নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

My God, What have we done!

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪১



১। কষ্ট পেতে শিখুন।
কষ্ট পেতে পেতে নিজেকে ঝাঁজরা বানিয়ে ফেলুন। যে যেভাবে কষ্ট দেয়, তা মেনে নিন।
শুধু দেখে যান। কাউকে কিছু বলার দরকার নেই।

স্বর্ণ যত পুড়ে তত খাঁটি হয়। ঠিক তেমনি, মানুষ যত কষ্ট পায়, তত খাঁটি হয়। তাই চুপ করে থাকুন। মনে রাখবেন, ''দেরী হোক যায়নি সময়।''

২। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন, - ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ।
কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- - ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।
ছোটখাটো অসঙ্গতিগুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প‌্যাঁচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।

৩। একদিন এক কাঁকড়া সাগরের তীর ধরে হেঁটে যাচ্ছিল । সাগরের ঢেউ এসে বার বার তার পায়ের ছাপ মুছে দিয়ে যাচ্ছিলো ।
সেটা দেখে কাঁকড়া বলল- "তুমি আমার বন্ধু হয়েও কেনো বারবার আমার এত সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিচ্ছো ?"
ঢেউ উত্তর দিল- এক জেলে তোমাকে ধরার জন্য তোমার পায়ের ছাপ অনুসরন করছে । তাই আমি তা মুছে দিচ্ছি । যাতে তুমি ভাল থাকোসুরক্ষিত থাকো ।"
সত্যিকার বন্ধু উপকার করে কিন্তু , বিনিময়ে চায় না কোন প্রতিদান ।আসলে বন্ধুরুপী সেই হীরা গুলো চিনতে আমাদের অনেক দেরি হয়ে যায় ।অথচ তারা নিরবে আমাদের অনেক উপকারই করে যায় ।

৪। লিওনার্দো দা ভিঞ্চি: বাজার থেকে বিভিন্ন দামেরও জাতের পাখি কিনতেন, কিন্তু পাখিগুলো তিনি না পুষে উড়িয়ে দিতেন।
রবীন্দ্রনাথ ঠাকুর:বিভিন্ন ডিজাইনের কলম সংগ্রহ করতেন কিন্তু সেগুলো তিনি কখনোই লেখার কাজে ব্যবহার করতেন না।
হিটলার: তিনি ছিলেন তার সময়ের জার্মানির অন্যতম শ্রেষ্ঠ ভায়োলিন বাদক। তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন।

৫। আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন ?

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ১। কষ্ট পেতে কষ্ট লাগে খুব। এই তো কোরবানীতে হাত কাটলো, খুবই কষ্ট পেয়েছি, তবে কাউকে কিছুই বলিনি। শুধু ডাক্তারকে বলেছিলাম সেলাইটা আস্তে কর :D

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমি কোনোদিন গরু ধরি নাই। তাই কাটাকাটির প্রশ্ন নাই।

যাই হোক আপনার হাতের সমস্যা দূর হয়ে যাক।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

অনল চৌধুরী বলেছেন: তার নির্দেশে সংঘটিত প্রতিটি হত্যাযজ্ঞের পর তিনি ভায়োলিন বাজিয়ে দুঃখপ্রকাশ করতেন। তথ্যসূত্র কি?

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: তথ্যসুত্র চাইলেন??
আমাকে বিশ্বাস করেন না??

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ২। গেয়ানী লুক বেশী থাকলে যা হয় আর কি :-B

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: মানূষের সম্বল হলো জ্ঞান।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ৩। সমুদ্রের মতো এমন নিঃস্বার্থ বন্ধু পাওয়াটা সত্যিই কঠিন, তবে সাগরের লাল কাকড়া আমার খুবই পছন্দ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: লাল কাঁকড়ার কামড় খেলে বুঝবেন।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ৪। হিটলার তো দেখছি আসলেই হিটলার ছিলেন :-B

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: হিটলারের জীবনী পড়ুন, ভালো লাগবে।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ৫। ওটা বিপদের সময়ের জন্য রেখে দেন, বিপদ আসার আগে গুলি করার দরকার কি?

