নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দৌড়

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩০



শুক্রবারের ঘটনা।
দুপুরে ভাত খেয়ে বিছানায় যেতেই শুনলাম পাশের বাসায় খুব কান্নাকাটি হচ্ছে। মনটা খুব খারাপ হলো। নিশ্চয় রফিক চাচা মারা গেছেন। শুনেছি তিনি খুব অসুস্থ। অথচ গত সপ্তাহে তার সাথে বাজারে দেখা হয়েছিল। দুই হাত ভরতি বাজার তার। আমাকে জোর করে ধরে চা খাওয়ালেন। নানান রকম গল্প করলেন। খুব ভালো লোক তিনি। সহজ সরল মানুষ।

আমিও একদিন মরবো। মৃত্যু একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও নিত্যনৈমিত্তিক। তবু প্রতিটি মৃত্যুই যেন মানুষকে কিছু বলতে চায়। মৃত্যু নিয়ে ভাবতে-ভাবতে সিড়ি নিচে নামতেই এলাকার দু'টো ছেলের সাথে দেখা। তাদের বললাম, যাও মসজিদ থেকে খাট নিয়ে আসো। রফিক চাচা মারা গেছেন। হুজুরকে বলো- মাইকে যেন ইমাম সাহেব একটা ঘোষনা দিয়ে সবাইকে জানিয়ে দেন।

রফিক চাচার ঘরে ঢুকেই দেখি তার দুই ছেলে মেয়ে খুব কাঁদছে। দশ বারো বছরের দু'টো ছেলে মেয়েকে কাঁদতে দেখে খুব মায়া লাগছে। তাদের কি শ্বান্ত্বনা দেব আমি? এই রকম পরিস্থিতিতে আমি একেবারেই সামাল দিতে পারি না। তবু ছেলেমেয়ে দু'টোর মাথায় হাত রেখে বললাম, কান্না করো না। আল্লাহর কাছে দোয়া করো। সবাইকেই একদিন চলে যেতে হয়।

এমন সময় আমাকে প্রচন্ড অবাক করে দিয়ে- পাশের ঘর থেকে রফিক চাচা ঘরে ঢুকলেন। ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? কান্নাকাটি কিসের? ছেলে মেয়ে দু'টো বাবাকে জড়িয়ে ধরে বলল- টিকটিকি দেখে খুব ভয় পেয়েছি বাবা। তাই কান্নাকাটি করছি। রফিক সাহেব বললেন, টিকটিকি ভয় পাওয়ার কিছু নেই। খুবই নিরীহ প্রানী।

আমি আস্তে করে, চোরের মতোন সিড়ি দিয়ে নিচে নেমে এলাম। ছেলে দু'টো আমার কথা রেখেছে- নিচে নেমেই দেখলাম মৃত মানুষের গোছল করার খাট। শুনতে পেলাম, মসজিদের মাইকে ইমাম সাহেব বলছেন, অদ্য এক ঘটিকায় রফিক সাহেব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে।

আমি দৌড়াচ্ছি। রফিক সাহেব আমার পেছনে। তার হাতে একটা লাঠি। তিনি চোখ মুখ খিচিয়ে আমাকে তাড়া করেছেন। আমি ঝেড়ে দৌড়াচ্ছি। আমি জানি, রফিক চাচা আমার সাথে দৌড়ে পারবেন না। ছোটবেলায় স্কুলে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে একটা কাঁচের প্লেট পুরস্কার পেয়েছিলাম।

মন্তব্য ৬৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: তার পরে কী হল?? চাচা ঠিক কতটা ধাওয়া করলো??

হা হা হা।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: দাদা এই হলো অবস্থা।

৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

রাকু হাসান বলেছেন: পড়লাম

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: খুবই কষ্ট পেলাম ভাই। মৃত্যু আসলে মজা করার বিষয় না। আপনার লেখাটি পড়ে ফেসবুকের একটি পোস্ট এর কথা মনে পড়ল। ছবি তুলে কি হবে একদিন তো মরেই যাব। একদিন তো মরেই যাবো এটাকি আসলে মজা করার জিনিস?

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: মানুষের আগে টাকা পয়সা হলে- বাড়ি কিনত, জমি কিনত , গাড়ি কিনত কিন্তু
এখন টিভি চ্যানেল বানায়, বুদ্ধিজীবী কিনে, সাংবাদিকদের চামচা বানায়, ব্লগার কিনে- বউ কিনে....

৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভৌতিক !!!!

১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: একটুও না।

৬| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

নির্বাসিত কবি বলেছেন: কেমিস্ট্রি ভাল হইছে :)

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনি অনেক স্বপ্ন দেখেন?

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।
কিন্তু আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি।
আবার বেশির ভাগ স্বপ্নই জেগে থেকে দেখা।

৮| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

স্রাঞ্জি সে বলেছেন:

ইহা নির্ঘাত স্বপ্ন।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: প্রিশু।

৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার হয়েছে। কিন্ত গল্প আর গুজব যে এক নয় তা কিভাবে বুঝাবেন মানুষকে?

