নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হাতি

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪



প্রানী জগতের মধ্যে হাতী আমার সবচেয়ে প্রিয় প্রানী। কি বিশাল প্রানী অথচ কোনো অহংকার নেই। হাতীকে কেউ না রাগালে সে কখনও রাগে না। ঢাকা শহরের রাস্তায় একটা হাতীকে প্রায়ই দেখা যায়। এই হাতীর পেছন পেছন আমি অনেক দূর পর্যন্ত যাই। বড় আনন্দ পাই। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি হাতী পালতাম। অনেক আদর যত্ন দিয়ে হাতী বড় করতাম। চিড়িয়াখানায় আমি প্রায়ই যাই শুধু মাত্র হাতী দেখতে। এই প্রানী দেখলে মনটা শান্ত হয়ে যায়। ইচ্ছা করে চুরী করে চিড়িয়াখানার হাতীটা বাসায় নিয়ে আসি।

১৯১৬ সালের ১৩ সেপ্টেম্বর পৃথিবীর ইতিহাসে বিরল এক ঘটনা ঘটে, কারণ এই দিনে একটি হাতিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যু দন্ড কার্যকর করা হয়। ব্যাপারটা খুব বেশি মর্মান্তিক।
ঘটনাটি আমেরিকার শহর টেনিসে, সেখানকার এক সার্কাস দলে কাজ করতো 'মেরি' নামের এক হাতি। মেরি সার্কাসে দুর্দান্ত সব কসরত করে মানুষকে অভিভূত করে রাখতো। মেরিকে দেখতেই সার্কাসে ভিড় হতো অনেক বেশি।

একদিন খেলা চলার সময় মাহুত মেরির উপরে বসে সার্কাস দেখাচ্ছে। সব কিছু ঠিকঠাক চলছে, মেরি দুই পা তুলে পেছন পায়ে ভর দিয়ে দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছে। কিন্তু মাহুত অযথাই মেরির কানে লোহার শিক দিয়ে আঘাত করতে থাকে। এক সময় মেরির মেজাজ চড়ে যায় সে মাহুতকে টেনে নিচে নামিয়ে পা দিয়ে পিষে মেরে ফেলে।

ঘটনায় সমগ্র সার্কাস প্রাঙ্গণ এবং শহর জুড়ে মেরি বিরোধী আন্দোলন গড়ে উঠে। সবার এক দাবি হত্যাকারী হাতিকে সাঁজা দিতে হবে। তা না হলে আন্দোলন থামবে না। একটি হাতি থেকে একজন মানুষের মূল্য অনেক বেশি।

শেষে বাধ্য হয়েই সার্কাস মালিক সিদ্ধান্ত নিলেন মেরিকে হত্যা করতে হবে। মেরিকে ক্রেনে ঝুলিয়ে ফাঁসি দেয়া হবে। তাই বিশাল ক্রেন নিয়ে আসা হল। সবাই মেতে উঠলো ভয়ংকর এক হত্যা প্রত্যক্ষ করতে। সবার চোখে তখন প্রতিশোধের ক্রোধ টগবগ করছে। মেরিকে অবশেষে বিশাল এক চেইন দিয়ে ক্রেনের হুকে বাঁধা হলো।

মেরি অনেক স্বাস্থ্যবান হওয়াতে ক্রেনের চেইন ছিঁড়ে ২০ ফুট উপর থেকে পড়ে যায় সে। এসময় মেরির মেরুদণ্ড ভেঙ্গে যায়। পা ভেঙ্গে যায়, গলা কেটে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। আবার মেরিকে ক্রেনের চেইনের সাথে বাঁধা হলো। থেমে গেলে চলবে না, শাস্তি নিশ্চিত করতেই হবে। পরের চেষ্টায় মেরি ফাঁসির চেইনে ছটফট করতে করেই মারা যায়।

মন্তব্য ৬০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

ভ্রমরের ডানা বলেছেন: মানুষ মাঝেমধ্যে পশুর থেকেও বড় দানব হয়ে ওঠে।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: মানুষ দিন দিন বড় অমানবিক হয়ে পড়েছে।

২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


মানুষ নিজের পশুত্বকে এখন লালন করে, বাহবা দেয়!

