নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গ্রেট কবি শামসুর রাহমান

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৬



কবি'রা আসলে দেশের আত্মা। তাদের রক্ত সাধারন মানূষের মতো নয়।
কবি শামসুর রাহমান একজন নাগরিক কবি ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তাঁর দুটি কবিতা খুবই জনপ্রিয়।
ভাই বোন ১৩ জনের মধ্যে কবি ৪র্থ।
শামসুর রাহমান পেশায় সাংবাদিক ছিলেন।
সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন দৈনিক মর্ণিং নিউজ-এ।
বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ হিসেবে প্রসিদ্ধ।
১৯৫৫ সালের ৮ই জুলাই শামসুর রাহমান জোহরা বেগমকে বিয়ে করেন।
কবির তিন ছেলে ও দুই মেয়ে।
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন কারাগারে তখন তাঁকে উদ্দেশ্য করে লেখেন অসাধারণ কবিতা 'টেলেমেকাস'।
১৯৭০ সালের ২৮ নভেম্বর ঘূর্ণিদুর্গত দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের দুঃখ-দুর্দশায় ও মৃত্যুতে কাতর কবি লেখেন 'আসুন আমরা আজও একজন জেলে' নামক কবিতা।
১৯৯১ সালে এরশাদের পতনের পর লেখেন 'গণতন্ত্রের পক্ষে কবিতা'।
কোনো এক বইতে পড়েছিলাম, জিয়া যখন খাল কাটতে শুরু করলেন, তখন শামসুর রাহমান নাকি তার সাথে খাল কাটার কাজে অংশ গ্রহন করেছিলেন। সাদা শার্ট আর লাল টাই পড়ে? এ ব্যাপারে কেউ কিছু জানেন?

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


তিনি আমাদের সাধরণ মানুষের কন্ঠস্বর।

১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

২| ১৭ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সেলিম আনোয়ার বলেছেন: তিনি আমার একজন প্রিয় মানুষ ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: তিনি বাংলার লক্ষ কোটি মানূষের প্রিয় কবি।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১০

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আমি তাকে একজন ইসলাম বিদ্বেষী হিসেবেই চিনি

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৬

রাজীব নুর বলেছেন: তাকে ইসলাম বিদ্বেষী বলা একেবারেই ঠিক না।

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১২

রাকু হাসান বলেছেন:


কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি , আহ কি সেই কবিতা..স্বাধীতান তুমি -
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা- অনেক প্রিয় একটি কবিতা । :-B

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: অসাধারন কবিতা।
প্রতিটা বাক্য মন ছুঁয়ে যায়।

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি যত ভালো কবিই হোক না কেন তিনি ইসলাম বিরোধী ছিলেন। তিনি সামাজিক ভাবে মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করে কবিতা লিখেছিলেন। উনি মুসলিম সমাজের কলংক...

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: দুঃখিত আপনার সাথে একমত হতে পারলাম না।

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০০

স্রাঞ্জি সে বলেছেন:

আমার প্রিয় একজন কবি। আমার কবিতায় তাঁকে অনুসরণ করি।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

৭| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

জাহিদ অনিক বলেছেন:

নাগরিক কবি শামসুর রাহমান এর মৃত্যুদিবসে তাঁর প্রতি রইলো শ্রদ্ধা।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: আপনি কেমন আছেন?

৮| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১১

জাহিদ অনিক বলেছেন:

টেলেমেকাস
তুমি কি এখনো আসবে না? স্বদেশের পূর্ণিমায়
কখনো তোমার মুখ হবে না নাকি উদ্ভাসিত, পিতা,
পুনর্বার? কেন আজো শুনি নি তোমার পদধ্বনি?
এদিকে প্রাকারে জমে শ্যাওলার মেঘ, আগাছার
দৌরাত্ম্য বাগানে বাড়ে প্রতিদিন। সওয়ারবিহীন
ঘোড়াগুলো আস্তাবলে ভীষণ ঝিমোয়, কুকুরটা
অলিন্দে বেড়ায় শুঁকে কতো কী-যে, বলে না কিছুই।