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: জ্বী ধন্যবাদ।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০০

ঢাবিয়ান বলেছেন: ভাল লাগল।মনে রাখার মত কিছু কথা।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১০

সনেট কবি বলেছেন: কথাগুলো খুব পছন্দ হলো।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


পাখী পালন সঠিক নয়

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: পাখী পালন করে লক্ষ লক্ষ মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে।

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২২

রাকু হাসান বলেছেন:

বাহ বাহ চমৎকার পোস্ট । সুচিন্তনীয় পোস্ট ! সাহস,উদ্দীপনা পাওয়ার মত পোস্ট ! ++

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ রাকু ভাই।

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৩

রাকু হাসান বলেছেন: ৫ নং প্রশ্নের উত্তর -গুলি করার মত শক্তি আমার নেই ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: হাহা হা
আমারও নাই।

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: আপাতত গুলি করার মতো কাউকে পাচ্ছি না। সুন্দর পোস্ট।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধর্মীয় বাধানিষেধ না থাকলে নিজেকেই করতাম।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: কি যে বলেন !!!!

১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:০৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: ৫নং প্রশ্নের উত্তর হলো আমার ......একটা গুলিতে হবে না..
কথাগুলো দারুন ছিলো

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কমল ভাই।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:১২

বিপ্লব০০৭ বলেছেন: @চাঁদগাজী, পাখি পালন করলে কি সমস্যা?

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৩

রাজীব নুর বলেছেন: উনি হয়তো মানবিক দিক বিবেচনা করে এ কথা বলেছেন।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

কাওসার চৌধুরী বলেছেন:



রাজীব ভাই; ঈদ মোবারক। লেখায় ভাল লাগা রইলো।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: দারুণ কিছু কথা শিখলাম..........।
ভাল আছেন রাজীব ভাই?

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো আছি। আল্লাহকে ধন্যবাদ।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তালগাছ।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৭

বাকপ্রবাস বলেছেন: মরিচের কষ্ট পাটায়
তাকে কেন বাটায়
চুপ যদি থাকে
কে বাঁচাবে তাকে?
তাইতো সে ঝাল হয়ে
কাদায় সব্বাইকে।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: বাহ !!

২০| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রসংসনিয় লেখা, সততার সাথে উপার্জনের জন্য কোটি কেটি পথ খোলা আছে ।

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই।

২১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: ভাল পোস্ট।
+++++

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: বাহ !!
অনেক ধন্যবাদ।

২২| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৭

*কালজয়ী* বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন রঙের কলম দিয়ে কি করতেন??
বাংলা সাহিত্য, দর্শনের গুরুগম্ভীর লেখা গুলো তিনি কোন কলম দিয়ে লিখতেন???
তিনি তার চিন্তা, জ্ঞান, উপলব্ধি, ভালোলাগা-মন্দলাগা, জীবনের নানা পর্যায় কোন কলম দিয়ে লিখে প্রকাশ করতেন???

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: মনে হয় রেগে গেছেন?

২৩| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, ম্যায় হু না !!!
আগেকার বড় লেখকগণ পেন্সিল দিয়ে লিখতেন, কারণ বারংবার কারেকসন করতে হতো, ভুলে যদি কলম দিয়ে চিঠি লিখেছেন তাহলে সেই চিঠি কাটাকুটিতে ভরে থাকতো !!!

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

নাবিলা নিতু বলেছেন: চমৎকার

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

চাঙ্কু বলেছেন: হিটলারের সবকিছুই দেখি হিটালারীয়!!

২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ঠিক।

২৬| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নাহিদ০৯ বলেছেন: ১ :-&

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: কি??

২৭| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

তারেক ফাহিম বলেছেন: পড়তে ভালোলাগলো।

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: এটাই চেয়েছিলাম।

২৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

শাহারিয়ার ইমন বলেছেন: আগে বুলেটসহ গুলিটা দিন ,পরে বলব কাকে করব

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: ও !!!

২৯| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৩৪

রায়হানুল এফ রাজ বলেছেন: নূর ভাই। অস্থির হয়েছে। প্রশংসা না করে পারলাম না।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৪

অনল চৌধুরী বলেছেন: আমাকে বিশ্বাস করেন না?? -অাইন অার বিচারক অন্ধ।
রায় দেয়ার অাগে প্রমাণ চায়।

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: লজিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.