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৯

পল্লব কুমার বলেছেন: খুব খারাপ। খুব খারাপ।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: মানুষ খুব খারাপ।

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৩

আরণ্যক রাখাল বলেছেন: ইসস।
একেই তো হাতিটাকে বন্দী করেছে, তার উপর ফাঁসি! মানুষ কোনভাবেই জানোয়ারদের সমতুল্য নয়।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: জ্বী।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: ইস ! কিছু বলার শক্তি নেই।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: হাতির এই ঘটনা যখন প্রথম জানি খুব কষ্ট পেয়েছিলাম।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


মাত্র ১০০ বছর আগে্, আমেরিকার মানুষ ভয়ংকর ইডিয়ট ছিলো

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন ওস্তাদ।

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

মিতু হাওলাদার রান বলেছেন: খুব খারাপ।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আসলেই।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব খারাপ লাগল মেরির জন্য। |-)

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: মেরির জন্য ভালোবাসা।

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

আকিব হাসান জাভেদ বলেছেন: চাঁদগাজী ভাই ,
আমেরিকার মানুষ এখনো ভয়ংকর । শুধু একটু আধুনিক হয়েছে ।
আমেরিকার বন্য মানুষগুলো এখন হাতি হত্য করে হাতির মাংস খায় ।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: উত্তর দেন ওস্তাদ।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: জগতের সকল প্রাণী সুখী হোক

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: হয় না।

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘটনাটা জানা ছিল, আবারও জানলাম ।

১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একুরিয়া, ফেকুরিয়াম, খাঁচা এগুলো নিষিদ্ধ করা উচি। এতে প্রাণীদের বন্ধি দশা গ্রহণ করতে হয়।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০১

বাকপ্রবাস বলেছেন: মানুষের হিংস্রতার কাছে অন্য কোন প্রাণীর তুলনা চলেনা

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ঠিক। তবে কিছু মানুষ খুব মানবিক হয়।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

বিজন রয় বলেছেন: যার কোন লজ্জ্বা নেই, তার কোন অহংকার নেই। যেমন আপনি।
আমি এই অহংকার বলতে ব্যক্তিত্বের কথা বলতে চেয়েছি।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: বলার সুযোগ আছে। বলে যান।
তাই আম গাছকে জাম বলেন।
চিন্তার কথা হলো আপনাদের মতো মানূষের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৮

মাহমুদুর রহমান বলেছেন: খুবই মর্মাহত হলাম।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: জ্বী।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অমানবিক !

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: মানুষ।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

গরল বলেছেন: হাতি কোরবানী দেওয়া জায়েয কিনা জানেন কিছু?

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: না জায়েজ না।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: মেরির ঘটনা'টা জেনে খারাপ লাগছে। মানুষ কখনো কখনো আরো বেশি অমানবিক। তবে আন্দোলন করে পশুর মৃত্যুদণ্ড! বুঝা যাচ্ছে তখনকার বেশিভাগ মানুষই অমানবিক এবং ইডিয়ট ছিলো।

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: অবশ্য সেই সময়ের তুলনায় মানুষ এখনও এখন বেশী অমানবিক।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:
দেশে কোন প্রানীকে হত্যা করলে সর্বনিম্ন দুই বছর জেল আইন পাশ করেছে!

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: জেল হয় না। টাকা দিয়ে বের হয়ে যায়। আর যাদের টাকা নেই তারা জেল খাটে। কারাগারে কোনো ধনী লোক পাবেন না।

২০| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫০

ভাইয়ু বলেছেন: এতটা অমানবিক কিভাবে হতে পারে? তাদের সমাজে কি কেউই বিবেকবান ছিলনা?

১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: যাদের বিবেক আছে তারা অন্ধ।

২১| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৪

বিজন রয় বলেছেন: না, শুধু বলার সুযোগ আছে তাই বলা নয়।

তাহলে আজকে আপনার লেগেছে দেখছি!!
হ্যাঁ, এভাবে লাইনে আসেন।

মানুষ হিসেবে আপনি কেমন তা আমি জানিনা, তবে ব্লগার হিসেবে উভচর ও ইদানিং হাস্যকর।
অনেকবার বলেছি আপনাকে, কিন্তু বদলান নাই।

শুধু আমি না অনেকেই বলেন।

চিন্তার কথা হলো আপনাদের মতো মানূষের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে।

কি বলতে চান আপনি?
আপনাকে ছাড়া কোথাও এমনভাবে আমাকে বলতে দেখেছেন আপনি?

