নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩২



আমি খুব ফুর্তিবাজ মানুষ।
যতদিন বেঁচে থাকব হাসি আনন্দ নিয়েই বেঁচে থাকতে চাই। সমস্যা হলো ইদানিং খুব মৃত্যু চিন্তা হচ্ছে। আচ্ছা, আমি যদি হুট করে মরে যাই? তখন মানুষ আমার বিচার করবে- কেউ বলবে- লোকটা ভালো ছিল, কেউ বলবে লোকটা বদ ছিল। মৃত্যু ব্যাপারটা খুব অদ্ভুত! বড় রহস্যময়। সব প্রিয় মানুষ ছেড়ে কোথায় চলে যাব কে জানে! যদিও মৃত্যু চিন্তা খুব স্বাভাবিক চিন্তা। এই চিন্তাই তো মানূষকে জীবনের প্রতি আগ্রহী করে তোলে।

আমার মৃত্যুর পরের অবস্থাটা নিয়ে আমি খুব চিন্তা করি। আমার মা আর সুরভি খুব কাঁদবে। হয়তো পাগলের মতো হয়ে যাবে শোকে। সুরভি আমার মৃত দেহ নিয়ে যেতে দিবে না, খাট ধরে চিৎকার করে কাঁদবে। তবে এই তীব্র শোক এক সময় কেটে যাবে। চোখের পানি মুছে একসময় হেসে উঠবে। এক সময় আমার কথা আর তার মনেই থাকবে না। এমনকি আমার বাবা মা ভাই তাদের কাছেও আমার অভাবটা মুছে যাবে।

অনেক বছর ধরে সামুতে আছি। লিখছি। পড়ছি, মন্তব্য করছি। সামু ব্লগ কি আমার মৃত্যুর পর কয়েক ঘন্টার জন্য আমার ছবি দিয়ে দিয়ে ব্যানার করবে? আমি কি হাস্যকর চিন্তা করছি? মৃত্যুর পর আমি কি ভূত হয়ে যাবো? নাকি শুধু মাত্র আত্মা হয়ে ঘুরে বেড়াবো। যেভাবেই হোক আমি আমার প্রিয় মানুষদের সাথে থাকতে চাই। প্রিয় মুখ গুলো না দেখে থাকতে পারব না।

একটা মানুষ জন্মায়, বড় হয়, লেখা পড়া শিখে, রোজগার করে, বিয়ে করে, সন্তান হয়, টাকা জমায়, বাড়ি করে, তারপর বুড়ো হয়ে মরে যায়। এই সামান্য কর্মকান্ডের জন্য আমাদের জন্মানোর খুব দরকার ছিল না। জন্মালাম কেন? কে আমাকে বুঝিয়ে দিবে অর্থহীন এই জীবনের প্রকৃত মানে?

মন্তব্য ৪৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

আখেনাটেন বলেছেন: নদী ঘুরে ঘুরে সাগরেই গিয়ে ঠেকে। মাঝখানে কেউ নদীতে ডুবে মরে, কেউ নদীর পানিতে জীবন বাঁচায়, ফসল ফলায়।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: সরকার এবং এনজিও যৌথভাবে একটি প্রজেক্ট নিতে পারে:
Character Development Programme

২| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

বিদ্যুৎ বলেছেন: জন্ম মৃত্যু এবং মাঝখানে জীবন সবই ভীষণ রকমের রহস্যময়। যারা এই রহস্য ভেদ করে জীবনের মানে বুঝতে পারে তারাই তো মহা মানব।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: ঢাকা দ্বিতীয় বসবাস অনুপযোগী শহর। ময়মনসিংহ শহরকে জরিপ করা হয়নি। হলে প্রথমেরও আগে হতে পারত। আফসোস

৩| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪০

বাকপ্রবাস বলেছেন: কেউ জানেনা কেউ জানেনা
জানার আছে বাকি
মৃত্যুর পর প্রাণটা আবার
ফেরত পাব নাকি?

কেউ বলছে স্বর্গ নরক
কেউ বলছে ঘাস
কেউবা আবার রাজা ছিল
এবার হবে দাশ।

কেউ জানেনা কেউ জানেনা
কেউ থাকেনা চুপ
যেযার মতো বিশ্বাস নিয়ে
দেয় সাগরে ডুব।

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: আজকালকার ছেলেমেয়েরা কি ভাত টাত খায়?
নাকি crush খেয়েই পেট ভরে যায় ?

৪| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

কথাকথিকেথিকথন বলেছেন:





প্রকৃত মানের পেঁছনে কেউ ছোটে না, ছোটে অর্থ বিত্তের পেঁছনে....

