নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

২১ শে আগষ্টের দিন আমি

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭



২১ শে আগষ্ট!
সেদিন আমি দুপুর তিনটায় গুলিস্তান ছিলাম গোলাপ শাহ মাজারের উত্তর পাশে আমার চাচার দোকানে। সেখানেই দুপুরের খাবার খাই। চাচারের সেখানে দীর্ঘ দিনের ব্যবসা আছে। মাঝে মাঝে যাই, চাচাকে সময় দেই।

সেদিন আমার মনটা সকাল থেকেই খুব খারাপ ছিল। কথা ছিল বিকেলে শহীদ মিনারের সামনে আসবে সুরভি। আমরা রাত আট টা খুব আড্ডা দিব। কিন্তু সকালে ঘুম থেকে উঠার পর সুরভি বলল, সে আজ আসতে পারবে না। আমি মন খারাপ করে চাচার দোকানে বসে আছি। দুই সপ্তাহ হয়ে গেল সুরভি'র সাথে দেখা হয় না। দূর কিচ্ছু ভালো লাগে না!

চাচার দোকানে বসেই মাইকের শব্দ পাচ্ছি। বিকেলে গেলাম পার্টি অফিসে। নেতাদের বক্তব্য শুনছি খুব মন দিয়ে। তখনও শেখ হাসিনা এসে উপস্থিত হননি। আমি একেবারে ঠেলে-ঠুলে ট্রাকের সামনে চলে গিয়েছি। দূর থেকে বক্তব্য শুনে মজা নেই। চারদিকে অসংখ্য মানুষ। নেতারা একের পর এক এসে বক্তব্য দিয়ে যাচ্ছেন। ঠিক এরকম সময় দু'টা ঘটনা ঘটে।

এক, মাইকে ঘোষনা দেয় শেখ হাসিনা এসে উপস্থিত হয়েছেন।
এবং দুই, আমার মোবাইলে ম্যাসেজ দেয় সুরভি সে শহীদ মিনারের সামনে এসেছে।

আমি আর কালক্ষেপন না করে সাথে সাথে সমাবেশ থেকে বের হয়ে গুলিস্তান পার্কের কাছে এসে রিকশা নিই। তারপরের ঘটনা সবাইই জানেন। সুরভি ফোন না দিলে সেদিন কি হতো কে জানে! নিজের চোখে দেখেছি ভয়াবহ অবস্থা। রিকশায় করে, ভ্যানে করে আহতদের নিয়ে যাচ্ছে ঢাকা মেডিকেল। সেদিনের ঘটনায় সারা ঢাকা শহর থমকে গিয়েছিল।

সুরভির সাথে আড্ডা আর দেওয়া হয়নি। সুরভিকে বাসায় পৌঁছে দেই।

মন্তব্য ৪৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

ভ্রমরের ডানা বলেছেন:

ছবিটা পাল্টান দ্রুত! ভয়াবহ রকমের গ্রাফিক ছবি!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: ছবি পালটে দিয়েছি।
ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

লায়নহার্ট বলেছেন: {কল্পনাপ্রসূত? ভ্রমরের ডানার সাথে একমত}

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: না। সত্য।

৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: ইস! ভয়াবহ।

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: মারাত্মক ভয়াবহ।

৪| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বৌমা খুব লক্ষ্মী। নতুবা হয়ত আমার ভাইপুত আর পাওয়া হতোনা।
জীবন জীবনের জন্য

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

৫| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


২১ আগস্টের সকল হত্যার বিচার হওয়া উচিত!

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

৬| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বাংলাদেশের ইতিহাসে সবচে কলঙ্কময় ঘটনাগুলোর একটি।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আজ আইনমন্ত্রী বলেছেন, সেপ্টেম্বরে বিচার হবে।

৭| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৫

জোবাইর বলেছেন:
'আমি একেবারে ঠেলে-ঠুলে ট্রাকের সামনে চলে এসেছি।' এইটুকু পড়ে খুব টেনশনে ছিলাম! সর্বনাশ সেই ভয়াবহ মুহুর্তের একদম কাছাকাছি :-*
যাক, শেষ মুহুর্তে সিনেমার ঘটনার মতো নায়িকার সারপ্রাইজে নায়ক বেঁচে গেলেন।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: ঘটনা চক্রে বেঁচে গেছি।

৮| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: তিনি আপনার জন্য সুভাগ্য, যেন কষ্ট দিয়েন না।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: না, দেই না।
এই যে ঈদের পর ঢাকার বাইরে যাচ্ছি।

৯| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দ্রোহ ও প্রেমের এক অসাধারণ ব্লেন্ডিং।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আসসালামুয়ালাইকুম।

১০| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনি ভাগ্যবান। ভাবী সেদিন এসেছিলো। উনাকে আমার পক্ষ থেকে থ্যাংকস দিয়েন।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: তখন সুরভির সাথে আমার বিয়ে হয়নি।

১১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি! এতো মনে হচ্ছে আল্লাহ আপনাকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছেন

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

১২| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

মৌরি হক দোলা বলেছেন: ভাইয়া, বিবাহপূর্ব ঘটনা?