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: ভাই আমি ঝগড়া করবো না। তর্ক করবো না।
আপনি আমাকে বলদ বললে আমি বলদ হয়ে যাব না।
আবার আপনি বাদশা বললে আমি বাদশা হয়ে যাব না।


ভালো থাকুন। সুস্থ থাকুন।

২২| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০

বিদ্যুৎ বলেছেন: আমার মন্তব্য সংখ্যায় কম কারণ আমি কোন কিছু ভালভাবে না পড়ে মন্তব্য করিনা। আমি অনেক সময় মন্তব্যগুলোও পড়ি। এখানে বিভিন্ন রকম মন্তব্য করে থাকে পাঠক।

গল্প তো গল্পই কিন্তু কেন জানি কিছু কিছু ব্লগাররা বুঝতে চাইনা। সমাজে কিছু কিছু মানুষ আছেন যাদের ধারণা যে যারা ব্লগার তারা সবাই নাস্তিক মানে ব্লগার মানে তারা মনেকরে নাস্তিক ঠিক তেমনি আমাদের মধ্যে কিছু কিছু ব্লগার আছেন তাদের ধারনা যে ব্লগে কোন গল্প কবিতা কিছুই হবেনা শুধু একে অপরকে আঘাত করা ছাড়া।

আপনার এই গল্প ভাল লেগেছে।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।

এখন আর ব্লগারদের কেউ খারাপ বলে না। দিন বদলাইছে।

২৩| ১৪ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

কামরুননাহার কলি বলেছেন: খুব খারপ লাগলো মেরির জন্য। কতটা অমানবিক হতে পারে মানুষ তা কিছু কিছু ঘনটা না দেখলে বোজা যায় না।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: কি পরিমান নির্বোধ হলে মানুষ হাতিকে ফাঁসি দেয় !!!

২৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

জাহিদ অনিক বলেছেন: এই ঘটনাটা তো জানতাম না !
মানুষ শব্দটা বড় সুন্দর, কাজকর্ম প্রায়শই পাশবিক হয়ে যায়।

অফটপিক*
ঐরাবতেরর এসেছে হাতির সুঁড়ের ওরকম আকৃতি থেকেই।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: কি সুন্দর বললেন ''মানুষ শব্দটা বড় সুন্দর, কাজকর্ম প্রায়শই পাশবিক হয়ে যায়। ''

আপনি দিন দিন খাঁটি কবিতে পরিনত হচ্ছেন।

২৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

রক বেনন বলেছেন: আপনার এই পোস্ট টি আমার ভালো লাগেনি। এই ঘটনা আমি আগেই শুনেছি। প্রথমবারেই অনেক কষ্ট পেয়েছি। আজ আবার পেলাম। সত্যিই অনেক কষ্ট পেলাম রাজীব ভাই।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: আপনাকে অপ্রত্যাশিত কষ্ট দেওয়ার জন্য আমি খুব দুঃখিত।

২৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: খুবই মর্মান্তিক ঘটনা !!!

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

রাজীব নুর বলেছেন: মানুষ কেন এরকম মন্দ কাজ করে?
মানূষ সৃষ্টির সেরা জীব এটা মনে রাখা দরকার।

২৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হাতিটা যে প্রথমে অন্যায়ের স্বীকার হলো সেটা কিছু না।

মানুষের এমন বিবেকহীন কাজের জন্যই আজ এ অবস্থা। তাইতো হাতিটাকে জীবন দিতে হলো।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: মানুষের বিবেগ জাগ্রত হোক।

২৮| ১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

তারেক ফাহিম বলেছেন: মানুষ তার ভিতেরর পশুত্বের স্বভাব লালন করছে। আবার কেউ কেউ তা দেখি বাহ বাহ দিচ্ছে :(

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: যারা বাহবা দিচ্ছে তাদের হৃদয় কঠিন।

২৯| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০২

সনেট কবি বলেছেন: খুব খারাপ।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৯

রাজীব নুর বলেছেন: কোরআন হাদীসে পরশু পাখি নিয়ে কি বলা হয়েছে?

এই বিষয় নিয়ে অবশ্যই লিখবেন চাচা। খুব খুশি হবো।

৩০| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

রাকু হাসান বলেছেন:




আমার খারাপ লাগলো । মেরির জন্য । মন্তব্য ভাল লেগেছে ‘‘মানুষের এমন বিবেকহীন কাজের জন্যই আজ এ অবস্থা। তাইতো হাতিটাকে জীবন দিতে হলো।
মোঃ মাইদুল সরকার

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.