১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: যাহা বলিবো সত্য বলিবো,
প্রশ্ন করুন উত্তর দিবো।

৫| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সামু যেনো একদিনের জন্য হলেও ব্লগারদের ছবি ব্যানার করে। বিশেষ করে আপনার। দাবী'টি আপনার পোস্টের মাধ্যমে উপস্থাপন করা হলো।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

রাজীব নুর বলেছেন: কনফুসিয়াস বলেছিলেন: Study the past if you would define the future. যে কথাটার মানে আজও আমরা বুঝিনা।

৬| ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

বিজন রয় বলেছেন: আপনি খুব গুণী মানুষ।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: সূর্য দেখাও, চাঁদও দেখাও

কিন্তু আমি দেখতে চেয়েছি

সেই পুরোটা আকাশ...

যে আকাশ একই সময়ে একসাথে

৭| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: মৃত্যুর অপর পিঠ হলো জীবন। আর, জীবনের অনেক বড় একটি উদ্দেশ্য হলো পরের ভালোর জন্যে নিজেকে উৎসর্গ করা। এজন্যেই হয়তো কোন এক মণিষী বলেছেন - “সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয়, সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার।”

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: প্রেম বলে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে আমি তোমার জীবন তরী বাই।

৮| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

গরল বলেছেন: মরে গেলে আপনার সব চিন্তা হয়ে যাবে অন্যদের চিন্তা, অতএব নো চিন্তা ডু ফুর্তি।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না—
সত্যি বলছি কুস্তি ক’রে তোমার সঙ্গে পারব না।
( সুকুমার রায় )

৯| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

সাহাদাত উদরাজী বলেছেন: আমি মাঝ পথে আছি, মৃত্যু নিয়ে ভাবনাটা বাড়ছেই!
মাঝে মাঝে বিছানায় শুয়ে ভাবি, এই তো মরে গেলাম!
জগত সংসার আসলেই শূন্য!

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: যখন দূর থেকে দেখলাম, ওটা পাথর ছিল
যখন দূর থেকে দেখলাম, ওটা পাথর ছিল
যখন দূর থেকে দেখলাম, ওটা পাথর ছিল
আরে তারপর
যখন কাছে গিয়ে দেখলাম, তখনও ওটা পাথর ই ছিল।

১০| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি আপনাকে নিয়ে সুখী, প্রকৃতি আপনাকে ভুবনেই দেখতে চাইবে

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: হৃদয়জাত সুকুমার বৃত্তি গুলোর অমিত শক্তির সন্ধানই পায়নি ৷

১১| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মৃত্যুতে ভয় কিহে?
এতো নিত্যতা!
বেঁচে থাকার মতোই! জন্মের মতোই!
পর্বান্তর! রুপান্তর! বারযাখ!
কর্মানুপাতে হবে- ইল্লিন বা সিজ্জিন!
ইল্লিনে মুক্তি, শান্তি স্বস্তির রুপান্তর
সিজ্জিনে ফের চুরাশির ফের!


এ অধমের শেষ কথা -

থাকতে সময় কর সাধন
নইলে বৃথা পূর্ণ জীবন
অস্তাচলে পাবেনা সময়
হাজার কাঁদলেও বেভূল মন!

কেবা তুমি কেন তুমি
কেন কর্ম কেন ধর্ম
বুঝগে সাইয়ের চরণ চুমি
না চাইলে ঘুরে আসো চুরাশীর ভুবন তুমি।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

বলেছেন: ‘‘সম্মানের মৃত্যু অপমানের জীবনের চেয়েও শ্রেষ্ঠ।’’

