমন কিংবা আলো এবং অন্ধকারের মধ্যবর্তী অংশটা কেমন?
কিছু সুশীল মানুষ এই মাঝামাঝি অবস্থানকে বলেন " নিরপেক্ষতা"

৩। প্রেমিকাঃ ওহ আমার কুত্তা কেমন আছিস তুই ???
প্রেমিকঃ আমি ভালো আছি !!! তুই কেমন আছিস কুত্তি ???

৪। চলুন নামাজ পড়ে সবাই দেশটার জন্যে দেশের মানুষের জন্যে দোয়া করি।

৫। আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে
বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে...

৬। বিশ্বের সব চেয়ে সফল মানুষ গুলোর ৫০% এ প্লাস পাওয়া দুরের কোথা হায়ার সেকেন্ডারি পরীক্ষাও দেয় নাই। তাদের সাফল্যের চাবি কাঠি ছিল একটা মাথায় পোকার মত ঢুকে থাকা স্বপ্ন, হাজার বার হেরে যাওয়ার পরেও সেই স্বপ্নকে নিয়ে ফাইট করে যাওয়া এবং এবং নিজের সিমাবধ্যতা গুলো খুজে বের করে তার জন্যে নিজেকে ট্রেইন করা।

৭। পরিবেশ সম্পর্কে সচেতন হউন, বৃক্ষ রোপন করুন এবং অন্যকে বৃক্ষ রোপনে আগ্রহী করুন।

৮। ভালবাসা সব রোগের মহৌষধ। ভালবাসলে কোলেস্টেরল কমে যায়।যারা ভালবাসার কথা লেখে বা শোনে তাদের শরীরেও কোলেস্টেরলের মাত্রা কমতে থাকে। যারা ভালবাসে না, তারা এই উপকারিতা পায় না।

৯। অতিরিক্ত লবণ খেলে রক্তচাপ বেড়ে যায়। উচ্চরক্তচাপ হূদরোগের প্রধান কারণ।কী খেতে হবে, কোন খাদ্যদ্রব্য স্বাস্থ্যের জন্য ভালো, এটা জানা যেমন গুরুত্বপূর্ণ, কতটুকু খেতে হবে সেটা নির্ধারণ করাও তেমন গুরুত্বপূর্ণ।

১০। স্ত্রীঃ "শুনো, ডাক্তার বলেছে, আমার অনেক রেস্ট দরকার, বিনোদন দরকার... তাহলে আমার স্বাস্থ্য ভালো হবে।তিনি বলেছেন, আমাকে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যেতে, দামি দামি রেস্টুরেন্টে খাওয়াতে... মুভি দেখতে নিয়ে যেতে শপিং এ নিয়ে যেতে... তো আমরা প্রথমে কই যাবো?"
.
.
.
.
.
স্বামীঃ "আরেক ডাক্তারের কাছে" ।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: 4 ও 7 নম্বর এই দুটো বুঝলাম না ভাই!

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: আমিও বুঝি না।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

৮ নাম্বারটা আমি করি! আমার ব্লাড কোলেস্টেরল কমবে তাহলে!

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

৩| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: ১০ নম্বরের উত্তর নেপাল

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১

রঞ্জন রয় বলেছেন:

=p~

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ?

৫| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

জোবাইর বলেছেন: শুধু নামাজ পড়ে দেশটার জন্য দোয়া করলে কোনো লাভ হবে না।—এটা প্রমাণিত সত্য =p~
নিজে সৎ ও দেশপ্রেমিক হয়ে দেশের জন্য কাজ করলেই দেশের উন্নতি হবে।—এটাও প্রমাণিত সত্য।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

বিদ্যুৎ বলেছেন: যারা আলো আর অন্ধকারের মাঝে কেমন অথবা ভাল মন্দ, সত্য মিথ্যার মাঝে কেমন জানেনা কিন্তু বলে তারা নিরপেক্ষ, তারা আসলে নিরপক্ষ নয় নিরক্ষর! ধন্যবাদ আপনাকে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: সরকারের ভালো দিকগুলো তুলে ধরলে হয় দালাল আর সরকারের বিপক্ষে কথা বললে প্রতিবাদী!

কী আজিব চিন্তা-ভাবনা!

৭| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৪৭

মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: কিছু কথা অমৃত

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: ১০ নং আমি সেন্ট মেরিনার কথা বলবো, অথবা গোয়া যাবো।

শুভকামনা প্রিয় ছোটোভাইকে।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: আহা !!

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মাঝামাঝি বা মধ্যম ব্যাপারটি আগ্রহী করে তুলেছে। যে খারাপ চায় না অথচ খারাপ করে ফেলে, ভালোর চেষ্টা করে ভাল হয়ে যায়। তাকে বিবেচনা করা হয় মাঝামাঝি মিসেবে। যে পাপ করে শাস্তি পাবে এবং ভাল কাজের জন্য পুরষ্কার পাবে, সে দুটো মিলেই মাঝামাঝি এক রকম মানুষ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.