সাবধানে থাকুন কেউ যেন না বলে গুজবে কান দিবেন না।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: গুজব ছড়িয়ে যাদের লাভ আছে তারাই গুজব ছড়ায়।

১০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

তারেক ফাহিম বলেছেন: এখনো দৌড়ের উপর আছেন B-)

খুব হাসি পাচ্ছিলো।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: হাসুন। হাসা ভালো।

১১| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

জাহিদ অনিক বলেছেন: লেখাটা আগেও পড়েছিলাম---
আপনার এই লেখাটার সাথে আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই এর শুরুর দিকে কিছুটা মিল আছে। সেখানে বল হয়- রণজু ঘুমিয়েছিল, স্বপ্নে দেখেছে তাঁর বাবা মারা গেছেন। এরপর ঘুম থেকে উঠে খবর পায় তাঁর পাশের বাসার এক লোক পুলিশের গুলিতে মারা গেছেন।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই। ভালো থাকুন।

১২| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫১

কাওসার চৌধুরী বলেছেন:



অনেক মজা পেলাম পড়ে; ভাল লেখেছেন রাজীব ভাই।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ বড় ভাই।

১৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

আখেনাটেন বলেছেন: এটা মৌলিক গল্প নয়। কোথাও থেকে টুকে দিয়েছেন। রেফার করা দরকার।

১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: এটা মৌলিক গল্প।
পুরোটাই আমার মাথা থেকে বের হয়েছে।

১৪| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রতিটি মৃত্যুই কষ্টদায়ক। মৃত্যুকে নিয়ে রসিকতা করা ঠিক না।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: সঠিক কথা বলেছেন।

১৫| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

সুদীপ কুমার বলেছেন: রফিক সাহেব উল্টো দিকে দৌড়াচ্ছেন তবে পিছনে থেকেই।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৬| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

নীলপরি বলেছেন: দারুণ :)

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১২

ইফতেখারুল মবিন বলেছেন: গল্পটার প্রথম অংশটা পড়েই আমার মনে খটকা লেগেছিলো!আর খটকাটাই সত্যি হলো!
খুব মজা পেলাম!

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।

১৮| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৩

অচেনা হৃদি বলেছেন: ওয়াও! আপনার দৌড়ানির স্টাইলটা সেরকম! আমি শিউর উসাইন বোল্টও আপনার নাগাল পাবে না! ;)

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ছোটবেলা দৌড়ে ভালো ছিলাম।

১৯| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই ধরণের লেখা মনে হয় আগে একবার পড়েছিলা। যা হউক মৃত্যু নিয়ে কোন লেখা পড়লে নিজের ভিতরে ভাবাবেগ চলে আসে।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: মৃত্যুর কথা আমার মনেই থাকে না।

২০| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৫

আরণ্যক রাখাল বলেছেন: হা হা।
দারুণ লিখেছেন।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২১| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

মাহমুদুর রহমান বলেছেন: কিছু গল্পে ফিনিশিং হয় না কিন্তু রেশ ঠিকই রয়ে যায়।
এই গল্পে এর ব্যাতিক্রম দেখছি না।ভালো লেগেছে ভাই।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

২২| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: not good not bad

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৩| ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২

শাহারিয়ার ইমন বলেছেন: আপনার নামে মানহানি মামলা দেয়া উচিত :P

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: করেন মামলা।

২৪| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দৌড়ান দৌড়ান

++

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: দৌড়ের উপরেই আছি।

২৫| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

সেতু আমিন বলেছেন: অনেকক্ষণ হাসলাম।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৬| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

কাইকর বলেছেন: সুন্দর

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কাইকর।

২৭| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২২ নং মন্তব্যের সাথে সহমত।

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৮| ১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৯

রক বেনন বলেছেন: ভদ্রলোকের তো আয়ু বাড়িয়ে দিলেন!!

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: জ্বী।

২৯| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দৌড়ের প্রাকটিসটা তাইলে রাখতেই হয়! কি বলেন ভাই??

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: দৌড় শিখে রাখা ভালো।

৩০| ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

দীপঙ্কর বেরা বলেছেন: বাহ
বেশ

১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩১| ১২ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

মামুন রেজওয়ান বলেছেন: গুজবের বিড়ম্বনা শব্দটা এই গল্পের ক্ষেত্রে মানানসই।

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩২| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

দূর পাহাড়ে বলেছেন: খানিকক্ষণ হাসলাম নূর ভাই, তবে জিজ্ঞাসা ছিল- দৌড় কি ইহকালে থামবে?

১২ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: মৃত্যুর আগে এই দৌড় থামনে না।

৩৩| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৯

রাকু হাসান বলেছেন:



আবার আসলাম ভাইয়া তখন ভাল করে মন্তব্য করতে পারিনি ,টিকটিকি দেখে ভয় পেয়ে কান্না করা ,তার পর রফিক চাচার ঘরে প্রবেশ,এক সময় আপনার প্রস্থান ,উপস্থাপন ভাল হওয়ার হাসি পেয়েছে । B-)

১৩ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.