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ছোট্র একটা স্বপ্নের কথা বলি।
প্রতিদিন আমরা কত স্বপ্ন দেখি- কিন্তু কিছুই মনে থাকে না। তবে আজকের স্বপ্নটার কথা খুব মনে আছে।
আমি একটা নদীতে নামছি একটু একটু করে। প্রথমে হাঁটু পর্যন্ত। তারপর কোমর পর্যন্ত। পরে একেবারে বুক পর্যন্ত। পানি কি ঠান্ডা! গভীর রাত। চারিদিকে ফকফকা জোছনা। তীব্র জোছনায় নদীর পানি ঝকমক করছে। নদীর পাড় ঘেঁষে বিশাল বিশাল পাহাড়। সাঁতার কাটার বদলে আমি একটু একটু করে ডুবে যাচ্ছি।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ব্লগার এফেয়ার্রস (সঠিক নামটা মনে করতে পারছি) মৃত্যুর পরে তাকে নিয়ে সামু ব্যানার দিয়ে ছিলো। আপনার জন্য দেয়া হতে পারে। তার আগে আপনি যে মারা গেছেন সে খবরটা সামুকে দেয়া দরকার হবে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: শাহাদাত ভাই আপনি আমার সাথে যোগাযোগ রেখেন। যেন আমি মারা গেল অন্তত্য একজন ব্লগার যেন জানতে পারে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: শাহাদাত ভাই আপনি আমার সাথে যোগাযোগ রেখেন। যেন আমি মারা গেল অন্তত্য একজন ব্লগার যেন জানতে পারে।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: মৃত্যু নিয়ে ভয়ের কিছু নেই। যদি আপনার ঈমান থাকে এবং আপনি ভাল কাজ করেন তাহলে মৃত্যুর পরের জীবনটাই আপনার জন্য সুখের হবে। আখেরাতকে বিশ্বাস করলে এই বিষয়ে হতাশা দূর হবে। মৃত্যুর পরেও আপনি আপনার মা অথবা সুরভী যাদের কথা বললেন তাদের সাথে দেখা করতে পারবেন। পৃথিবীতে রয়েছে নানা ধরনের অসমতা। প্রকৃতির নিয়মে অবশ্যই এসবের সমতা হবে। আর তা হবে মৃত্যুর পরে পরকালে।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

কাছের-মানুষ বলেছেন: নিজের মৃত্যু নিয়ে আপনি আরো কয়েকটা পোস্ট দিয়ে ছিলেন আমার যতদুর মনে পড়ে!!
সামুতে গভীর শোক পরবে আপনি অক্কা পেলে!জীবন ক্ষণস্থায়ী, জন্ম নেয়া, বাচ্চা উতপাদনে ভুমিকা রাখা এবং তাদের মানুষ করে একসময়য় শূন্য হাতে চলে যাওয়া!!
শেষের প্রশ্নটি খুবই দার্শনিক প্রশ্ন করেছেন ব্লগারদের উদ্দেশ্য!

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

বলেছেন: আপনার স্বপ্নের শেষ হয় নাই -----নেক্সট?

আপনি অসাধারণ সাহসী ও গুণীজন--নদীতে নামার সাহস আছি বৈকি
ছোট্র একটা গল্প আপনার জন্য।
বাট্রান্ড রাসেল তাঁর বইতে একটি চীনের একটি গল্পের কথা বলেছেন। সেই গল্পে এক বৃদ্ধাকে দেখা গেলো বনে বসবাস করছে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিলো তিনি সেখানে কেনো, যেখানে বাঘ থাকে? জবাবে বৃদ্ধা বলেছেন, তা থাকুক, সেখানে তো রাজা নেই।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: চমৎকার।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শাহাদাত ভাই আপনি আমার সাথে যোগাযোগ রেখেন। যেন আমি মারা গেল অন্তত্য একজন ব্লগার যেন জানতে পারে।

আপনার সাথে আমার ম্যাসেঞ্জারে কানেকশন আছে। ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনার প্রে-ফাইল ঘেটে বুঝতে পারবো আপনি মারা গেছেন কিনা। ফেসবুকে ট্যাগ অপশন চালু রাখবেন, যাতে আপনার কাছের বন্ধু- বান্ধবরা আপনার মৃত্যুর খবর ট্যাগ করে শোকবার্তা জানাতে পারে। তার আগে যদি আমি মারা যাই তাহলে আপনার এই আশা কখনো পূরণ করতে পারবো না ।

১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আমি চাই আপনার পরেই যেন আমি মরি।
ম্যাসেঞ্জারে একটু আওয়াজ দিয়ে রাইখেন।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ সকল্কে যেন ঈমানের সহিত মৃত্যু দেন।

১৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩

রাজীব নুর বলেছেন: আমিন।

১৯| ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:




" একটি কাক খুব সুখেই বসবাস করছিলো, একদিন যখন সে একটি সাদা রাজহাঁস দেখল...............

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

২০| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

তারেক ফাহিম বলেছেন: ঋতু বার বার পরিবর্তন হয়।
একেকবার একেক সাজে আসে আমাদের মাঝে।
আমরা বড়জোর ৬০ বারের বেশি দেখতে পাই।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

জাহিদ অনিক বলেছেন:

মানুষ নিজের ইচ্ছায় মরতে পারে না ! এটা একটা আফসোস আমার জন্য

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: মানূষ নিজের ইচ্ছায় মরতে পারে। ঈশ্বর নিজের ইচ্ছায় মরতে পারেন না।

২২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

শাহারিয়ার ইমন বলেছেন: ভাই মরে ভূত হয়ে গেলে সামুতে আপনার ভুতুড়ে পোষ্ট চাই । (Y) তখনকার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানাবেন তখন

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই। অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.