নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ঘটনা

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৬



সময় দুপুর দুইটা।
কমলাপুর রেলস্টেশনের কাছে দাঁড়িয়ে আছি। যাবো মগবাজার মোড়ে। বাস নাই। পায়ে ব্যথ্যা তাই হেঁটেও যাওয়া সম্ভব না। পকেটে টাকা আছে মাত্র তিন শ'। কোনো রিকশাওয়ালা কমলাপুর থেকে মগবাজার যাবে না ১৫০ টাকার কমে। অথচ বাসে ভাড়া দশ টাকা। দশ টাকার ভাড়া ১৫০ টাকা দিয়ে যেতে ইচ্ছা করে না। কি করবো বুঝতে পারছি না! সারা শরীর ঘামে ভেজা। ক্ষুধাও লেগেছে খুব। পল্টন থেকে কমলাপুর হেঁটেই এসেছিএকটু আগে। পকেটে আছে ৩০০ টাকা। সকালে ৫০০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি। অলরেডি দুই শ' খরচ হয়ে গেছে।

এক বুড়ো রিকশাওয়ালা হঠাত আমার সামনে এসে বললো- কই যাবেন? উঠেন? যা ভাড়া দিয়েন? আমি বললাম, মগবাজার মোড়ে যাবো। ৮০ টাকা দিব। বুড়ো রিকশাওয়ালা বলল- উঠেন। আমি রিকশায় উঠে বসলাম। তারপর ভালো করে লক্ষ্য করে দেখি, রিকশাওয়ালা খুব বুড়ো। সে রিকশা টানতেই পারছে না। খুব বেগ পেতে হচ্ছে তার। একদম কুঁজো হয়ে গেছে। বুড়ো রিকশাওয়ালাকে দেখে আমার খুব মায়া লাগলো। একরকম অপরাধ বোধে ভূগতে থাকলাম। আমার বাপে চেয়ে বেশি বয়স হবে বুড়োর। মনে মনে ভাবছি দেশ উন্নয়নের মহাসড়কে অথচ এদের কোনো উন্নতি হয় না। আমি বুড়োকে বললাম, সরকার বয়স্ক ভাতা দিচ্ছে জানেন নাকি? বুড়ো হাপাচ্ছে কথা বলার শক্তি তার নাই।

আমি রিকশা থেকে নেমে পড়লাম। আমার পক্ষে এই রিকশায় যাওয়া সম্ভব না। পকেটে থাকা তিন শ' টাকা দিয়ে দিলাম বুড়ো রিকশাওয়ালাকে। তারপর একবারও পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলাম দ্রুত। হাঁটতে হাঁটতে মগবাজার মোড়ে আসলাম। টানা ৫৫ মিনিট হাঁটলাম। প্রচন্ড কষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা খুব ক্ষুধা লেগেছে। বাসায় ফিরবো সন্ধ্যা সাত টায়। ক্ষুধা লাগলে আমার মাথা কাজ করে না। আর মেজাজ থাকে প্রচন্ড গরম হয়ে। তখন অযথাই মানূষের সাথে চিল্লাচিল্লি করি। এখন আমার পেট ভরে খেতে হবে। কথায় আছে পেট ভরে খেলে পিঠ ভরে সহা যায়।

শূন্য পকেটে মগবাজার মোড়ের 'ডি তাজ' হোটেলে ঢুকলাম। ইচ্ছা মতো খেলাম। পাগলের মতো খেলাম। ভাত, রুই মাছ, করলা ভাজি, ডাল। পরে আবার ওয়েটার খাসির মাংস নিয়ে আসছে। সেটাও খেলাম। কোক খেলাম। বিল হলো- ৩৫৫ টাকা। ক্যাশের ম্যানেজার আমার পরিচিত। আমি হাত তুলে বললাম পরে। ম্যানেজার হেসে দিলো। ম্যানেজারের কাছ থেকে বিশ টাকা নিয়ে ওয়েটারকে দিলাম। হোটেলের পাশে সিগারেটের দোকান আছে। আমার খুব পরিচিত দোকান। সে-ও রিকশাওয়ালার মতো বুড়ো হবে। ১০টা বেনসন সুইস সিগারেট নিলাম বাকিতে। সিগারেটে একটা লম্বা টান দিতেই মনে হলো আমি একজন সুখী মানুষ।

মন্তব্য ৫৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেইরাম কাম করছেন!


