নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কান্ডারী

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১১



দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে দেশে ফিরলেন। পুরো দেশের তখন অবস্থা ভবয়াবহ। সব রাস্তা ঘাট ভাঙ্গা। শিল্প কারখানা ধ্বংস হয়ে আছে। মানুষের থাকার ব্যবস্থা নেই। খাওয়ার ব্যবস্থা নেই। সমস্ত ঘর বাড়ি আগুনে পোড়া। এমন কি গ্রামের পর গ্রাম ধ্বংস। যত্রতত্র মৃত মানুষ। এক কথায় পুরো দেশ তছনছ, বিধ্বস্ত। বঙ্গবন্ধু দেশ গড়ার কাজে হাত দিলেন। পুরো দেশের মানূষ তার সমস্ত কথা মেনে নিয়ে দেশ গড়ায় মন দিল। একজন যোগ্য নেতার কারনে- খুব দ্রুত একটা বিধ্বস্ত দেশ বদলাতে শুরু করলো এবং বদলে গেল। বঙ্গবন্ধুর খাওয়া নেই, ঘুম নেই। তিনি এক দেশে থেকে আরেক দেশে যেতে শুরু করলেন। বাংলাদেশের অবস্থা তাদের সামনে তুলে ধরছেন। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের পরিবর্তনের জন্য বর্হীবিশ্বের বড় বড় নেতাদের সাথে আলোচনা করতে থাকলেন।

মোটামোটি এক বছরের মধ্যে পুরো দেশকে একটা নিয়মের মধ্যে আনলেন। পুরোনো কলকারখানা আবার নতুন করে চালু হলো। মানূষজন কাজে যোগ দিল। কৃষক, শ্রমিক এবং শিক্ষিত সমাজসহ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যেতে শুরু করলো। দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব এক ভাষনে বলেছেন, কৃষক দুর্নীতিবাজ না, শ্রমিক দুর্নীতিবাজ না। দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। যারা বড় বড় পদে আছে। এরা জাতীর শত্রু। সেই ভাষনে বঙ্গবন্ধু আরও বলেন, যারা তাদের দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে না- তারাও দুর্নীতিবাজ, যারা কাজে ফাঁকি দেয় তারাও দুর্নীতিবাজ, যারা সত্যকে ডেকে রাখে তারাও দুর্নীতিবাজ। সবাই ৭ই মার্চের ভাষন নিয়ে হই চই করে। এই ভাষন আমারও অনেক প্রিয়। কিন্তু বঙ্গবন্ধুর অন্যান্য ভাষন অতি চমৎকার। সবার শোনা উচিত। বুকে ধারন করা উচিত।

যারা ওই সময় খারাপ কাজ করেছে তার দায় দায়িত্ব বঙ্গবন্ধুর নয়। ধরুন, আমাদের পরিবারের প্রধান আমার বাপ। এখন আমি যদি খারাপ কাজ করি তার দায় দায়িত্ব আমার বাপের না, আমার। আমার বাপকে দোষারোপ করলে সেটা অবিচার হবে। আমি বিশ্বাস করি, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে আজ আমাদের দেশ মালোশিয়ার চেয়ে উন্নত হতো। পাকিস্তান যুদ্ধে হেরে গিয়েছে, কিন্তু কিছু পাকিস্তানি আজও আমাদের দেশে রয়ে গেছে। এরাই সুযোগ খুজে প্রতিনিয়ত দেশটার বারোটা বাজাতে। পরিবারের একজন ভালো হলে- হয় না। সবাইকেই ভালো হতে হয়। ঠিক তেমনি একটা দেশের একজনকে ভালো হলে হয় না, দেশের সবাইকে ভালো হতে হয়। তবেই তরতর করে দেশের উন্নতি হয়।

দেশ স্বাধীন হলো ৪৮ বছর হয়ে গেল, এই আটচল্লিশ বছরে যে পরিমান উন্নত হওয়ার কথা ছিল সেই পরিমান উন্নত হয়নি। লক্ষ্য করা যাচ্ছে, দুষ্টলোকে ভরে গেছে দেশ। তারা উন্নয়ন বাঁধাগ্রস্ত করছে। দেশ থেকে দুর্নীতিবাজ ঝাড়ু জুতা দিয়ে পিটিয়ে বের করে দেওয়া দরকার। দুর্নীতি বন্ধ করতে পারলে, দেশের ৭০% সমস্যা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সরকারের উচিত দুর্নীতিবাজদের ব্যাপারে আরও সর্তক হওয়া। দেশের সমস্ত দুর্নীতিবাজদের অর্থ ছিনিয়ে নিয়ে সরকারি কোষাগারে রাখা। সেই অর্থ দিয়ে দেশের কল্যানে কাজ করা। আজকে চীন কোথায় চলে গেছে! শিল্প কলকারখানায় কত উন্নত। আর আমরা সামান্য একটা সেলাই মেশিনের সুঁই বানাতে পারি না। সামান্য সুঁই ইন্ডিয়া থেকে আনতে হয়, চায়না থেকে আনতে হয়।