নয়কো নগণ্য দ্বীপ সুজলা সুফলা শস্যশ্যাম
ইথাকার আমার ধনধান্যে পুষ্পেভরা। পিতা, তুমি
যেদিন স্বদেশ ছেড়ে হলে পরবাসী, ভ্রাম্যমাণ,
সেদিন থেকেই জানি ইথাকা নিষ্পত্র, যেন এক
বিবর্ণ গোলাপ। আমি একা কৈশোরের জ্বলজ্বলে
প্রান্তরে দাঁড়িয়ে কোন্‌ কাক-তাড়ুয়ার মূর্তি দেখে
ভুলে গেছি হাসি। ‘কেন আপনার ঠোঁটের দিগন্তে
হাসির হরিণ-শিশু পালিয়ে বেড়ায় অবিরত?’-
কখনো করেন প্রশ্ন ধীমান প্রবীণ সভাসদ।

বিদেশীরা রাত্রিদিন করে গোল ইথাকায়; কেউ
সযত্নে পরখ করে বর্শার ফলার ধার, শূন্য
মদের রঙিন পাত্র ছুঁড়ে ফেলে কেউ, লাথি ছোঁড়ে,
কেউ বা উত্যক্ত করে পরিচারিকাকে। মাঝে-মাঝে
কেবলি বাড়ায় হাত প্রোষিতভর্তৃকা জননীর
দিকে, যিনি কী-একটা বুনছেন সুচারু কাপড়ে
দিনে, রাতে খুলছেন সীবনীর শিল্পে। কোলে তাঁর
সুতোর বলের সাথে খেলা করে মোহন অতীত।
লুকিয়ে কাঁদেন তিনি ছড়িয়ে জলজ দৃষ্টি ধু-ধু
সমুদ্রের প্রতি, কালো বেড়ালের মতো নিঃসঙ্গতা
তাঁর শয্যা, অস্থিমজ্জা জুড়ে রয় আজো সর্বক্ষণ।

সবুজ শ্যাওলা-ঢাকা পুকুরেও ছুঁড়ে দিলে ঢিল,
সেখানে চকিতে ওঠে ঢেউ আর বাতাসের ডাকে
এমন কি পত্রহীন গাছও দেয় সাড়া, কিন্তু এই
আমার মুখের রেখা সর্বদাই নির্বিকার, তাই
পালিয়ে বেড়াই ভয়ে, পাছে কেউ জনসমাবেশে
পৌরপথে নানাবিধ প্রশ্নের পেরেক ঠুকে ঠুকে
আমাকে রক্তাক্ত করে। জানি, এ বয়সে প্রাণ খুলে
হাসাটাই স্বাভাবিক, কিন্তু ঘরে শক্র নিয়ে মুখে
হাসির গোলাপ-কুঁড়ি ফোটানো কঠিন। নানা জন
রটায় নানান কথা শুনি, তুমি নাকি মৃত, তুমি
সার্সির সবুজ চুলে বাঁধা পড়ে আছো, বলে কেউ।

কূলে একা বসে থাকি, কোথায় ভরসা? ঘুরে ঘুরে
প্রতিদিন ফিরে আসি অলক্ষ্যে বাড়ির সীমানায়;
দাঁড়াই যেখানে সিঁড়ি শব্দ করে জানায় চকিতে
এখন বয়স কতো বাড়িটার আর আমি নিজে
আনাচে কানাচে ঘুরি, নিরালম্ব, বিদেশীর মতো।
মনে হয়, ক্রমাগত সশব্দে আমাকে দিচ্ছে কারা
কবরে নামিয়ে শুধু; পাগুলো মাটিতে লেগে লেগে
কেমন নির্বোধ হয়ে রয়েছে তাকিয়ে, যেন ওরা
পৃথিবীতে বাস্তবিক হাঁটতে শেখেনি কোনোদিন।

তুমি নেই তাই বর্বরের দল করেছে দখল
বাসগৃহ আমাদের। কেউ পদাঘাত করে, কেউ
নিমেষে হটিয়ে দেয় কনুই-এর গুতোয় আবার
‘দুধ খাও গে হে খুকুমণি’ বলে কেউ তালেবর
দাড়িতে বুলোয় হাত। পিপে পিপে মদ শেষ, কতো
ঝলসানো মেষ আর শুয়োর কাবার, প্রতিদিন
ভাঁড়ারে পড়ছে টান। থমথমে আকামের মতো
সমস্ত ইথাকা, গরগরে জনগণ প্রতিষ্ঠিত
অনাচার, অজাচার ইত্যাদির চায় প্রতিকার।

