নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভয়

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬



ইদানিং আমার খুব ভূতের ভয় হয়েছে।
এক সময় গ্রামে মধ্যরাত্রে একা পুকুর ঘাটে বসে থেকেছি, শ্মশান এবং কবরস্থানে আড্ডা দিয়েছি সারারাত। কখনও কিছু টের পাইনি। বয়স হচ্ছে ভয় বাড়ছে। সুরভি গিয়েছে তার বাপের বাড়ি। বাসায় আমি একা। ঘুম নাই ভাবলাম মুভি দেখি। ছাড়লাম ভূতের মুভি। 'Dabbe' নাম। ভয়াবহ মুভি। মুভি দেখে আমার কলিজা নড়ে গেছে। ভয়াবহ একরাত পার করছি। মনে মনে ভেবেছিলাম, সকালের আলো আর দেখা হবে না।

আজকাল হঠাৎ মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়।
তখন, সামান্য টিকটিকি'র ডাকে বুকটা কেঁপে ওঠে। ঘরে দরজার কাছে মড়মড় শব্দ পাই। একটা শীতল বাতাস বয়ে যায়। রাস্তায় অনেক গুলো কুকুর একসাথে ঘেউ ঘেউ করে ওঠে। তখন বুকটা কেমন কেঁপে ওঠে। মনে হয়, কারা যেন ফিসফিস করে কথা বলছে। কেমন একটা ষড়যন্ত্রের গন্ধ পাই। গা'টা কেমন ছমছম করে ওঠে। অজানা এই ভয়টা খুব মারাত্মক।

গতকাল রাতের ঘটনাটা বলি-
ভয়ানক একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙ্গে গেল। মোবাইলে সময় দেখলাম- ২ টা ৫৫ মিনিট। গলা শুকিয়ে কাঠ! পানি খাবো। ফ্রিজ খুলে পানির বোতল বের করার সময় মনে হলো- কেউ একজন আমার পেছনে দাঁড়িয়ে আছে। বুড়ো মতো একটা লোক। আমি তার নিশ্বাঃসের শব্দ পাচ্ছি। এই আমি সামান্য ব্যাপারেই ভয়ে কাত হয়ে যাচ্ছি। কিন্তু একসময় সারারাত আলাশের দিকে তাকিয়ে একা ছাদে কাটিয়ে দিতাম। বয়স বাড়লে মনে হয় মানূষের সাহস কমতে থাকে।

এর আগের দিনও হুট করে ঘুম ভেঙ্গে গেল। তখন রাত প্রায় তিনটা। ওয়াশরুমে গেলাম। মনে হলো কমোডে বুড়ো মতোন কেউ একজন বসে আছে। সে এখন'ই আমার গলায় ছুরি চালাবে। কেন এমন হচ্ছে? নাকি আমি কিছু দিনের মধ্যেই মরে যাবো। মৃত্যুর আলামত হিসেবে ভয় পাচ্ছি। এখন আমি মরতে চাই না। আমার অনেক কাজ বাকি আছে। হে প্রভু আমাকে এখন নিও না।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

বলেছেন: আমি মনে করি আপনি ডাপ্রেসেশন--বিষণ্নতায় ভুগছেন,
ভয় কে দুর কর হে সুজন

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: কিছুতেই ভয়টা দূর করতে পারছি না।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


ভুত ব্লগিং শেখার জন্য ওস্তাদ খুঁজছে

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:

ভূতকে ব্লগে চালান দেন!



=p~

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: হা হা হা

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাঁদগাজী বলেছেন:

ভুত ব্লগিং শেখার জন্য ওস্তাদ খুঁজছে

=p~ =p~ =p~ =p~

বহুদিন পর সেইরাম হাসালেন চাঁদগাজী ভায়া :)

ভাই রাজীব আপনি ডাঃ এর কাছে যান।
আপনার দ্রুত ভয়ারোগ্য কামনা করছি।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: ডাক্তারের কাছে যাব না।
ডাক্তারের কাছে গেলেই এক গাধা টেস্ট দিবে।
দুনিয়ার টাকা খরচ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

কলাবাগান১ বলেছেন: সুরভী ভাবী নাই তাই রোজির ভুত..