বঙ্গবন্ধুর ব্যাক্তিত্ব আমার দুর্দান্ত লাগে। তার হাঁটা, কথা বলার স্টাইল, পাইপ টানার স্টাইল- আমাকে মুগ্ধ করে। আমাকে মুগ্ধ করে তার কালো মোটা ফ্রেমের চশমা। এক কথায় তিনি অসাধারন। তার তুলনা হয় না। তিনি এই বাংলায় জন্মেছিলেন বলে আজ আমরা স্বাধীন। তিনি সারা জীবন দেশ আর দেশের মানুষকে ভালবেসে গেছেন। নিজের পরিবারকে সময় দেননি। বেশির ভাগ সময়ই তাকে কারাগারে থাকতে হয়েছে। ত্যাগ করতে হয়েছে নিজের আনন্দ, আরাম, আয়েশ। এরকম রাজনীতিবিদ আমাদের দেশে আর একজনও নেই। আমার বাপ বঙ্গবন্ধুর মহা ভক্ত। ছোটবেলায় দেখেছি আমাদের বসার ঘরে আব্বা বঙ্গবন্ধুর বিশাল এক ছবি টানিয়ে রেখেছে? শুধু আমার বাপের না, বঙ্গবন্ধুর আদর্শ আমার বুকেও। কোটি বাঙালীর অন্তরে সে বেঁচে আছে, বেঁচে থাকবে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

হিংস্র ঈগল বলেছেন: সবার আগে পড়লাম। পোস্টে+++

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
কি খাবেন বলেন?

২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


উনি নিজের দক্ষতার চেয়ে বড় পদে চলে গিয়েছিলেন

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: বড় পদে যাওয়ার জন্য তো যোগ্যতা লাগে। এমন তো না যে বঙ্গবন্ধু ঘুষ দিয়ে বড় পদে চলে গেছেন।

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

স্রাঞ্জি সে বলেছেন: লাইক দিলুম।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু।

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

বাকপ্রবাস বলেছেন: ব্যাক্তিত্বে এবং আধুনিকতায় আসলেই অনন্য ছিলেন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

মাহমুদুর রহমান বলেছেন: বজ্রকন্ঠী এই মানুষটাকে আমারও ভালো লাগে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: তিনি অসাধারন ব্যাক্তিত্বের অধিকারী। উনাকে ভালো না লেগে উপায় নাই।

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

শাহিন-৯৯ বলেছেন:



শেয়ারবাজার লুট, ব্যাংক লুট সব কি পাকিস্থানীরা করেছে নাকি এ দেশিরা?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: এই মন্তব্যের উত্তর দিব না।

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:
লেখক বলেছেন: প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু।


এত এত এত ভালবাসা।
পুলকিত হলাম ভাই।


ভাল থাকবেন সারাবেলা।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

সুদীপ কুমার বলেছেন: লাইক আপনার লেখায়।আর একজনের পন্ডিতমার্কা মন্তব্যে ডিসলাইক।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

সনেট কবি বলেছেন: মানুষ তাঁকে ভুলেনি।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আপনি কেমন আছেন?
শরীরটা আলো?

১১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভোলার মত ব্যক্তি তিনি নন । অসাধারন লিখেছেন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫০

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনি তো বরাবরই সুন্দর লিখেন। এ লেখাটাও অনেক সুন্দর।
দুর্নীতির বিরোদ্ধে হোক সরকারের পরবর্তি অভিযান। অবশ্যই টপ লেভেল থেকেই সেটা হওয়া উচিৎ।
আজকের শোক হোক শক্তির প্রেরণা। শুভেচ্ছা।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

১৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: প্রিয়তে গেল....:)


@ সবাই ৭ই মার্চের ভাষন নিয়ে হই চই করে
..দেশ গঠনের জন্য ৭ই মার্চের চেয়ে বাকশালের ভাষণ বেশী দরকারী।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?
ভালো আছেন?

১৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভঙ্গবন্ধু চামচাদের নিয়ন্ত্রণ করতে পারেন নি...

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: তাই তো, ধরেন আমরা চার ভাই। এখন এক ভাই কি করে যেন ভয়ানক সন্তাস হয়ে গেল। সন্তাস হয়ে যাওয়া ভাই কিছুতেই ভালো হয় না। এখন সেই দোষ বাপকে দিয়ে লাভ কি?

১৬| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: এই কফি, লিখতে উত্তর ক্লান্ত তাই খেয়ে চাঙ্গা হোন...