আমিও বাঁচতে চাই, চাই পড়ো-পড়ো বাড়িটাকে
আবার করাতে দাঁড়। বাগানের আগাছা নিড়ানো
তবে কি আমারই কাজ? বুঝি তাই ঋতুতে ঋতুতে
সাহস সঞ্চয় করি এবং জীবন তুরঙ্গের
বর্ণিল লাগাম ধরে থাকি দৃঢ় দশটি আঙুলে।
কখনো এড়িয়ে দৃষ্টি ছুটে যাই অস্ত্রাগারে, ভাবি
লম্পট জোচ্চোর আর ঘাতকের বীভৎস তাণ্ডব
কবে হবে শেষ? সূর্যগ্রহণের প্রহর কাটবে
কবে? জননীর মতো চোখ রাখি সমুদ্রে সর্বদা।

ইথাকায় রাখলে পা দেখতে পাবে রয়েছি দাঁড়িয়ে
দরজা আগলে, পিতা, অধীর তোমারই প্রতীক্ষায়।
এখনো কি ঝঞ্ঝাহত জাহাজের মাস্তুল তোমার
বন্দরে যাবে না দেখা? অস্ত্রাগারে নেবে না আয়ুধ
আবার অভিজ্ঞ হাতে? তুলবে না ধনুকে টঙ্কার?

পাদটিকাঃ টেলেমেকাস গ্রীক পুরানের একজন অসহায় সন্তান যিনি পিতৃহীন ছিলেন। ইথাকা নগরী অবরুদ্ধ ছিলো দখলদার বাহিনী দ্বারা, একজন বীরের অভাব বোধ করছিলেন ইথাকা নগরীর সবাই। টেলেমেকাস তাদেরই একজন, পিতাহীন অসহায় ছিলেন তিনি, তবে দখলদারদের প্রতি ঘৃনা ও ক্ষোভ ছিলো।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

পাদটিকা'র জন্য ধন্যবাদ।

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

জাহিদ অনিক বলেছেন:

লেখক বলেছেন: আপনি কেমন আছেন?
- ভালো আছি রাজীব ভাই। আপনিও ভালো থাকুন। ভালো থাকতে না পারলেও অন্তত চেষ্টা করুন ভালো থাকার।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা

তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্য
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খান্ডবদাহন ?


তুমি আসবে বলে , হে স্বাধীনতা ,
সাকিনাবিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর ।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা ,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মতো চিৎকার করতে করতে
তুমি আসবে বলে, হে স্বাধীনতা ,
ছাত্রাবাস, বস্তি উহাড় হলো । রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম ।
তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার
ভগ্নস্তুপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দুলো পিতামাতার লাশের ওপর............


শুভকামনা রইল


১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: চমৎকার।
আমার ভীষন প্রিয় কবিতা।

১১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: কবির একটি কবিতা খুঁজছি, কিন্তু নাম জানা নেই। আবৃত্তি শুনেছিলাম, খুব একটা মনে নেই। শুধু মনে আছে ভালবাসার জন্য তৈরি হচ্ছিলাম, এই রকম একটা লাইন। কবিতায় হাটখোলার কথা ছিল। কবিতার নাম বলতে পারি নাই বলে আজো সংগ্রহ করতে পারিনি।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: আমিও মনে করতে পারছি না।
যদি এমন কবিতার সন্ধান পাই আপনাকে জানাবো।

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

বিজন রয় বলেছেন: আপনার এই লেখা না পড়েই উপরে কয়েকজন মন্তব্য করেছেন।
আপনার করা প্রশ্নের কেউ জবাব দেয় নাই।

সবাই খুব ব্যস্ত, তবে কেউ কেউ নয়।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনি বুদ্ধিমান ব্লগার।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই,আজ প্রথম জানলাম।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: অনেক পড়তে হবে।
জানতে হবে।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিরে এসো তুমি, ফিরে এসো
স্বপ্নের মতো চিলেকোঠায়
মিশে যাও স্পন্দনে আমার।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: জ্বী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.