লাইভ হিমু ;) হা হা হা

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: লাভ ইউ টু বিদ্রোহী ভৃগু ।

২| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: কিছু বলার নাই ভাই। +++++++

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

সাইন বোর্ড বলেছেন: হোটেলে বাকীতে খেতে পারা মন্দ না, এত বুড়ো মানুষের রিক্সায় উঠতে অামার বিবেকে বাঁধে ।

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: এই রকম বুড়ো রিকশাওয়ালার সংখ্যা অনেক।

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা। তিনশো টাকা বয়স্ক রিক্সাচালকে দিয়ে বাকিতে মটনযোগে আহার ওয়েটারকে বকশিস ও বেনসন সিগারেটে সুখ টান দিতে দিতে নিশ্চিন্তে বাড়ি। আমার ভায়ের মহানুভবতায় মুগ্ধ হলাম।

শুভকামনা রইল। ( গততিনদিন আমি ভয়ানক ব্লগিং সমস্যায় পড়েছিলাম। আজ এরকম দেখতে দেখতে পুরানো পোষ্টের এডিট পোষ্ট করে দেখছিলাম পোষ্টের সমস্যা আছে কিনা। তখন আমার ডিলিট অপশনটাও ছিলনা। অবশেষে সমস্যা মিটে গেছে। আমিও পোষ্টটি তুলে নিয়েছি। )

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
আমি বুঝতে পেরেছিলাম এরকম কিছু একটা হয়েছে।

৫| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

রাকু হাসান বলেছেন: এত বৃদ্ধ একটি মানুষ ,দেখতেই খারাপ লাগছে । আপনার অন্যের প্রতি দয়া দেখে খুব ভাল লাগলো ,নেমে গিয়ে খুব ভাল করলেন। সে জন্যই হয়তো সুখি মানুষের মত নিশ্বাস টা নিতে পারছেন । এঁদের উন্নয়ন দরকার ,ধনীরা ধনী হচ্ছে এ সমাজে ।

ভাল থাকুন সব সময় ।

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন।

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: সুখ আর সুখ।

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: জ্বী।

৭| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৭

হাঙ্গামা বলেছেন: বিশ্বাস করবেন না ....... চরম মজা পাইছি লেখাটা পড়ে।
দারুন দারুন :) দুপুরে আমার খাবারের মেনুটা ভালো ছিলো না.....
তাই আপনের মেনু পড়ে ক্ষুধাটা নড়ে উঠলো।

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: হা হা হা
ভাল থাকুন।

৮| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


জামাত শিবির চেষ্টা করছে, দেশ যাতে পাকিস্তানের চেয়ে খারাপ থাকে; আওয়ামী লীগ চেষ্টা করছে, সম্পদ যেন ওদের দখলে থাকে, বিএনপি তাদের আগের সম্পদ রক্ষায় ব্যস্ত; বাকীরা আপনার দেয়া রিকসার ড্রাইবার।

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

রাজীব নুর বলেছেন: কথা কিন্তু খারাপ বলেন নাই।

৯| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বাহ্!
আপনি তো আসলেই সুখি......

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।
দোয়া করবেন। যেন এইভাবেই সুখী থেকে একদিন মরে যেতে পারি।

১০| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

ক্স বলেছেন: নিন, আন্দোলনের সুফল এখন ভোগ করুন। এই আন্দোলন না হলে আপনার পকেটে থাকত ২৯০টাকা। আর এখন উল্টো দেনা হলেন ৩৬৫ টাকা। মজা লাগেনা?

ছাত্ররা তো মজায় আছে। কিন্তু আমরা অফিসে না গেলে অফিসের কাজকর্ম চলবে কি করে? মাসশেষে বেতনের টাকা কোত্থেকে আসবে? সব কিছু তো সহ্য করেই নিয়েছিলাম। এরা আবার বাগড়া বাঝাতে গেল কেন?

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১১| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আজকাল রাস্তায় বেরুলেই বুড়ো রিক্সাওয়ালা বেশি চোখে পড়ে। বয়স্ক রিক্সাওয়ালার সংখ্যা কি বেড়েছে? তাঁদের ছেলে-পেলেরা ঠিক মত ভাত দিচ্ছে না বলে কি তাঁদেরকে আয়ের জন্যে পথে নামতে হচ্ছে?

আচ্ছা, রিক্সাওয়ালাদের রিটায়ার্ডের বয়স কত? প্রশ্নটা অনেক দিন ধরে কুড়ে কুড়ে খাচ্ছে।

রিক্সাওয়ালাকে ৩০০ টাকার ঘটনা পড়ে চোখে পানি এসে গিয়েছিলো। আপনি সত্যিই সুখী মানুষ।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করেছেন।

১২| ০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:
আপনার মত রসিক মানুষের এই হাল দেখে খুবই খারাপ লাগছে। সিগ্রেটে কিছু কাটছাঁট করেন!