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

না তা না।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার যদি সত্যি এই অবস্থা হয় ,তাহলে আপনি মানসিক কোন সমস্যায় ভুগছেন ।দেরি না করে সাইয়াকিট্রিস্ট দেখান ,নাহলে ভয়াবহ সমস্যা হতে পারে ।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: নিজের সমস্যা নিজেই দেখি দূর করতে পারি না।
না পারলে শেষে ডাক্তার তো আছেই।

৭| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:

:-B

মন্ত্রতন্ত্র শিখেন ভাল করে।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: কোনো মন্ত্র জানি না।

৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: একি!! ভূত মানেতো এবার সিগন্যাসভাইকে ডাকতে হবে ।

যাই তাহলে ওনার বাড়িতে খবর দিই, একটু এপাড়াতে ঘুরে যেতে বলি।


শুভকামনা রইল।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ''ভয়'' ব্যাপারটা খুব খারাপ।

৯| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
৪৫ বছর অপেক্ষায় আছি ভুত দেখবো বলে।

আপনার মতো ঠিক এই মুহূর্তে আমিও একা আছি কুয়ালালামপুরের বাসায়।
ছেলে-মেয়ে ও তাদের মা দেশে বেড়াতে গছে।
আমি একা আছি।

রাত প্রায় ১২ টা বাজে।
দেখি আজ আপনার এই লেখা পড়ে ভুতের দেখা পাই কিন।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: মালোশিয়াতে ভূত নাই।
দেশে ভূত আছে।

১০| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

স্রাঞ্জি সে বলেছেন:

@লেখক বলেছেন: কোনো মন্ত্র জানি না।

তান্ত্রিকের অভাব নাই বঙ্গে.....

ভাল থাকুন।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: তান্ত্রিক বিশ্বাস করি না।

১১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

Mohammad Israfil বলেছেন: মুভিটা দেখা শুরু করলাম। যা হবার হবে।
আপনার জন্য দোয়া রইল। সৃষ্টিকর্তা আপনাকে রক্ষা করুক।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: অদৃশ্য-বুড়োফোবিয়া!
আপনি দুএকটা একশান মুভি দেখুন। সাহস পেতে পারেন। দেখার সময় নিজেকে কল্পনা করুন নায়ক হিসেবে। দেখবেন নিজের বুকের ছাতি দশ হাত হয়ে গেছে।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: ভালো পরামর্শ।

১৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

আখেনাটেন বলেছেন: কবিরাজ বাবার অাশির্বাদ নিন। লক্ষণ সুবিধার ঠেকছে না।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: কোনো বাবার উপর আস্থা নাই।

১৪| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১১

জাহিদ অনিক বলেছেন: ভয় হয় খুব ভয় হয়--

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ভয়কে জয় করতে হবে।

১৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

তারেক ফাহিম বলেছেন: একটি ভুতড়ে নিক খুলুন।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: এই সব ভালো লাগে না।
একটা নিক নিয়েই সামলাতে পারি না।

১৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

প্রামানিক বলেছেন: ভূতের তাবিজ নিতে হবে।

১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: তাবিজ কবজ বিশ্বাস করি না।
আমি আধুনিক মানুষ।

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

মাহমুদুর রহমান বলেছেন: বয়স হচ্ছে ভয় বাড়ছে
বয়স যত বাড়তে থাকে মানুষ তত ছোট হতে থাকে।
আয়াতুল কুরসি পড়ুন,ঘুমানোর আগে ঘুম থেকে উঠে।আর ওয়াস রুমে,যাওয়ার সময় পড়বেন,"আল্লাহুম্মা ইন্নি আউ'যুবিকা মিনা খুবসি ওয়াল খবাইস।" আশা করি আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে।

১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর পরামর্শ দিয়েছেন।

১৮| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২

মাহমুদুর রহমান বলেছেন: *মিনাল খুবসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.