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: না, মানে।
হুম।
বিয়ের আগে আমরা ভালো বন্ধু ছিলাম।

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ বাঁচে প্রেমের টানে।
ভাবীর কারণে আপনি বেঁচে গেলেন।

২১ আগস্ট

২০০৪ সালের ২১ আগস্ট, সাপ্তাহিক বন্ধের শেষদিন। আমি ছিলাম দোহারে। এক ভাই মোবাইলে কার্ড ভরতে দিল । কার্ড ভরতে পারছি না। মোবাইল নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছে। হাজার হাজার কল হচ্ছে বলে নেট জ্যাম।

খবর পেলাম ঢা্কায় গ্রেনেড হামলা হয়েছে। কি ভয়াবহ।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: গ্রেনেড হামলার পরপর অনেকক্ষন মোবাইলে নেটওয়ার্ক ছিল না।

১৪| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: যাক, শেষ মুহুর্তে সিনেমার ঘটনার মতো নায়িকার সারপ্রাইজে নায়ক বেঁচে গেলেন।


এটাকি গল্পো?

ভাল্লেগেছে

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: গল্প না বাস্তব।

১৫| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

তাওহিদ হিমু বলেছেন: কয়েকজন বিকৃতমস্তিষ্ক জঙ্গি একটি দেশকে কী ভয়াবহ যন্ত্রণার দিকে ঠেলে দিতে পারে, তা ভাবতেও ভয় লাগে৷ আমার ক্ষমতা থাকলে আমি জঙ্গিদের দেখামাত্র গুলির নির্দেশ দিতাম। দুয়া করি, খোদা যেন আপনাকে সেফ রাখেন।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: আমার মনে হয় না, এই ঘটনা জঙ্গিরা করেছে। অথবা কেউ জঙ্গিদের ব্যবহার করেছে।

১৬| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: যাক বাবা

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


এটার বিচার শেষ হয়নি; শেষ হাসিনা বিশ্বের শ্রেষ্ঠ অদক্ষ মহিলা

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: আগামী মাসে আশা করি বিচার হবে।
আসলে আমাদের মতো দেশে যে কোনো বিচার'ই অনেক দেরী হয়। বছরের পর বছর পার হয়ে যায়।

১৮| ২১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

হিমন বলেছেন: বাংলাদেশের দুই দলের ঐক্য হলে দেশটা এগিয়ে যেত। হাসিনার পরিবারের খুনীদের আশ্রয় প্রশ্রয়, আইন করে হত্যার বিচার বন্ধ করা, ১৫ আগস্ট ধুমধাম করে জন্মদিন করা, এতকিছুর পরও খালেদার সাথে ঐক্য করা সম্ভব ছিল কিন্তু এই এক একুশে আগস্টে খালেদারা যা করেছে তাতে করে বাংলাদেশের দুই দলের ঐক্যের সমস্ত সম্ভাবনা একেবারে অসম্ভব হয়ে গেছে।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: ভালো মন্তব্য করেছেন।
ধন্যবাদ।

১৯| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: রাজনৈতিক প্রতিহিংসা খুবই খারাপ জিনিস।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: এর স্বীকার হয় সাধারন মানুষেরা।

২০| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: ভয়াবহ ব্যাপার!

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: সেই সন দিনের কথা মাঝে মাঝে মনে পড়ে।

২১| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এটিও পড়ুন
গ্রেনেড হামলার মুল হোতা যারা

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: অবশ্যই পড়বো।

২২| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২৭

নীলপরি বলেছেন: ভয়াবহ

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সেই ভয়াবহ সময় পার করেছি।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: সেই ভয়াবহ সময় পার করেছি।

২৩| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

আবু তালেব শেখ বলেছেন: ভাগ্য। সবই মহান আল্লাহর ইচ্ছা। যদিও বাংলা নায়ক চাকিপ কান আপনের কিছু হয়না। নাকি?

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: না চিনি না

২৪| ২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৩

পথিকের পাঁচালী বলেছেন: তেড়েফুঁড়ে মন্তব্য করা চাঁদগাজীর স্বভাবজাত অভ্যাস।বলে দিলেন শেখ হাসিনা অদক্ষ।আমি যদি বলি শেখ হাসিনা আইনের প্রতিটা সিঁড়ি নিয়মতান্ত্রিক ভাবে অতিক্রান্ত হবার পরই তার বাবার হত্যাকারীদের ফাঁসিতে লটকিয়েছেন। ব্যত্যয় হল আপনিই আবার উলটা গীত গাইতেন।
যুদ্বাপরাধীদের বিচার যখন শুরু হল অনেকেই বললেন এ আবার কোন মশকারা। মহাপরাক্রমশালী নিজামী মুজাহিদদের হাসিনা লটকাবেন জামাতের পাশাপাশি অনেকেইতা বিশ্বাস করত না। সালাহ উদ্দীন কাদের চৌধুরী তো তাঁে ফাঁসি নিয়ে রীতিমত মজা করত।
বিচারাধীন বিষয় তাই মন্তব্য করা বিধেয় নয়।শুধু অপেক্ষা করেন দেখুন কে কে ঝুলে।একটা কথা কিন্তু প্রচলিত বাঘে ধরলে বাঘেছ ছাড়ে হাসিনা ধরলে ছাড়েনা।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: হুট করে রেগে যাবেন না।
উনি কি বলেছেন আগে বুঝতে চেষ্টা করবেন। উনি একজন ভালো ব্লগার।
উনি যে মন্তব্য করেছেন নিশ্চয়ই তার পিছে লজিক আছে।
যদি উনার মন্তব্যে আপনার সংশয় থাকে তাহলে উনাকে প্রশ্ন করলে সে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবেন।

ঈদ মোবারক। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.