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন সিগারেট টা বাদ দেওয়া উচিত।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

চাঙ্কু বলেছেন: আপনার খাওয়ার বর্ননা শুনে এখন আমার ভাত খাইতে ইচ্ছা করতেছে :(

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আজ খাবেন দুপুরে।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১১

সনেট কবি বলেছেন: অনেক ভাল লেগেছে।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

প্রামানিক বলেছেন: মানবিকতার গল্প। ভালো লাগল।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মটু পাতলু' র কার্টুন' র মত মটুর সমুচা না খেলে মাথায় কাজ করে না, আপনার ও কি তাই?

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: হা হা হা ----
না না তা না।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৬

গেদা (Geda) বলেছেন: খুব ভালো লেগেছে আপনার লিখাটা । আপনার প্রতি শুভ কামনা রইলো ।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১৮| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল করেছেন

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯

রক বেনন বলেছেন: আপনি যেটা করেছেন সেটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো কাজ। কিন্তু অনেক রোদ বা খুব বেশি বৃষ্টি হলে মাঝে মাঝে রিক্সাওয়ালারা এমন আচরণ করেন তখন খুবই খারাপ লাগে। ভেবে দেখুন এই বুড়ো রিক্সাওয়ালা যদি ৮০ টাকায় যেতে পারেন তবে অন্য একজন শক্ত সমর্থ রিক্সা চালক কেন একই ভাড়ায় যেতে পারবে না? আসলে সমস্যা আমাদের মানসিকতায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষই আসলে নীচ আর জঘন্য মানসিকতার।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ হয়ে পড়ে অমানবিক।

২০| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৭

ভাইয়ু বলেছেন: ভালো কাজের প্রশান্তিটাই আলাদা

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধনবাদ। ভালো থাকুন।

২১| ০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৬

কানিজ রিনা বলেছেন: বুড়ো রিক্সা ওয়ালা দেখে উঠুন কারন
ওরা হয়ত সন্তানদের থেকে বঞ্চিত বা
খাদ্য অন্যেশন নাই। পারলে দশ বিশ টাকা
বেশী হাতে দিলে চলবে সামর্থ অনুযায়ী।
খুব ভাল কাজ করেছেন। অসহায়কে দান
করার মত সুখ আর নাই। অসংখ্য ধন্যবাদ।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২২| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
দেশের যে পরিস্থিতি এর জন্য সরকার দায়ী।

অনেক বৃদ্ধ জীবিকার তাগিদে কষ্টের পথ বেছে নেয়।
তারা খয়রাত করে না।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: সব দোষ সরকারকে দিলে চলবে না।

২৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৬

স্বীকৃতি প্রসাদ বড়ুয়া বলেছেন: ভালো লাগলো। আমাদের যাও আছে, অন্যের তাও নেই। এই কথাটা যদি যাদের হাজার হাজার কোটি টাকা আছে তারা বুঝতো। আর আমাদের বিদেশে যেয়ে চাকরি বাকরি খুঁজতে হতো না। ভালো লাগলো।

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

২৪| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: মানবতা, মানবিক বোধ খুব সুন্দর ফুটে উঠেছে।

উন্নয়নের নামে আই ওয়াশ নয়, প্রকৃত উন্নয়ন প্রয়োজন দেশের, দেশের প্রতিটি মানুষের।

+++++++

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: সহমত।

২৫| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৫

Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৬

Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো

২৭| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো

২৮| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪

আরণ্যক রাখাল বলেছেন: আমার মজা লেগেছে। এটা হয়তো ডার্ক হিউমর।
লিখেছেন ভালোই

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
ধন্যবাদ।

২৯| ০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: মানবিক পোষ্ট ।তবে শেষে আবার ধোঁয়াশার কি দরকার ছিল ?

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: ধোঁয়াশা কই? সব তো দিনের আলোর মত পরিস্কার।

৩০| ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

যবড়জং বলেছেন: @বিদ্রোহী ভৃগু সাহেব হিমু বলেছেন আমিও তাই বলছি । তবে ধোয়াটা কমিয়ে দিলে ভালো হয় হিমুমনাদের প্রতি মমতাবোধ অনুভব করি ।।

০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: জ্বী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.