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
তবে আমি চা বেশি পছন্দ করি।

১৭| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩০

ভ্রমরের ডানা বলেছেন:


স্রাঞ্জি সে বলেছেন: লাইক দিলুম।
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৭ ০
লেখক বলেছেন: প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু। প্রীশু।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

পল্লব কুমার বলেছেন: ৪৮ বছর আমরা এখনো শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে মানতে পারি নাই। এখনো আমি অনেককে দেখি বঙ্গবন্ধুর কথায় নাক সিটকায়, আমতা আমতা করে। এবং এর সংখ্যা দেশে নেহাত কম না। খুব কম বিষয় আছে, যেখানে আমরা জাতি হিসেবে সবাই একমতে পৌছেছি। বেসিক জিনিসগুলোতে নিজেদের ভিতরে মতভেদ রেখে একটা জাতি কতদূর যেতে পারে তা জানি না ভাই!

লিখায় অনেক ভালোলাগা।

১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: সমস্যা হল এই লোকটা আর আসবেনা।........

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: তাই এই লোকোটার আদর্শ ধারন করে নতুন প্রজন্মকে তৈরি হতে হবে।

২০| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

কাছের-মানুষ বলেছেন: তিনি একজন খাটি দেশ প্রেমিক ছিলেন। এমন একজন নেতা আর আসবে না বাংলার বুকে।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: এই যুগে তার মতো নেতা আসবে না। নো নেভার।

২১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: বঙ্গবন্ধু। একজন ম্যাজিসিয়ান। খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

২২| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

চঞ্চল হরিণী বলেছেন: পোস্টটা ভালো লাগলো, রাজীব ভাই। বঙ্গবন্ধু অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। চলনে বলনে এমন নেতা এই বাংলায় আর একজনও নেই। আপনার মত আমারও উনার চুলের স্টাইল, পাইপ টানার স্টাইল, মোটা ফ্রেমের চশমা সব ভালো লাগে।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অনায়াসে বঙ্গবন্ধুকে যে কেউ ভাই বলে ডাকতে পারতেন কোনো বাঁধা নিষেধ ছিল না।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: উনি নিজের দক্ষতার চেয়ে বড় পদে চলে গিয়েছিলেন চাঁদগাজী সাহেব এটা কার ব্যাপারে বললেন? তাঁর নিজের ব্যাপারে, নাকি আপনার ব্যাপারে? নুর মোহাম্মদ নুরু ভাইয়ের উপস্থিতি মিস করছি প্রকটভাবে :(

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: আসসালামুয়ালাইকুম।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৫

রাকু হাসান বলেছেন:



রাজীব নূর ভাইয়া ,বঙ্গবন্ধু কে নিয়ে আপনার লেখা আমার ভিষণ ভাল লাগেলো । এমন নেতা আমাদের আসেনি ,বাদ দিলাম তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ,শুধু যদি ব্যক্তি মুজিব কে হিসাবে ধরি তাহলেও কেউ ধারে কাছে থাকবে বলে মনে হয় ।

তলাবিহীন একটি দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন সেটা কোন অংশে কম নয় । এমনিতে কোন সঞ্চয় ছিল না তার উপর যুদ্ধ !! হ্যা হৃদয়ে বেঁচে থাকবে ।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

রাকু হাসান বলেছেন:


বোন সুন্দর বলেছে ;) , চলনে বলনে এমন নেতা এই বাংলায় আর একজনও নেই। আপনার মত আমারও উনার চুলের স্টাইল, পাইপ টানার স্টাইল, মোটা ফ্রেমের চশমা সব ভালো লাগে।

২৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৫

আরণ্যক রাখাল বলেছেন: একটা দেশ সদ্য স্বাধীনতা পেলেয সে দেশের কোন কিছুই ঠিক থাকে। অনিয়ম অনাচার থাকবেই। স্বাধীনতা পাওয়া আর দেশে শান্তি আসা এক নয়।
জাসদ এটা বুঝেনি। তারা শুরু থেকে তার বিরুদ্ধে লেগে গিয়েছিল। আর এর সুযোগ নিল সেনাবাহিনী আর প্রতিক্রিয়াশীলেরা। অথচ স্বাধীনতার এত বছর পরও জাসদ ঢোরাসাপ। বিরোধিতাও করতে হয় বুঝেশুনে।

আপনি ভাল লিখেছেন। সোজা সরল ভাবে লিখেছেন। আমারও ভাল লাগে তার ব্যক্তিত্ব। এটা তার বড় সম্পদ। ত্র অনেক কিছুর সমালোচনা করা যায়। কিন্তু নেতা হিসেবে তিনি যে বিশ্বমানের, তা নিয়ে বলার কিছুই নেই।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।

২৭| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১০

*কালজয়ী* বলেছেন: তিনি কি বাঙ্গালীকে চিনতে পেরেছিলেন??
সত্যিই কি তাকে বাঙ্গালী মূল্যায়ন করতে পেরেছিল??
জাতি হিসেবে বাঙ্গালী কেমন শাসক প্রত্যাশা করে???

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু প্রতিটা বাঙ্গালীকে বিশ্বাস করতেন। ভালোবাসতেন। আসলে এটাই ছিল তার সবচেয়ে বড় দুর্বলতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.